নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মিলনমেলায় চলো সবাই, ডিসেম্বরের বিশে
খুশির চোটে এখনি ঠিক, হারিয়ো না দিশে;
কে কে যাবে হাত তুলো ভাই, কে যাবে না বলো
ইচ্ছেগুলো সঙ্গে নিয়ে, একাত্মতায় জ্বলো।
দেখা হবে সবার সাথে, হবে আড্ডা গল্প,
কী আনন্দ হবে আহা, হাসি তামশা অল্প।
দুষ্টুমি আর খুঁনসুঁটিতে, সময় যাবে ভেসে,
চুটকি বললে কেহ একজন , উঠবে সবাই হেসে।
নাম পরিচয় হবে জানা, কে বা কোথায় থাকে
কোন্ কবিরা কাব্য লিখে, ব্যস্ততারই ফাঁকে।
কোন লেখকের লেখাগুলো, লাগে সবার ভালো,
মন্তব্যেতে কে বা এসে, ব্লগ করেছে আলো।
ক্যামরার ক্লিকে হাসি মুখের, তুলবো শত ছবি
মিলনমেলার স্মৃতিগুলো, রাখবো তুলে সবই;
মুখ রেখো না অন্ধকার কেউ, রিনিঝিনি হেসো
গল্প আড্ডায় মনটা রেখে সুখানন্দে ভেসো।
রিযিক যদি থাকে আমার, আসতে পারি মেলায়,
না আসলেও রেখো নাকো আমায় অবহেলায়,
সুখের স্মৃতি ছবি করে, ব্লগে দিয়ো ছেড়ে
দেখতে র'বো উন্মুখ-ব্লগে, বসবো হাঁটু গেঁড়ে।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপুনি। মিলনমেলায় যাইয়ো কিন্তু
ছবি দেখবো নে। আমি মনে হয় যেতে পারবো না । কারণ ২১ তারিখে অফিসের পিকনিক আছে
২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাহ্ ভালো লাগলো আপনার উৎসাহ দেখে নিজের উৎসাহটাও আরো বৃদ্ধি পেল।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: উৎসাহ বাড়ুক দ্বিগুন তিনগুন। সবাই মজা করেন গিয়ে । আর ফটো তুলে পোস্ট করবেন। দেখতেই থাকবো আমি
৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু ইজেল তুলি ছেড়ে
কলমের খোঁচায় রচিছেন দারুন কাব্য
মহা মিলনে যাবে কি যাবেনা
আর নাহি তায় ভাববো।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া
নিশ্চয়ই যাবেন। আমি হয়তো যেতে পারবো না কারণ ২১ তারিখ অফিসের পিকনিক
৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রিযিক যদি থাকে আমার, আসতে পারি মেলায়,
না আসলেও রেখো নাকো আমায় অবহেলায়,
...................................................................
তাইতো বলি তাড়া কিসের, সাজ সাজ রব!
ব্লগ ডে তে থাকবেন কাজী ...
সানাই তবে বাজল বলে, কোথায় গেল বর !!!
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ডেতে না থাকারই বেশী চাঞ্চ । কারণ শনিবারে অফিসের পিকনিক। দুইদিন পর পর বের হওয়া যাবে না।
অনেক ধন্যবাদ আাপনাকে
৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬
হাবিব বলেছেন: ও মা........ আপনিও আসবেন তাহলে......? ক্যামরোটা নিয়ে আইসেন কিন্তু। ছবি উঠবো আপনার ক্যামেরাই
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া সম্ভাবনা খুবই কম। তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ পরের দিনই আবার পিকনিক। দুইদিন বাহির হওয়া কষ্টকর আর পরীবাগও চিনি না ।
আপনারা অবশ্যই যাবেন ইনশাআল্লাহ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
ব্লগ ডেতে আপনাদের ছবি দেখবো ইনশাআল্লাহ
৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায় যেন দেখলাম ২০ তারিখ দেখে আঁতকে উঠেছেন আপনি।
আসছেন তাহলে ? ক্যামেরা আনতে ভুলবেন না।
কবিতায় ++
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুর গ্রুপে। কারণ ১৯ তারিখ হলে অফিস থেকে চলে যেতাম। শুক্রবারে বের হওয়া যায়। তাছাড়া ২১ তারিখ অফিসের পিকনিক। তাই হয়তো যেতে পারবো না ব্লগ ডেতে। তবুও চেষ্টা করবো যেতে ইনশাআল্লাহ। আপনারা যাইয়েন ভাইয়া।
ধন্যবাদ অনেক অনেক
৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
ইসিয়াক বলেছেন: চমৎকার
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১০| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
ময়না বঙ্গাল বলেছেন: ইচ্ছেটা প্রবল হলো । নসীবে যদি থাকে সস্ত্রীক আসতে পারি । নেচে গেয়ে আনন্দ দিতে চাই, আনন্দ করতে চাই । আর আমি কিছু চিন্তা লালন করি তা সরাসরি শেয়ার করতে চাই । সকল ব্লগারদের প্রাণবন্ততা অব্যাহত থাকুক । বরকত হোক ।
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আসেন। মাঝে মাঝে আনন্দও করতে হয়। আমিও আসতাম যদি আমার সাধ্যে থাকতো। কিন্তু না আসার সম্ভাবনাই বেশী
ধন্যবাদ ভালো থাকুন
১১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর , কি মজা , আপু আপনার না থাকাটা হবে কষ্টের
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার খুব ইচ্ছে যাওয়ার কিন্তু পরপর দুইদিন দুই অনুষ্ঠান। অফিসের পিকনিকে যেতে পারবো কারণ সেখানে অনুমতি পাওয়া যাবে কিন্তু শুক্রবারে বের হওয়া মুশকিল হবে আমার জন্য
১২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
জুন বলেছেন: সুন্দর আমন্ত্রন কাজী ফাতেমা
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
নীল আকাশ বলেছেন: এটা ব্লগে পোস্ট দেবার জন্য ধন্যবাদ।
ইনসাল্লাহ দেখা হবে, আসতে পারি মেলায়,
সেই খুশিতে ভাসছি এখন আনন্দেরই ভেলায়!
১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি বলেছেন না দিয়ে কী পারি।
যদি আসি দেখা হবে ইনশাআল্লাহ। ভাবীরে নিয়া আইসেন
অনেক ধন্যবাদ ভাইয়া
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপু, ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।
ব্লগ ডে, যেন আনন্দে কাটে। শুভ কামনা।
১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি মনে হয় যাবো না ভাইয়া। তবুও চেষ্টা থাকবে। অনেক ধন্যবাদ ভালো থাকুন
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
চমৎকার আবেগময়তা আর ইচ্ছে বোঝাই কবিতা।
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জীএস ভাইয়া ভালো থাকুন
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
শায়মা বলেছেন: কিন্তু তোমার ক্যামেরা ছাড়া এসে লাভ কি ?
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসারই তো নিশ্চয়তা নাই আপি
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: "কোন কবিরা কাব্য লিখে, ব্যস্ততারই ফাঁকে" - আপনিও ব্যস্ততার ফাঁকে ব্লগের কবিদের নিয়ে ভেবেছেন, এজন্য ধন্যবাদ।
কবিতা সুন্দর হয়েছে, + +।
ব্লগদিবসের শুভেচ্ছা...
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯
এফ.কে আশিক বলেছেন: চমৎকার +
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আশিক ভাইয়া
ভালো থাকুন
১৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫
ল বলেছেন: আপনাকে ফডোগুলো তোলার জন্য যেতেই হবে....
নইলে কবিতায় লবন সংকট হবে...
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ । দেখা যাক কী হয় । রিযিক থাকলে ইনশাআল্লাহ যাবো
ধন্যবাদ ভাইয়া
২০| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ব্যবস্থাপনা আপু। আমি শুরুতেই ভেবেছিলাম যে আপু হয়তো আমাদের জন্য বাসায় আলাদা আয়োজন করেছেন, মেনুকার্ডের মতো লাগছে কিনা। চশমা খাটিয়ে অবশ্য ভুল ভাঙলো। যাইহোক এবার আর আপুকে বিরক্ত করবো না। পরেরবার এমন আয়োজনে না করবো না।
উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো।
২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাজীব ভাইয়ার সাথে এসে পড়তেন ঢাকা। তাহলে অংশগ্রহণ করতে পারতেন। যাই হোক আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ।
ভালো থাকুন ভাইয়া ধন্যবাদ
২১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
সোহানী বলেছেন: আমার পালা কবে আসবে ... এবারো মিস। ডিসেম্বরে কোনভাবেই আসতে পারবো না।
২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আগামীতে দেখো হবে ইনশাআল্লাহ
ভালো থাকুন আপি
২২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৯
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ আহবান কবিতার ভাষায়- আপনার প্রতিটি লিখাই খুব টানে আপু। মুগ্ধতা অপার +++++
২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সু্ন্দর মন্তব্য । এসব মন্তব্য অনুপ্রেরণা যুগায় । জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড কাব্য আপুনি!!!!!