নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
এমনি এমনি ঘুরতে গেলাম গত শনিবারে, ভাবছিলাম নেমে হাঁটাহাঁটি করে দেখে আসবো পূর্বাচল নতুন ঢাকা। শুনলাম সেখানে নাকি অনেক অফিস আদালত নিয়ে যাবে। মাইক্রো ভাড়া করে আমি তামীম আর তামীমের বাপে, তিনজন চারটায় রওয়ানা হয়ে পৌঁছতে পৌঁছতেই বিকেল প্রায় শেষ, মাইক্রো থেকে আর নামিনি। কাঁধে অবশ্য ক্যামেরাটাও ছিলো। মাইক্রো থেকে ছবি তোলা যায়। তাই বের করাই লাগেনি।
২।
৩।
৪।
৫।
তবে সেখানে ৩০০ফিট রাস্তার নীলা মার্কেটে ঢুকছিলাম মিষ্টি খাবো আর দেখবো বলে। সর্বনাইশ্যা কান্ডা মানুষ আর মানুষ। মানুষের জন্য মিষ্টির কাছাকাছি যেতে পারছি না। মেজাজ গরম হয় না। তাও ফাঁক ফোঁকরে কতগুলো ছবি উঠাইয়ালছি। উঠাইছি যখন তখন তো আর মোবাইলে রাইখ্যা লাভ নাই। তাই এখানে দেয়ার বিরাট পরিকল্পনা করিলাম । যেই ভাবা সেই কাজ.......... কষ্ট মষ্ট কইরা সময় থুকাইয়া বার করছি। কিন্তু তাও সময় হয় না। কিছু মিছু তো একটা লিখতে হবে তাই না। আর আমার ছবির সাথে কিছু কথা মথা না থাকলে আমার মন ভরে না। যতই আজাইরা লিখামিখা হউক না ক্যারে আমার ভালা লাগে। নিজের ভালা লাগাটারে অবহেলা করণ ঠিক না......তাই না ফ্রান্স? হুহ.........
৬। কাঁচা মাছগুলো এমন করেই মশলা মাখিয়ে রাখা হয়েছে। আপনি যদি তাৎক্ষনিক খেতে চান ......এরা ঠিক তখনই ভাজি করে দেবে। খেতে পারেন আস্ত মাছ ভাজা আহা........
৮।
ডায়াবেটিস আর চর্বি কিনতে গিয়েছিলাম হাঁটে
দেখি একি কান্ড আহা, মানুষ মত্ত মিষ্টি পাঠে,
মিষ্টির ভিতর দূধের সিরা, লোভনীয় খাবার
মানুষগুলো যুদ্ধ লেগে-করছে মিষ্টি সাবাড়।
৯। কাচা মাছের সারি .......নিয়ে যাবো বাড়ি
খাবো বানিয়ে ভর্তা, েকিনে দেয় না যে কর্তা[।
১০। এগ্লা বালিশ মিষ্টি-কোল বালিশ মানে পাশ বালিশ্ও আছে কিন্তু চোখ রাখুন নিচে.......
১১। বালিশ
পায়ে পায়ে কত মানুষ, হাঁটছে হাসছে গল্পে
কেউবা আবার বুনছে স্বপ্ন, মনের ভিতর কল্পে।
সারি সারি মিষ্টির দোকান, গোল্লা গোল্লা মিষ্টি
পূর্বাচলে নেমেছে আজ, আহা সুখের বৃষ্টি।
১২।
১৩।
১৪।
রসের ভিতর মিষ্টির গোল্লা, ভাসছে যেনো নায়ে
কেউবা বসে খাচ্ছে মিষ্টি, টিনের চালার ছায়ে।
বুড়োবুড়ি খোকাখুকু, বাদ পড়েনি কেউ যে
মিষ্টির দোকান রস সমুদ্দুর, হায় রসনার ঢেউ যে।
১৫।
১৬।
১৭।
বালিশ মিষ্টি আছে পাতা, মনের সুখে ঘুমাও
কাঁথা মিষ্টি ঠোঁটে নিয়ে, আনন্দেতে চুমাও।
রসে রসে গেলো বেলা, আহা রসগোল্লা
খাচ্ছে দেখো-চেয়ে দেখো, হুজুর আর ঐ মোল্লা।
১৮।
১৯।
২০।
মিষ্টি খেয়ে ফিরে আসি, আঁধার ছুঁয়ে বাড়ি
জ্যামের শহর ঢাকা আমার, চলে ধীরে গাড়ি।
মিষ্টি কিনে বাড়ি ফিরলে, খোকা দুটো খুশি
এমন সুখ যে মনের মাঝে, হরহামেশাই পুষি।
২১।
২২।
২৩।
পূর্বাচলে মিষ্টির দোকান, মিষ্টি সারি সারি
এত মিষ্টি রেখে ক্যাম্নে, ফিরে আসি বাড়ি!
বালিশ মিষ্টি, কাঁথা মিষ্টি, আছে মিষ্টির কম্বল
তারাই স্বাদ পারে নিতে, জিভটা যাদের সম্বল।
২৪।
২৫।
২৬। খোকাবাবু ঠায় তাকিয়ে, জিভে টানছে পানি
মিষ্টি খেতে সেও পাগল জানি আমি জানি হাহাহা।
আর পারি না খেতে বেশি, গ্যাসের জ্বালায় মরি
রাস্তার খাবার দেখলে চোখে, খাবো না, না করি
তেলে ভাজা খাবারগুলো, জল আনে যে জিভে
কষ্টে মরে তারা, যারা, খেয়ে ফেলে লোভে।
২৭। খেলনাপাতির দোকানে একটা ক্লিক ....... বদ বেটা সাথে ছিলো তাই গুছিয়ে ছবি তুলতে পারি নাই হাহাহা । তার পিছনে লুকাইয়া ফটো তুলছি হাহাহাা।
২৮। ফুসকার বস্তা, মনে হয় সস্তা
খেলে খান তাড়াতাড়ি, করবেন না বেশী বাড়াবাড়ি।
সহন ক্ষমতায় খান-খেয়ে বাড়ি যান
২৯। জিভে জল হু হাহাহাহা ......... খেতে জিভ লকলক
তুলছি ফটো আমি-খাবেন আপনেরা আহা কত শখ....
নোন মরিচ নিয়ে আসেন আগে,,,,,,,,, পড়তে পারে কিছুটা ভাগে হুহ।
মিষ্টি খাবেন? আগে আসলে আগে পাবেন
বুঝে শুনে একটু আধটু- নিয়ে নিয়ে খাবেন।
৩০। কাচা বাজারেও ক্লিক ...... মোবাইল তো তাই ক্লিক দিতে দেরী নাই।
৩১। রূপচান্দা........... হ বুঝছি সব খা্ওয়ার ধান্ধা হাহাহা
৩২। অসুখ হলে দোষ নাই আমার,
হয় যদি বা গ্যামের খামার,
নিউসেপটিন আর সেকলো
আলকার কিংবা প্যানটোনিক্স
খেতে পারেন
খা্ওয়ার আগে নিয়েন খেয়ে
তবেই যাবেন সুখের গান গেয়ে।
আল্লাহ হাফেজ
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিলাম তো ...... বেশী খাবেন না কইলাম
সবার জন্য রাখবেন
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়ার সাথে সাথে রসালো মিষ্টির ছবি। জিভে তো পানি এসে গেল।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার তো কামরাংগা দেখলে খালি জিভে পানি আসতাছে
েআহারে সেই দিনগুলা
গুড়া মরিচ মাখিয়ে বড় বোলে করে সব ভাইবোনেরা খাইতাম
আর এখন খেতে পারি না
থ্যাংকস
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
ঢাবিয়ান বলেছেন: মিষ্টিগুলা দেইখাই খাইতে ইচ্ছা করতেসে। তয় তামীমের বাপ কি কিনা দিল আপনারে?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বদ বেডা...... কইলাম বেশী কইরা মিষ্টি কিনেন......
কয় এগ্লা নাকি পচা মিষ্টি হাহাহাহা
যেখানে মিষ্টি ৮০০ টাকা কেজী আর এখানে নাকি ২০০ টাকা কেজী
রসমালাই আনছিলাম
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু
এগুলো কি ছবি না সত্যি !!
হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচছা করছে।
ছবি তোলার পাকা হাত!!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ছবির তোলা ছবি হাহাহা
তবে ছবিগুলো মোবাইলে তোলা
অনেক ধন্যবাদ আপনাকে
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
ল বলেছেন: এত এত মিষ্টি খেলে
ডায়বেটিস হবে কিন্ত
ছবিগুলো বড় মিষ্টি মায়া লাগলো।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ বেশি খেতে যাবেন না প্লিজ
থ্যাংকু
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপা জিভের জল কোন ভাবে আটকানো যাচ্ছেনা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখে আমারও লোভ লাগছিল৷
ভয়ে খাই নাই
মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপু প্রথমে জানাই আমার একটি পোষ্টে আপনার লাইক পেয়ে অনুপ্রাণিত হয়েছে কৃতজ্ঞতা জানাই আপনাকে।
দ্বিতীয়তঃ আমরা কি এমন ক্ষতি করেছি আপনাকে,যে এভাবে আমাদের লোভ দেখাচ্ছেন। চোখের সামনে এতগুলো সুস্বাদু খাবার ,মিষ্টি অথচ কিচ্ছু করার নাই আমাদের। এযেন হাত পা বেঁধে খাবারের সামনে ফেলে দেওয়ার মতোই অবস্থা।
যাক আজ দেখেই শান্তি পেলাম। জানি একদিন কপালে নিশ্চয়ই জুটবে হা হা হা।
অফুরান শুভেচ্ছা জানবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান৷
আপনার ব্লগে গিয়েছিলাম। আসলে গল্প পড়তে বেশ সময় লাগে। এত কম সময় হাতে
সুযোগ পেলে ইনশা আল্লাহ পড়ব
ধন্যবাদ আপনাকে
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
বিজন রয় বলেছেন: চার নম্বর ছবিতে মিষ্টির নামটি কি??
এটা কি ছবি পোস্ট না কবিতা/ছড়া পোস্ট, বুঝতে পারছি না!!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা এই মিষ্টির নাম দিয়েছি পাশ বালিশ মিষ্টি হা হা৷
আসলে নাম জিজ্ঞাসা করিনি
ছবি ছড়া সবই একসাথে
অনেক ধন্যবাদ দাদা
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
শাহিন-৯৯ বলেছেন:
আপা, লোভ লাগিয়ে দিলেন, এখন টাকা দিব কে?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: পূর্বাচল গিয়ে একদিন খেয়ে আসবেন
টাকা আমি দিয়াম ইনশাallah
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
ফয়সাল রকি বলেছেন: একবার একবসায় ১৭টা চমচম খেয়েছিলাম!
আর একবার দুইটা বালিশ মিষ্টি!
কোথায় হারিয়ে গেলো সে দিনগুলো
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সর্বনাশ হা হা৷
আসলে আগে আমিও অনেক মিষ্টি খেতে পারতাম এখন ভয়েই খাই না
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
কুঁড়ের_বাদশা বলেছেন: ও মোর আল্লাহ এ তো দেখি অনেক গুলা রসগোল্লা।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: রসে ভেজা রসগোল্লা
খাইয়া দেখেন একবার
তবে কমম কইরা
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আমাকে একতা দাওনা
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাত বাড়ান...
একটা না পাচটা দিমু অকে খুশি
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সুমন কর বলেছেন: এতো মিষ্টি !!!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা মিষ্টির মেলায় গেছিলাম ত তা
থ্যাংকু
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
স্রাঞ্জি সে বলেছেন:
একি ব্লগে তো মিষ্টি নিয়ে বসছেন দেখছি। খালি আমগোর দেখাইলে হইবো। নিম্নের ঠিকানায় পাঠায় দিয়েন।
...........!!.!/!/#;#-#/#
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকানা নোট করা হইলো৷ অতিসত্তর পৌচ্ছে যাবে জনাব
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
হাবিব বলেছেন: এতো মিষ্টি কখন. খাব???
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ফ্রিজে রেখে দিন স্যার
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: বাহ, চমৎকার।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: আমরা আজ িছি
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোই লেগেছে ........ মিষ্টি খেতে পারি না বেশী কিন্তু দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৪
সোহানী বলেছেন: আমার তো জিবে জলে ভরে গেল….. এরকম টর্চারের কোন মানে হয়
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ সরি আপি.......... আরেকবার গেলে দা্ওয়াত করে নিয়ে যাবো ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
পবিত্র হোসাইন বলেছেন: বুবু..... ও বুবু..... একটা মিষ্টি দে না !!!!!!