নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বন্ধ করো তোমাদের এ ছলচাতুরী............

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০



তোমাদের এ ছলচাতুরী তুলে রাখো ক্ষমতার চাঙে,
ভাল্লাগে না তোমাদের এমন আকস্মিক অভিযান;
বছর জুড়ে সাধারণ জনতা রোগে ভোগে মরি,
যাতনায় পিষে মরি, তোমরা আমাদের কতটুকু খেয়াল রেখেছিলে?

বন্ধ করো তোমাদের এমন লোক দেখানো আদালত!
খাবারে বিষ মিশিয়ে ওরা তোমাদের সামনে দাঁত কেলিয়ে হাসে,
অবৈধতার উচ্চাসনে বসে ওরা করে হালখাতার উৎসব;
দু'চার টাকা পকেটে গুজে দিলেই তোমরা আমাদের কথা ভুলে যাও।

দ্রব্যের মূল্য উর্ধ্বমূখী,কতবারই তা নিম্নমূখী করতে পেরেছো
কতটুকু স্বস্তি দিয়েছো খেটে খাওয়া মানুষদের?
মৌসুমি ফলে বিষ মাখিয়ে ওরা তোমাদের দেয়া দখলি জায়গায় বসে.....
দিব্যি ওদের পকেট ভরছে আর নিরবে মৃত্যুর দিকে নিচ্ছে আমাদের
কতটাই বা খেয়াল তোমাদের?

ও তোমরা তো একটু অসুস্থ হলেই...........দেশ ছেড়ে পালাও,
নামীদামী হাসপাতালে গিয়ে পাতো আরামের আসন,
টাকা কড়ি কী আকাশ হতে পড়ে?
দেশী মানুষরা, তোমাদের পাতে কী বিদেশী ভাত?
তোমাদের হাতে কী বিদেশী মাছের আঁশটে গন্ধ?
তোমাদের পোষাক কী সব বিদেশী?
তবে কী করে এড়িয়ে যাও নিজ নিজ দায়িত্ব?

ন্যায় নীতি সব উচ্ছন্নে আজ....অন্যায়ের পাল্লা ভারী
তোমরা তোমাদের নীতিগত দায়িত্ব কতটকু পালন করতে পেরেছো?
যেদিকে তাকাই কেবল অরাজকতা,ক্ষমতার লড়াই
গুম, খুন,ধর্ষন,যন্ত্র দানব চালকদের ওভারটেক আস্ফালন
কোনটা রুখতে পেরেছো........অথবা শাস্তি দিতে পেরেছো?

বিনিময়ে তোমাদের পকেট ভারী
আর আমরা হাপিত্যেশ করি দু'বেলা দু'মুঠো শুদ্ধ খাবার খাওয়ার জন্য।
তোমাদের এমন অভিযান দেখতে বড় লজ্জা লাগে,
ভ্রাম্যমান আদালত কি সারা বছর জারি রাখতে পারো না?
নাকি পকেট ফাঁকা থাকবে তাই!
(মে ২৪, ২০১৮)

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লিখেছেন।
যারা আমাদের নিয়ে চিন্তা করার কথা। তারা চিন্তা করতে করতে দুপকেট ভারী করেছে শুধু।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের আছে শুধু দীর্ঘশ্বাস
আর বলার কিছু নেই

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন ভাইয়া :)

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:





আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে।
- বোন রে, এর চেয়ে বেশী কিছু বলার নেই।


৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
এর চেয়ে বেশী বলার সাহসও আমাদের নেই। তবুও কিছু দু:খ নিনাদ অস্ফুট থাকতে থাকতে বের হয়ে যায়

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: ব্লাক লিষ্টেড হবার ভয় আছে আপু ।......।
আর বেশি কিছু বলার সাহস নাই !!!!!!!!!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভয়ই তো আমাদেরকে প্রতিবাদী হতে দেয় না। যাই হোক
ভালো হোক মানুষের মন, শুদ্ধ হউক।

ধন্যবাদ ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭

ঢাবিয়ান বলেছেন: একটা ভয় সবাইকে দাবিয়ে রেখেছে সত্য উচ্চারন করতে। কিন্ত এটা কেউ ভাবছে না যে এইভাবে ভয় পেয়ে চুপ থেকেও কিন্ত নিশ্চিন্তে বেচেঁ থাকার কোন গ্যারা্নটি নাই। ধন্যবাদ আপনার সাহসী উচ্চারনের জন্য। শুভবোধ জাগ্রত হোক সবার মাঝে।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় না পেয়েই বা উপায় কী, বাংলাদেশটাই যেনো দু:স্বপ্ন একটা এখন

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
তবে কিছুটা অগোছালো মনে হলো।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

আমি মানুষই অগুছালো :(

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
বড় অন্যায় ছলচাতুরী চুরি করেও অনেকে বেঁচে যায়
কিন্তু ছোটখাটো অন্যায়ের বিচার হয় কারণ এদের ক্ষমতার
অভাব । প্রতিবাদী কবিতায় ভালোলাগা।
আশা করি ভালই আছেন ।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু, চারিদিকে কেবল অন্যায় আর দুর্নীতিই দেখি
আলহামদুলিল্লাহ ভালো আছি
জাজাকিল্লাহখাইরানআপিভালোথাকুনসুস্থথাকুন

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: আপনের তো সাহস কম না ছবি :-*
জানেন না এদেশ এখন শ্বাপদের অভয়ারণ্য?

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে খাবার খেয়ে আমরা বাঁচি সে সব খাবারেই বিষ মেশানো আই, সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাদের ফল ফলাদিও খাওয়াতে পারছি না।
জাজাকিল্লাহখাইরান আপি ভালো থাকুন সুস্থ থাকুন

৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১

জগতারন বলেছেন:
বাংলাদেশে না; ঠিক করে বললে বলতে হয় বঙ্গ বাশী'রা এখন যত বা যেভাবে আছে এর চেয়ে কোনদিনও ভালো ছিল না।
বিশ্বাস না হয় ইতিহাস ঘেটে তুলনা করে আমাদেরকে জানান, একদম মিথ্য কথা বলবেবন একদম। ও কে?

এত বেশী ভালোচাইলে শেষে কপালে আছেঃ কিছুই না। মানে জিরো। নাথিং।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপনি ঠিক বলেছেন বঙ্গবাসিরা নিজ স্বার্থ বিন কিছুই বুঝি না, এখানে সত্য বা প্রতিবাদ করা যায় না, চুপ করে দেখে যেতে হয়।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

বলেছেন: বাহ বাহ ....

প্রতিবাদী কবিতা.।
কে শুনে কার কথা ?

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সেটাই আমাদের যেখানে বিচার দিমু সেখানেই গন্ডগোল :(

ধব্যবাদ ভাইয়া

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৮

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: বক্তব্য কাব্যিক না হয়ে রচনামূলক হয়েছে। তবে বক্তব্যের বিষয়বস্তু যৌক্তিক।
অভিযোগে লাভ কি? এতে দায় সারে না। প্রতিরোধই প্রতিষেধক।

বেশ কিছু টাইপো আছে। কবিদের অন্তত কাব্যের ব্যপারে গোছালো হওয়া উচিৎ।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার লেখা কখনো কাব্যিক হয় না, একেকজনের লেখার ধরণ একেকরকম। আর আমি কবি না, কখনো বলিনিও। সবার সাথে থাকার জন্যই লিখি। সুন্দর মতবাদের জন্য অসংখ্য ধন্যবাদ। টাইপো আপাতত খুঁজে পাচ্ছি না
দুঃখের বিষয় হইলো আপনি অন্য একজনের পোস্টে আমার বদনাম করেছেন। এটা ঠিক না, যা বলার আমাকেই বলবেন এবং আমার লেখায় বলবেন প্লিজ। কষ্ট লাগলো :(

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:০০

সোহানী বলেছেন: মনের ক্ষোভ উপচে পড়েছে কবিতার রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু  যাদের শোনার কথা তাদের চোখে রঙ্গীন চশমা।

কিছু  বলার নেই চিৎকার করা ছাড়া।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন প্রতিবাদের ঝড় উঠবে
সেদিনের অপেক্ষায় আছি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপি

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলার মানুষের ভেতরের কথা, জিজ্ঞাসা।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার ভিতরেই এ জিজ্ঞাসাগুলো উমরে কাঁদ
ধন্যবাদভাইয়াভালোথাকুনসুস্থথাকুন

১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:৩৭

কিরমানী লিটন বলেছেন: দারুণ দ্রোহের শানিত চাবুক। কোন কোন চাবুক প্রশান্তি আনে মনে- আপনার কবিতাটি পড়ে সেটাই হলো। আমাদের বন্ধকি বিবেক পৌরষ হারিয়েছে। সত্যরা তাই বিবেকের মতোই নিঁখোজ। সত্য প্রকাশের সাহস দেখপ বিমুগ্ধ ভালোলাগাায় মন ভরে গেলো- কানায় কানায়। বেঁচে থাকুক এই শানিত চাবুক। সত্যের মতোই উদ্ভাসিত করুক বৈকল্য বিবেককে। স্যালুট কবি - হ্যাটস অব ইউ.....

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার বিবেক জেগে উঠুক স্বার্থপর মানুষ, সাধারণ মানুষকে মানুষ ভাবুক
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

ভালোথাকুনসুস্থথাকুন

১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: প্রতিবাদ, সভা, টকশো, লেখালেখি যা’ই হয় না কেন, দু পয়সার দামও হয়নি।

প্রতিবাদ করে আমরা নিজেকে বৃথা সস্তিতে রাখার চেষ্টা করি।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাতো নিজ চোখেই দেখতে পাচ্ছি
প্রতিবাদ হয় তা এক দুইদিন থাকে
তারপ্র যেই সেই

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন

১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৯

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা সমসাময়িক হলে, খুব গ্রহণযোগ্য হয়ে উঠে-
কবিতায় মানবিকতা- কবি’র নিজস্ব প্রতিবাদ!

ভালোলাগা জানালাম!

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৬| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনি সমালোচনা নিতে জানেন। আপনি ভালো কবি এবং ভালো ব্লগার। এই ব্লগার প্রজন্ম শক্তিশালী হয়ে গড়ে উঠছে। এরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ব্লগ মনন এবং মানসিকতাকে দৃঢ় করে তুলে। অথচ কাল তথ্যশূণ্য এক কুখাদ্য পোষ্টে তথ্যের অভাব উল্লেখ করায় লেখক বললেন তার মূর্খতা নিয়ে আমার ভাববার প্রয়োজন নেই, তিনি নাকি জ্ঞাণ বেচে খান না! আজকাল গৃহবুয়ারাও অনেক বেশি স্মার্ট আর ডিপ্লোমেটিক। আর তিনি এই রুক্ষ প্রবাসে এসে হয়েছেন 'ডোডো'খামারি!

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

আসলে লেখালেখির জন্য প্রচুর সময় প্রয়োজন। আর যারা সংসারী চাকুরীজীবী তাদের হাতে সময় খুবই কম থাকে। আমার বেলায়ও তাই । যা লিখি কিছু কষ্টবোধ দূর করার জন্য লিখি আর সবার সাথে থাকার জন্য লিখি। কৃতজ্ঞতা জানাই সুন্দর মন্তব্য দেয়ার জন্য

১৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: 'আকস্মিক', 'উচ্ছন্নে', 'জারি' এমনি আরো টাইপো আছে.........

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি বলার পর কতবার করে দেখেছি কিন্তু মরার টাইপো খুঁজে পাইনি। অথচ আমিও জানি এই বানানগুলো ভুল অথচ চোখেই পড়ে না। অফিসেও তাই টাইপ করি পড়ি কিন্তু স্যারের কাছে গিয়ে ধরা পড়ে বানান হাহাহ
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.