নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
.
©কাজী ফাতেমা ছবি
#ইশতেহার
নির্বাচিত হলে আমি, সুনাম যাবো রেখে
কল্যানে মানুষের সদা, নিয়োজিত থেকে!
আমার দেয়া বচনগুলো, মনোযোগে পড়
যা যা আছে ইশতেহারে, করেছি আজ জড়!
দুই মেয়াদে থাকবে সরকার, মেয়াদ শেষে বসবে
বসে বসে শাসনকালীন, হিসাব নিকাশ কষবে।
অশালীন পোষাকে যারা, হেঁটে চলে নিত্য
এমন শাস্তি দেব তাদের, শুনে জ্বলবে পিত্ত!
আমি আমার মত সোজা, হেঁটে যাবো পথে
কান দেবো না চাটুকার আর কারো মতামতে।
রাস্তা নোংরা করবে যারা, তাদের ধরে ধরে,
শাস্তি দিতে করবো বন্দি, জেলের আঁধার ঘরে।
করলে হিস্যু কেউ দাঁড়িয়ে রাস্তাঘাট ফুটপাতে
ঠিক ঢুকাবো কারাগারে, জরিমানার সাথে।
পিইসি জেএসসি কিন্তু, রবে না আর পড়ায়
সাহায্য ঠিক করব আমি, নতুনদের দেশ গড়ায়!
যোগাযোগ ব্যবস্থা ঠিক করবো পর্যটন এলাকার,
বাড়বে আস্থা পর্যটকদের, মূল্য বাড়বে টাকার।
ছিনতাই চুরি ধর্ষন হত্যা, রুখতে থাকবে চেষ্টা
মিটাবো ঠিক চিরতরে, ক্ষমতার লোভ তেষ্টা।
মুখোশ খুলে দেবো-যারা মিথ্যাতে মুখ ঢাকা
সরকারী দেরাজে রাখবো, তুলে কালো টাকা
দ্রব্যমূল্য স্থিতিশীলে, নিত্য চেষ্টা থাকবে
ভেজাল ব্যবসায়ীরা ভয়ে, মুখটা তখন ঢাকবে।
ট্রাফিক সার্জেন্ট থাকবে না আর, পথে পথে খারা
সিগনালে চলবে যানবাহন নেই,ওভারটেকের তাড়া।
টেন্ডারবাজি, দূর্নীতি আর, অন্যায় ঘুষ তেলবাজি
থাকবে না কিছুই যদি, ভোট দিতে হও রাজি।
মদ গাঞ্জা সিগারেট জর্দা, সকল পতিতালয়
তুলে দেবো রাখবো না সব, গড়ব সুখের আলয়।
ডাক্তার কবিরাজ নার্স যদি করে স্বার্থের কর্ম
সেবা ছেড়ে করলে কামাই, তুলে দেব চর্ম।
দূর্নীতিবাজ জংগী যত আছে অত্যাচারী
অন্যায়ের পিছনে তাদের টেনে দেবো দাঁড়ি।
জনতা হলো ক্ষমতা, জনতাই হলো দেশ
মতামতে দেবো মূল্য, জনতার কথাই শেষ,
থাকবে না বিতৃষ্ণা ঈর্ষা হিংসা অহম বিদ্বেষ
জনতার মতামতই বড়- জয় সোনার বাংলাদেশ।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান, ভালো থাকুন
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার। পাঠে মুগ্ধও আশাবাদী।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
রাফা বলেছেন: এই ইশতেহার’তো ছবির মত ফ্রেমে বাধাই করে রাখার মত।শুধু দেশ বিরোধীদের কথা সংযুক্ত করতে হবে।তাহলেই আমি পাশ করে দিবো এই ইশতেহার।
ধন্যবাদ-কা.ফা.ছবি।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: লম্বা হয়ে যাওয়ার ভয়ে আর আগাই নাই হা হা
এইটা থাকা গুরুত্বপূর্ণ
জাজাকাল্লা৷ খাইরান
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১২
যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবা৷ ভালো থাকুন
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি ভালোই কল্পনাশক্তি!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
চমৎকার এই কবিতায় শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! প্রথম বার এটা আমার পোষ্টের মন্তব্যে পড়ার পরেই আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই চমৎকার লেখেন। ইশতিহারের প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক এটায় ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লেখা ব্লগে দেবার জন্য।
কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই লাইক দিয়ে প্রিয়তে রেখে দিলাম, পরে আবার পড়ব সেজন্য।
আপনার জন্য শুভ কামনা রইল!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ভাবছিলাম ভাল হয় নাই
তাই আর পোস্ট আকারে দেই নাই। আপনি বলাতে সাহস করে পোস্ট দিলাম
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন, ভাল রাখুন
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
মাহের ইসলাম বলেছেন: সুন্দর ইশতেহার।
পোষ্টার ছাপিয়ে রখার মত।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
হাবিব বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর.......
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৩
সোহানী বলেছেন: তোমার স্বদিচ্ছার সাথে পূর্ণ সমর্থন থাকলো।+++
২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। নতুন বছরে যেনো আমরা নীতিবান সরকার পাই
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
ল বলেছেন: মুগ্ধতা অপার