নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন হাজার! উত্তর নাই......

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

.

এতো ছন্দ এতো শব্দ
ক্যামনে জমা মনের ভিতর,
কোথা হতে আসে ওড়ে
ভাবতে গেলে লাগে নিথর।

এতো দু:খ এতো কষ্ট
জীবন নিয়ে খেলা করে,
ক্যামনে মানুষ বেঁচে থাকে
একলা একা মনের ঘরে।

এতো কান্না এত আবেগ
বুকের ভিতর হোলি খেলে,
তবু মানুষ হেসে গেয়ে
ক্যামনে সুখে পাখনা মেলে।

এতো চাওয়া, না পাওয়াতে
বিষন্নতায় মানুষগুলো,
ক্যামনে বাঁচে দীর্ঘশ্বাসে
জীবন করে এলোমেলো।

এতো হতাশ এতো উদাস
মানুষ'রা সব ক্যামনে থাকে,
সুখের মাঝে থেকে ক্যামনে
মনে হাজার দু:খ আঁকে।

এতো তিক্ত এতো আগুন
জ্বালিয়ে মন করে রিক্ত,
ক্যামনে মানুষ পারে হায়রে
সুখের জলে হতে সিক্ত!

এতো ছড়া এতো কাব্য
দু:খ সুখের কথা বলে,
ক্যামনে সকল ছন্দ হয়ে
সাদা পাতায় পড়ে গলে।

এতো মানুষ এতো হৃদয়
কেউ জানিনা কারো খবর,
মনের ভিতর কি যে আছে
ক্যামনে জানবো ইচ্ছে জবর।

এতো টাকা এতো পয়সা
থাকলে মানুষ চায় যে আরো,
ক্যামনে মানুষ পারে জীবন
সুখে করতে পোয়াবারো।

এত দু:খ দুখীর ঘরে
জুটে না খাবার এক বেলা,
ক্যামনে মানুষ পারে তাদের
করতে এমন অবহেলা।

প্রশ্ন অনেক উত্তর কই আর
মেলেনাতো জীবন হিসাব,
মুখোশ এঁটে মুখের মাঝে
মন্দ মানুষ সাজে পীর সা'ব।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: প্রশ্ন থাকলে উত্তর ও আছে......... দিচ্ছি উত্তর

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেন স্যার, সমস্যা নাই
থ্যাংকিউ মন্তব্যের জন্য

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: এক মাওলানা ওয়াজে বললেন, যারা নাস্তিক তারা বয়সকালে পাগল হয়ে যাবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহহ্যহ তাই নাকি..
পাবনা তো আছেই

থ্যাংকিউ

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা জনাব
জাজাকাল্লাহ খাইরান

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব প্রশ্ন নিয়ে ছড়া কবিতাটি সুখ পাঠ্য হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
:)

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

সাইন বোর্ড বলেছেন: অতএব মন্দ মানুষ হতে সাবধাণ !

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য৷
ভাল থাকুন

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

শাহিন বিন রফিক বলেছেন:


আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
+++

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লা৷ খাইরান
ভাল thakun ভাইয়া

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



"কেমনে মানুষ বেঁচে থাকে
একলা একা মনের ঘরে।"

চমৎকার ভাবনা আর উপলব্ধির ছড়া। +++++

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান৷
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৫

বলেছেন:


প্রশ্ন অনেক উত্তর কই ----
সবকিছু কি আর যায় বলা মুখ ফুটিয়ে,
চিতায় জ্বলে অনেক আগুন সেটা কি আর কেউ জানে।


পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ল ভাইয়া

ভালো থাকুন
সুন্দর থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.