নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে ২০১৭ সালে এই কণাগুলো লিখেছিলাম। এখন সুন্দর ব্যাকগ্রাউন্ড আসে না নিত্য নতুন। কতগুলো আগেই দিয়েছিলাম। লিখা হইছে অনেক। কার কেমন লাগে কে জানে। তবুও থাকুক না ব্লগের পাতায় স্মৃতি হয়ে। অই সময় কী ভেবে কেনো কী শব্দে লিখেছিলাম মনে নাই। জিগালেই কইতে পারতাম না। জীবনে দীর্ঘশ্বাস অজস্র কিন্তু সুখও তো কম না। দু:খবোধগুলো আমি জমা রাখি না। উড়িয়ে দিয়ে হাসি। ভুলে যাই ক্লান্তি বিষাদ। ফি আমানিল্লাহ। ভালো থাকুন । একটা কষ্ট এখনকার আমার বই এখনো মেলায় আসে নি। গতবারও ২৬ তারিখ এসেছিলো । এবার এখনো আসে নাই।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও বলি সবাইকে এটাই। তবু মানুষ রাগ করে কথাই বলে না দিনের পর দিন। এটা জীবন হলো কোনো।
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কণাগুলো আপনার মনে থাকবে সব সময়, হয়তো; কিন্তু পাঠকের মনে থাকবে না, এগুলো বাতাসের ভেসে আসা সুবাসের মতো, ছিলো, তারপর আর নেই!
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ মরে গেলে কে মনে রাখে। আর এসব কাব্যে হারিয়ে গেলেই বা কী হুম। না থাকুক ।
আপনার জন্মের সময় মুখে মধু দেয়া হয়নি হুহ.....। মানুষের আবেগ অথবা নরম মনের মাঝে খালি সুঁই ফুটাতেই ভালোবাসেন।
ভালো থাকুন
ধন্যবাদ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০
মিরোরডডল বলেছেন: সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকেই । রাগ অভিমান । কিন্তু এগুলো ধরে রাখতে নেই ।
No matter who did wrong, a small word ‘sorry’ can solve everything.
If it’s someone close to heart then one loving hug is enough.
Take it easy & give a go.
লাইফ ইজ বিউটিফুল । Shouldn’t waste a single bits.
তুমিও ভালো থেকো আপু ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন আপি। আসলেই জীবন এমনই। দু:খ আর সুখ বহমান
জাজাকিল্লাহ খাইরান
আপনিও ভালো থাকুন
ভালোবাসা রইলো অনেক অনেক
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কথামালা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
মা.হাসান বলেছেন: আপনার খুব ইয়ে হয়েছে।
সকাল বিকেল একগ্লাস করে চিরতার ডাল ভেজানো পানি খাবেন ।
গতবারের বইটার নাম কি ছিল ?
এবারের বইটার নাম কি?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ইয়ে সে তো বৃটিশ আমল থেকেই হয়েছে। বাপরে চিরতার রস খাতি চাই না। এটা তাসীনের বাপের জন্য। তবে তার এসব খাওয়া লাগে না এমনিতেই চিরতা ঠোঁট ছুয়ে থাকে হাহাহ
গতবারের বইয়ের নাম হ্যামিলনের বাঁশিঅলা আপনি কোথায়
আর এবারের বই নৈ:শব্দের শব্দ'রা (এটা এখনো আসেনি মনে হয় )
অনেক ধন্যবাদ মা হাসান ভাই
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৩
নেওয়াজ আলি বলেছেন: বিমোহিত
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! রঙধনু কাব্য কণা ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ভালোবাসা অনেক অনেক
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
নিভৃতা বলেছেন: আমিও দুঃখগুলোকে জমিয়ে রাখি না। এক নিমিষেই রাগ মান অভিমান সব শেষ হয়ে যায়
অনুকাব্যগুলো দারুণ। ভালো লাগা রেখে গেলাম আপুমনি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন পাশেই থাকুন
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
শামস্ সাকী বলেছেন: পাওয়ার মধ্যে কি কোন বিশেষত্ব আছে, কবি?
অপ্রাপ্তিগুলোই তো আসলে জোনাকী হয়
কবিতারা কণা কণা জমে, আর হৃদয় ভারী হতে থাকে;
আর কাগজে ঝরে পরে কলম বেয়ে, যেমন মেঘ থেকে বৃষ্টি।
ব্যস হৃদয় হালকা হয়, রংধনু বেয়ে নামে কাব্যকণা...
আর হাহাকার ছিন্ন হয় ছবি থেকে,
তারপরও কোথায় যেন কিছু থেকে যায়।
....... ভালো লাগলো ছবি কবি
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর মন্তব্য । দু:খ ভুলে থাকা যায় কিচ্ছুক্ষণ । কিন্তু সমূলে ধ্বংস হয় না কিছু কষ্ট
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১
করুণাধারা বলেছেন: কাব্য কণা ভালো লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি ভালো থাকুন
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
মা.হাসান বলেছেন: ফেব্রুয়ারী মাস এবছর ২৯ দিনে, কাজেই এখনো বই আসে নাই এটা নিয়ে দুশ্চিন্তা করেন না।
আপনার বোনের মাথায়ও কি আপনার মতোই পোকা? নাকি আরো বেশি? দুই বোনে একটা পারিবারিক প্রকাশনা সংস্থা খুললে পারতেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা সত্যিই কিনেছেন । কৃতজ্ঞতা স্বীকার করছি। বিদ্যানন্দের বই বিক্রির টাকা এক টাকায় আহারে খরচ হয় । এই বিষয়টি আমি খুব ভালোবাসি। জাজাকাল্লাহ খাইরান।
হাহাহ আরে না, সে লেখে না। তার ছেলে হাড় বজ্জাত এমনিতেই নাকানি চুবানি খায় দিনে রাইতে। তাছাড়া সেও বাংলাদেশ ব্যাংকে আছে।
আমারে উৎসাহ দেয় সব সময়
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
নীল আকাশ বলেছেন: আমি চট্টগ্রাম থেকে এসে ঘুরে গেলাম। আপনার বইয়ের খোজ কেউ দিতে পারলো না। কয়েকজন কেই জিজ্ঞেস করলাম। ফেসবুকে একটা নোটিস দিলেও পারতেন কিংবা ব্লগে। কালকে বিকালবেলা অনেকেই মেলায় ছিলাম। আপনি আসলে মজা হতো। মনিরা আপু এসেছিল।
ভালো থাকুন। বইয়ের একটা পোস্ট দিয়ে দিন। প্রকাশকের সমস্যা কী? এত দেরি করেছে কেন?
২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আর আসবেন না? পারলে ২৮ তারিখ আসেন । আর আমার বই গতবারের টা আছে হ্যামিলনের বাশিঅলা ৭৭ নম্বর স্টলে
এবারের বই এখনো খবর নাই
আসবে কিনা তা জানি না। তাই ফেবুতে পোস্ট দেই নাই। ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
মিরোরডডল বলেছেন: দুঃখগুলো জমিয়ে না রাখা খুবই ভালো একটা গুন আপু ।
ছোট একটা জীবন । হেসে খেলে পার করে দেয়াই বেটার ।
সবগুলো লেখা সুন্দর আপু কিন্তু
২ আর ৯ নং টা বেশী ভালো লেগেছে ।