নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। =তুমি ছিলে না তাই!
শরত দেখবো বলে বায়না ছিলো,
বায়না ছিলো কাশফুল দেখবো বলে,
নানা বাহানায় ছুটে গিয়েছিলাম
কাশফুল ফুলের নরম স্পর্শ পাবো বলে,
কাশফুল ছুঁয়ে দেখার বাহানায়
তুমি হাতে হাত রেখে দেবে,ভেবেছিলাম!
কাশফুলের পাপড়িতে সাজিয়ে দেবে আমায়,
রোজ নিশিতে যে চাঁদমুখ খুঁজে ফিরো চাঁদের বুকে
মনে হয়েছিলো চাঁদ মুখ হাসি নিয়ে দাঁড়াই
তোমার সম্মুখ, তুমি চোখের পাতা ছুঁতে হও উন্মুখ।
কত ভাবনার বেড়াজাল ঠেলে গিয়েছিলাম, তুকি কি জানো?
হ্যাঁ গিয়েছিলাম কাশফুল ছুঁতে, তোমার মনটাও ছুঁতে।
সেজেছিলাম আয়নায়..এ'ও কি জানো!
আমি ঠিক শরতের নীল শুভ্র মেঘ রঙে
তোমার কাশফুল সেজেছিলাম!
আর তুমি নিশ্চয়ই নীল মেঘ ফতোয়ায় সেজেছিলে?
আহা কী অভিমানী আকাশ ছিলো আজ আফতাব নগরে,
তুমি নেই পাশে তাই আকাশ কেঁদেছিলো,
ছাই রঙা আকাশ আর মর্ত্যের কাশফুলে সখ্যতা বেমানান ছিলো!
এই... জানো? সমুদ্দুর কষ্ট কালো মেঘ হয়ে
মনের আকাশে লেপ্টে আছে এখনো আমার!
তুমি আমার বিমর্ষ আকাশে এক দলা বিবর্ণ মেঘ,
ভালো থেকো।
(স্যামসাং এস নাইন প্লাস, আফতাব নগর)
September 28, 2018
০২। =কিছু স্বপ্ন ওরাও দেখে, আকাশ কী তা জানে=
গোধূলীর রঙে সেজে আকাশ, বুক ফুলিয়ে দাঁড়ায় পশ্চিমে
মিষ্টি রঙ প্রলেপে সূর্য'টা তাড়াহুড়া করতে করতে
নেমে পড়ে পশ্চিমের গা বেয়ে, একেবারে নিচে!
গোধূলীর ছায়ায় দাঁড়াতে খুব ভালো লাগে, খুউব,
নীড়ে ফেরা পাখিদের ওড়াউড়ি....
ব্যস্ততায় ছুটে চলা মানুষ, আর দৈত্য যানদের ছুটোছুটি,
সব ব্যস্ততার পাঠ চুকে যায় এই সন্ধ্যের আলোয়।
নিরব শহর সেজে থাকে রঙ বেরঙা আলোয়
নিয়ন আলোর খুঁটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে রাস্তা ছুঁয়ে;
বিবর্ণ আলোর নিচে ঠাঁয় বসে রাত কাটায়
পাগল অথবা পাগল সেজে থাকা মানুষগুলো,
কুকুরের পাশে শুয়ে কেউ মগজ গুঁজে দেয় ইটে,
বস্তার কাঁথায় ওরাও উর্ধ্বমূখী হয়;
আকাশ দেখে, ঠিক তখনো সাদা মেঘ'রা আকাশের বুকে!
মশার কামড় আর ছারপোকাদের গা ছোঁয়া বিরক্ত
ওরা আমলে না নিয়ে এক আকাশের নিচে
চোখ বুজে দেয়, কিছু স্বপ্ন ওরাও দেখবে বলে।
অমাবস্যা অথবা পূর্ণিমার আলো
ওদের কী কখনো সুখে বিচলিত করে?
ওরাও কী ছন্দ কাটে মনে, আকাশ দেখে;
ওদের মনেও কী প্রেম জাগে...
প্রেয়সীর বুকে মাথা গুঁজার মানসে?
ওরাও কী আকাশে তাকিয়ে কাউকে ভালোবেসে ফেলে?
ওদের মনের কথা কী আকাশ জানে?
October 31, 2018
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শোভন ভালো থাকুন
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬
পদ্মপুকুর বলেছেন: আফতাবনগরে গিয়েছিলেন নাকি? আমি সামনের শনিবার যাওয়ার প্লান করছি। বনশ্রীতে থাকতে প্রত্যেকদিন সকালে দোঁড়াতে দৌঁড়াতে লেকের পাড়ে ওই কাশবনের ওখান পর্যন্ত যেতাম.... খুব সুন্দর।
ইদানিং ব্লগটা খুব নীরস লাগছে, অনলাইনে মাত্র ২৭জন ব্লগার!!!! গতকাল শেষ সকালে এক পোস্ট দিয়েছি, রাত ১০টার সময়ও দেখি সেটা প্রথম পৃষ্ঠায় রয়ে গেছে... কি হচ্ছে বুঝতে পারছি না।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৮তে গিয়েছিলাম। মুঠোফোনে আকাশ গ্রুপের অনুষ্ঠান ছিলো (ফেসবুক) বাপরে যে গরম, বেড়ানোর স্বাধ মিটে গেছে। শরত শেষ শেষ মুহুর্তে গিয়েছিলাম। হুম কাশবন সুন্দর । এবার যেতে পারবো কি না জানি না।
আসলেই, তবে জায়গামত কমেন্ট ঠিকই হয়।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: কাশফুলের শুভেচ্ছা রইল-----
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০
পদ্মপুকুর বলেছেন: আসলেই, তবে জায়গামত কমেন্ট ঠিকই হয়।
?????!!!!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ব্লগারের পোস্টে মানুষ হুমড়ি খেয়ে পড়ে বুঝাতে চেয়েছি
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটা চমৎকার হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরুভাই ভালো থাকুন
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১০
চাঁদগাজী বলেছেন:
@পদ্ম পুকুর,
আপনি বলেছেন, "ইদানিং ব্লগটা খুব নীরস লাগছে, অনলাইনে মাত্র ২৭জন ব্লগার!!!! গতকাল শেষ সকালে এক পোস্ট দিয়েছি, রাত ১০টার সময়ও দেখি সেটা প্রথম পৃষ্ঠায় রয়ে গেছে... কি হচ্ছে বুঝতে পারছি না। "
-আপনার নিজের পোষ্ট দেখেন, এগুলো কে পড়বে?
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: "-আপনার নিজের পোষ্ট দেখেন, এগুলো কে পড়বে?"
আপনি পড়বেন
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল। আমিও আকাশ ভালবাসি।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । আকাশ ভালোবাসি, সত্যিই
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫
পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: @পদ্ম পুকুর, আপনি বলেছেন, "ইদানিং ব্লগটা খুব নীরস লাগছে, অনলাইনে মাত্র ২৭জন ব্লগার!!!! গতকাল শেষ সকালে এক পোস্ট দিয়েছি, রাত ১০টার সময়ও দেখি সেটা প্রথম পৃষ্ঠায় রয়ে গেছে... কি হচ্ছে বুঝতে পারছি না। "
-আপনার নিজের পোষ্ট দেখেন, এগুলো কে পড়বে?
আমার পোস্ট কেউ পড়ে না সেটা আমি জানিই। এ জন্যই অফিসে বসে বসে এফ ফাইভ চেপে চেপে রিফ্রেশ দিয়ে ভিউ বাড়াই.... কিন্তু সমস্যা হলো অনেক হেভিওয়েট ব্লগারের জনগুরুত্বপূর্ণ পোস্টের মর্মও আজকাল বাংলাদেশের লিলিপুটিয়ান ব্লগপাঠকরা বুঝতে পারছে না...
বিরাট আফসোসের বিষয়!
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাাহা এফ ফাইভ ম্যাঁও ফ্যাও বক্তব্য নীল আকাশ ভাইয়ের পোস্টে দেখে এলাম
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার মনে হয় আকাশ সবার মনের কথা জানে। সময়ে সময়ে ব্যক্তও করে তবে আমরা হয়তো বুঝি না। বোন রে তোমার ক্যামেরাগুলো সান পাপড়ি কটকটি ওয়ালাকে দিলে কি পরিমান সান পাপড়ি কটকটি দিতে পারে?
কবিতাং লাইকিং
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
কটকটির থালাটাই পুরো দিয়ে দেবে মনে হয় সাথে আরও কিছু ফ্রিও দিতে পারে ভাইয়া। আসলেই ক্যামেরা পুরান হয়ে গেছে। নতুন চাই
পুরাতন টা দিয়ে তোমাকে কটকটি কিনে খাওয়াবো
ভালো থাকো ফি আমানিল্লাহ
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
চাঁদগাজী ভাই ও পদ্ম পুকুর ভাই
ভাই ব্লগে মজাদার পোস্ট দিন, বাদ দিনতো এসব। ভালো লাগে না আর ক্যাঁচাল প্যাচাল। আপনারা সবাই ভাই ভালো মানুষ। ভালো মানুষ কি ক্যাঁচাল করে বলেন? আমার পক্ষ থেকে আমার প্রিয় আলু ভাজি (ফেঞ্চ ফ্রাই) খান।
জীবনে মজার মজার ঘটনা ঘটছে তা নিয়ে লিখুন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা।
ছবি আপা, তোমার ক্যামেরা কেজি দরে বিক্রি করে দিবো! - হু
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কত দিন ফ্রেঞ্চ ফ্রাই খাই না। ক্যাচাল আমারও ভালো লাগে না ।
মজার মজার ঘটনা পড়ার অপেক্ষায় রইলাম
পুরাতন ক্যামেরা মায়া কমেছে যা ইচ্ছে তাই করতে পারো ভাইয়া
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আকাশ পানে হাত বাড়ালাম---
মুঠোয় আমার কিছু নীল আর
হৃদয়ের মাঝে উদারতা নিয়ে ফিরে এলাম!
--অনেক সুন্দর হয় আপনার কবিতাগুলো। ধন্যবাদ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য অনুপ্রেরণা জোগায় জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
ফি আমনিল্লাহ
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ , দারুণ প্রকাশ ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো। সামুতে মোবাইলে ঢোকা যায় না তাই কম আসা হয়। এই সমস্যা যে কবে কাটবে ,কে জানে।
শুভকামনা সবসময়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এজন্যই তো আপনার লেখা কম দেখতেছি । কিন্তু কেন আসা যায় না ভাইয়া। তবে মোবাইলে সমস্যা হয় গ্রামীণ বা অন্য নেটে। শুধু টেলিটক আর ওয়াইফাই এ ঢুকতে পারি। ধন্যবাদ আপনাকে
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ @ ঠাকুরমাহমুদ স্যার
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন:
পদ্ম পুকুর ভাই আপনাকেও ধন্যবাদ।
ছবি আপা জর্দা পোলাও তোমার জন্য।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ফ্রেন্স ফ্রাই খামু , এই মিষ্টি ভাত খেতে পারি না। বিয়েতে প্রায়ই চাই খেতে এক চিমটি খেয়ে আর পারি না , সফেদা ফলের মত
জাজাকাল্লাহ খাইরান।
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭
পদ্মপুকুর বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:
পদ্ম পুকুর ভাই আপনাকেও ধন্যবাদ।
ছবি আপা জর্দা পোলাও তোমার জন্য।
জর্দাপোলাও আমার খুবই পছন্দ, তাছাড়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যে কেচাপ দিয়েছেন, ওইটার স্বাদ নষ্ট হয়ে গেছে, আমার জন্যও জর্দাপোলাও চাইইইইইই
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার জন্য রেখে দিছি ভাই.... আমি ফ্রেন্স ফ্রাই থুক্কু ফ্রান্স খামু
আর কেচাপ ছাড়াই খামু
কোনো প্রবলেমের সমস্যা আছে
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
পদ্ম পুকুর ভাই আপনার উপলক্ষে আপনি সহ ব্লগের সবাইকে জর্দা পোলাও দাওয়াত ও শুভেচ্ছা। আমি আলাদাভাবে পোস্ট দিচ্ছি ভাই। আমি সত্যি সত্যি অভিভূত ও কৃতজ্ঞ। ধন্যবাদ পদ্ম পুকুর ভাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জর্দা পোলাও সম্পূর্ণটািই পদ্ম খাবে.....। ভাই নরম মনের মানুষ মিষ্টি জাতীয় দ্রব্য উনার পছন্দ।
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
মিরোরডডল বলেছেন:
'আমি তোমায় ভুলে বোলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা জানে'
ছবিপু তোমার লেখা বরাবরের মতোই সহজ সরল আর সুন্দর !
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। সুন্দর মন্তব্যের জন্য শোকরিয়া
ভালো থাকুন সর্বদা শুভকামনা ভালোবাসা রইলো
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
আজ শরতের ভাদ্র মাসের ৩০ দিন
শুভ্রতার উৎসব কাটতে আর মাত্র ক’টা দিন
এর মাঝেই কাশফুলের শুভ্রতা অনেকের কাছে হতেছে বিলীন
কবিতায় বলা কথা গুলি তুমি ছিলেনা তাই
.................................................
বিবর্ণ আলোর নীচে ঠাই বসে রাত কাটায়
............................................
পাগল অথবা পাগল সেজে থাকা মানুষগুলো
কুকুরের পাশে শুয়ে থাকা মানুষগুলো মাথা গুঁজে দেয় ইটে
...................................................
ওদেরকে কি কখনও সুখে বিচলিত করে
..................................................
ওদের মনের কথা কি আকাশ জানে
পোষ্টের প্রচ্ছদ ছবিত তাইতো দেখায়,অভাব অনাহারীদের মর্ম ব্যথায়
শরতের সাদা মেঘ আর কাশফুলের শুভ্রতা ক্রমেই যেন হতেছে বিলীন
তাইতো আরেক কাজী কবি নজরুল ইসলাম লিখেছেন-
শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই...।
সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে মেঘ রোদ্দরের লুকোচুরি খেলায়
তারা মনে হয় আকাশে ভেসে গেছে চরে সাদা মেঘের ভেলায় !!
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ।কবিতার কথামালার সাথে
মিল রেখে প্রচ্ছদের ছবি চয়ন যতার্থ হয়েছে ।
শুভেচ্ছা রইল
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কি বললেন সত্যিই শরত চলে যাচ্ছে নাকি। আমি বাড়ী যাবো যাবো বলে যেতে পারছি না। গ্রামে না গেলে কাশফুল আর আকাশ উপভোগ করা যাবে না। ঢাকার কাশফুল দেখতে গেলে প্রচুর গরম লাগে।
আপনার মন্তব্য মানেই অনেক কিছু আনন্দ হাছিল করা। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন আলী ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুইটা কবিতাই ভালো। তবে দ্বিতীয়টা বেশী ভালো লেগেছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: মন্তব্যের ঘরে এত এত খাবার!!!
আজ আমি গরীব বলে, কেউ আমাকে খেতে ডাকে না।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ডেতে আসেন নি কেনো সেখানেও খাবার ছিলো হাহাহা। আগামী বছর ইনশাআল্লাহ এক সাথে খাবো
২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩১
মা.হাসান বলেছেন: আমারো কবিতা খুব লিখিতে ইচ্ছা করে। কিন্তু আমার তো আর সামসং মুপাইল নাই
নকিয়া ৩৩১০ দিয়া কি কবিতা লেখা যায়?
ফুল দেখিবার জন্যেও কি বাহানা দরকার? বাহানা করিবেন না
হিংসা করা ভালো নহে। অন্যদের পোস্টে গাদা গাদা কমেন্ট , আপনি হিংসা করেন ক্যান?
পোস্ট হিট করিতে চাহিলে নীলআকাশ ভাইয়ের সাজেস্ট করা কিছু টিপস ব্যবহার করিয়া দেখিতে পারেনঃ ব্লগে হিট হতে চান - গামলা ভর্তি মন্তব্য চান – নিন সহী তরীকা সমাহার!
@ ঠাকুরমাহমুদ ভাই-- জর্দা অতি উপাদেয় খাবার। আমি দাওয়াতে গেলে ভাত কম খেয়ে জর্দা বেশি খাই। তবে কোনো কোনো দাওয়াতে প্যাকেট করা ফিরনি দেয়। ওখানে বেশি খাবার উপায় থাকে না। এজন্য ফিরনি পছন্দ না। জর্দার জন্য অনেক ধন্যবাদ।
@ পদ্মপুকুর ভাই-- এফ ফাইভের মতো সহজ উপায় থাকতে আমি কি না মাউস ব্যবহার করে ওয়েব পেজের অ্যাড্রেস বারের পাশের বৃত্তাকার তীর চিহ্ণতে মাউস দিয়ে ক্লিক করে কাজ সারতাম। সহজ জিনিসটাও জানা ছিলো না সার। অনেক ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহানা কেবল মনের ভিতরেই বন্দি, সে বাহানাগুলোয় কেউ মন রাখে না নকিয়া দিয়া ছবি তুলতে না পারুন, কলমের ডগায় তো কবিতা তুলে আনতে পারেন। আপনার কবিতার জন্য কত অপেক্ষা, কবে আশা হবে পূর্ণ, সে চিন্তাই মাথা ঘূর্ণ।
হাহাহা সেই পোস্টটি পড়েছি নীল আকাশ ভাইয়া। থাক হিট হওয়ার দরকার নাই । বাপরে তালপাকা রোদ্দুর এমনিতেই হিটের জ্বালায় বাচি না।
জাজাকাল্লাহ খাইরান।
বুঝি না এই জর্দা পোলাও মাইনসে কেমনে খায় মিঠা স্বাদ । কোনো বিয়াতে গেলে আমি না খেয়ে আপনার লাগি জর্দা পোলও নিয়া আসবো নে।
এফ ফাইভ টিপারও তো সময় লাগে। নতুন বুদ্ধি শিখছেন এবার কাজে লাগান। তবে আগে পোস্ট দেন
ভালো থাকুন পাশেই থাকুন
২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১০
পদ্মপুকুর বলেছেন: @ ম. হাসান স্যার, আপ্নেও আমার লাইগ্যা জর্দাপোলাও পাঠান জলদি জলদি..
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে কোনো বিয়ার অনুষ্ঠান হোক....। ব্লগের কেউ আবিয়াত্তা থাকলে কন তারে বিয়া অনুষ্ঠান করতে, সব জর্দা পোলাও আপনে আর হাসান ভাইয়ার জন্য বরাদ্দ থাকিবে
২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮
রামিসা রোজা বলেছেন:
উদার মনে উদাসীন আকাশকে নিয়ে যে লেখাটা পড়লাম
তা আপনার মত শক্তিমান লেখিকারা লিখতে পারেন ।
চাইলেই কেউ কাব্য করে ভাবমূর্তি প্রকাশ করতে পারে
না । আপনার লেখার যোগ্যতায় আপনি মহান ।
আফতাবনগর, পূর্বাচল, দিয়াবাড়ি এ সমস্ত জায়গায় খোলা আকাশ দেখলে অন্য রকম ভালো লাগে আমারও।
আকাশ নিয়ে চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য
অসংখ্য ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
আমি একবারই গিয়েছিলাম আফতাবনগর শরত দেখার জন্য । আর কোথাও যাওয়া হয়নি
তাসীনের বাপরে বলে দেখি নিয়ে যায় নাকি এমন কোথাও। দিয়াবাড়িও যাইনি।
ভালো থাকুন আপি ফি আমানিল্লাহ
২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যভাদ সাহাদাত ভাইয়া
ভালো থাকুন
২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
রানার ব্লগ বলেছেন: আফতাব নগর ?? আমি আপনার পড়শি।
শরত কালাটাই কেমন যেন, খালি ঘুম পায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ঘুম পায়
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগ ডেতে আসেন নি কেনো সেখানেও খাবার ছিলো হাহাহা। আগামী বছর ইনশাআল্লাহ এক সাথে খাবো
ব্যাটে বলে মিলে নি। আগামীতে আসবো। ইনশাল্লাহ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আগামীবার সুযোগ পেলে যাবো দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ
২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫
করুণাধারা বলেছেন: আফতাব নগরে এমন চমৎকার কাশবন!! শরৎ কোনদিক দিয়ে আসলো দেখাই হয় নাই! আপনার ছবির সৌজন্যে দেখা হলো। দ্বিতীয় ছবিটা কোথায় তোলা?
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও দেখা হয় না আপা। এটা ২০১৮ সালে কোনোমতে ফাকিঝুকি দিয়া গেছিলাম কিছুক্ষণের জন্য। শরত ফুড়ুত করে চলে যায় আমিও রাখি না খবর।
দ্বিতীয় ছবিটা আমার অফিস থেকে তোলা, মতিঝিলের।
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
শরতের আকাশের সাথে কাশফুলের সম্পর্কটা অবিচ্ছেদ্য।
আপনি যেমন আফতাবনগরের আকাশটা দেখে এমন সুন্দর কাব্যিক রচনা করেছেন , আমি যদি এমনটা করে লিখতে পারতাম তাহলে এতো আফসোস করতাম না । আমার
প্রোফাইল পিকচারের ছবি কিন্তু একটা নীলআকাশের ছবি।
আপা , আপনি যেহেতু হবিগঞ্জ যাতায়াত করেন তাহলে
তো আপনার ওই রাস্তাটা খুবই পরিচিত।
আশুগঞ্জের খানিকটা পড়ে সরাইল বিশ্বরোড এর সাথে শাহবাজপুরের বিল ... এই হাইওয়ে রোডের বিলের সাথে আকাশ মিশে একদম একাকার । আমি যতবার সিলেটে যাই
এ রাস্তাটা দেখতে অসম্ভব ভালো লাগে ।
কবিতা দুটো সুন্দর হয়েছে এবং ছবিও অসাধারণ ।
অসংখ্য ধন্যবাদ রইলো ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আকাশকে ভালো না বেসে থাকা যায় না। রং বদলানো আকাশটা সবার প্রিয়। একমাত্র আকাশে মুখ রেখে কষ্টের দীর্ঘশ্বাসও ফেলা যায় নিশ্চিন্তে। আফতাব নগর একবার গিয়েছিলাম। ঢাকা আর কোথাও কাশবন দেখি নাই এখনো। এবার বাড়ী যাবো অনেক ছবি তুলে নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাআল্লাহ।
এত সুন্দর মন্তব্যের জন্য এক সমুদ্দুর ভালোবাসা দিলাম আপি
ভালো থাকুন নীল আকাশটার মতই স্বচ্ছ আর পবিত্র। ফি আমনিল্লাহ
৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
শরত শেষ হওয়ার মত কি আমাদের কথাও ভুলে গেলেন
এ জন্যইতো বলে বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঘন ঘন ঋতু
বদলায়, মেঘ রোদ্দুরের খেলা হবেনা কোন অবসান, তাই
সাদা মেঘের ভেলায় চরে তারাতরি গ্রামে চলে যান, আর
বাড়ীতে গিয়ে তাল পাকা গরমে মঝা করে তালের পিঠা খান ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে যাইনি ভাইয়া জি। আপনাদেরকে ভুললে তো আমাকেই আমি ভুলে যাবো। আসলেই ঘন ঘন ঋতু বদলাম আমার মনের মতই। হ্যা যাবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।
দেখি আম্মা কিতা খাওয়াইন গেলে ফি আমনিল্লাহ
৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬
জুন বলেছেন:
সিরাজগঞ্জ যমুনার পাড়ে নীল আকাশ । সত্যি আমাদের প্রকৃতি কত সুন্দর তা নিজ চোখে না দেখলে বিশ্বাসই হয় না কাজী ফাতেমা ছবি
লেখায় অনেক ভালোলাগা
+
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আল্লাহর রহমত। আজকের আকাশটা যে কী সুন্দর মাশাআল্লাহ ্ প্রকৃতি দেখলে আমার ভিতরে দু:খবোধ কিছু্ থিাকে না আর
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন প্রকৃতির মতন
৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া
ভালো থাকুন । ফুলের ছবি দেবো দেখার আমন্ত্রণ রইলো
৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
শোভন শামস বলেছেন: ছবি কবিতা আর চিন্তার সুন্দর প্রকাশ