নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেগুলো ডানা মেলে.....

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪



©কাজী ফাতেমা ছবি
=ইচ্ছেগুলো ডানা মেলে=
===============
রোদ্দুর জ্বলা এই সকালে
ছাতা মাথায় হাঁটি,
পায়ের তলায় দূর্বাঘাস আর
শিশির ভেজা মাটি!

মন যে আমার উদাস হাওয়ায়
লুকোচুরি খেলে,
শহর ছেড়ে দূরে ইচ্ছে
উড়ি ডানা মেলে।

এই শহরের ইট সুরকির পথ
পায়ে লাগে কাঁটা,
হাওয়ার সুরে শুনি যেনো
কান্না বক্ষ ফাটা।

কোন মায়ের বুক হলো খালি
কোন সে পিতা কান্দে,
কে জানি হায় ! পড়লো হঠাৎ
অন্যায়েরই ফান্দে।

ভাবনাগুলো আকাশ পাতাল
নেই সুরাহা জানা,
মনের ঘরে কু কু পাখি
ঐ দিলো রে হানা।

দুশ্চিন্তা সব ছুঁড়ে ফেলে
দেবো উড়াল দূরে,
হারাবো আজ অচীনপুরে
হাওয়ার সুরে সুরে!

গুঁজবো চুলে বাহারী ফুল
রঙিন পিরান পরে,
যাবো সেথায় সুখ মুগ্ধতা
যেখানটাতে ঝরে।

ভাল্লাগে না পেরেশানী
দুর্ভাবনা যত,
বাড়াবো না বুক মাঝে আর
উৎকণ্ঠার নীল ক্ষত।

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

ইসিয়াক বলেছেন: অসাধারণ লেগেছে ।

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৫

সাইন বোর্ড বলেছেন: বাস্তব প্রেক্ষিত, অনুভূতিময় প্রকাশ । ভাল লাগল ।

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইন বোর্ড
ভালো থাকুন
নিরাপদ থাকুন

৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

করুণাধারা বলেছেন: ফাতেমা ছবি, বুকের মাঝে উৎকণ্ঠার নীল ক্ষত তো হয়ে গেছে। বুক চাপা বেদনার মধ্যে আপনার কবিতাটা শীতল পরশ বুলিয়ে দিল। ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনটা এই কয়দিন ধরে খুবই খারাপ আপি

এত কষ্ট লাগে আবরারের কথা মনে হলেই

:(

জাজাকিল্লাহ খাইরা

৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সমসাময়িক অনুভূতির চমৎকার উপস্থাপন।

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: না চাইলেই কি পারা যায় কবি?

ক্ষততো এসে হামলে পড়ে ঝাপিয়ে পড়ে...

তবু স্বপ্ন হোক স্বপ্নের মতোই স্বপ্নময়...
বেঁচে থাকার স্বপ্নে

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন মীম ভাইয়া

কষ্টটা বুকে খামছে ধরেছে
আতংকেই কাটে এখন সময়

ধন্যবাদ মন্তব্যের জন্য

৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
চাইলেই কি সব উৎকণ্ঠা থেকে মুক্তি মেলে ? অনেক
মন খারাপের মাঝে ভালো লাগলো কবিতা ।

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপি এ থেকে এ দেশবাসীর মুক্তি নেই
একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে
আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন

অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ছবি কবি সুন্দর!!+

:)

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন :)

৮| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: বেশ হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু খুব ভালো লিখেছেন। কিন্তু আর কত মায়ের কোল এভাবে খালি হবে?

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। এ নিয়ে খুব উৎকণ্ঠায় আছি
আমাদের বাচ্চারাও বড় হচ্ছে :(

১০| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৪০

হাফিজ বিন শামসী বলেছেন: ইটের ওপর ইট,
তার ভিতরে বাস করে মানুষ নামের কীট।

শহুরে জীবন আমাদেরকে অমানবিক করে তুলছে। সেই তুলনায় গ্রাম এখনও অনেক মানবিক বান্ধব।

১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এখানে কীটের সংখ্যাই বেশী

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১১| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় এক লাইনের সাথে আরেক লাইনের সুন্দর ছন্দের কারণে মনে হয়েছে কবিতাটি ক্লাস থ্রিতে বাংলা বইয়ে পাঠ্য করে দিলে কেমন হয়?

১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে কী বলেন । ভয় পাইছি , তবুও অল্প আশাবাদী মন্তব্য
অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.