নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এই বসন্তে (যৌথ কাব্য)-মনিরা সুলতানা আপ্পি ও কাজী ফাতেমা ছবি

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯



এই বসন্তে
আমি চাই তুমি পাহাড় দেখ
লালমাটি রং ছুয়ে তৃষ্ণা বাড়া'ও
নীলমনিও মাধবী থাক
তুমি মহুয়া'তে মন ভেজা'ও
রাতজাগা লালচোখে
অস্তাচলের রক্তিমাভ দেখবো আমি
তুমি শুধু ছুঁয়ে এসো শাল বন মেঘ।

সমুদ্র !!
সমুদ্র দেখেছ বুঝি !!!
ও মা তাও নয় !!!!
থাক তবে এ বেলা
বর্ষার মিলনে সাগরের সুখ দেখ তুমি
কোজাগর'এ তার নুয়ে পরা নম্রতা;

এ পূর্ণিমা'তে পাহাড়ে ই যাও ।

ঝড়া পাতা গান,রুদ্র তাপ আর নিশ্চুপ নিসর্গ
যত’টা তোমাকে মানায় আমি হলফ করে বলতে পারি-
পৃথিবীতে আর কোন কবি তত’টা
মাননসই ছিল না অরন্যে।

ঘুঘু দহ'এ জলের আয়নায় যে জলছবি ছাপ
সেখানে আদিমতম সৌন্দর্যে-
প্রাগঐতিহাসিক কাল থেকে
কেবল তোমার'ই ছায়া ভেসে আছে.

পারিজাত ফুল পরযায়ী পাখি’র অভিসার দেখ তুমি
অযাচিত কালো বাদলের তান্ডব কিভাবে
অরন্যে’র নির্জনতা ভেঙে খান খান করে-
সেই শোক বিলাসীতায় মেতে উঠ বেশ।

এই ফাগুনে পূর্ণিমা ছুঁয়ে তুমি কেবল-
বন পাহাড়ে’ অরণ্য বিবাগী আরন্যক হও
আমি-
অরন্য ভালোবাসি বলে।
©Manira Sultana

আপার লেখা (আপনার মত সুন্দর লিখতে পারি নাই সরি) :(
--------------------------------------------

©কাজী ফাতেমা ছবি
রঙ বসন্ত হেঁটে যায় তার সীমান্তে ধীরে
তুমি চাও যদি এই বসন্তে আমি পাহাড় দেখি!
তবে তাই হোক!
নীলমণি মাধবী'রা নাই-বা থাকলো
শুধু তুমি থাকো পাশে-আমি মন ভেজাই তোমাতে।

অস্তাচলের পথে হেঁটে চলো আগাই পথ
রক্ত আভায় সঁপে দেই মন
তুমি আমায় ছুঁয়ে থাকো-আমরা আঁধারের পথেও হাঁটবো।

সমুদ্দুর দেখি নি-দেখেছি তোমার চোখের গভীরতা
নীলমণি সেই চোখ আয়নায় নিত্য দেখি আমার ছবি
সমুদ্দুর দেখিনি বলে তাই আর আমার আক্ষেপ নেই
এবেলা আমায় সমুদ্দুর দেখার সুযোগ করে দাও
তোমার চোখে বর্ষা নামুক-আমি ভাসতে চাই
কোজাগর রূপার আলোয় এসো-জোনাক হই।

দ্বাদশীর পূর্ণিমাতে পাহাড়েই যাবো-যদি তুমি চাও
ঝরা পাতার মর্মর সুরে-পথ আগাবো
মধ্যরাতের পূর্নিমা রোদ্দুর আমাদের মন ছুঁয়ে দিক
নিশ্চুপ, নিস্তব্ধ প্রহরে আমাদের এ মিলন বেমানান হবার নয়
তোমাকে ভালবেসে আমি কবে হতে চাই।

পাহাড়ী ঝর্নার গভীর খাতে চাঁদ মুখ দেখে জল আয়না
সুন্দরের অন্য নাম-আর তুমি আমি মুখ দেখি চাঁদ মাঝে রেখে
আলোয় আলোকিত মন নিয়ে-আমরা ভালবাসি মুগ্ধতায়
তোমার ছায়া তবু এসে পড়ে চোখের আয়নায়।

এই ফাগুনে তুমি চেয়েছো-আমি ছুঁয়ে থাকি তোমায়
তোমার নিমন্তন্ন ফেলতে না পারার দু:সাহস কখনো হয় না
আমি আরণ্যকই হবো-তুমি অরণ্য ভালবাসো বলে
ভালবাসি অরুনিমা-ভালবাসি তোমায়।





(আমার লেখাটি মনিরা আপা আবৃত্তি করেছেন- আসলে কি বলবো-এ আনন্দের ভাষা নেই। আমি স্বপ্নেও ভাবিনি কেউ আমার পঁচা লেখা আবৃত্তি করবে। আপা করেছেন অত্যন্ত আন্তরিকভাবে যদিও আপা তখন সর্দি কাশিতে তখন আক্রান্ত ছিলেন। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে এত সুন্দর আবৃত্তি, না শুনলে বিশ্বাস করবেন না। আমি আপাকে অনুরোধ করবো-আবৃত্তির ইউটিউব লিংক এখানে পোস্ট করতে। আমি পোস্টের সাথে এড করে দিবো। ফেবুর ম্যাসেন্জারে তেমন সাউন্ড আসে নি আপা-আপনাকে আবার ডিস্টার্ব করার জন্য সরি

কবিতা ঠিক আছে কবির নাম পাল্টে গেছে-আফসুস -চোরের ঘরের চোর চানাচুর

মন্তব্য ৮৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: বাহ বাহ ভেরী গুড আপুনিরা!!!!!!!

আবৃতি দাও তাড়াতাড়ি! :)

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপেক্ষা আপি মনি-মনিরা আপা আসুক আগে

ধন্যবাদ অনেক অনেক :)

২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন

৩| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা, প্রকৃতির কি অপরুপ রুপ!মুগ্ধতা রেখে গেলাম দ্বাদশীর চাঁদে।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যেও মুগ্ধতা কুঁড়ালাম । অনেক অনেক ধন্যবাদ পদাতিক
ভাল থাকুন-সুন্দর হোক পথ চলা

৪| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তারেক ভাইয়া ভাল থাকুন অনেক অনেক :)

৫| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ভালো লাগলো ।
কথা গুলো সুন্দর

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
অনেক ভাল থাকুন

সুন্দর হোক আগামী পথচলা

৬| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যৌথ প্রয়াস ভাল লাগছে।
আবৃতি শুনবো---

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া ভাল থাকুন

আমিও অপেক্ষায় আছি

৭| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭

খায়রুল আহসান বলেছেন: ব্লগারদের মাঝে কি চমৎকার সৌহার্দ আর সম্প্রীতি! দেখে ভাল লাগলো। প্রশংসনীয়।
আবৃত্তির লিঙ্কের অপেক্ষায় থাকলাম।
দুটো কবিতাই খুব সুন্দর হয়েছে। + +

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইজান
এমন অনেকের সাথেই আমাদের সুন্দর সম্পর্ক-মনে হয় একেবারে কাছের মানুষ।
সুন্দর সময়টুকু যেনো এমন সবার সাথে কাটাই-ব্যস্ততার হাত ধরে

অনেক সুন্দর মন্তব্য ধন্যবাদ অনেক অনেক

৮| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা ছবি আপু !!!
আমি সত্যিই আনন্দিত আপনি আমার,ছোট্ট একটা লেখায় এত্ত সুন্দর একটা কাব্য রচনা করেছেন !!!!
অসম্ভব সুন্দর হয়েছে আপনার শব্দচয়ন ভাব ,প্রকাশ সব সব মিলিয়ে অপূর্ব !!

আমি আসলে সেভাবে আবৃত্তি করে ইউ টিউবে দেই নি ,আপনাকে শোনাতে ভয়েস রেকর্ড করেছিলাম কেবল। তাছাড়া শুনেছেন তো একেবারেই ভাঙা গলার সেটা।আমার অংশটুকু করা আছে ইউটিউবে,চেষ্টা করব আপনার টুকু ও দিতে।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু;আমার লেখাকে এতটা চমৎকার ভাবে বুঝে নেয়ার জন্য। অরন্য বিবাগী আরন্যক!

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ধন্যবাদ নয় ভালবাসা নিন
আজীবন আমাদের সম্পর্ক থাকুন এমন সৌহার্দপূর্ণ
বন্ধুত্তা কিংবা বোনের মত

ভাল কাটুক আমাদের আগামী সময়গুলো্ও যেনো

আল্লাহ ভরসা।

৯| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

ছবিটা বেশি সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভাল থাকুন অনেক

১০| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপু আমি আজকে সন্ধ্যার পর আপনার অংশটুকু ভিডিও তে কনভার্ট করে আপনাকে দিবো,আপনি আপনার ইউটিউবে আপলোড করে দিয়েন :) ভালোবাসা আপু!

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞ থাকব আপু

অনেক ভালবাসা রইল

১১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা!

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন

ভিডিও এড করেছি দেখতে পারেন

১২| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যৌথ প্রযোজনা। কবিতা দারুণ হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যভাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

ভিডিও আপলোড করেছি

১৩| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



এই বসন্তে আমি পরিবারের খাবার যোগানোর আশায় আরবের মরুতে উটের যত্ন নিচ্ছি; সামনে বালির পাহাড়, ওদিকে তাকালে চোখ ঝাপসা হয়ে আসে।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা-এটা্ও একটা দায়িত্ব
ভাল থাকুন

১৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬

সামিয়া বলেছেন: অসাধারণ হয়েছে তোমাদের bonding টা। প্রিয়তে নিলাম।। দুই আপুকেই ভালবাসি।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইতি মনি
অনেক ভালবাসা নিয়ো

১৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩০

সোহানী বলেছেন: ওয়াও................. অসাধারন।++++++++

মনিরা তুমি আবৃতি করো !!! কই কখনো বলোনিতো!!!!!!!!

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই প্রথম আমিও শুনলাম

আন্তরিক ধন্যবাদ আপি ভাল থাকুন

১৬| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,



দু'জন তুখোড় ব্লগারের একটি প্রয়াস , তাও কবিতা আর আবৃত্তির সঙ্গতে । আপনারাও দু'জন দু'জনাকে ছুঁয়ে হেটে গেছেন এক কোজাগরী পূর্ণিমার রাতে । হলফ করে বলতে পারি , একজন অন্যজনে নিবেদিত আরণ্যক ভালোবাসায় ।

আর , মনিরা সুলতানা ; আপনার আবৃত্তি নতুন হিসেবে ( জানিনে আপনি আবৃত্তি করেন কিনা ! ) মোটেও ফেলনা হয়নি । অনেকটা ভরাট গলা । আরও একটু আবেগ দিয়ে খানিকটা কাঁপিয়ে আবৃত্তি করার সুযোগ ছিলো কারন কবিতার শব্দ ও বাক্যভাব তেমনটার দাবীই রাখে । সবটা মিলিয়ে বলবো, ভালো লেগেছে ।
অবাধ থাকুক আপনার আবৃত্তির উঠোন , সেখানে ফুটুক পারিজাত ফুল ।

কাজী ফাতেমা ছবিকে বলছি , আপনার কবিতাও যোগ্য প্রতিউত্তর হয়ে এসেছে প্রথম কবিতার । আপনি সমর্পিত হয়েছেন ভালোবাসার অরুণিমায় ।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপার আবৃত্তি প্রথম শুনলাম- খুবই ভাল লাগল
তা্ও আমার একটা লেখা -আপার কাছে কৃতজ্ঞ

ভাইয়া এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা যুগায়

আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

আপার আবৃত্তি করা ভিডিওটি আপলোড করেছি

১৭| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতা দু'টি প্রমাণ করে দিল ব্লগীয় বন্ধন যে কত তোখড়। মনিরা আপুর আবৃতিও দারুণ লাগল।
দুই কবি বোনদ্বয় আরো নতুন নতুন কবিতা দাপটিয়ে যাবে ব্লগপাতায় সেই প্রত্যশায় সবসময়ের।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

সময় মত উত্তর দিতে পারি নাই বলে দু:খিত

১৮| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

তারেক ফাহিম বলেছেন: অসাধারণ কবিতাদ্বয়++

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা

সময় মত উত্তর দিতে পারি নাই বলে দু:খিত

১৯| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

সফেদ বিহঙ্গ বলেছেন: বেশ ভালো লাগলো...........

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন

সময় মত উত্তর দিতে পারি নাই বলে দু:খিত

২০| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ওয়াও সুন্দর হয়েছে উভয় কবিতা ।
আবৃতিটা জলদি শুনতে চাই । বাকিটা পরে বলব ।
শুভেচ্ছা রইল ।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবৃত্তি দিয়েছি ভাইয়া

অনেক ধন্যবাদ
ভাল থাকুন

২১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: শায়মা থ্যাংকু থ্যাংকু;আবৃতি ঠিক না ,আমি পড়েছি কেবল।সেটা শুনে কিন্তু ওয়াক থু বলতে পারবা না /:)

নীলপরি অনেক অনেক ধন্যবাদ নীলপরি নিলাঞ্জনা :)

পদাতিক চৌধুরী ধন্যবাদ আপনি ও মন্তব্যে আমাদের মুগ্ধ করে গেলেন।

তারেক মাহামু৩২৮ আপনার জন্য ও শুভ কামনা।

নূর ই হাফসাধন্যবাদ নূর আমার কবিতায় ও আপনার চমৎকার ভালোলাগার প্রকাশ ছিল,যৌথ কাব্যে ও আপনাকে পেয়ে ভালোলাগলো।

গিয়াস উদ্দিন লিটন ভাইয়া আগ্রহের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা; বাট কানের ইনস্যুরেন্স আছে তো :P


১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এমন আরও কবিতা আবৃত্তি তোমার কণ্ঠে শুনতে চাই

অনেক ভাল লাগা আবৃত্তিতে।

২২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: খায়রুল আহসান ব্লগ আসলে আলাদা এক আনন্দ ভুবন আমাদের জন্য;ব্লগার'রা সবাই একে অন্যের অতি প্রিয়জন।যৌথ কাব্যে আপনাকে পেয়ে ভালো লাগলো ভাইয়া। লিংক এর অপেক্ষায় থেকে আমাকে বিব্রত করলেন বেশ, আবৃতি তো জানি না পড়েছি কেবল।


রাজিব নুর ধন্যবাদ আপনাকে ও


মোস্তাফা সোহেল দুই শব্দে আমাদের আনন্দিত করে গেলেন;ধন্যবাদ :)

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)আপনার প্রশংসায় ভালোলাগা;অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।


চাঁদগাজীআহা গাজী ভাই !!!!! উটের যত্নের পাশাপাশি আপনার চোখের ও যত্ন নিন।সামনে খর বৈশাখ ভাতে পানি দিয়েছেন তো !!!!

সামিয়াতোমার জন্য ও ভালোবাসা অফুরান;তুমি ও আমাদের প্রিয়তে'ই আছো।


সোহানী এই না হলে তুমি আপু !!!!! অল্পতেই এত্ত এত্ত খুশি হয়ে যাও;ভালোবাসা আপু।আমি তো আবৃতি করি না আপু,তাই বলা হয় নি তোমায়।তবে ছবি আপু এত যত্ন নিয়ে লিখেছে দেখে পড়তে ইচ্ছে হলো।এই টুকুই :)




১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার আন্তরিকতায় কতটা যে আনন্দ পেয়েছি মহান আল্লাহ জানেন

আল্লাহ আপনার চলার পথ সুন্দর করুন
ভাল থাকুন আপি

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনি আমাকে অনেক খুশি দিয়েছেন

আল্লাহ আপনার চলার পথ আরো সুন্দর করুন

২৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! ভালো লাগলো !! ভালো লাগলো !! ভালো লাগলো!!


দুই বোনের জন্য শুভ কামনা রইল !! !:#P


আমাদের দুই বোন একশত বছর করে বেঁচে থাকুক ! :)

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ কবির ভাইয়া
ভাল থাকো
অনেক অনেক

২৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আহমেদ জী এস ভাইয়া আপনার ধ্রুপদী মন্তব্য সবসময় হৃদয়ের খুব কাছে থাকে;আমরা ব্লগার'রা সত্যি'ই একে অন্যে'র ভালোবাসায় নিবেদিত।আপনার চমৎকার মন্তব্য পূর্ণিমা আলো ছাড়ালো আমাদের কবিতায়।

আবৃতি আমি শিখি নি ভাইয়া ,তেমন ভাবে করি ও না;তবে প্রচুর শুনি,ভালোলাগা ভালোবাসা বলতে পারেন।আপনার চমৎকার সংশোধনী বাক্য পরের বার অবশ্যই চেষ্টা করব সেভাবে। ধন্যবাদ ভাইয়া আপনার ভালোলাগার প্রকাশের জন্য।

মাহমুদুর রহমান সুজন আমার কবিতা পড়ায় তোমার ভালোলাগা আমাকে আনন্দিত করলো;অনেক অনেক ধন্যবাদ :)

তারেক ফাহিম অনেক অনেক শুভ কামনা আপনার জন্য :)

সফেদ বিহঙ্গধন্যবাদ আপনাকে আশা করছি আপনার ব্লগ ভ্রমন আনন্দ ময় হবে।

ডঃ এম এ আলীভাইয়া আপনি লেখা নিয়ে বিজি অনেক মনে হচ্ছে ,আমার এই কবিতায় আপনাকে পাইনি। ছবি আপুর ব্লগে পেলাম তাও অনেক;আপনি কবিতা পড়ছেন তাতেই ভালোলাগা।আমার কবিতা পড়া আপনার কেমন লাগবে বুঝতে পারছি না যদিও।এই পোষ্টের শেষে লিংক দেয়া আছে ;দেখে আসতে পারেন।

শাহারিয়ার কবীর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে :)

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন:

২৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিংসেয় জ্বলে কম বাঁধা দিইনি, কিন্তু ঐ কবি বড়ই নির্দয় আর গোঁয়ার
অগত্যা ছবিকে ওয়ার্কিট আর গাস্পুলের শুঁভেঁচ্ছাঁ /:)

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাস্পুল কি রে বদ?

এই ফুলের নাম জীবনেও শুনিনি

২৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুর চরণও দারুন হয়েছে মাইরি............আবৃতিটা কবি শাহনাজকে দিয়ে করালে সেরাম হতো

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা বদের বদ পোলা

২৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আবৃত্তি ও বেশ ভালো হয়েছে। আইডি য়াটি দারুন।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:১০

শাহিন বিন রফিক বলেছেন: এত সুন্দর কবিতা আপনারা লিখেন কি করে? খুব হিংসে হয় আমার।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন পাঠক ভালবাসি

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরাপু'র ডাক নাম বুঝি 'আপ্পি'?

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপ্পিই তো আর তোমার ডাকনাম ভাইয়া

মেরে পেয়ারে ভাইয়া জি ক্যায়সে হু আপ

৩০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৪০

প্রামানিক বলেছেন: দারুণ

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৩১| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৪

মলাসইলমুইনা বলেছেন: দুজন প্রিয় ব্লগার: মুনিরা সুলতানা আর কাজী ফাতেমা ছবি,
কবিতা আর প্রতিউত্তরে দুজনের আঁকা বসন্ত বর্ণনাই অনবদ্য | আপনাদের অরণ্য বন্দনায় অরণ্য বিবাগী এই আমিও আরণ্যক হবার মুগ্ধ স্বপ্নে বিভোর হলাম | ব্লগ থেকে জানা গেলো, সর্দি কাশি নিয়েও আসন্ন মুক্তিপ্রাপ্ত ইউটিউব কবিতার আবৃত্তিতে প্রিয় কবি মুনিরা সুলতানা অনবদ্য |যেটা জানা হলো না এখনো সেটা হলো "ছুঁয়ে থাকা অরণ্যতায় তোমার নিমন্ত্রণ" -এর আবৃত্তিতেও তার সর্দি কাশির সংলগ্নতা ছিল কিনা | কারণ যে দুরুন্ত আবৃত্তি হয়েছে কবিতা তাতে এই সর্দি কাশি সব সময় থাকলে আমরা আরো কিছু অনবদ্য আবৃত্তি তার কাছ থেকে আশা করতেই পারি ! মুনিরা সুলতানার সর্দি কাশিময় এক জীবনের জন্য এখনই দুহাত তুলে সেই দোয়া করবো কিনা বুঝতে পারছি না |

যৌথ কাব্য "এই বসন্তে"-এ ষড়ঋতুর বর্ণিল রঙমাখা অরূপ ভালোলাগার মতো আমার একক ভালোলাগা জড়িয়ে দিলাম |

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আপি আরো আবৃত্তি আমাদের শোনাবে সে আশাই করছি

বর্তমানে ভিডিও টি আপলোড করেছি ভাইয়া
আপার কণ্ঠে আমার লেখা -দারুন এক্সাইটেড আমি

ধন্যবাদ সুন্দর মন্তব্য রাখার জন্য ভাল থাকুন সুস্থ থাকুন
শুভেচ্ছা সতত

৩২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

ওমেরা বলেছেন: কেউ, কাউকে নাহি ছাড়ে সমানে সমান ! দুই আপুর কবিতাই অতীব সুন্দর হয়েছে দুজনকেই আমার আন্তরিক ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক

৩৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ্! এ যে দেখছি আসর জমে গেছে! মনিরাপুর আবৃত্তি তো দারুণ লাগল! আর ছবি আপুর কবিতা সবসময়ই সুখপাঠ্য! দু’জনের জন্যই অফুরন্ত শুভকামনা।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সম্রাট ভাইয়া

উৎসাহ পেলাম আরো
ভাল থাকুন
শুভেচ্ছা সতত

৩৪| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: যৌথ প্রযোজনার ছবির মত কবিতাও হিট।

দুজনকে অভিনন্দন।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৩৫| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯

কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর আপি।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধণ্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক

৩৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৬

জাহিদ অনিক বলেছেন: বাহ!!!!!!!!


খুব সুন্দর হয়েছে। কবিদের এরকম যৌথ প্রযোজনা আমি দারুণ উপভোগ করি।

দুইটা কবিতাই সুন্দর। অরণ্য ভালোবাসে বলে কেউ যাবে অরন্যে, হয়ে যাবে আরণ্যক। আর আমি কবিতা ভালবাসি বলে এলাম কবিতার অরন্যে।

দারুন হয়েছে। কবিতা ও আবৃত্তি সবকিছুতেই ভালোলাগা রইলো।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদ ভাইয়া
ভাল থাকো
শুভ কামনা

৩৭| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

গভীর অনুভবে মনের গহীন বনে কেওড়াপাতা দোলে! কবিতার ছত্রেছত্রে কত কথা, কত গান। সত্যি, অত্যন্ত রোমান্টিক কবিতা!

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রমর
অনেকদিন পর দেখলাম
ভাল থাকুন

৩৮| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: কি করি আজ ভেবে না পাই এই না হলে আমার ভাই !!! থ্যাংকু !
আর কাকু তো সব সময়ে ই সেইরাম :P

সেলিম আনোয়ার ভাইয়া আসোলেই কবিতা এত সুন্দর ছিলো যে ,আমার ইচ্ছা করলো পড়ি।ধন্যবাদ আপনাকে :)

শাহিন বিন রফিক আপনার মুগ্ধতা মন ছুঁয়ে গেলো। ধন্যবাদ।


প্রমানিক ধন্যবাদ ভাইয়া!


মলাসইলমুইনা
হাহাহাহা মসাল্লাম ভাইয়া !! না না ছুঁয়ে থাকা অরন্যতায় পড়ার সময় নরমাল ই ছিলাম,সেটা ছবি আপু কবিতা শুনলেই বুঝতে পারবেন।ধন্যবাদ ভাইয়া সব সময়ের মত পাশে থাকার জন্য।

ওমেরা আপু তোমাকে ও অনেক অনেক ধন্যবাদ।


সম্রাট ইজ দ্যা বেষ্ট ধন্যবাদ আপনার জন্য ও শুভ কামনা।


মোঃ মাইদুল সরকার ধন্যবাদ সরকার সাহেব।


কামরুননাহার কলি ধন্যবাদ আপুনি।



৩৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০

মনিরা সুলতানা বলেছেন: জাহিদ অনিকধন্যবাদ ধন্যবাদ কবি।


ভ্রমরের ডানাচমৎকার বলেছেন, সত্যিই ছবি আপু কবিতা টা তাই।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন:

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালবাসা রইল আপি
ভাল থাকুন

৪০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!

দুই কবিকেই শুভেচ্ছা! :)

+++

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর বিলিয়ার ভাইয়া

অনেক ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক

৪১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: পোস্টটি বুকমার্ক করে রেখেছিলাম। বন্ধের দিন সময় করে শুনবো বলে। আজ পরপর মনিরা'পু আবৃত্তি শুনলাম। বিলি ভাই পোস্টের এবং এ পোস্টের। দারুণ। যদিও এ পোস্টের সাউন্ড কোয়ালিটি একটু মন্দ ছিল। তবে আপুর কণ্ঠের কোন হরফের নাই। সুন্দর এবং অবেগী।

চলুক কবিতা আর অাবৃত্তি। +।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

দেরীতে উত্তর দেয়ার জন্য দু:খিত

৪২| ০১ লা মে, ২০১৮ বিকাল ৫:৪৮

ফাহমিদা বারী বলেছেন: বাঃ চমৎকার উদ্যোগ! বেশ ভালো লাগলো! :)

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
দেরীতে উত্তর দেয়ার জন্য দু:খিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.