| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

 
আওলা ঝাউলা হইয়া যায় ক্যান কতবার এডিট করতাছি .... আমড়া। বেশী কিছু না লিখলে বুঝি একসাথে অনেকগুলো ডিসপ্লে হয়। কেমুনডা লাগে। কী আর লিখমু । কেউ কবিতা পছন্দ করে না। আফসোস!  
অনেক ছবি জমা পড়ে আছে। ভাবছি এখানে একে দিয়ে দিবো। কোনো লেখা মেখা ছাড়া। কিন্তু এহন দেখতাছি আউলা ঝাউলা ধ্যত্তেরি ছাই। বাসাত যাইতাম আবার। যা হয় হউগ্গা। যাইগা আল্লাহ হাফেজ।
১। চন্দ্র মল্লিকা, অফিসের বাগান থেকে তোলা। 
ক্যানন ক্যামেরায় তোলা বিভিন্ন সময়ের ছবি। আশাকরি ভালো লাগবে।
২। বিমানের ছবি কইত্থন তুলছি মনে নাই
৩। কালো মরিচের ফুল অভিমান করেছে, তাই মুখ ফিরিয়ে আছে।
৪। কাঠবিড়ালী, রমনা পার্ক থেকে তোলা
৫। শীতের শিশির, শ্বশর বাড়ী থেকো তোলা
৬। বুনোফুল, ক্ষেতের পাশে এসব ফুল ফুটে, এগুলা আমরার বাড়ী পীরেরগাও থেকে তোলা
৭। পুদিনা পাতা, আমরার বাড়ী থেকে তোলা।
৮। বিচিত্রা ফুল, রমনা পার্ক থেকে তোলা
৯। রোজ ক্যাকটাস। আমরার বাড়ির ফুল
১০। ফিঙ্গে পাখি, আমরার বাড়ীর পাখি
১১। চিড়িয়াখানা থেকে তোলা
১২। ব্রহ্মপুত্র নদীর ছবি
১৩। কসমস, রমনা পার্কের ছবি
১৪। গোলাপটাও রমনা পার্কের
১৫। বৃষ্টি ভেজা জবা, আমরার বাড়ির ফুল।
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ ভাইয়া ভালো থাকুন
২| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:০২
ইসিয়াক বলেছেন: ছবি যেনো শুধু ছবি নয়
আজ কেনো তাই মনে হয়
ছবি যেনো তাই মনে নয়
আজ কেনো তাই মনে হয়
ছবি যেনো শুধু ছবি নয়
এ যেন গো দুটি প্রাণের কথা বিনিময়
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর গান
ছবি যেনো শুধু ছবি নয়
আজ কেনো তাই মনে হয়
ছবি যেনো তাই মনে নয়
আজ কেনো তাই মনে হয়
-
ছবি যেনো শুধু ছবি নয়
এ যেন গো দুটি প্রাণের কথা বিনিময়
ছবি যেনো শুধু ছবি নয়
আজ কেনো তাই মনে হয়
-
এতো দিন কেনো আড়ালে ছিলে
রঙের ছোঁয়ায় যদি ধরা দিলে
-
এতো দিন কেনো আড়ালে ছিলে
রঙের ছোঁয়ায় যদি ধরা দিলে
-
ও গো চিত্র লেখা একি স্বপ্ন দেখা
তোমার হৃদয়ে কেনো জাগে সংশয়
-
ছবি যেনো শুধু ছবি নয়
এ যেন গো দুটি প্রাণের কথা বিনিময়
ছবি যেনো শুধু ছবি নয়
আজ কেনো তাই মনে হয়
-
তোমার মতোন যদি শিল্পী হতেম
ভাষার তুলিতে সব একে যেতেম
-
তোমার মতোন যদি শিল্পী হতেম
ভাষার তুলিতে সব একে যেতেম
-
কন্ঠশিল্পী: খুরশিদ আলম
৩| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:০৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: 
সবগুলি কেবল ছবিই নয়,আমাদের জীবনের একটি অংশ যেখানে আমরা মানসিক শান্তি পেতে পারি
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য 
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া 
ভালো থাকুন
শুভেচ্ছা সতত
৪| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:২৩
মা.হাসান বলেছেন: "কেউ কবিতা পছন্দ করে না। আফসোস"  এইডা কি শুনাইলেন? ভুয়া ভাই আর আমার মত হৃদয়হীন আরো আছে? একটা মিলাদ দিয়াম। 
রমনা পার্কে কি করতে ছিলেন? সাথে পুলিশ বা দুলাভাই ছিলো? কখন কে ক্যামেরার ভারমুক্ত করে দেয় ওখানে, সাবধানে থাকবেন। 
সব ছবি খুব ভালো। কাঠবিড়ালি আর শিশির ইস্পিশাল ভালো।
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা কবিতা পছন্দ করে না এমন মানুষ ভুঁড়ি ভুঁড়ি আছ্
রমনা পার্কে মাঝে মাঝে যাই, তামীমের জোরাজুরিতে, মা ছেলে মিলে পার্কে ঘুরি আর ফটো তুলি। কিন্তু মাতব্বর পোলার লাগি ক্যামেরা হাতে রাখতে পারি না। তবে আমার চেয়ে ছেলে ভালো ছবি তুলে মাশাআল্লাহ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৬| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
তবে চোখে লাগার মতোণ কোনো ছবি খুঁজে পেলাম না। প্রতিটা ছবিই সাধারন। 
তবু আপনি চেষ্টা করেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ বোন।
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কী চোখে লাগতো কন, ফুল পাতা গাছ কাঠবিড়ালী বিমান শিশির 
আর কী চাই, 
এমন না যে ছবিগুলো রেজুলেশন ভালো আসে নাই। কী ছবি দিলে খুশি? বুঝি না বাপু।
যাই হোক সব কিছুই সবার ভালো লাগবে তা কিন্তু নয়। তবুও ছবিগুলো দেখেছেন তাতেই সন্তুষ্ট
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
৭| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ছবি আপা, বাড়ীতে যাবেন কবে, ট্রেনের ছবি চাই প্রচুর। ট্রেনের বিস্বাদ চা কফির ছবি, ট্রেনের চানাচুরওয়ালার ছবি, ভৈরব বাজারে কলা বিক্রেতার ছবি। ভৈরব মেঘনা ব্রিজের ছবি। অনেক অনেক ছবি।
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কোনদিন যে বাড়ি যাবো। দুই পোলারই পরীক্ষা সামনে। একজন প্রাথমিক ছাড়বে আর একজন ছাড়বে মাধ্যমিক। ডিসেম্বরে প্রতিবার যাই এবার তার ব্যতিক্রম হতে পারে। তবে এসব ছবি আগে তুলি নাই ইনশাআল্লাহ এবার তুলবই শুধু আপনার জন্য
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৮| 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৪৭
জুন বলেছেন: ভিপিএন ছাড়া প্রথম মন্তব্য কাজী ফাতেমা ছবি 
 
অসম্ভব সুন্দর মনকাড়া সব ছবি দেখে মন ভরে গেলো।  
+
 
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি 
ভিপিএন ছাড়া ঢুকতে পারছি
কী আনন্দ মনের মাঝে আজ
আলহামদুলিল্লাহ
৯| 
২৩ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১০
হাবিব বলেছেন: আপনি সেই আগের মতোই আছেন.............
 
২৩ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া পুরোনো আমি বদলাতে পারি না একফুটা। বদলিয়েই বা লাভ কী
ভালো থাকুন পাশে থাকুন
শুভেচ্ছা আর ভালোবাসা রইল
১০| 
২৩ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২৬
নীল আকাশ বলেছেন: ব্লগ মুক্তির দিনে আপনাকে অভিনন্দন। 
প্রতিটা ছবি খুব সুন্দর লাগছে। 
শুভ কামনা রইল 
 
২৩ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মুক্তি যেনো চিরমুক্তি হয় সেটাই আশা করছি
ভালো লাগছে খুব আজকে
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১১| 
২৩ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: আপা ফুল আর মনের মধ্যে পার্থক্য কি?
 
২৪ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুইটিই অল্পতে ঝরে পড়ে। মানুষের মন আসলেই ফুলের মত পবিত্র থাকে কিন্তু শয়তান এসে ভ্রান্ত পথে ঠেলে নেয় মন কে। কিন্তু ফুল সে পবিত্রতায় শুদ্ধতায় মানুষকে আনন্দ দিয়েই যায়।
১২| 
২৪ শে অক্টোবর, ২০১৯  সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: হুমমমমম!!
 
২৭ শে অক্টোবর, ২০১৯  দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ![]()
১৩| 
৩১ শে অক্টোবর, ২০১৯  রাত ১১:২৮
আমি তুমি আমরা বলেছেন: ৪ নম্বরে কাঠবিড়ালীর ছবিটা অসাধারণ লাগল।
 
০১ লা নভেম্বর, ২০১৯  দুপুর ১২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালোথাকুনসুস্থথাকুন
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৯  দুপুর ১২:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন ভালো করা ছবি।