নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কাব্যকণাগুলো ২০১৭ সালের জুলাই মাসে লেখা। অনেক জমা হয়ে আছে। পোস্ট করে দিলাম, ভালো হোক কিংবা মন্দ। পাঠকরা পড়লেই খুশি। শুভ্ছো আর ভালোবাসা সবাইকে।
১।
অনাকাঙ্খিতভাবেই পোস্ট টা এমন হয়ে গেলো । আমি বুঝতে পারছি না। কী করে ঠিক করা যাবে জানি না।
কত কথা রয়ে যায় তবু মনের গোপন খাতায়। মানুষের বুকে এত জায়গা। এত খালি সাদা পাতা। লিখতে লিখতেও শেষ করা যাবে না।
২।
আমি আসলে অকবিতাই লিখি বেশী । তবুও কারো পছন্দ হলে এটা এক্সট্রা পাওয়া। ভালো লাগার সময়গুলো তাই কিছু লিখে সবার মাঝে ছড়িয়ে দেই।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ ..... হুংকারটা ভালোই লাগছে।
এগুলারে কী বলে সেটা আমি নিজেই জানি না
ছবির উপর ছবি দেখে লেখা। ছাই ফাঁস কিছু মিছু একটা হয়েছে আর কী
জাজাকাল্লাহ খাইরান
সুস্থ থাকুন
২| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: আমি আপনার এই পোষ্টে একটি মন্তব্য করেছি। এখন দেখি মন্তব্যটি নেই। ঘটনা কি?
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া
আগের পোস্ট মুছে নতুন করে দিয়েছি।
৩| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০০
ল বলেছেন: দারুণ লাগলো। আরো কবিতার অপেক্ষা...................
২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ
৪| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আপনার সবকটি কাব্যকথা এক কথায় অসাধারণ ।
৯ নং ছবি ও কথায় ডাবল প্লাস ডাবল ভালোবাসা ++
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন সব সময়
৫| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৯
ইসিয়াক বলেছেন: আমি আসলে সবকিছুতে বুঝি কম।মাথামোটা টাইপের আর কি।ছবি আর কাব্য কণা মিলে ভালো বলতে ই হবে।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন
৬| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩০
ডঃ এম এ আলী বলেছেন: কাব্য কণা ভাল লেগেছে ।
জোনাক আলো নিয়ে লিখা
১৯ নং টি বেশী ভাল লেগেছে ।
মনে পরে আহসান হাবিব লিখেছেন -
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।
বাক্যে সাধু চলিত মিশ্রণ যেমন ....।
শব্দের ভিতর ইংরেজী বাংলার মিশ্রনও তেমন ....।
সকলের বেলায় যেমন তেমন, তবে ব্লগের প্রতিষ্ঠিত
কবির নিকট থেকে এলে তা ভাবনার বিষয় বটে
"ফ্যলাছি অফ কম্পোজিশন" অর্থাৎ আমি যা করি
অন্যরাও যদি তা করে তবে আখেরে এই প্রবনতা
কোথায় গিয়ে দাঁড়াবে !!!
কাব্য কণাগুলি প্রিয়তে তুলে রাখলাম ।
শুভেচ্ছা রইল
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাংলা ইংলিশ শব্দটি এমনি এমনি বসাই নি কিন্তু। লিখার সময় ব্যাকগ্রাউন্ডে বেশী শব্দ জায়গা নিচ্ছিল না। তাই বাধ্য হয়ে লিখেছিলাম ।
খুব সুন্দর মন্তব্য ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন
৭| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,
তখন একরকম মন্তব্য করেছিলাম। সুন্দর লিখেছেন। কয়েকটা বেশ সুন্দর।++
পোস্টে পঞ্চম লাইক।
তবে 16 নম্বরটা ভালো লাগেনি। বাংলা ইংলিশের মিশ্রণে ওকে নিস্প্রভ লাগলো।
অফুরান শুভেচ্ছা নিয়েন।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আবারও আসার জন্য।
বাংলা ইংলিশ ইচ্ছে করে লিখি নি কিন্তু। বেশী শব্দ জায়গা নিচ্ছিলো না ফেবুর ব্যাকগ্রাউন্ড । এরপর এমন শব্দ বসাবো না সরি
ভালো থাকুন
৮| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৭
নীল আকাশ বলেছেন: আপ
আপনার মনে হয় বিরামচিহ্ন এবং ফরম্যাট নিয়ে সমস্যা হয়েছে। বেশ কয়েকটার মধ্যেই মনে হলো লাইন ব্রেক পড়ে গেছে আবার কয়েকটাতে বাড়তি কিছু লাইন চলে এসেছে। আমার কি চোখের ভুল হচ্ছে?
কনছেপ্ট দারুন লেগেছে!
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নীল ভাইয়া। কথা সত্য। ব্যাকগ্রাউন্ডে বেশী শব্দের জায়গা না নেয়াতে শর্টকাট লিখতে গিয়ে অনেক শব্দ মিসিং হয়েছে।
এরপর আর এমন পোস্ট লিখবো না যে পোস্টগুলো পাঠকদের আনন্দ দিতে পারে না । সরি
ভালো থাকুন ভাইয়া পাশেই থাকুন
৯| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
নীল আকাশ বলেছেন: আপু,
আপনার ফন্টের সাইজ বড় হয়ে গেছে সেজন্য এই সমস্যা হয়েছে। সাইজ একটা কম হলেই এটা হতো না।
প্রতি লাইন লেখার পর এণ্টার দিয়ে নীচে নামবেন, তাহলে ফরম্যাট ঠিক থাকবে।
ধন্যবাদ।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হু তা ঠিক কিন্তু ফেবুর ব্যাকগ্রাউন্ড এমনই বেশী শব্দের জায়গা হয় না ভাইয়া
ধন্যবাদ আবারও আসার জন্য
ভালো থাকবেন
১০| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৭
সোহানী বলেছেন: ছবি ও পোস্টে অসম্ভব ভালোলাগা ডিয়ার।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন
ভালোবাসা নিন
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭
ভুয়া মফিজ বলেছেন: ১৬ নং ছবিটা পছন্দ হয়েছে, যদিও কথার আগামাথা কিছু বুঝি নাই। এ'গুলারে বুঝি কাব্যকণা বলে!!! হে হে হে!!
ছবিটার জন্য একটা লাইক দিলাম কিন্তু!