নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। এক গুচ্ছ কাঠগোলাপ, কোনো এক বৃক্ষমেলা থাইকা তুলছিলাম
বিভিন্ন সময়ে তোলা ক্যানন ক্যামেরার ছবি। আশাকরি ভালো লাগবে। ইদানিং ছবি পোস্টে কেউ আসতে চায় না সে যতই সুন্দর হোক sad কিন্তু কেন ? ছবি এত খারাপ নি কোনো হুহ, তাছাড়া কবিতাও তো দেই না। ইতা ভাল্লাগে না ফ্রান্স । তোমরা উৎসাহ না দিলে পোস্ট দিতাম ক্যামনে কও দিনি। এই সব জায়গায় নিজেরা যাইতায় পারবায়নি কও। আমি কস্ট কইরা তুলি দেইখ্যা দেখতে পারো কই কৃতজ্ঞতা দিতায় তা না আজাইরা কস্ট কইরা পোস্ট দেই তোমরা দেখো না মন্তব্য করো না।
তোমরা তো আবার নিজের পোষ্টে মন্তব্য আর লাইক পাইতায় চাও কিন্তু নিজেরা কারো পোস্টে ঢুকো না আমি কিন্তু দেখি আর তোমরার পোস্টে লিক কমেন করি হাহাহাা। নিজেরা পোস্ট দিয়া নাই হই যাও ইতা কিতা ফ্রান্স। ব্লগ কি নিজের পোস্ট দেয়ার লাই নি, রাজীব ভাইর মত সবের পোস্ট পড়বায় আর মন্তব্য করবায় কইয়া দিলাম কিন্তু। যদিও আমি যতটুকু অর্ন্তজালে থাকি ছোট ছোট পোস্ট গল্প পইড়া লাই আর মন্তব্য লিক কইরালাই। কৃতজ্ঞতাবোধ দিনকে দিন হারায় যাইতাছে হায়রে দুনিয়া বুকের বেতারে কয় গেসটিকের বেথা, কী কিছিমের দিকদারী, ত্যক্ত লাগে। আচ্ছা যাইগা আমি তো ভালা থাইকো হক্কলতে।
২। ছোডো বেলার কথা মনে আছেনি। যারা গ্রামবাসী ছিলেন? আহা ধুপ্পুর ধাপ্পুর শব্দ শুনলেই চার আনা আট আনা এক টাকার আইসক্রিম কিনে খেতাম। ঠিক দুপুর বেলার স্মৃতি
৩। এগুলো পানিকোলা ফুল, ধান ক্ষেতের আলে এমনিতেই হয়। এত্তগুলা সুন্দর ফুল।
৪। সোনারগাও এর ঝিলে একদিন
৫। চন্দ্রমল্লিকাই তো এইটা কী জানি তবে এটাকে দেখলে মনে বসন্ত লাগে।
৬। ট্রেন থেকে তোলা এই ছবিটি, শীত যায় যায় দিনের ছবি
৭। মূলা ফুল । কী সুন্দর না ফ্রান্স
৮। আমাদের গ্রাম, কী সুন্দর সবুজ আহা
৯। ঢোল কলমি ফুল
১০। সূর্যমূখী
১১। বেড়ে উঠা লতার গল্প
১২। একদা রমনা পার্কে গিয়েছিলাম এই জায়গাটা খুব পছন্দ আমার আর তামীমের কিন্তু কিছু বেশরম মানুষের জন্য ছেলের সামনে লজ্জা পাই। একটু খেয়াল করলে ছবিতেই দেখতে পাবেন
১৩। ঝরে পড়া শিউলী
১৪। ছোট ফড়িং
১৫। শরতের ছবি
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আপি কেটে ছেটে একেবারে ঢোল কলমি শূন্য হয়ে গিয়েছিলো গ্রাম। পরে আবার সেই গুজব থেমে গেছে। এগুলো দিয়ে বেড়া দেয়া হয় গ্রামে। আপি শুধু কী সোনারগাও, কোন সুন্দর জায়গাটার দেখাশুনা কর্তপক্ষ ভালোভাবে করেছে বলেন? সব ঝিল বিল নদী সবই কালো পানির দখলে মনটাই খারাপ হয়ে যায়।
আমার গ্রামের বাড়ী পীঁরেরগাঁও , চুনারুঘাট হবিগঞ্জ আপি
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন। ইয়া মাবুদ কাল রাতে নুহা পড়েছিলাম কিন্তু মন্তব্য করা হয়নি এখনো। এখন মনে হইছে যাই
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছবি আপার ছবিগুলো সুন্দর!
আর ৪, ৮, ১১ ও ১৫ আরও বেশি সুন্দর।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাইয়িদ ভাইয়া ভালো থাকুন
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার I
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো লাগলো।
সুন্দর ছবি।
ফ্লিকারে আপনার একাউন্ট আছে?
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
জি আছে
দুইটা একাউন্ট। একটা ফুল হয়ে গেছে এখন আরেকটা খুলছি। এরা আবার জায়গা দেয় না । তাই নতুন খুলছি
কাজী ফাতেমা ছবির ফ্লিকার একাউন্ট
কাজী ফাতেমা ছবির ফ্লিকার একাউন্ট
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
এস এ মেহেদী বলেছেন: চমৎকার
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাইয়া ভালো থাকুন
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২
মা.হাসান বলেছেন: কমেন্টের জন্য এমুন হাহাকার করতে আছে? মাইনসের কি আর কাম কাজ নাই , পানি কোলা আর মূলার ফুল দ্যাখতো? তাও যদি পানি কোলা না হইয়া কুকাকুলা অইতো
এইডার আবার নাম দিছেন গদ্য। এই ডা কোন কিসেমের গইদ্য? লগ ইন করণের সময় পাই নাই বইলা রিপোঠ করবার পারি নাই,
ইরাম গইদ্য আবার পাইলে কিন্তু রিপোঠ কইরালামু।
ছবিতেতো আমি কুনু বেশরম মানুষ দ্যাখবার পারলাম না, খালি কিছু মাইয়া লোকের আবছা ছবি দ্যাখলাম। আপনের মনে হয় শরম একডু বেশি।
আপনের ক্যামেরা তো খুব ভালা ভালা জিনিসের ছবি তুলে। হেইডারে কি এখুনু ক্যানন ক্যামেরা কন ? নাকি নাম বদলাইয়া হযরত ক্যানন ক্যামেরা রাখছেন? নাম বদলাইলে কিন্তুক আকিকা দিয়েন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পোস্টে লাইক কমেন না হোক। এমন অনেক পোস্ট আছে অনেক সুন্দর। ভালো মানের লেখা কিন্তু সেগুলোতে লিক কমেন নাই ফ্রান্স এজন্য হাহাকার। নতুন কয়েকজন গল্প পোস্ট করতেছেন কিন্তু মন্তব্য খুবই কম। আর এখানে দেখলাম সবাই নিজের পোস্টে মন্তব্য চায় কিন্তু সে নিজে মন্তব্য করে না কারো পোস্ট পড়ে না । এজন্যই আর কী কইছি সরি।
হাহাহাহা ইহা গদ্যই তো। আপনার চোখ পদ্য দেখে কিতা করুম কন। রিপোর্ট কইরেন না আমি ডরাই । ব্যান খাইতাম চাই না এই বুড়ো বয়সে।
বেশরম দেখেন নাই হাহাহাহ খারান দেখাইতাছি । পরে কিন্তু কিছু কইতাইন পারতাইন না কইয়া দিলাম
হাহাহাহাহাহ হযরত ক্যানন ছবিপুরি আল হবিগঞ্জি আল ঢাকেশ্বরী
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: বাহ চমৎকার
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের ছবি দেখলে সত্যি বলছি আমার চোখে কিরকির করে
হায়রে দেশ!
ছবিতে তোমাকে দেখে আমি তৃপ্ত হই।
(আপনার ছবি সবসময় ভালো লাগে)
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
দেশে কয়বার আসেন?
শুভ কামনা আপনার জন্য
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
১ নং এ যা বলেছেন তা ঠিকই বলেছেন আপনার জায়গা থেকে প্রিয় ব্লগারদের উদ্দেশ্যে । অভিমান, অভিযোগ, অধিকার
ও উপদেশ সবমিলিয়ে ঠিক আছে । আপনার কবিতা ও ছবির পোস্ট এর আমি একজন ভক্ত । আপা, এতোকাল গ্যাস্ট্রিকের ব্যথা ছিল থাক সমস্যা নাই কিন্তু নতুন করে শুরু হয়েছে ঘাড়ে ব্যথা । একবার যাই নিউরোমেডিসিন আরেকবার যাই ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে, এরপর থেরাপি তো আছেই ।
আর ভালো লাগে না।
আমাদের প্রিয় ছবি আপা ভালো থাকুক সুস্থ থাকুক এই
দোয়া করি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আপনাকে সব সময় আমার পাশে পাই । বাকী দিনগুলোতেও পাবো আশা রাখি ইনশাআল্লাহ।
গ্যাসট্রিকের ব্যথার জন্য এখন আর আমি ঔষধ খাই না। । জিরা খাই, ঝাল মসলা খাই আল্লাহর রহম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু ঘাড় ব্যথা হলে তো মারাত্মক কষ্ট। ডাক্তার দেখিয়েন আপু। আল্লাহ আপনাকে শিফা দান করুন। ঘাড়ের কিছু ব্যায়াম আছে নিশ্চয়ই ডাক্তার দেখিয়ে দিয়েছেন।
ডা: জাহাঙ্গীর কবীর এর ভিডিও গুলো দেখতে পারে।
আল্লাহ আপনাকে সুস্থ করে দিন। সুস্থতা হলো আল্লাহর নেয়ামত। সে নেয়ামত আপনি প্রাপ্ত হোন দোয়া করি।
ফি আমানিল্লাহ
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭
রাবেয়া রাহীম বলেছেন: তোমার তোলা ছবি গুলো তোমার মনের মতই সুন্দর হয়। আমার খুব ইচ্ছে তোমার তোলা সব ছবি দিয়ে একটা একজিবিশন করি।
ছোট ফড়িং ক্যপচার করতে অসুবিধে হয়নি? ফড়িং্যের ছবি তুলতে আমার ধৈর্য কুলায় না। ফড়িং শুধু ফুড়ুত ফাড়ুত করে।
অনেক ধন্যবাদ ছবি খুব সুন্দর কিছু ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর ইচ্ছে মন ভরে গেলো বুবু
ফড়িং য়ের ছবি তোলা কস্টকর প্রজাপতিও এমন বসতেই চায় না । আমার মতই দুষ্ট হাহাহা
জাজাকিল্লাহ খাইরান বুবু
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৮
এমজেডএফ বলেছেন: চমৎকার ছবি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
৬। ট্রেন থেকে গ্রামগুলো দেখতে খুব সুন্দর লাগে।
৮। আগাগোড়া সবুজ ঘাসে মোড়ানো রাস্তা আগে কখনো দেখিনি! আপনাদের এই গ্রামের বেশিরভাগ মানুষ মনে হয় লন্ডনে থাকে, তাই রাস্তায় লোকজনের চলাচল নাই।
১২। আহা! কী রমনা পার্ক কী হয়ে গেল!!
১৫। শরতের এত সুন্দর ছবি আগে কখনো দেখি নাই!
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান
আসলেই খুব সুন্দর। ট্রেনে জার্নি করলে আমি ঘুমাই না। ক্যামেরা আর মোবাইল ক্লিক করতে করতেই পৌছে যাই গন্তব্যে ।
হাহাহ আসলে এই রাস্তায় চলাচল কিছুটা কম। সোজা গেলেই খোয়াই নদী। খোয়াই নদীর নিচে একটা গ্রাম । সবাই শহরে যায় নদীর পাড় ধরে। আর এই রাস্তা আমাদের গ্রামে আসার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৩
শের শায়রী বলেছেন: আপা আমি গ্রামের মানুষ এইগুলা অহরহ দেখতে হয় তয় নিজের চোখে ফটো ভালো হয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে থাকাটা অনেক ভালো শহরের চেয়ে। সবই ভেজাল মুক্ত
অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বিউটিফুল!
সুন্দর পোষ্টে ভালোলাগা।
শুভকামনা জানবেন আপু।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
এম এ হানিফ বলেছেন: ছবি যখন কথা বলে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: কি মজা এখন থেকে ফ্লিকারে আপনার তোলা ছবি দেখব।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের তোলা ছবি অনেক সুন্দর ফ্লিকারে গেলে মাথা পাগল হয়ে যাওয়ার অবস্থা
তবে বেশীর ভাগই এডিটেড
ধন্যবাদ ভাইয়া
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন:
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন:
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২২
সোহানী বলেছেন: হাহাহা..... ক্ষ্যাপলা কেন কও.। তুমার পোস্ট দেওনের তুমি দিবা। কে পড়লো কে লাইক দিলো এইটা নিয়া চিন্তা কইরো না ফ্রান্স ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ না আপি আমার পোস্ট নিয়ে চিন্তা নাই। কিছু নতুন ব্লগার গল্প দিচ্ছেন তাদের লেখা পড়া হচ্ছেনা বা মন্তব্য দেয়া হচ্চে না এজন্য মন খারাপ লাগে
অনেক ধন্যবাদ আপি ) ভালো থাকুন সবাইকে নিয়ে
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
ভুয়া মফিজ বলেছেন: দারুন......কিন্তু একটু পর পর ফ্রান্স কন ক্যান বুঝলাম না। ফটোগুলি কি ফরাসী দেশের! নাকি বাংলাদেশের!!
আপনের ছবি পোষ্ট কেউ দ্যাখে না, এইটা ঠিক না। দ্যাখে.....কিন্তু কি কইবো খুইজা পায় না। দারুন, চমৎকার, অসম্ভব সুন্দর এইগুলান আর কতো কওন যায়!
গল্প লেখা শুরু করেন.....অন্যান্য লেখা দ্যান। কবিতা ছাড়াও লেখনের তো কতোকিছুই আছে! হেরপর গ্যাপে গ্যাপে ছবি পুষ্টান। বুজছেন নি কি কইলাম!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা গল্প লিখতারি না
কবিতাই পারি কিতা করতাম কই যাইতাম
আইচ্ছা মনে থাইকবো
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: মনে আছে ঢোল কলমি ফুল নিয়ে একবার কি বিশাল গুজব রটেছিল সারা বাংলাদেশে? যদিও সেই গুজবটা কি আমার মনে নাই এখন ।
মূলা ফুল সুন্দর কিন্তু আগে গন্ধের জন্য খেতাম না।
সোনারগাঁও এর ঝিল সুন্দর হলেও ঠিক মত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, খুবই ময়লা দেখায় এজন্য।
আপনার গ্রামের বাড়ি কোথায়? সুন্দর লাগল এই সবুজের ছবিটা।
শিউলি ফুল আর ফড়িং এর ছবিটা সুন্দর হয়েছে বেশি।