নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
সবার জন্য জাম্বুরা বাতাবি লেবুর ভালোবাসা. গ্রহণ করে কৃতার্থ করিবেন। নইলে ছইব্বানি কষ্ট পাইবো big_smile smile
খানাদানার ছবি বা ফুডোগ্রাফ আসলে আমি আয়োজন করে কখনো তুলতে পারি না বা তুলি না। কারণ অন্যরা যারা ফুডোগ্রাফী করেন মারাত্মক সুন্দর সাজিয়ে ছবি তুলেন । উফ কী যে ভালো লাগে । আমি সাজানো গুছানো পারি না। অগুছালো মানুষ তো তাই । তবুও আমি হলো ছবি তোলা পাগলা ছেরি/বেটি। যখন খাই তখনি ছবি তুলে রাখি। কতবার শুনেছি ফেবুতে অনেকেই বলে খাওয়নের ছবি দিলে পাপ হবে। অনেকে কিনে খেতে পারে না তাই। ইশ্যিরে যারা মোফাইল চালায় তারা আবার কাইতে পারে না। ভুল সব। বাঙালী হলো খাওয়ার পাগল। দেখবেন কোনো অনুষ্ঠানে যদি বলা হয়, ফ্রিতে খাওন আছে মাশাআল্লাহ সভা অনুষ্ঠানে মানুষের অভাব হইতো নো হাহাহা। সবাই চায় খালি বেরস নিরস বক্তব্য শেষ হোক আর আমরা ঝাঁপিয়ে পড়ি খাবারের টেবিলে। এমনও দেখেছি খাওন পাগলা মানুষ কার আগে কে নেবে সে জন্য অভদ্রও হয়ে যায়। এ বিষয়টা আমার খুব খারাপ লাগে। এ শুধু বাহিরের অনুষ্ঠানে না অফিস আদালতে সবখানেই এমন ফ্রি খাওনের ব্যবস্থা থাকলে মানুষের অভাব হয় না। আর যদি বলা হয় এই অনুষ্ঠানের খাওয়েনের জন্য ৫০ অথবা তার অধিক করে দিতে হবে সেখানে আর কেউ থাকে না। এসব অভিজ্ঞতা থেকেই বলছি ফ্রান্স । তোমরা আবার ভুল বুইঝো না যে।
খাওয়েনের ছবি দেওয়ার কারণ হইলো গিয়া........ এমনি খুশিতে ঘুরতে .... না না থুক্কু সামুকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়ার আনন্দে। হাহাহা। তাই আর কী বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো কষ্ট কইরা একত্র কইরা এডিট কইরা সামুথে ফেলায় দিলাম। মন্তব্যের উত্তর মনে হয় আউজকা আর দিতাম পারতাম না। কারণ শুক্র শনি অবসর নাই একটুও। ভালো থাইকুইন যে। দোয়া করইন যে যেনো ভালা ভালা খাওয়েনের ছবি তুলতাম পারি। আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ।
১। যা রান্ধি তাহাই ভালোবাসা হই যায় । আমার কোনো দোষ নাই ফ্রান্স্ ।
২। ইহা হইলো ইস্পাহানী চক্ষু হাসপাতাল থেকে কেনা খাবার । স্বাদ জঘন্য smile
৩। ইহা শ্বুশুর বাড়ী হতে আগত ফরমালিন মুক্ত ফল ফলাদি। আহা
৪। কালা জামের জামঝোঁকা ভর্তা। খাইবেন নি হিহি
৫। ইহারা খয়েরী তরমুজ
৬। ইহাদের ভিতর সবুজ আঁশযুক্ত সুস্বাদু ফল
৭। নুডুলসের জন্য গাজরের ভালোবাসার
৮। কামরাঙা । পুর্বাচল নীলচল বাজার থেকে তোলা
৯। অফিসের খাওন দাওন আর লিখালিখি হাহাহাহ
১০। গভীর রাইতে আইসক্রিম খাওয়ার দৃশ্য
১১। ভঅজলেই হবে,পিঠাপুলি
১২। অফিসের খাওনদাওন
১৩। মাঝে মাঝে সকালে ইরাম নাস্তা করি
১৪। প্রমোশনের খাওন দাওন
১৫। দুধ চিতই। অফিসের কলিগ খাওয়াইছিলো
১৬। কারো বাসায় দাওয়াত খাইছিলাম
১৭। ফুলকপি ভালোবাসার
১৮। রাইতের আইসক্রিম
১৯। অফিসের খাওন দাওন
২০। সালের নাস্তা ফ্রান্স
২১। পুলি পিঠা বাসায় বানায়ছিলাম
২২। লাবড়া খিচুড়ি বাসায় বানাইছিলাম
২৩। মাঝে মাঝে মুড়ি গুড় আহা
২৪। হোটেলের তেল । তোমরা ইতাই খাও দেখো কেমন তেলে ভাজে এহ
২৫। হোটেলের সিঙারা
২৬। বাসায় বাসায়ছিলাম প্রাণ্স । ফ্রান্স ফ্রাই হাহাহা
২৭। জন্মদিনের আয়োজনের খাবার
২৮। গরীবের স্ট্রবেরী ফ্রান্স। বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা
২৯। অফিসের খাওন লটকন/বুবি
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি খাওন আর খাওন
২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৩০ নম্বর টা না দিলে হতো না।
বাকি গুলো বেশ ছিল। ভালো পোস্ট
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: লন নগদে মুইচা দিছি অকে
থ্যাংকুস
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: আহা!!
অস্থির খাবার!!!!
চমৎকার সব ছবি।
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আল্লাহর দেয়া রিযিক আলহামদুলিল্লাহ
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭
শুভ্রনীল শুভ্রা বলেছেন: ওফফফ... জাম ভর্তা। ভীষণ লোভনীয় !!
আপুনি, তোমার উঠানে দাওয়াত খেতে চলে এসেছি।
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসো আপি দাওয়াত তবে জাম তো আগামী বছর পাওয়া যাবে
সমস্যা নাই... নুডুস খাওয়ামু
৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন: ২৮ নম্বরটা কি ফল ?
২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চকুর না কী জানি বলে
তবে আমরা মেজটা বলি। এর পাতার চাটনি আর টকের তরকারী খুব মজা
আর ফল দিয়েও টক তরকারী রান্না করা যায় এবং আচার বানানো যায়।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮
রোকনুজ্জামান খান বলেছেন: ইস্ ছবি গুলো দেখে মন ভরে গেলো। মনে হচ্ছে আমি খাওনের সাগরে ভাসতাছি।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট । ভালো থাকুন পাশেইথাকুন
দাওয়াত রইলো
৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪
মা.হাসান বলেছেন: আপনি কি অপিস করবার যান নাকি কাওন হাপিস করবার যান?
পরমুশান পাইলে মাইনসে ইতা কি খাওন খাওয়ায়? সুইফটের ট্যাহায় কি সর্ট পড়ছেনি?
যাই রান্ধেন ভালোবাসা হইয়া যায় দেইখা বড় ভালো লাগলো, ভাগিনারা ভালোবাসায় বড় হউক, অনেক বড় হউক।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা অফিসে কাটাই মূল্যবান আটঘন্টা। তো এইহানে কাম করমু খালি তা কী কইরা হয় । খাওন দাওন আর আড্ডা গল্প ফাকে ফাকে কাজ এই অফিস জীবন আহা (
প্রমোশনের খাওন দাওন যে যেমন খাওয়া। ডিপার্টমেন্ট বড় আর যদি এক দুইজন প্রমোশন হয় তবে খাওয়া কম আর আট দশ হইলে খাওন বেশী হাহাহাহা।
যাই রান্ধেন ভালোবাসা হইয়া যায় দেইখা বড় ভালো লাগলো, ভাগিনারা ভালোবাসায় বড় হউক, অনেক বড় হউক।
আমিন;
বড় হই গেছে আল্লাহর রহমতে একজন মাধ্যমিক ছাড়বে আর এক প্রাথমিক ছাড়বে । তয় আমি কিন্তু বুড়া না কইলাম
৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫
ঢাবিয়ান বলেছেন: জামভর্তা, দুধ চিতই, পুলি পিঠা আর তিনকোনা সমুচাটা দেইখা মনে হইল আহারে কত্তদিন যে খাই না
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে শহরে পিঠা খুব কম তৈরী হয়। আর এসব ঝামেলাও সহ্য হয় না। আম্মা চাচীরা কেমনে এসব সহ্য করতো বাপরে বাপ।
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
খোলা মনের কথা বলেছেন: শুরু হয়ে গেল.
।
।
।
।
।
।
।
।
।
লোভ দেখানো... ছবি আপুর জরিমানা করা উচিৎ... আচার ভার্তা খাওয়ানো জরিমানা...
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা জরিমান কবুল করলাম। সামুর চা আয়োজনে ইনশাআল্লাহ থাকবো তখন খাওয়ামু )
ভালো থাকুন
১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: কামরাঙা অনেকদিন পর দেখলাম। সবুজ কামরাঙা খেতে বেশি ভালো লাগে।
জাম্বুরা, জাম ভর্তা দেখে জিভেজল আসার উপক্রম!!
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কামরাঙা দেখা আমিও কম পাই। আগে গাছ থাইকা পাইড়া ভর্তা খাইতাম সবাই মিল্যা । আর এখন এসব পাই ই না
ধন্যবাদ আপনাকে
১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
মা.হাসান বলেছেন: কবিদের সপ্তাহে ছয় দিন দিলাম, অ-কবিদের জন্য মাত্র একদিন, এর পরেও হিংসুক কন? কবিদের পেট কি কখনোই ভরতো না? ব্লগে কবিতার বিরুদ্ধে হরতাল করতাম।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা এটা তো রাগে দু:খে কইছেন আসলে মূলত একদিনই কবিদের জন্য চাইছেন আমার মনে হয়। হাহাহাহা কবিদের পেট আসলেই ভরে না। আচ্ছা যান কথা ফিরায় নিলাম। হরতাল ডাইকেন না
১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একসাথে তো এত খাওয়া যাবে না আপু। অল্প অল্প করে দিলে সবগুলোই টেস্ট করা যেত। কিন্তু এত বেশি ডিশ দেখে পেট এমনিতেই ভরে গেল। তারপরও আমার প্রিয় ফল জাম্বুরা একটু চেখে দেখলাম। দারুণ!
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা এসবই আসলে একা খাওয়ার জিনিস না। একা খাইলে স্বাদ লাগে না?
ব্লগের মিটাপে সবাই বইসা খামুনে অক্কে
থ্যাংকস এ লট
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি বাংলাদেশ ব্যাংকে চাকুরী করেন ?
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া।
ধন্যবাদ আপনাকে
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কত্ত মজা
খালি খাওন আর খাওন ...............
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমার সুখবরের খানাই তো বাকী আছে
কবে খাওয়াইবা জা্নাইয়ো কিন্তু
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
রিদওয়ান হাসান বলেছেন: বুঝা গেল, এই সব খাওনদাওন আপনে নিয়মিত খান। ছবিগুলো ক্ষুধাবর্ধ্বক। দুঃখের বিষয় এই সব খাবার খায়া আপনে কেমন হইলেন, তার ছবি দিলেন না! দিলে হাতেনাতে প্রমাণ পায়া যাইতাম।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা
খাইয়া দাইয়া এক ঘন্টা হাটি,,,,,,,,, সমানে সমান ক্যালরি ঝেড়ে ফেলি
থ্যাঙকস এ লট ভাইয়া
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
সোহানী বলেছেন: এইটা কি দেখাইলা... ডাবল ক্ষিদা ফিল করছি
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি দাওয়াত রইলো অফিসে একদিন আসে দুইজনে মিল্যা খাইমু
১৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
মোহামমদ কামরুজজামান বলেছেন:
আপনি যা কিছু দেখিয়েছেন,তোফা - তোফা
এগুলো শুধু দেখানো যথেষ্ট নয়, আমাদের সকলের আমন্ত্রণও প্রয়োজন ,খানেকে লিয়ে
সমস্ত বিশেষ বিশেষ খাবার আইটেমস এর জন্য ধন্যবাদ ।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ একদিন সবাই মিলে খাবো । এজন্য অগ্রীম ধন্যবাদ
থ্যাংকস এ লট
১৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাম্বুরা দেখে নিজের গাছের জাম্বুরা চুরি করে খাওয়ার কাহিনী মনে পড়ছে, যদিও ষড়যন্ত্র ছিল বন্ধুদের তবে স্বাদ ছিল আলাদা।
গরিবের স্ট্রবেরি আহ
সবমিলিয়ে আয়োজনটা অসাধারণ হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাম্বুরা নারিকেল আর আখ এই তিন জিনিস কত খাইছি চুরি কইরা। আল্লাহ মাফ করুন আমাদেরকে ।
তবে খুব মজার দিন ছিলো সেগুলো আহা
থ্যাঙকস ভাইয়া ভালো থাকুন
২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের এত শাস্তি দিয়েছেন?
এত এত খাবার দিয়েছেন অথচ আমরা......
আমাদের যাইহোক আপনার শুভ কামনা হোক আপু।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা রে ভাইয়াটা । নিমন্ত্রণ রইলো একদিন আসেন ঢাকা
একসাথে বসে পেটপুরে খাবো
থ্যাঙকু ভাইয়া
২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আমার বোন কাজী ফাতেমা ছবিকে অত্যন্ত সম্মানের সাথে আজ থেকে ছবির জাদুকর উপাধিতে ভূষিত করা হলো। আজ থেকে ব্লগে ছবির জাদুকর হিসেবে কাজী ফাতেমা ছবিকে চিনবো।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মারহাবা মারহাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
সুন্দর উপাধি পাইয়া যারপর নাই খুশি আজ। থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সাইন বোর্ড বলেছেন: লোভনীয় খাবার, মুখরোচক তো বটেই ।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কালো জাম আর ২৮ এর গরীবের স্ট্রবরী আমার অনেক প্রিয়। অনেক সুন্দর হইছে।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এর টক তরকারী আর আচার খুবই মজাদার
থ্যাংকস এ লট
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: জিভে জল আসার মত কিছু খাবার
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকস এ ল্ট ভাইয়া ভালো থাকুন
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৯
জুন বলেছেন: জাম ভর্তা যেমন দৃষ্টি নন্দন তেমনি লোভনীয় আর প্রথম ছবির জাম্বুড়া ইশশশ ছবি অসাধারন ।
- মাইনাস দিলাম কিন্ত
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকাছে আপি
মাইনাসও খাইয়া ফেলামু
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৩
ল বলেছেন: আহ .......
জিভে জল এলো .........
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস
২৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭
করুণাধারা বলেছেন: মনকাড়া সব ছবি!
সাদা মনের মানুষ আগে পোস্ট দিতেন, রেললাইন ধরে সিলেটের দিকে যেতে যেতে নানা কিছুর ছবি তুলে। একবার একটা ছবি দিলেন, গাছের ডালে ছোট ছোট সবুজ গোটা। উনি চিনতে পারছেন না, তাই অন্য কেউ বলতে পারে কিনা এটা কি ফল! বলতে পারলাম এর নাম হইলফা, কিন্তু পাকার পর চেহারাটা যে কেমন হয় সেটা আর বলতে পারি নাই। এখন যদি আপনার ২৮ নম্বর ছবিটা উনাকে দেখাতে পারতাম!!
চমৎকার পোস্টে লাইক।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি আমরা হইলফা অথবা মেজটা কই
সাদা মনের ভাইয়ার পোস্ট দেখেছি তাকে ডেকে আনবো ইনশাআল্লাহ
থ্যাংকস আপি ভালো থাকুন
২৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক মজায় আছেন আপু, আর নামকরণের স্বার্থকথা প্রমাণ করেছেন! আপনার এই আনন্দময় জীবন চিরস্থায়ী হোক, সেই দোয়া রইল।
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । খুব সুন্দর মন্তব্য মন ভরানো মন্তব্য
আল্লাহ আপনাকেও সুন্দর জীবন হাসিখুশি জীবন দান করুন।
ভালো থাকুন
২৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: এসব দেখলে খালি খাইতে মুন্চায়
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আপনি দেহি আইয়া পড়ছেন হাহাহাহা । মন্তব্য দেখি নাই আগে। করুণাধারা আপায় আপনাকে ডেকেছিলো হাহাহা
থ্যাঙকু ভাইয়া
৩০| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!
হাসতে হাসতে মরে গেছি হসপিটাল থেকে কেনা জঘন্য খাবারের ছবিও তুলেছো বলে!!!!!
হা হা হা হা হা
তবে কলিগের খাওয়ানো দুধ চিতুই দেখে তো আমারও খেতে ইচ্ছা হলো!
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপি কিনে তো খাইছি তখন বুঝছি এর চেয়ে দুইটা আইসক্রিম খাইয়া লাইতাম যদি হাহাহাহা
আসলেই মজাদার ছিলো । একদিন বানায়া দাওয়া দিয়ো কিন্তু আসুম
৩১| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: এত্ত এত্ত খাবারে ছবি দেখে তো জিভে জল এসে গেলো আপু।
এখন কি করি
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ অনেক দিন পর দেখলাম আপনাকে
থ্যাঙকস এ লট ভাইয়া
এখন কী করবেন দাওয়াত গ্রহণ করেন
৩২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: @করুণাধারা টক এই ফলটাকে আমাদের এলাকায় বলে মেস্টা, ডাল রান্না করে এগুলো দিয়ে।
২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মেস্টা তো আমরাও বলি। টকের তরকারী অনেক মজা লাগে
৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
মাআইপা বলেছেন: হরেক পদের ছবির মাঝে থমকে রইলাম ৪ নম্বরে .............
এখন কি এটার সময় ? পড়ে না তো নজরে
খুব ভাল লাগলো আপু
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের ছবি আপি
দুই তিন মাস আগের ছবি
তখন খেয়েছিলাম আর ছবি তুলে রাখছিলাম
ধন্যবাদ অনেক অনেক
৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৩
ফয়সাল রকি বলেছেন: সাধারণত বউ দুপুরে লাঞ্চ বক্সটা দিয়ে দেয়! আজ দিতে পারেনি, আর আমি এই পোষ্টটা দেখলাম!
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ক্ষিধে বেড়ে গেলো যে সরি
থ্যাংকস পোস্টে আসার জন্য
৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই নিন। শীতের খাবার।
এই শীতে খাই দাই
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯
ইসিয়াক বলেছেন: জিভে জল এসে গেলো ........