নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» » প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা-১০)

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫



এই টাইগার লিলি ফুল আমরার বাড়ী থিকা তুলছিলাম।

ক্যানন ক্যামেরায় তোলা বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গায় তোলা ছবিগুলো। আশা করি ভালো লাগবে। ক্যামেরা সাথে থাকলেই অযস্র ছবি তোলা হয়ে যায়। গ্রামের বাড়ীতে গেলে বেশী তোলা হয় ছবি। আম্মা খালি বকে আর বলে তোর নাম ছবি না রাখতাম তাইলেই ভালা হইতো। সারাদিন খালি ছবি তুলস। আবার দেখি আম্মাই ডাক দিয়া কইন, অই ছবি দেইখ্যা যা কি সুন্দর প্রজাপতি। ক্যামেরা নিয়া আয় হাহাা। গেলো জুলাইয়ে গেছি আম্মায় কইতাছুইন অই ছবি আমরার গাছো মেৌমাছি বাসা করছে আগে ছবি তোল। তাইলে আমার কীতা দোষ। আম্মাই দেখি আমার পক্ষে।

কিন্তু তাসীনের বাপ বদ বেটার সাথে গেলে ছবি তুলতারি না। তবে তাদের বাড়ীতে গেলে ছবি তুললে কুস্তা কয় না। তাদের বাড়ী মনে সোনার টুকরা হুহ। নিজেদের বাড়ী বলে কথা। যার যার বাপের বাড়ী আহা তাদের কাছেই প্রিয়।

ইখানো আমরার বাড়ী আর তাসীনের বাপের বাড়ীর ছবিও আছে। এরার ধলাই নদী আর আমরার খোয়াই নদী। যদিও খানে খোয়াই নদীর ছবি নাই।

২। লাউয়ের বাচ্চা লাউ, আমার আব্বার ফলানো সবজি ক্ষেত থাইকা তুলছি


৩। ব্যাঙের ছাতা........ আমরার ভাড়ির ঘাস (মানে পীঁরের গাঁও মিয়া বাড়ী থাইকা তুলছি)


৪। রক্ত জবা বৃষ্টি ভেজা ফুল আমরার বাড়ির ফুল কিন্তু


৫। এই ধানও আমরার বাড়ীর ক্ষেতের


৬। এইটা নারায়নগঞ্জ সোনারগাওয়ের ছবি


৭। চুনারুঘাটের চা বাগানের পথ


৮। এইডাও আমরার বাড়ী আমরার গ্রাম


৯। এই হলো গিয়া তাসীনের বাপের বাড়ীর পথ..... এই পথ দিয়া হউড় বাড়ী ঢুকি আর কী


১০। এটা ধলাই নদী ময়মনসিংহের (হউড়বাড়ী)


১১। আহা আল্লাহ তাআলার কী সুন্দর সৃষ্টি । এই কচুপাতার গাছ আমি অনেক পছন্দ করি। অনেক ভালো লাগে। কী সুন্দর রং যেনো আমরার দেশের পতাকা ।


১২। রমনা পার্কের ছবি


১৩। ও প্রজাপতি প্রজাপতি পাখ্ না মেল্ না । পীরের গাও থাইকা তুলছি


১৪। এইটা তাসীনের বাপের বাড়ীর ফটো , ফুলের উপ্রে প্রজাপতি। ফুল আর প্রজাপতি এক কালার। অনেক কষ্ট হইছে এই ফটো তুলতে। তাসীনের বাপের মতই বদ। খালি উড়ে আর উড়ে


১৫। ধান ক্ষেতের পাশে এই ফুল। কী যেনো নাম । কে জানি নাম বলে দিয়েছিলো কিন্তু মনে নাই। পানিকোলা জাতীয়। অসহ্য সুন্দর এই ফুলগুলো বিনা চাষেই এমন সুন্দর ফুটে থাকে।


এই পোস্ট বিজন দাকে উৎসর্গিত । উনার দেয়া পরিশ্রমী পোস্ট কবিতা সংকলনের জন্য। ভালো থাকুন দাদা। ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: সব গুলো ছবিই সুন্দর। তবে তিন নম্বরটা বেশি ভালো লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন সুন্দর থাকুন
সুন্দর রাখুন

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

সোনালী ডানার চিল বলেছেন: দারুন সব ছবি!
চোখের আরাম, মনেরও আরাম!
শুভেচ্ছা রইল-

আর, বিজন দা’কে আসলেই ধন্যবাদ জানাতে হয়, তার সংকলিত পোষ্টগুলের জন্য।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। বিজন দা হয়তো পোস্ট টি দেখেনই নি। যাই হোক সবাই ভালো থাকুন

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এখ্খেবারে...খাডি সিলোডি আর ময়নসিংার জটিল মিশ্রণ!!!!!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ঠিকই কইছইন
থ্যাংকুস

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৭ নম্বর টা আমার কাছে দারুন লেখেছে-- যদিও ওই রাস্তায় একা একা হেঁটেছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পথ পাইলেন কই চোখ বড় বড় ইমু হবে

ধন্যবাদ আপনাকে

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন: অসাধারণ লেগেছে ছবিগুলো।
একেবারে ১০০তে ১০০।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

নাহার জেনি বলেছেন: অসাধারণ হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান জেনি পা
ভালো থাকুন অনেক অনেক

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবির জাদুকর

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ । কৃতজ্ঞতা
ভালো থাকুন অনেক অনেক

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি। সবচেয়ে ভালো লেগেছে ১৪ নম্বর ছবিটা। প্রজাপতি আর ফুল অনেক কষ্ট করে আলাদা করেছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

সবা্র ভালো লাগলে পোস্ট দেয়া হয় স্বার্থক

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

সোহানী বলেছেন: আহ দারুন সব ছবি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২

জগতারন বলেছেন:
সুন্দর ছবি, দেশের ছবি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

১১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ৫,৭,৮,৯,১০ নাম্বার বেশী সুন্দর, তম্মধ্যে ৯ নম্বার সেরা।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ইকবাল ভাই
ভালো থাকুন অনেক অনেক

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

মা.হাসান বলেছেন: আপনার মায়ে আপনার নাম কবিতা রাখলে বেশি ভালো হইতে।
যেই লোক এত কবিতা আর ছবির অত্যাচার সহ্য করে তারে বদ ব্যাটা কইলেন, হেই অসহায় ব্যাডার লাইগা বুক ভরা সমবেদনা।

সকল ফটুক সোন্দর হইছে, ব্যাঙের ছাতা আমার বেশি প্রিয়।

কাজের কথা নিচের কমেন্টে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহাহা ...... বদ বেডা এত কিছু সহ্য করে না। তাই সবই লুকাইয়া অফিস কর্মের ফাঁকে ইতা আকাম করি। বাসাত গিয়া সংসার রান্নাবাটি আর বাচ্চা পালি :( আফসোস বদ বেটা বউয়ের গুণ বুঝলো না :D

থ্যাংকু সো মাচ
আচ্ছা নিচে যাইতাছি

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:০১

মা.হাসান বলেছেন: আমার কমদামের ফোনের ছবি একেকটা ৩-৪ মেগা বাইট হয়। আপনার ছবি গুলা ১২ মেগা বাইট বা আরো বেশি হবার কথা। বড় সাইজের ছবি আপলোড করলে যে দেখবে তার জন্য পেজ লোড হতে অনেক সময় লাগবে, বিশেষ করে মোবাইলে হলে বারোটা বাজবে। আমি ফটো ওপেন করে snipping tool দিয়ে প্রয়োজনীয় অংশ কেঁটে সেভ করি, ইমেজ সাইজ প্রায় ছয় ভাগের এক ভাগ হয়। আপনি imgur ব্যবহার করেন। ওখানে কম্প্রেশন রেট কি রকম?

imgurএ কি ব্যাচ প্রসেসিং করা যায়?

আমাদের ব্লগে ছবিতে css কোড দিয়ে রিসাইজ করার অপশন দেখি না। ছবি আপলোড করলে বাই ডিফল্ট স্ক্রিনের ব্লগের টেক্সট স্ক্রিনের width এর সর্বোচ্চ ৫০% পর্যন্ত জায়গা জুড়ে ছবি রাখতে পারি, এর বেশি আনার চেষ্টা করে পারি নি। আপনি কি ভাবে করেন?
ডঃ আলী ভাইয়ের কমেন্টের জবাবে imgurএর বিষয়ে আপনি যা বলেছিলেন, এরকম কোন কথা কেউ আপনাকে বললে তা যৌক্তিক না, imgur একটা বৈধ সাইট, ৩০০ মিলিয়নের উপর ইউজার এটা ব্যবহার করে। আপনাকে অনুরোধ করবো imgur ব্যবহারের উপর, ছবির ব্যাচ প্রসেসিং এবং ব্যাচ আপলোডের উপর একটা পোস্ট দিতে।
পোস্ট দেয়ার আগ পর্যন্ত ছবির width কি ভাবে ফুল স্ক্রিন সাইজ করা যায় সে বিষয়ে কুইক টিপস দেয়ার অনুরোধ থাকলো। এখানে অসুবিধা থাকলে আমার পোস্টে কমেন্ট করতে পারেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: Click This Link অনেক কষ্ট কইরা পোস্টটা বাইর করছি বা

এটা পড়লে অনেকটা ধারণা পাবেন ইনশাআল্লাহ

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:১৪

মাআইপা বলেছেন: খুব সুন্দর লাগলো ছবিগুলো। গ্রামের ছবিগুলো প্রাণবন্ত।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপা
আমি সিলেটে গত বছর চাকুরি সুবাদে ছিলাম --তাই ....একটু এদিক সেদিক ঘুরাঘুড়ি করছি আর কি -------(নি:সঙ্গ ইমু)

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, ছবি তুলে থাকলে পোস্ট দেন । আমরা সবাই দেখবো
ধন্যবাদ আপানেক

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১,৩,৪,৭,১১,১২,১৪ অনবদ্য।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ
ভালো থাকুন ভাইয়া

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

ভুয়া মফিজ বলেছেন: সবগুলা ছবিই সৌন্দর্য হইছে। অবশ্য সব সময়ই সৌন্দর্য হয়। নতুন কইরা আর কি কমু!

৩ লম্বর ছবিটা সেইরাম!! :)

০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

তারেক ফাহিম বলেছেন: সব ছবিই অনেক সুন্দর হয়েছে।
১৪ এর ক্যাপশান আর ছবি দেখে হাসি আসলো।

ছবি আপুর ছবি তোলার হাত বরাবরই পাকা।

০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা যাই হউক হাসাতে পেরে ভালো লাগছে

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: সত্যিই আমি এই পোস্টে আসিনি। এই মাত্র আপনার শেষ পোস্টে আমার মন্তব্যে আপনার উত্তর দেখতে যেয়ে জানতে পারলাম!
এখন কি করবো বলুন তো! খুব লজ্জ্বা পাচ্ছি!!

আসলে আমি এত ব্যস্ত সময় পার করছি যে, আমার পোস্টে আপনাদের করা মন্তব্যগুলোরও উত্তর করতে পারছি না।
কিছু মনে করবেন না, আগে এটি দেখতে পেলে আপনার নিশ্চয়ই অনেক ভাল লাগত।

আপনাকে বলার কিছু নেই, সব প্রশাংসা আপনার প্রাপ্য।
পোস্টি নিয়ে গেলাম।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি বুঝেছি দাদা । আসলেই ব্যস্ততা
আমিও সব সময় সবার পোস্ট পড়তে পারি না :)

দেখেছেন তাই ভালো লেগেছে
অনেক ধন্যবাদ
শুভেচ্ছা সতত
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.