নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ভূতের চোখ পেত্নির চোখ ওমা!
চোখের ভুতে ধরছে
এই তোমরা কী-জানো বাপু
কান্ডটা কে করছে?
একচোখা এক পেত্নির চোখে
রঙের ডিব্বা ঢেলে
রঙ আকাশে উড়ছে কে রে
রঙীন ডানা মেলে?
আবার দেখি রঙধনু চোখ
রঙ লেগেছে চোখে
এমনতরো পাগলামিতে
বলবে কী যে লোকে!
গ্লিটার আঁকা চোখের কোণে
রক্ত মাখা কান্না
চোখের আয়নায় দেখি চেয়ে
ঝরছে হীরে পান্না!
বন্ধ চোখটা খুলে দেখি
দুই চোখা এক মানুষ
নাক মুখ যে তার-নেইকো, পাশে
উড়ছে প্রদীপ ফানুস।
ঘুমোচ্ছে ঠিক বউয়ের মতন
রঙ বাহারী সাজে
বউটি কেনো তুলছে না চোখ
মরছে কী সে লাজে?
চোখের মণি দেখলে হঠাৎ
আৎকে উঠি ভয়ে
আঁকা চোখের জ্বালা কেমনে
নেবো বলে সয়ে!
রঙ বেরঙা আঁকা চোখে
দেই পেত্নির উপমা
এত চোখের কারিগর কে?
নীরা নিরুপমা।
ওরে মারে মা চোখ দেখে
প্রাণ যে আমার যায় মা...
ধরছে ভূতে, নাম তার শুনবে?
সে আমাদের সায়মা।
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এখন দেখো
২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
অপ্সরা বলেছেন: আপুনি!!!!!!!!!! ভূতেরটা দিলে তো সবাই ব্লগ ছেড়ে পালাতো!!!!!! হা হা হা হা হা হা হা
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক বাবা পালাইলে তো ব্লগ মানুষ হই যাইবো, ভয় দেখান ঠিক না হা হা ্হহা
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি + কাব্যিক বর্ননা মিলে দারুণ....
শায়মাপুকে ছবির জন্য অসংখ্য ধন্যবাদ
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আর্কিও
ভালো থাকুন
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
অপ্সরা বলেছেন: ছবি আপু আর আর্কিওপটেরিক্স ভাইয়ুর জন্য আরেক চক্ষু ভূত!!!!!!
আপুনি এইটাও গ্লিটার দিয়ে আরেকটা ভূত বানিয়েছি!!!!!! ছবি আপু আর আর্কিওপটেরিক্স ভাইয়ুর জন্য আরেক চক্ষু ভূত!!!!!!
আপুনি এইটাও গ্লিটার দিয়ে আরেকটা ভূত বানিয়েছি!!!!!!
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই চোখটা অনেক সুন্দর হইছে আপুনি
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এইরে... এই চোখের মায়া কাটানো সম্ভব না
মায়বন বিহারিনী অপ্সরী.....
হৃদয়হরিণী......
শায়মাপুর জন্য একটা
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: গহনও স্বপনও সঞ্চারিনি
হাহহাহা
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
রাফা বলেছেন: বাহ্ চোখের অসংখ্য রুপের বর্ণনায় কবিতার ছন্দ অসাধারন।তার সাথে ছবি যুক্ত হয়ে স্থীর চলচ্চিত্র হয়ে গেলো।
গ্রেট ,কা.ফা.ছবি।ধন্যবাদ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রাফা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১
অপ্সরা বলেছেন: হা হা হা কালকে আরও একটা এঁকে দেবো ওকে!!!!!!!!
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার চোখটা আইকো আপি
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে শামা
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আকা শেষ হলে যেনো আমরাও দেখতে পাই
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওমা,
এতো দেখি শায়মাপু'র কেত্তন!!
প্রথমেতো ভেবেছিলেম ছবি'পু বুঝি ছবির সত্ব দাবি করছেন।
চোখ নিয়ে চব্যচর্বির টানাটানিতো আর কম না বাপু...........
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহা ............ বহুযুগ আগের কথা মনে পড়ে গেলো
থ্যাংকুস
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার দেখি রঙধনু চোখ
রঙ লেগেছে চোখে
এমনতরো পাগলামিতে
বলবে কী যে লোকে!
.........................................................................................................
খুব মজা পেলাম তাই রংচঙা ছবি পাঠায়ে দিলাম ।
.........................................................................................................
..........................................................................
এটা মনে হয় গেছো ভুতানী
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএটা পেত্নি চোখ মনে হচ্ছেে
একদিন শায়মাপি এটাও আঁকবে ইনশাআল্লাহ
ধন্যবাদ আপনাকে
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৭
অপ্সরা বলেছেন: চব্যচর্বিকে লেহ্য পেয়ো এখনও খাও নাকি ভাইয়ু!!!!!!!!
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপি মনে পড়ে গেলো সেই আগেকার কাহিনী
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯
ল বলেছেন: ওয়াও!!! কি দারুণ চোখ রে বাবা ---
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখ যে মনের কথা বলে ...... শায়মাপির চোখ কথা কয়
ধন্যবাদ আপনাকে
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর চোখ।
পৃথিবীর মধ্যে কুনালের চোখ নাকি সব চেয়ে সুন্দর?
১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোনালের চোখ তো দেখি নাই। ছবি যদি দেখাতেন
ধন্যবাদ আপনাকে
১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: লেখা+ চোখের ছবি ভালো লাগলো !!
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ইতির জামাই...........
ট্রিট দিতে ভুইলো না যে
১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
আমি ৎৎৎ বলেছেন: ১নং ও ৪ নং ছবিটা এত সুন্দর যে, একবার দেখলেও মন ভরবে না। বাকী সবগুলোই সুন্দর। পোষ্টে + + +
ভাল লাগা রইল।
ভাল থাকুন, সবসময়।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো অপেক্ষা করুন আপি আঁকা মাত্র শুরু করছে হাহাহাহ ভুত পেত্নি মানুষ জীন সব েএঁকে ছাড়বে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২
আমি ৎৎৎ বলেছেন: আপনার উত্তরে ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শাহরিয়ার কবীরঃ আজকাল সবকিছুই অত ভালো লাগিতেছে ক্যান বাপু?
ভালো লাগার এ অসুখ বড় ভয়ংকর ভায়া........
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী হিংসে হয় হাহাহাহাহা
১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা দারুণ চোখে ততধিক দারুণ কাব্য
তোমাদের দু' জনের জন্যই ভালোবাসা।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ আপি
মন্তব্যে অনুপ্রাণিত
১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০
তারেক ফাহিম বলেছেন: ফাতেমপুকে অনেক দিন পর দেখলাম।
নাকি আমি নিজেই ফাঁকিবাজ
সায়মাপুরে ভুতড়ে চোখ দেখেতো ভয় পাইনি
চমৎকার কাব্য ও আাঁকা অাঁকিতে অনেক ভালোলাগা।
উভয়ের জন্য ভালোবাসা।
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা এখন তো আপনাকে দেখি না কোথায় আপনি
২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২
অপ্সরা বলেছেন: তারেকফাহিমভাইয়া
ফাতেমা আপু সেই ভূতুড়ে চোখের ছবি দেয়নি এখানে .....
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর্ট করা ছেড়ে দিয়েছো কী আপুমণি
২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
হাবিব বলেছেন: চক্ষু ভূত নয় চক্ষু অদ্ভুত.......... ++
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অদ্ভুত । কিন্তু আপনার পোস্ট তো পাচ্ছিনা ভাইয়া
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
সৈয়দ ইসলাম বলেছেন:
একটা একটা করে সবক'টিতেই নিজের প্রতিবিম্ব খোঁজলাম, পেলাম না! অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে সায়মা আপুকেই দেখতে পেলাম
হা হা হা
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এগুলো শায়মা পির চোখই
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২
পবিত্র হোসাইন বলেছেন: ভূত সেতো ভূত নয় , একেবারে চক্ষু ভূত....
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি অয় এগুলা শায়মাপির চোখ
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মার আঁকার হাত অসাধারণ!!!
ছড়ায় ছড়ায় একটি চক্ষু ভূতের গল্প..... হয়েছে আর অসাধারণ!!
১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আকাআকি তামীমের কাছ থেকে শিখেছে মনে হয় হাহাহাহা
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
অপ্সরা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা
কিন্তু ছবিগুলো কই!!!!!!!