নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আবোল তাবোল

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:১১



ও মেঘ তুই ওড়ে বেড়াস ক্যান্ মন সীমানা ঘিরে?
তোর পালকে নীল শুভ্রতা বেঁধে রেখেছিস কি-রে!
মেঘ বলে,এক পালকে রেখেছি তোমার বেদনা
নিলাম ওড়িয়ে দুঃখগুলো,তুমি আর কেঁদো না।
অন্য পালকে সুখের বার্তা দেই ওড়িয়ে হাওয়ায়
নাও কুঁড়িয়ে মুঠো ভরে, এসো চুপি, বসো দখিন দাওয়ায়।

ও সমুদ্দুর তোর বুকেতে কেনো রে এত ঢেউ?
আপন করে কাছে টেনে, নেয়নি বুঝি কেউ!
সমুদ্দুর বলে, তোমার বুকের কষ্ট ঢেউ, আমার বুকে ঝরে
জোয়ার ভাটায় সুখ দুখ্ সমতা তাই, রাখি মনের ঘরে।
আমার মত সুখের জোয়ার ভেসে আসুক বুকে
ভাটার টানে যাক ভেসে কষ্ট, রেখো না তা রুখে!

ও চাঁদ তোর বুকে ক্যান ছড়ানো এত আলো
আমার বুক ক্যান তবে আঁধার করা কালো!
চাঁদ বলে,আলোর দ্বারে এসে মন ভালো হবে তাই
তুমি কষ্ট পেলে দেখবে আমার, আর আলো নাই!
আমি তোমার মন ভাল করা এক আঁধারের ফুল
দীর্ঘশ্বাসের প্রহর তবে, যাও ভুলে যাও বেভোল।

ও গাছ তোর শাখায় ক্যান পাতা'রা, খায় আনন্দে দুল
কারো শাখায় ঝুলতে ক্যান আমার হলো ভুল!
গাছ বলে, সবুজ পাতায় তোমার জন্য, স্নিগ্ধতার রেশ আঁকা
তোমার জন্য কিচিরমিচির কুহুতানে, স্বপ্ন রঙিন রাখা!
কষ্ট সব, দাও রেখে দাও গাছের পাতায় পাতায়
হতঃ কষ্ট ভুলে, ছন্দোবদ্ধে কাব্য লিখো খাতায়।
May 9, 2017 at 10:12 PM

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৯ সকাল ১১:২০

পবিত্র হোসাইন বলেছেন: বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
তুমি জানো নাই__আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংশের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।
-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পবিত্র সুন্দর একটি কবিতা মন্তব্যে পোস্ট করার জন্য
ভালো থাকুন

২| ০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৪৪

নজসু বলেছেন:


সুকুমার রায়ের আবোল তাবোল খুব মজা করে পড়েছি।
প্রিয় বোনের অন্য রকম আবোল তাবোল পাঠ করে অন্য রকম ভালো লাগলো।
সুন্দর।

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

ভালো থাকুন.... সুন্দর হোক আগত সময়গুলো

শুভেচ্ছা সতত

৩| ০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: ছবিটা যোস হয়েছে। আমার কোন গল্পে ঢুকে গেলে কপিরাইট মামলা করে দেবেন না তো?
মেঘ, সমুদ্র, চাঁদ আর গাছেকে ডাকলেন, স্তবক লিখলেন! আমার নিক নামকে নিয়ে কিছু লিখলেন না ?
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ...। না কপিরাইট মামলা হপে না কারণ আমিও নেট থাইকা আনছি এই সুন্দরীরে

আর আপনার নিকের কথা কী বলবো আর.... আমি আকাশ ভালো বাসি। রোজ রাতে একটা আকাশের ছবি পোস্ট দেই সাথে নীল আকাশ নিয়ে লেখা থাকে আবোল তাবোল । আকাশ নিয়ে লিখি অনেক বছর যাবত।



©কাজী ফাতেমা ছবি
=আকাশ ভালোবাসি=
স্বচ্ছ আকাশে কিছু নীল উপুর হয়ে আছে শুভ্র মেঘ ছুঁবে বলে
নীল যেই মেঘ ছুঁবে, মেঘরা সরে যায়, হয়ে যায় দলছুট মেঘ,
নীল কষ্টে নীল হয়ে যায় আরো,
বুকে তার কষ্ট হয় গাঢ়,
আকাশটাকে ভালোবেসে আঁকড়ে থাকে নীল, আর মেঘরা যায় দূরে সরে
তুলোর মত মেঘ ছুঁয়ে দিক এবেলা নীল।
নীল হয়ে যাক শুভ্রতার রঙে শুদ্ধ,
আমি আকাশ ভালোবাসি, ভালোবাসি আকাশের নীল
নীল যখন বিষাদে তার রঙ ফিকে করে ফেলে
আমার মন হয়ে যায় বিমর্ষ,
তাই খুব করে চাই আকাশটা থাকুক গাঢ় নীল রঙে রঙীন।
নীল সামিয়ানা মাথা গুঁজবো, মেঘের বালিশে মাথা রেখে
কাটিয়ে দেবো অনন্তকাল কল্পলোকে।
মেঘের পালক এসে ছুঁয়ে দিক আমার চোখের পাতা
আমি নিশ্চুপ ঘুমঘোরে আচ্ছন্ন হবো, সুখ নেবে ঠাঁই বাম অলিন্দে।

আমার আকাশগুলো সময় করে দেখে নেবেন একবার


৪| ০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫০

সারিয়া তাসনিম বলেছেন: বাহ্ , খুব ভালো লাগলো

০৯ ই মে, ২০১৯ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন
সুন্দর থাকুন .... আনন্দময় হোক আগত সময়গুলো

ভালোবাসা রইল

৫| ০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: মাশাআল্লাহ, আমি যে কেন পাড়ি না এত সুন্দর করে কবিতা লিখতে। আহ্ আফসোস।

০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনিও সুন্দর লিখেন

আপনার চিরকুটগুলো অনেক সুন্দর

আপনার মত এমন লিখা অনেক চিঠি জমা আছে ফেবুর পাতায়

৬| ০৯ ই মে, ২০১৯ দুপুর ১:০৩

মেঘ প্রিয় বালক বলেছেন: কাহার ফেবুর পাতায় জমা আছে??

০৯ ই মে, ২০১৯ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ফেবুর পাতায় । একবার প্রতিদিন করে ১০৩ টা চিঠি লিখেছিলাম
আরেকবার লিখেছিলাম ৫০ টার মতন।

৭| ০৯ ই মে, ২০১৯ দুপুর ১:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: তাই বুঝি? আপনার আইডিতে রিকু দেওয়ার কোন ব্যবস্হা নাই। আর চিরকুটগুলো যদি পড়তে পাড়তাম?

০৯ ই মে, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নক করেন ফেবুতে । আমি চেষ্টা করবো চিঠির লিংকগুলো দিতে

৮| ০৯ ই মে, ২০১৯ দুপুর ২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্যকথা।

০৯ ই মে, ২০১৯ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । ভালো থাকুন অনেক অনেক

৯| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৩:৫২

মেঘ প্রিয় বালক বলেছেন: নক করেছি,সাড়া পাইনি।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) সুন্দর কাটুক আগামী দিনগুলো

১০| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: মেঘ , চাঁদ , সাগর ও গাছের সাথে কথোপকথন নিয়ে মনের আবেগ অনুভুতি ঝড়নো সুন্দর কবিতা । মনে হয় যেন
মেঘের আড়ালে চাঁদের হুলস্তুল, সাগরে জোয়ার ভাটা, গাছের আড়ালে গাছ, তার মাঝে মানুষের ভিড়ে মানুষ থাকে লুকিয়ে, আর
চোখের আড়ালে স্বপ্ন লুকিয়ে রেখে একে অপরে আড়াল করে, দিনের বুকে রাত্রীকে ধরে রেখে কবিতা লেখা আর ফেবুতেই কাটায় দিনের অবসর সময়খানি।

শুভেচ্ছা রইল

১২ ই মে, ২০১৯ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। মন ভরে গেলো। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

চোখের আড়ালে স্বপ্ন লুকিয়েই থাকে। অথবা মনের আড়ালে ।
কিন্তু ফেবুতে অফিস সময়টুকু থাকা হয়। বাসায় কাজ আর কাজ :) সুন্দর কাটুক আগামী দিনগুলো

১১| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কবিতা সব সময়ই ভালো হয়, আর পড়ে পড়ে আমি ভাবি....আমি কেন লিখতে পারিনা :(

১২ ই মে, ২০১৯ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি অনেক সুন্দর ভ্রমণ কাহিনী লিখতে পারেন যা আমি পারি না। লিখতে থাকলে ইনশাআল্লাহ অনেক ভালো লিখবেন ভাইয়া। লেখালেখি শুরু করে দেন দেখি।

জাজাকাল্লাহ খাইরান

১২| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দR কোBতে B-))

১২ ই মে, ২০১৯ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: Dhoন্যবাD ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক

১৩| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:২৭

বলেছেন: প্রকৃতির রস, সুধা কবির ভাবনার জগতের প্রতিবিম্ব দেখতে পেলাম...
আকাশ নিয়ে লেখা এই লাইনগুলো জটিল...

মেঘের পালক এসে ছুঁয়ে দিক আমার চোখের পাতা
আমি নিশ্চুপ ঘুমঘোরে আচ্ছন্ন হবো,.....
সুখ নেবে ঠাঁই বাম অলিন্দে।

অসম্ভব ভালোলাগা +++

১২ ই মে, ২০১৯ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
অনুপ্রেরণামূলক মন্তব্য কৃতজ্ঞতা

১৪| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু কবিতাটি। ++
না আপু চেষ্টা করলেও কিন্তু আপনি আবোল-তাবোল করতে পারেননি; রীতিমত ছন্দময় হয়েছে।


শুভকামনা জানবেন।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
সুন্দর হোক সময়গুলো
শুভেচ্ছা সতত

১৫| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন

১৬| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: হৃদয় নিঙড়ানো।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়অ
ভালো থাকুন
সুন্দর কাটুক সময়গুলো
শুভেচ্ছা রইল

১৭| ১০ ই মে, ২০১৯ রাত ২:১৩

শাহিন-৯৯ বলেছেন:



গুনীদের মন্তব্যে ভরে গেছে এখানে
কি লিখিব, ভয় হয়, যদি ভুল লিখি কিছু
তাই শুধু শুভ কামনা রেখে গেলাম।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন থেকে লিখলে ভুল হবে কেনো। শুভকামনা গ্রহণ করলাম
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
সুন্দর হোক সময়

১৮| ১০ ই মে, ২০১৯ রাত ২:৩২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাহ, পড়তে লাগলো বেশ। শেষ লাইনটা এমন হলে কেমন হতঃ কষ্ট ভুলে, ছন্দোবদ্ধে কাব্য লিখো খাতায়... ।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। দিলাম ঠিক করে..........কৃতজ্ঞতা রইলো
সুন্দর থাকুন ভালো থাকুন
ভালোবাসা নিন

১৯| ১০ ই মে, ২০১৯ সকাল ১০:৩৪

কালো যাদুকর বলেছেন: চন্দ্র বৃক্ষ সমুদ্র ও মেঘ ,
ওরা, সোহেলী তাহার -তাই বেশ বেশ।
আবোল তাবোল দুঃখ জীবন,
দুঃখতো নয়, মেঘ বালিকার চার প্রস্থে পংন্তি চয়ন।

এতো সুন্দর ছবি কোথায় পান?

কবিতা অনেক ভাল লেগেছে।

১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ যাদুকর । ভালো থাকুন সুন্দর কাটুক আগামী দিনগুলো

ছবিগুলো নেট থেকেই পাই

জাজাকাল্লাহ খাইরান
শুভেচ্ছা অবিরত

২০| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:৫০

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর লেগেছে আপু

১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকো অনেক অনেক

সুন্দর হোক সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.