নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বসন্তের ফুল (মোবাইলগ্রাফী-৩১)

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭



এটা যেনো আমি আর আমার দুই সন্তান। জড়িয়ে আছে ভালোবাসার বন্ধনে। এমন ছবি দেখে কার না মন ভালো হয়। ক্লিক করতে গিয়ে বার বার তাকিয়ে ছিলাম। কী সুন্দর রূপ ছড়িয়ে ওরা ঝুলে আছে ডালে।

আবারও মোবাইলে তোলা ছবি........ বসন্তকালে তোলা সব ছবি। প্রচন্ড রোদ্দুর বেলা তোলাছবিগুলো এডিট করা যায় না। ফুলের কালার একটি বেশীই রঙ আসছে। ফটোগুলো তুলেছি স্যামসাং এস নাইন+ মোবাইল ক্যামেরায়। ভালো লাগবে আশা করি ।

২। পাপড়িতে ঐ বসে আছে সুন্দরী সব বিটল পোকা
ছুঁয়ে দিয়ে করিস না ভুল, ওরে খোকা বোকা।



৩। তুমি আমি ঝুলে আছি, একটি প্রেমের ডালে
ছুঁয়ে দিয়ো ভালোবাসি, আবেগী দু'গালে।



৪। বেলীর ঘ্রানে হবে মাতাল?
ভরবে সুখে মনের চাতাল......
একটি বেলী দিলাম তোমায় তুলে
এই তুমি কী তবু আমায় যাবে হঠাৎ ভুলে।



৫। শুভ্রতার রঙ দেই ছড়িয়ে তোমার বুকের ক্ষেতে
ফুলফুটা সেই প্রহরে, চাইবে কাছে পেতে?
ভ্রমর হবো হবো ফড়িং, বসবো উড়ে বুকে
আপন এবার না করলে যে, মামলা দেবো টুকে।



৬। রঙে রঙে থেকো মেতে, হাজার ফুলের মাঝে
তুমি আমার রঙবাহারী, রঙধনু রঙ
থেকো বুকের মাঝে।



৭। খয়েরী গাঁদার রঙ যেমন, দিবে কিনে শাড়ী
শাড়ি কিনে তবেই তুমি ফিরে এসো বাড়ি।



৮। শুভ্রতার রঙ দেই ছড়িয়ে, মনের মাঝে তোমার
শুদ্ধ মনে নিয়ো তুমি আপন করে আমায়........মুগ্ধতার রঙ চোখে এনে বেসো ভালো আমায়
সুখ রঙে জলছবিটা একে দিয়ো জামায়।



৯। করমচার ফুল মালা গেঁথে, দেবো তোমার গলে
ভাসাবে কী একটু আমায়, তোমার প্রেমের জলে?



১০।


১১।


১২।


১৩। পিটুনিয়ার বেগুনী রঙ, আহা বেগুনী রঙ দেখলেই আমি জারুল ফুল হয়ে যাই। ফিরে যাই মেয়েবেলার দিনগুলোতে।



১৪।


১৫। সাদাফুলের মালা গেঁথে, দাও পরিয়ে চুলে
এই তুমি কী নিত্যদিন যাচ্ছো আমায় ভুলে।



১৬। করমচা ফুল


১৭।


১৮।


১৯।


২০।


২১।


২২।


লিখনের টাইম নাই । পরে একসময় ক্যাপশন লিখে দেবো নে। আগে ফুলের ছবি দেখেন। আল্লাহ হাফেজ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে মনে হচ্ছে এস এল আর এ তোলা।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিণী-র হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুউহু কুউহু কুউহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়।।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: পছন্দের গান

অনেক ধন্যবাদ ভালো থাকুন

৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: আমি সাদা ফুল গুলো ছিড়তে চাই

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছিঁড়ে কী করবেন, কাউকে দিবেন

৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৮

ভুয়া মফিজ বলেছেন: ওয়াও! ফুলে ফুলে ফুললিত পোষ্ট। :)

এতো সুন্দর সুন্দর ফুল থাকতে মানুষ মানুষের প্রেমে কেন পরে বুঝিনা। ফুলই ভালো.....কোন চাওয়া-পাওয়ার হিসাব করতে হয় না। শুধুই মুগ্ধতা!! :P

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা মানুষের মনও একেকটা ফুলের বাগান, তাইতো মৌপোক্রা ঘুর ঘুর করে

সুন্দর মন্তব্য

ভালো থাকুন সবাইকে নিয়ে

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ছবি কি আপনার আসল নাম? নাকি ভালো ছবি তুলেন দেখে নিজেরটা নিজেই রেখে দিয়েছেন? =p~

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার আসল নামই ছবি
আমার বড় ফুফু রেখেছিলেন নাম, শিল্পী, ছবি, তুলি তিন বোন

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

আরোগ্য বলেছেন: বেলির সাথে নাই কোন রাগ
বেলির ঘ্রাণেে মাতবে হিয়ার বাগ।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক বেলির সাথে রাগ করে থাকা যায় না

ধন্যবাদ

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর!

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্যামেরা ভাল, ফটোগ্রাফারও ভাল ছবি তুলেন। দুয়ে মিলে চমৎকার সব ছবি।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৭

আমি মুক্তা বলেছেন: ইশ্ আগের পর্বগুলোর ছড়া+ ছবি আর এবার শুধু সময় নাই সময় নাই বলে আমাদের ফাঁকি দেওয়া, ওসব চলবে না! এত সুন্দর সুন্দর বর্ণিল ফুলের বাহারের সাথে যদি আপনার বর্ণিল প্রতিভার স্বাক্ষর ঝকমারী ছড়া গুলো টাইটেল বা ক্যাপশন না থাকে তাহলে কেমন যেন পাপড়ি ছেঁড়া ফুলের মত মনে হচ্ছে।

তবুও তার সুরভীর কোন কমতি নেই!

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: prothomei ভালোবাসা নিয়ো আপি। এত সুন্দর মন্তব্য পেলে তো আরও সাহসী হয়ে উঠি এবং লিখতে অনুprerona pai, sori mobile bangla asteche na

১০| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৩

টারজান০০০০৭ বলেছেন: দারুন ! বেলি আমার প্রিয় ফুল !

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: Amar w o priyo

Onek thank u

১১| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সব ছবি তুলেছেন। কথাগুলোও সুন্দর।

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.