নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» » এলোমেলো ছবি (মোবাইলগ্রাফী-২৪)

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫



১। তুমি ভেবো-না -একদিন ঝরা ফুল হবো তুমি আমি-মিশে যাব ধূলায়-কে আর কাকে খুঁজবে তখন বলো-তার চে ঢের চলো এখন খানিক'টা চিনে রাখি-এসো চোখে রাখো চোখ।


আবারও এলাম কিছু মোবাইলগ্রাফী নিয়ে-স্যামসাং এ সেভেন ক্যামেরায় তোলা। যদিও বরাবরের মত সুন্দর হয় নি। তবু অনেকদিন ধরে পোস্ট দেয়া হচ্ছে না দেখে খারাপ লাগছে। আশাকরি উপভোগ করবেন আজকের মোবাইলগ্রাফী। সবার সকল ছবি ভাল না-্ও লাগতে পারে। এ জন্য অফটোগ্রাফার দায়ী থাকবেন না হাহাহ নিজ দায়িত্বে মেগা খরচ করে দেখুন।

২। টাকির ঝোলে পেঁপে দিবো
আরো দেবো লংকা
নিমন্তন্ন রইল বন্ধু
রেখো না মনে শংকা।



৩। সূতো ছিঁড়ে গেছে-বেলী ফুলের ঘ্রাণ মেখে নেই চুড়িতে-তুমি ছুঁয়ে দিয়ো-মুগ্ধতায় ভরে যাবে মন
রিনিঝিনি প্রেম সুর বাজুক তবে মনে এবেলা।



৪। রঙ গোলাপী-সবুজ পাতা
নাম যে তার রঙ্গন
বন্ধু তুমি যাও দেখে যাও
প্রেম ভরা মন অঙ্গন।



৫। একটি হলুদ আলোর প্রহরে তুমি এসো
হাজার তারার বাতির আলোয় আমায় নিয়ে ভেসো
খোলা আকাশের নিচে জোনাক জ্বলা প্রহর
নাই বা হলো এবেলা-তুমি পাশে
সুখে ভরুক মনের শহর।



৬। কালো পিঁপড়ে হলে তুমি
আমি হলাম ফুল গো
ছুঁতে আমায় বাড়িয়ো না হাত
করো না এই ভুল গো।



৭। রিনিঝিনি সুর তুলে কেবল ঘুরছি তোমার পাশে
মন পাবো মনটা দিয়ে-ভালবাসার আশে
তুমি বন্ধু মুখ ফিরিয়ে রইলে অথৈ দূরে
বুঝি নাকো থাকো তুমি-কোন সে আঁধার ঘোরে।



৮। ঘাসের ফাকেঁ ঝরা শিউলী-মালা গেঁথে রাখি
উড়ে এসে বসো শাখে-ওরে ময়না পাখি
শিউলী ফুলের সুবাস দেবো-দেবো ভালবাসা
হও না তুমি আমার মনে-একটু প্রেমের চাষা।



৯। একোরিয়ামের মাছ নই আমি-কেবল মনের খাঁচায় রাখবে বন্দি
এঁটো না ভুলেও তুমি এমনতরো ফন্দি



১০। একটি শিউলী মালা ভাসিয়ে দিয়ো জলে
ভিরুক এসে আমার মন ঘাটে
আমি ছুটি দিবো সেদিন সকল কর্মপাঠে।



১১।
যে পথে হেঁটে যায় মানুষ-কেউ পৌছে গন্তব্যে
কেউ রয়ে যায় এখানে, রক্তে ভেজা পথ-কেবল স্মৃতি হয়ে থাকে মানুষের মন্তব্যে।



১২। পেঁপে গাছের কাঁচা পেঁপে-রাখছি পেড়ে ঘরে
এসো ত্বরা রাঁধছি বাপু-কই মাছের ঝোলে।
ফরমালিনমুক্ত তরকারীতে অল্প দিলাম ঝাল
আজ যদি না আসো-পাবে না আর কাল।



১৩। তুমি আমি দুটো ফুল
পাশাপাশি আছি
তুমি আমায়-আমি তোমায়
নিয়ে সুখে বাঁচি।



১৪। ফুলকুঁড়ি তুই কুঁড়ি হয়ে থাক না
ফুটে গেলে যাবি ঝরে-
তুই এভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাক না।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে সুন্দর সব ছবি নিয়ে এলেন ছবি আপু!!!

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া
সময়ের অভাবে এখন আর এখানে ঠিকমত আসা হয় না :(

ভাল থাকুন

২| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:
এতো সুন্দর ছবি ব্লগ নিয়ে আসায় নিচের মিষ্টি আপনার জন্য।

ছবিগুলো ভাল লেগেছে। অগোছালো বলে মনে হচ্ছে না।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ -মিষ্টি অনেক দিন খাইনা
ভাল লাগল-কিন্তু বেশী মিষ্টি হাহাহা
ভাল থাকুন

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

তারেক_মাহমুদ বলেছেন: বাহ ছবিগুলো চমৎকার, ছান্দিক বর্ণনাও সুন্দর।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তারেক ভাইয়া ভাল থাকুন

সুন্দর থাকুন শুভেচ্ছা সতত

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




সবগুলোই সুন্দর সাথে ম্যাচিং কথা - কবিতাও ! ওয়াও....ওয়াও.... ।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জী ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর

৫| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: বকুল ফুল আর শিউলি দেখে মুগ্ধ আমি!!!!!!

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমার সাথে দেখা হলে বেলী শিউলী আর বকুলের মালা উপহার নিয়া আসুম

৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯

সোহানী বলেছেন: আজকেই আসবো তোমার পেরে ঝোল খেতে........... আমাকে ছাড়া খাবে না কিন্তু... :P

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা খাবো না আপি
রাধবোই না। তুমি আসলে রাঁধবো অকে

ভাল থেকো অনেক অনেক

৭| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: মোবাইলে এতো সুন্দর ছবি আসে কিভাবে !! সুন্দর।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন অনেক অনেক

৮| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

মিরোরডডল বলেছেন: খুব চমৎকার
number 3 & 8 অনেক ভালো লেগেছে

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক

৯| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কথা আর ছবি দিয়ে দারুন মালা তৈরী করেছেন।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন

শুভেচ্ছা

১০| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে টুক্কুশ বাবাজির তালা ফটোগ্রাফিটাও দিয়ে দিতেন =p~
তবে ছবির সব ছবিই সুন্দর হইছে =p~

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন দিব নে। সেগুলো ক্যামেরার ছবি তো তাই দেই নি

ধন্যবাদ

১১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

মলাসইলমুইনা বলেছেন: শিউলি আর রঙ্গনের ফটোগুলো খুব ভালো লাগলো | ছোট বেলায় লাল মাটির টিলার ওপর আমার প্রথম স্কুলটাতে আমাদের ক্লাসের পাশেই ছিল একটা শিউলি ফুলের গাছ | আর রঙ্গনের গাছ ছিল আমাদের বাসায় | ছোট বেলার কথা মনে হলো আপনার ফটো ব্লগে এই দুই ফুলের ফটো দেখে | ও হ্যা, আর পেঁপে গাছের ফটোটাও দেখে খুব ভালো লাগলো | সুন্দর লাগলো খুব আপনার এবারের ফটো ব্লগ আর সাথে কবিতা |

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি দেখে স্মৃতি রোমন্থণ করেছেন শুনে ভাল লাগল অনেক

ভাল থাকুন ভাইয়া
শুভেচ্ছা

১২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ যে দেখছি ফুল আর কাব্যের অপূর্ব সমন্বয়! বাহ! ফুলের ছবি আর কথামালায় মুগ্ধ!! দারুণ!!!

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যভাদ সম্রাট ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো সুন্দর। লেখাগুলো বাড়তি মাত্রা যোগ করছে।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাক

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখা ও ছবি মিলে মিশে একাকার।

সুন্দর।+++++++++

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা

১৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফুল ও কাব্য কনাগুলো অসাধারণ। ভাল থাকবেন সবসময়।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর এলেন ছবি অাপু :)

ছবিগুলোতে++ অফটোগ্রাফার বলেতো অামাকে লজ্যা দিচ্ছেন, অামিতো হাজার চেষ্টা করেও এমন সুন্দর ছবি তুলতে পারুম না :)

ছবির ছান্দিক ক্যাপশানের প্রশংসা না করলেই নয়, সব মিলিয়ে +++++++++

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য -এসব মন্তব্য অনুপ্রেরণ যোগায়
জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন ভাইয়া জি

১৭| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: সবুজ, সতেজ পেঁপেগুলো দেখে চোখ জুড়িয়ে গেল! বকুল আর শিউলি'র সুবাসটুকু যেন এখান থেকেও পাচ্ছি!
চোখ জুড়ানো পোস্টে ভাল লাগা + + রেখে গেলাম!

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
ভালবাসা আ রশুভেচ্ছা রইল

১৮| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

জাহিদ অনিক বলেছেন:

বাহ !! ছবিগুলো খুব খুব সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক অনেক অনেক

১৯| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ যতসব ছবি।





১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনন্য
ভাল থাকুন
শুভেচ্ছা সতত

২০| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

মিঃ সালাউদদীন বলেছেন: বসন্তের কোকিল ! অনেক দিন পর কবিকে পেলাম, এক কাপ গরম কফি ?

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

২১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

রুফাইদা তারান্নুম বলেছেন: ছবি আর ক্যাপশন - প্রেমীদের জন্যে তৃষ্ণানিবারক

১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভাল থাকুন অনেক অনেক

২৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ঈর্ষান্বিত!!

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা
তা্ও ভালো

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.