নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কারো উপকারে লাগতেও পারে.........(পিসি থেকে ইনস্টাগ্রামে ছবি আপলোড)

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

গুগল ক্রোম অন করুন.........
১। ডান কোনায় দেখুন তিনটা ফোঁটা আছে কিলিক করেন......



নিচে চলে যান মোর টোল আছে কিলিক করেন......

ডেভলপর টোল আছে কিলিক করুন........... ব্যস হয়ে গেলো । আর কিছু করতে হবে না।

এবার এড্রেসবারে ইনস্টাগ্রামের ঠিকানা লিখুন



দেখবাইন যে মোবাইলের মতন ইনস্টাগ্রাম আইছে...... ব্যস লাইক কমেন্ট
ইচ্ছে মতন ফটো আপলোড করেন



কোন প্রবলেমের সমস্যা হইলে আমারে জানাইয়েন যে। আর ইতা লইয়া চিন্তা করেন ক্যারে........ গুগল মামা আছে না। হেতেরে জিগাইলেই বিস্তারিত পাইয়ালবাইন। অকা .........উগান্ডা

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

নজসু বলেছেন: টেকি পোষ্টটার জন্য ধন্যবাদ জানবেন।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভালো থাকুন নজসু :)

২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: বাপরে!!!

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই তো। মোবাইলের মতই অন হবে।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝি না।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনস্টাগ্রাম আছে না?

পিসি থেকে আপলোড করার পদ্ধতি বললাম আর কি।

আমি এমনভাবেই ছবি আপলোড করতে পারছি গুগল ক্রোমে।

ক্রোম অন করে ডান কোনার অপশনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে ডেভলপার টুলসে ক্লিক করলে ডান সাইডে হিজিবিজি লেখা আসবে তাতে সমস্যা নাই। এখন শুধু এড্রেসবারে ইনস্টাগ্রাম অন করলেই হবে।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

টি-ভাইরাস বলেছেন: কি হইল কিছু বুজলাম না, আমার কাজ করে নাই

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর করে বুঝাইয়া দিলাম :( কানতাম মুঞ্চায়

আমি এমনভাবেই ছবি আপলোড করতে পারছি গুগল ক্রোমে।

ক্রোম অন করে ডান কোনার অপশনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে ডেভলপার টুলসে ক্লিক করলে ডান সাইডে হিজিবিজি লেখা আসবে তাতে সমস্যা নাই। এখন শুধু এড্রেসবারে ইনস্টাগ্রাম অন করলেই হবে।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপা।
আপনার কাছ থেকে এধরনের হেল্প পোষ্ট পাওয়া যায়।
অবশ্য আমি অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

সাগর শরীফ বলেছেন: ধইন্যবাদ সৌদি আরব। কাউর কামে লাগুক না লাগুক মোর কামে ঠিকই লাগঝে।
মোর বোলগে বেড়াইতে আইয়্যেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেক ধন্যবাদ ভালো থাকুন

৭| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: আমি মোবাইল থেকেই ইন্সটাগ্রামে ছবি দেই। কি দুরকার পিসি থেকে দেওয়ার।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি মোবাইলে তেমন বসতে পারি না। অফিসে আপলোড করতে সুবিধা পিসিতে। কিন্তু উইন্ডোজ টেন আসাতে এই পদ্ধতি কাজে লাগছে না । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.