নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
৭।
না কোন জন্মদিন পার্টি নয়, নয় বিবাহ বার্ষিকি, না কোনোই উপলক্ষ নেই আজ। মা'কে সারপ্রাইজ দেয়ার জন্য তার এই কাজ, তাও কাচি দিয়ে কেটে রুমে ঢুকতে হইছে, লাভিউ বেটা.। বেলুন্টাও রঙ করেছে। এখন স্কুল নেই তাই প্রতিদিনই কিছ না কিছু এঁকে রাখে। অফিস থেকে এলেই সারপ্রাইজ দেয়। এর ভালো লাগার জিনিস আমার কাছে আর কিছু নেই। একটি ঘরে সন্তান হলো ভালো থাকার আনন্দে থাকার সেরা বিনোদন। আল্লাহ তাআলার সেরা দান। শোকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তিনি আমাকে মায়ের মর্যাদা দিয়েছেন।
অফিসে যাওয়ার সময় ঝাপটে বিশ পঁচিশ টা পাপ্পি দিবে। আমি বলি বাজান এবারের মত মাফ করে দে, নইলে অর্ধেক এখন আর অর্ধেক অফিস থেকে আসলে দিস হা হা হা। দেখতে দেখতে ছেলেরা বড় হচ্ছে আর আমি হচ্ছি বুড়ি। এইতো জীবন
তামীম এবার ক্লাস ফাইভে উঠেছে। আগের মত আঁকা আঁকির জন্য সময় পায় না। তারপরও আঁকা আঁকি চলছে। তা হোক বইয়ের পাতায় অথবা দেয়ালে। অনেকগুলো আঁকা জমা হয়ে গেছে। ভাবছি আস্তে দেব এখানে।
ব্লগে থাকুক ওর আঁকাগুলো স্মৃতি হয়ে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৮।
৯।
১০।
১১
১২। এটা নিজেই এডিট করেছে, পিক্স আর্টে
১৩। মায়ের বার্থ ডে তে এঁকেছে
১৪।
১৫।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
মাহমুদুর রহমান বলেছেন: প্রথম ছবিটা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাশাল্লাহ সুন্দর আঁকছে।
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
হাবিব বলেছেন: অনেক সুন্দর আঁকা ছবি গুলো
২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা দভাইয়া ভালো থাকুন
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২
সুমন কর বলেছেন: আমাদের ভাগ্নে দারুণ আঁকে............বন্ধ যেন না করে। ফেবুতে থাকার কারণে আগেই দেখেছি।
অনেক অনেক শুভকামনা রইলো।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা , ইনশআ আল্লাহ বন্ধ হবে না। দোয়া করবেন
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০
জাহিদ অনিক বলেছেন:
ওয়াও ! আপু আপ্পনার টুক্কুস !
অনেক সুন্দর আর চমৎকার ছবি একেছে তামীম।
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। দোয়া করো ওর জন্য
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: বাহ বাহ টুক্কুস একদম খালামনির মত হয়েছে!
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম। আঁকা আঁকি আর দুঢটুমি
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন:
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এখন কি নিয়া বিজি আছো
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: এখন আমি ঘুরাঘুরি নিয়ে বিজি!
সাথে সাজুগুজু, কেনাকাটি, খানাপিনা, ছবি তুলাতুলি, কান মুলামুলি .....
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা৷
ভালা কামে বিজি বাহ
আমু নাকি
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি....
থ্যাংকু ছB আপু
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: আসো আসো .......
আমার পরীর দেশে .....
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি তোমার সাথে কোনোদিন কী দেখা হবে গো?
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: হতে পারে!!!!!!
আহমেদ জি এস ভাইয়াকে ব্লগ আড্ডায় দেখে আমার মনে হয়েছে আমারও এমন দেখা হয়ে যেতে পারে!
কিছুই বলা যায় না !!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আশা রইলো
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: প্রথম পেন্সিলে আঁকা ছবিটা আমার খুব ভালো লেগেছে।
রকদম টাটকা গ্রামের ছবি। নদী নৌকা, ঘর বাড়ি আর গাছপালা সবই আছে।