নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
২০১৬ সালের ছবি এগুলো, তুলেছিলাম স্যামসাং এ সেভেন মোবাইল ক্যামেরায়। পিসি ঘাটতে গিয়ে এগুলা পাইছি। এই মোবাইলখানা তামীমের ধাক্কায় পড়ে গিয়েছিলো, তখন নতুন ফোন ছিলো, ৩৯ হাজার টাকায় কিনছিলাম, পরে ডিসপ্লে লাগাইছি আরো ১০ হাজার নিছে। এত শখের ফোনটা পুনরায় কী কারণে হুদাই ডিসপ্লে নষ্ট হয়ে গেলো। তখন কিনলাম স্যামসাং এস নাইন প্লাস। আর এ সেভেন এমনিতে পড়ে ছিলো ঘরে। কয়েক মাস আগে তাসীনের বাপরে দিলাম ঠিক করাতে, ওমা সে মাত্র ১২শ টাকায় ডিসপ্লে ঠিক করিয়েছে। এখন তামীম গেইম খেলে আর তাসীনের বাপ সুডোকো খেলে, আমার মোবাইল তাদের হইয়া গেলো, যাউগ্গা আমার কাছে এখন দুইটা মোবাইল একটা স্যামসাং এস নাইন প্লাস আর রাফ ইউজের জন্য কিনছি শাওমির নোট এইট প্রো। এই ছবিগুলো স্মৃতি এ সেভেনের । জমা করে রাখলাম এখানে। ছবিগুলা বাংলাদেশ ব্যাংক কলোনী স্কুল থেকে খোলা। তখন তামীম টুতে পড়তো, কিন্তু প্রচুর কান্নাকাটি করতো.... ক্লাসের দরজার সামনে সটান দাঁ ড়াইয়া থাকতাম দুই তিন ঘন্টা,, তিনমাস পরে দেখি সে স্কুল থাইকা আর আসতে চায় না। কিয়েকটা অবস্থা গিয়েছে তখন, অফিস কামাই করে ক্লাসের সামনে দাড়াইয়া থাকতাম হাহাহা।
আজ গল্প কবিতা কিছু লিখতাম না। মনটা বিষাক্ত হয়ে আছে । সারা দেশ জুড়ে ধর্ষন আর ধর্ষন। আবার দেখলাম ধর্ষনের দায়ে ছোট শিশুগুলোকে পুলিশ ভ্যানে উঠাচ্ছে। আসল ধর্ষকদের শাস্তি দিতে পারে না। এই বাচ্চাগুলা কিভাবে ধর্ষন করছে বুঝি না। গতকাল মতিঝিলে আন্দোলন হইছে । আজও হইছে প্রতিবাদ মিছির স্লোগান।
শাস্তি হোক ধর্ষকদের সবার সামনে এটা আম জনতা সবাই চাই। একবার কঠিন শাস্তি হলে এরা ধর্ষন করতে গিয়ে কেপে উঠবে। খবরের পাতায় দেখলাম প্রধানমন্ত্রি ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করার নির্দেশনা দিতে যাচ্ছে। সে আইন সফল হোক।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২। ঝরা পাতা
০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান,
মন্তব্য পড়ে সুখে গাই গান
ভালো থাকুন, থাকুন সুন্দর
পরিচ্ছন্ন রাখুন হৃদয় বন্দর।
ফি আমনিল্লাহ্
২| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এত বালা বালা ফটু খ্যামনে তুলিলাউ?? আমি ফারতাম নায়, আমার অত দামি ফন নাই !!!
***পুরুষের তিনটি জিনিসের হেফাজত করতে হয়:
১: দাঁড়ির হেফাজত;
২: টাখনুর হেফাজত ( অর্থাৎ টাখনুর নিচে প্যান্ট বা সমজাতীয় পোশাক না পড়া)
৩: চোখের হেফাজত (অর্থাৎ লালসার দৃষ্টিতে না তাকানো)
---আজকাল মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে- চোখগুলো লোভ লালসায় ভরে গেছে; আল্লাহর প্রতি ডর-ভয়, লাজ-সরমও যখন মানুষের চলে যায়, তখন একমাত্র মৃত্যু দন্ড ছাড়া বোধহয় আর কিছুতেই থামানো যাবে না।
০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও বাই তুমি সিলটি নি? ফারন লাগবো, একবার না ফারিয়ে দেখো শতবার
জাজাকাল্লাহ খাইরান।
আসলেই মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদাযেত করুন।
৩| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আফনে বড় বইন -ইতার লাগি এখটু-আট্টু মাতি- আরকি (রাগ কইরে না কিন্তু) !!
আমি ২০১৮ সালে সিলেটে ছিলাম চাকুরীর সুবাদে ।
---আমি এত সুন্দর ছবি তুলতাম পারতাম না।
১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু , ইতা মাত শুনলে ভালা লাগে খুব
ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন )
ভালো থাকুন
৪| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ফুলের ছবির জন্য ধন্যবাদ।
গোলাপ সুন্দর ময়ুর সুন্দর
সুন্দর সবুজ বন।
তার চেয়ে যে আরও সুন্দর
মানুষেরই মন।
সুন্দর জীবন।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক কথা মানুষের মন সুন্দর না হলে পৃথিবীটাই আইন্ধার হইয়া যাইতো
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৫| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: না আমি সিলডি না, রসমালাই!
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: রসমালাই মানে কুমিল্লা নি
৬| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
শায়মা বলেছেন: ঝরাপাতা ঝড়কে ডাকে....
তোমার ছবির ক্যাপশন দিয়ে দিলাম!
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝড় না আসুক, আজ বৃষ্টির ভিডিও করতাছি আর এমন ঠাটা পড়ছে মোবাইলও কেপে উঠছে হাহাহাহ
তোমার ক্যাপশন পছন্দ হইছে
৭| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫০
মা.হাসান বলেছেন: আপনার পুরাতন ফোনের ডিসপ্লে ঠিক করাইতে যা লাগছে আমার ফোনের বাজেট তার চাইতে কিছু কম
ব্যাংক লোন পাই তার পর আমিও কিনুমনে।
ফাকি দিয়া গেলেন। শুধু ছবি দিলেন, কবিতা নাই। বড় কষ্ট পাইলাম।
এখন তো স্কুল বন্ধ। ছেলের সময় কাটে ক্যামনে?
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাঙক লোনের জন্য আবেদন করেন পাস করাইয়া দিমু নে কবিতার দিন শেষ..... আন্দোলনের বাঙলাদেশ
আর বইলেন না । আসলেই বাচ্চাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেলো। বড় ছেলে তা'ও একটু পড়ে, টিচার রেখে দিছি বাসায় । কিন্তু ছোটটা সারাদিন মোবাইল আর মোবাই।, গেইম আর ইউটিউব, মাঝে মাঝে অনলাইন ক্লাস করে। কবে যে শেষ হবে এ্ দুর্দিন ।
জাজাকাল্লাহ খাইরান
৮| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩০
নেওয়াজ আলি বলেছেন: অনুপম I
মনোলোভা
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
১০| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩০
মনিরা সুলতানা বলেছেন: অপরাজিতার ছবিটা একেবারেই আলাদা সুন্দর।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভালোবাসা নিয়ো
ভালো থাকো আপি
ফি আমানিল্লাহ
১১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৮
রামিসা রোজা বলেছেন:
একজন চাকরিজীবী মা তার সন্তানকে খুব কষ্ট করে মানুষ
করেন এবং আপনিও কষ্ট করেছেন এটা আপনার গর্ব । আপনার প্রতি আমার শ্রদ্ধা রইলো ।
প্রতিটি ফুলের ছবি সুন্দর হয়েছে। ঝরাপাতার ছবি দেখে
কেমন যেনো অন্যরকম সুন্দর ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ছবিগুলোর জন্য ।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা , আসলেই কষ্ট
মাঝে মাঝে মনে হয় কিছুই করতাম না । দোয়া করবেন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন আপি
১২| ০৯ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
ঝড়া পাতাটির দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম ।
মনে মনে ভাবছিলাম আমার সাথে এর তফাত নাই।
দোয়া করতে ছিলাম ঝড়া পাতাটি হতে জন্ম নিক
পাতায় ভরা সুন্দর একটি গাছ ।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কেনো শুধু, আমাদের সাথে এই ঝরাপাতার তফাৎ নাই, একদিন ঝরে যাবো সবাই
আল্লাহ আমাদের নেক হায়াত দিন আর ঈমানের সাথে মৃত্যু দিন এটাই আশা করি।
খুব সুন্দর মন্তব্য আর ছবি জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো সুস্থ ও নিরাপদ থাকুন
১৩| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৪| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৫| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৪
জাহিদ হাসান বলেছেন:
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন
১৬| ০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
করুণাধারা বলেছেন: এত উজ্জ্বল ছবিগুলো!! ১১ নম্বরে বাগানবিলাসের ছবি মনে হয় খুব কাছে থেকে তুলেছিলেন। খুব ভালো লেগেছে।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। ফুলের ভিতর ফুল, এইরকম ছবি অনেকবার তুলেছি। ভিষন ভালো লাগে। ফুলের ভিতরে সাদা নাকফুল
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
১৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫
ঢুকিচেপা বলেছেন: এগুলোতে কি ফরমালিন দেয়া ? ২০১৬ সালের ছবি এত সুন্দর হয় কিভাবে ?
সাদা মেঘের ছবিটাও দারুণ হয়েছে।
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: পিসিতে রক্ষিত ছিলো ভাইয়া, স্যামসাং এর ক্যামেরা আসলেই ভালো, ছবি স্বচ্ছ আসে। থ্যাংকস এ লট
ভালো থাকুন
১৮| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪০
আমি সাজিদ বলেছেন: বেশ ভালো তুলেছেন আপি
১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৯| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮
মিরোরডডল বলেছেন:
ছবিপু সবগুলো ছবিই সুন্দর কিন্তু নীলাকাশে এক টুকরো সাদা মেঘ যেন একটা আইসক্রিম ।
১৭ নং ছবির ফুলটা অবহেলিত হয়ে পরে আছে কিন্তু ওটা আমার একটা প্রিয় ফুল !
তুমিতো গান শোন না কিন্তু তোমার দেয়া এই ঝরা পাতা দেখে এ গানটা শুনতে ইচ্ছে করছে ।
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে তাইতো, মিস করে গেলাম, নোটিফিকেশনের গন্ডগোল বেশী হয় ব্লগে
থ্যাংকস এ লট আপি
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২
ইমতিয়াজ ১৩ বলেছেন: ছB আপার ছবি
দেখতে লাগে মজা ভারী