নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» নীল আকাশ ভালোবেসে...........

২০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৮



=আকাশ ভালোবেসে হই সুখি=

নিবিড় আলিঙ্গনে পাতারা জড়িয়ে রাখে আকাশের ছায়া,
পাতার ফাঁকে অদ্ভুত নীল চাতালে রঙধনুর রঙ,আহা কী মায়া!
কত বিষাদ ছুঁয়ে থাকে মন,কত বিষণ্ণ ক্ষণ থাকে ঠোঁট ছুঁয়ে
কত একাকিত্ব,কত হাহাকার কত বিতৃষ্ণা চোখে পড়ে নুয়ে,
সব ধুলিসাৎ হয়ে উড়ে যায় নিমেষে,এক ঝলক আকাশে তাকালে
আর আমি তাকালেই,পাতারা নৃত্য তুলে হাওয়ার তালে তালে।
বুক আকাশে জমানো বিষাদের কালো মেঘ কেটে যায় নিমেষে
আকাশভর্তি নীল,আর রঙধনু রঙ চোখে মেখে থাকি সুখাবেশে।
এই তো জীবন আলতো কষ্ট,অঢেল সুখ নিয়ে বেঁচে থাকা,
আকাশে অথবা মর্ত্যে কত সুখ স্বপ্ন আছে আঁকা।
যে আকাশ ভালোবেসে ঠাঁয় তাকিয়ে নেয় নিঃশ্বাস,কষ্ট উড়িয়ে,
তার জীবন জুড়ে উচ্ছ্বাস,মুগ্ধতা,
সে নেয় বেঁচে থাকা, ভালোবেসে জীবনটাকে জুড়িয়ে।
(এপ্রিল ১৯/২০১৯)



=এই শহরের আকাশে=

এই শহরের আকাশে নিভৃত্তে জ্বলতে থাকে
আকাশ আলো করে নিশুতির চাঁদ,
ব্যস্ত মানুষগুলা হাঁটে হন্তদন্ত,চাঁদের খবর আর কে রাখে!
এই শহরের পথেঘাটে পাতা আছে ব্যস্ততার ফাঁদ!

আলোর ঝলকানি চারিদিকে,এনার্জি অথবা নিয়ন আলোয়
পথ চিনে নেয় পথিক,প্রয়োজনহীন চাঁদালোর প্রহর,
এখানে সুখি মানুষরা নিজ স্বার্থে পথ হাঁটে,কাটে ক্ষণ ভালোয়,
চাঁদের আলোর পানসে পথে জেগে থাকে রাতভর শহর।

পথের বাঁকে পথ হারিয়ে কেউ খুঁজে না চাঁদ আলো
বিদ্যুৎ আলোয় পথের পথ কেবল সেজে থাকে,
অলিগলি রাজপথ ঝকঝকে, নেই কোথাও কালো,
আমি কেবল আলো খুঁজে মরি পথের বাঁকে বাঁকে।

উর্ধ্বমুখি হই, চাঁদ হেসে বলে, আছি তোর সঙ্গে
হেঁটে চলে চাঁদ যতদূর যাই,ক্লান্তি ভ্রান্তি ঠেলে,
খুব উড়ে যেতে ইচ্ছে করে,মিশে যাই ইচ্ছে চাঁদালোর রঙে,
ইচ্ছে লাগে আমার,একাকি উড়ি চাঁদ ছুঁয়ে ডানা মেলে।
(এপ্রিল, ১৮/২০১৯)

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:০৭

আকতার আর হোসাইন বলেছেন: আহা... মন জুড়ানো ছবি। চোখের শান্তি। কবিতার কথা নাই বলি। চোখে অনন্য আরাম এনে দেয় কবিতা। আর এমন সুন্দর হলে তা যেন অপার্থিব আরাম এনে দেয়।

শেষ পঙক্তি বেশি ভালো লেগেছে।


খুব উড়ে যেতে ইচ্ছে করে,মিশে যাই ইচ্ছে
চাঁদালোর রঙে,
ইচ্ছে লাগে আমার,একাকি উড়ি চাঁদ ছুঁয়ে
ডানা মেলে।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য। অনুপ্রাণিত হওয়ার মত। জাজাকাল্লাহ খাইরান।

আমি আসলে হাসি খুশি মানুষ। প্রকৃতি নিয়েই থাকি সারাদিন। আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাকে সুন্দর দেখার মত মন আর চোখ দিয়েছেন।

ভালো থাকুন ভাইয়া, শুভ কামনা সত্ত, সুন্দর হোক আগামী দিনগুলো।

২| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:০৮

নয়া পাঠক বলেছেন: আকতার আর হোসাইন বলেছেন: আহা... মন জুড়ানো ছবি। চোখের শান্তি। কবিতার কথা নাই বলি। চোখে অনন্য আরাম এনে দেয় কবিতা। আর এমন সুন্দর হলে তা যেন অপার্থিব আরাম এনে দেয়।

অসাধারণ! অসাধারণ! আর অসাধারণ! এর বেশি আর কিছু বলার ভাষা পাচ্ছি না।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্ররণামূল মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ পাঠক। পাশেই থাকুন। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

৩| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৭

কালো যাদুকর বলেছেন: বরাবরের মতই খুবই ভাল লেগেছে কবি। আপনার কবিতাদ্বয়ের একটা বিষেশ ব্যাপার লক্ষ করলাম। আপনি হয়ত ছবি নির্ভর কবিতা লিখতে পছন্দ করেন। আমার ভুলও হতে পারে।

আভিনন্দন।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভুল কিছুটা, ছবি ছাড়াও লিখি, এখানে দেওয়া হয় না। হযবরল কত লেখাই লিখি।

সুন্দর মন্তব্যের জন্য অসংহ্য ধন্যবাদ। ভালো থাকুন অনেক ধন্যবাদ

৪| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: অসাধারণ প্রকাশ..!

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যআদ ভাইয়া, অনেক ভালো থাকুন
সুন্দর হোক পথচলা।

৫| ২০ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

নীল আকাশ বলেছেন: আমার নামে পোস্ট দিলেন আমি না পড়লে হবে? কেলেংকারিয়াস ঘটনা হয়ে যাবে শেষমেষ!
আজকে খুব মনোযোগ দিয়ে কবিতা ২টা পড়লাম।
১ম টাতে ৮ নাম্বার লাইনে পোরে হবে না মেখে হবে। পোরে কেন যেন ভাল লাগছে না।
২য় টাতে চাঁদালো শব্দটা পছন্দ হয়েছে। আপনার আবিস্কার? চাঁদ ± আলো = চাঁদালো।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা, লেখা পোস্ট করার সময় আপনার কথাই মনে হয়েছে বেশী।

ঠিক করেছি। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক।
সুস্থ ও নিরাপদ থাকুন

৬| ২০ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে মে, ২০১৯ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ঘুম কুমারী।
ভালো থাকুন

৭| ২০ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৩

মুক্তা নীল বলেছেন:
আপা
অসাধারণ সুন্দর হয়েছে । আজ দিলেন আকাশের ছবি সেই সাথে রংধনু আর কৃষ্ণচূড়া গাছ । আমার দুর্বলতা ও ভালো লাগায়
মিশে আছে আপনার ছবি ও ছবির কথামালা +++

২০ শে মে, ২০১৯ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এইটা রঙধনু ছিল না। বলঅয় ছিলো

জাজাকিল্লাহ খাইরান আপি। সুন্দর ম।তব্যের জন্য। ভালো থাকুন পাশেই থাকুন

৮| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বলেছেন: আহা... কি মন জুড়ানো মায়া B-)



ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

২০ শে মে, ২০১৯ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান লতিফ ভাইয়া। ভালো থাকুন

৯| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২০ শে মে, ২০১৯ রাত ৯:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাইয়া ভালো থাকুন অনেক

১০| ২০ শে মে, ২০১৯ রাত ১১:১৪

সুদীপ কুমার বলেছেন: দুটো কবিতাই ভাল লাগলো।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুদীপ দা ভালো থাকুন

১১| ২০ শে মে, ২০১৯ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর। ব্লগে আপনার পোষ্টের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কে সামনে রেখেই বলি ছবিআপুটেরিয়ান পোস্ট অনবদ্য। ++++

শুভকামনা জানবেন।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এত সুন্দর নাম আগে শুনিনি। ছবিআপুটেরিয়ান মারহাবা মারহাবা

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক :)

১২| ২১ শে মে, ২০১৯ রাত ১২:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়ার ছবি ঠিকি তুলেছেন,কিন্তু তাকে নিয়ে একটিও লাইন লিখলেন না।। শোকাহত হলাম। আপনার নীল আকাশে কবিতায় ছোট ভাই ভালবাসা রেখে গেলো।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃষ্ণচুড়া নিয়ে অনেক লেখা আছে ভাইয়া। একদিন আপনার জন্য পোস্ট দিবো অকে।

ভালো থাকুন । সুন্দর কাটুক সময়গুলেঅ

১৩| ২১ শে মে, ২০১৯ রাত ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিশালতায় নিমগ্নধ্যানের কবিতার প্রতিটি লাইন যেনো একেকটি কবিতা আপুনি। ছবিও সুন্দর।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য পেলে আরও আরও আরো সাহসী হই লেখার জন্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :)

১৪| ২১ শে মে, ২০১৯ রাত ১:৪৫

পথিক প্রত্যয় বলেছেন: নীল রং বেদনার রং। নীল আকাশ মানে বেদনার আকাশ।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ নীলই সবার পছন্দ। আসলে দু:খ না ভালোবাসলে সুখ অনুভব করা যায় না অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

১৫| ২১ শে মে, ২০১৯ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও আকাশ নীল
নীল বেদনার কষ্ট বুকে
তবুও সুখ সোনার হরিন
থাকুক সে সুখে।

২১ শে মে, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

১৬| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:০৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর। বরাবরের মতই মনকাড়া।

২১ শে মে, ২০১৯ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

১৭| ২১ শে মে, ২০১৯ বিকাল ৩:০৬

জাহিদ অনিক বলেছেন: সুন্দর হয়েছে আপু

২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকো অনেক অনেক

১৮| ২২ শে মে, ২০১৯ সকাল ১০:১২

জুন বলেছেন: ব্যাংকের মত একটি নীরস যায়গায় কাজ করেও মনটাকে যে এমন সরস রেখেছেন তাই ভেবে বিস্মিত হই কাজী ফাতেমা ! সত্যি অপুর্ব কবিতা সাথে ছবিদুটো ।
+ ৬

২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনতো একটাই আপি আর এই মনই তো জীবন চালায় । এত পেরেশানী এত ব্যর্থতা সব দূরে ফেলে দেই, মনকে তাজা রাখি/রাখব সব সময় ইনশআল্লাহ । অনেক সুন্দর মন্তব্য । জাজাকিল্লাহ খাইরান :)

১৯| ২২ শে মে, ২০১৯ দুপুর ১২:১২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!

২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তাজেরুল ভাইয়া ভালো থাকুন

২০| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

মাহমুদুর রহমান বলেছেন: সত্যি বলতে কি এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে।
ভালো লেগেছে আপনার লিখা।

২৮ শে মে, ২০১৯ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদুর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.