নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (৪১-৬০)

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৬



৪১।
আমি সবুজঘাস,পেলব অঙ্গে সাজাই মৃদু প্রেম,
তুমি ভানু-বুকে আঁচড়ে পড়ো-পুড়ি,
এসো বিকেল রোদ নিয়ে
বিপন্ন সময় স্বস্তির শ্বাস নিয়ে বাঁচি ফের!

৪২।
উঠো দেখো,কে যেনো রুয়ে থুয়েছে সোনালুর সারি সারি বৃক্ষ
চল সোনা আলোর পথ ধরে হাঁটি,
হলুদআলো মুঠোয় নিয়ে ফিরে আসি আর
চোখে বুনি সোনালু ফুল স্বপ্ন।

৪৩।
তোর ধূসর রঙা মনে বুনবো সবুজ প্রেম,
উর্ধ্বমুখী শুয়ে নীলে চোখ রাখ্
আল্ট্রাভায়োলেটে মন ভিজিয়ে জারুল প্রেম শিখ্
তোকে পুড়াব সবুজে নয় পার্পলে।

৪৪।
একটু উষ্ণতা খুঁজি,পাষান তুমি-
বৃষ্টি ভেজা দিনের ওম পেতে,
দিলে না পেতে তোমার কবোষ্ণ বক্ষ
তোমার ঘুম ঝিঁঝি'রা খাক!
নির্ঘুম কাটুক এই রাত।

৪৫।
নীল ঢাকা মেঘের চাদরে-বৃষ্টি'রা উঁকি মারে ক্ষণে ক্ষণে,
গোধুলী রঙ ছিনিয়ে নিয়ে মেঘরা হাসে,
আমিও হাসি কেননা এমন মিষ্টি রাত আমিও ভালবাসি।

৪৬।
নীলে নীল বুকের সবুজ জমিন
বর্ষায় যদি হয় চৈত্রের খরা
তবে সেথায় প্রেম বীজ বুনব কী করে!
শ্রাবণ হও
এবার মন জমিনে!
আগাছা নয়,অপরাজিতা হয়ে এসো

৪৭।
ফাঁকহীন রঙ বদলের খেলায় তোমার রঙে মন মিলাতে পারি না,
হও গহীন সমুদ্দুর,
নীলজোয়ারে ভাসাও ডুবাও,
নীলে হই লীন,
পাহাড় হয়ে ছায়া দিতে পারতে তো, না কী!

৪৮।
আকাশের রঙ বেগুনি হলে কী জারুল সাজতো আকাশি শাড়িতে!
তুমি আকাশ ছুঁয়ে হাত রাঙিয়ে দাও বেগুনি চুড়ি দিয়ে,
জীবনে রঙ দাও,
রঙহীন জীবন জোলো বড়! (জোলো-জলমিশ্রিত)

৪৯।
একমুঠো কমলা আলো ছিটিয়ে দাও চোখের পাতায়,
মেঘ জমেছে বড়,
জল গড়িয়ে পড়ার আগেই দাও এক ফালি বাসন্তি রঙ স্বপ্ন বসুন্ধরা
রোদ্দুর উঠুক মনে।

৫০।
নারিকেল পাতার ফাঁক গলে জোছনার আস্ফালন,
হাওয়া এলেই নড়ে যায় পাতা,
শশি হেসে বলে পাগলী আলো কেনো এত ভালবাসিস!
যেতে তো হবে তোকে আঁধারের টানেই!

৫১।
নীলজল ঢেউয়ে চেপে সমুদ্র বিলাসী হই ইচ্ছে,
সে জল চোখে খেলে ঢেউ,
ফেনা মাখা কষ্ট ঢেউ আঁচড়ে পড়ে বুকের চুরাবালিতে
ঢেউয়ের গায়ে যেনো ব্যথার রঙ আঁকা।

৫২।
আঁধার খুঁজোতো?
তবে আমি জোনাক হয়ে যাই,
জ্বলোনিভু আলোয় মুগ্ধতার পথ দেখাবো,
তুমি চিনে নিয়ো আমায়,
যে তোমার মনগলিতে সন্তর্পণে হেঁটে বেড়ায়।

৫৩।
কিবা চাওয়ার আছে,
এটুকুই চেয়েছি অনুভূতিতে আলতো ছুঁয়ে ভালবেসে মন রাখো মনের উলটো পিঠে,
ঘুম ভেঙ্গে যদি দেখতাম এক গুচ্ছ লাল গোলাপ,অভিমান হতো ভেঙ্গে চুরমার।

৫৪।
কিছু রঙ দিলাম হাওয়ায় ছড়িয়ে,
লালনীল হলুদ কমলা রঙের আবরণে ঢেকে যাক্ ঘোর অমানিশা- জীবনের,
মোহে হও আচ্ছন্ন,মুহুর্ত'টা ছুঁয়ে থাকো আলগোছে!

৫৫।
সাহারার বালি বুকে নিয়ে শুধু আমার হও,
হিমালয় ভালবাসি,
ক্লান্ত নুপূর খসেছে,সুর নেই,
মরীচিকা হাহাকার,তৃষ্ণা মিটাতে বরফ হয়ে দাঁড়াও,পারবে?

৫৬।
শহর নেতিয়ে পড়ে রাতের কাঁধে-
আঁধারে ঢাকবে শহর,
শহর চষে বেড়ানো মানুষদের চুপ সমর্পণ আঁধারের কাছে-
যা চিরস্থায়ী আবাসের পূর্ব প্রস্তুতি।

৫৭।
আকাশী রঙও ফিকে হয়,
সহসা কালো মেঘের হামলা,
মেঘের ঘর্ষনে বজ্র-চোখ বন্ধ জীবন,
ভিতরে ঝড়
ভাল লাগেনা কিছুতেই অথচ ভাল না লাগার কোন কারণ নেই!

৫৮।
যখন মন খারাপের দল মনে দেয় খোঁচা-
হাজার রঙ এনে দাও
মন তো রঙ ছোঁয় না,
ফ্যাকাশে সময় আঁকড়ে ধরে কিছুক্ষণ না হয় কাঁদি,
এই একমুঠো রোদ্দুর দিবে?

৫৯।
লিখে দিয়ো গোপনে নামহীন তুমি কিছু জ্বালাময় শব্দ,
তোমার অব্যক্ত ঘৃণার শব্দ ছড়ানোর ব্যবস্থা করলুম,
সারারাহ ডট কমের ঠিকানা কি তুমি চাও? হাহাহা!

৬০।
শহর আমার ডুবে যাচ্ছে,
চারিদিকে থৈ থৈ জল-
জলের ঢেউ কেটে রিক্সা আর যন্ত্রযানগুলো ছুটে চলেছে নিরন্তর;
মেঘের গর্জন-তুমুল বৃষ্টিতে থেমে নেই পথ চলা -
তুমিও কি কোথাও ব্যস্ত আছো রাস্তায়-
গন্তব্যে পৌঁছার আশ্বাসে প্রহর গুনছো?

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনকে ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন

২| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ইসিয়াক বলেছেন: সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।
সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।
সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।
সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।সুন্দর।
+
++
+++
++++

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ

তিনবার দিলাম
ভালো থাকুন পাশেই থাকুন

৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

সোনালী ডানার চিল বলেছেন: কয়েকটি অভিনব, বাকিগুলো সুন্দর- শুভকামনা কবি!

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৪| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: ছবি নাই ক্যান??

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই লেখাগুলো ফেবুর সুন্দর সুন্দর সিনারী ব্যাকগ্রাউন্ডে লিখেছিলাম। কিন্তু এসব ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ জায়গা হয়নি বিধায়। দাড়ি কমা ঠিক মত দেয়া হয়নি। তাই কপি করে ঠিকঠাক করে এখানে পোষ্ট দিয়েছি।

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: মাত্র একটা ছবি ক্যান??

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভবিষ্যতে বেশী করে ছবি দিয়াম নে
থ্যাংকস

৬| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: "উঠে দেখো, কে যেনো রুয়ে থুয়েছে সারি সারি বৃক্ষ"- "রুয়ে, থুয়েছে" শব্দদুটি কাব্যে দেখে কেনো যেনো খুব ভালো লাগছে।

টুকরো কথার কাব্য, ছোটছোট কবিতা আমাকে সবসময়ই মুগ্ধ করে। শুভেচ্ছা আপু।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ২:১৬

বেগুনীপাতা বলেছেন: ৬০।........................

কিন্তু,
মস্তিষ্ক সদৃশ্য আমার শহরটিতে ডেঙ্গুর উপদ্রব দেখা দিয়েছে।


২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি হা, এই বন্যা আর রাস্তা খোড়াখুড়ির কারণে এ বছর এই শহরে ডেঙ্গুর প্রাদির্ভাব বেশী

ধন্যবাদ আপনাকে

৮| ২৮ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: অনুকাব্য আজ সসম্মানে হাফ সেঞ্চুরি করল। আমরা খুব খুশি। ++
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
পাশেই থাকুন
সুন্দর থাকুন সুন্দর রাখুন

৯| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কাব্য কথা অনেক সুন্দর হয়েছে +++
কোনটা রেখে কোনটার কথা বলি
ভালো থাকুন সব সময় ।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
কেমন আছেন?

নতুন পোস্ট আশা করছি

১০| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

নীল আকাশ বলেছেন: কিছুক্ষন পরে এই পোস্ট আমি ফিরে আসব।
কবিতা গুলি ভাল করে পড়তে হবে।
শুভ অপরাহ্ন।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: একবার আসার জন্য ধন্যবাদ জানাই দ্বিতীয় বার আসলে চা খাওয়ামুনে অকে

সেই পর্যন্ত ভালো থাকুন

১১| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: অসাধারন লাগলো কাব্য কথা।

কোনটা ছেড়ে কোনটাকে নিয়ে বলবো, ৫৬ নাম্বারটাতে মন খারাপ হল।

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
পাশেই থাকুন
শুভেচ্ছা সতত

১২| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: আপু,
কয়েকটা বানান ঠিক করে দিন। সোনালু সারি সারি বৃক্ষ, আল্ট্রাভায়োলেট, তোকে, যেতে তো, মরীচিকা।
৪২, ৪৫, ৫১, ৫৪, ৫৫, ৫৮, ৫৯, ৬০ ভালো লেগেছে।
ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া

এত ধৈর্য্য নিয়ে আবারও পড়ে মন্তব্য করেছেন মাশাআল্লাহ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

বানানগুলো ঠিক করে নিয়েছি

১৩| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১২

ডঃ এম এ আলী বলেছেন:
পাঠে ভাল লাগল ।
এত ঘন ঘন পোষ্ট দিলেতো তার পিছনে দৌঁড়িয়ে কুল পাইনা
অবশ্য পোষ্টের পিছন পিছন যে দৌঁড়াতেই হবে তেমন কোন কথা নাই ,
তারপরেও তো ইচ্ছে করে এসে দেখার জন্য ।
আচ্ছা কাব্যকনাগুলিতে থাকা শব্দ বিন্যাস নিয়ে যদি
একটা কড়া সমালোচনা করি সইতে পারবেন কি ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘন ঘন পোস্ট কই দিলাম :( ছোট ছোট লেখা একদিন পর পর দিলে মন্দ হয় না হাহাহাহা
আচ্ছা আপনি কেমন আছেন ভাইয়া?

আর হ্যাঁ সমালোচনা অবশ্যই করবেন।
হে আল্লাহ তুমি সইবার ক্ষমতা দিয়ো :D

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

রাকু হাসান বলেছেন:


খুব সুন্দর ছোট ছোট কাব্য । প্রকৃতির আলতো ছোঁয়া লেগে আছে লাইনগুলোই । কেমন আছেন ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। আল্লাহ রেখেছেন ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৩

রাকু হাসান বলেছেন:

লেখক বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। আল্লাহ রেখেছেন ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

আমি ভালো আছি । শুভকামনা করি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.