নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» সবুজের বুকে একদিন (একটি শর্টকাট ভ্রমণ, ঢাকা)

০৪ ঠা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

কী সবুজ আর প্রশস্ত পথ...... ছায়ায় হাঁটতে খুব ভালো লাগে। তবে সেদিন গরম ছিলো প্রচুর।

১।


প্রায় দু'মাস লকডাউনের পর গত আগষ্টে পরিবারের সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম গ্রীণ মডেল টাউন। এলাকাটা এত সুন্দর । গেলেই মন ভালো হয়ে যায়। কিন্তু সেদিন প্রচন্ড রোদ থাকায়, আনন্দের মাত্রা স্তিমিত ছিলো। বাচ্চারা নেয়ে ঘেমে একাকার। দেবরের ছোট মেয়েটা কোল থেকে নামেই নি। তবুও ভালো লেগেছিলো সময়টুকু। বাচ্চাদের স্কুল বন্ধ। তাদের তো কোথাও যাওয়া হয়নি একটানা অনেকদিন।

তাই ভাবলাম একটু ঘরের বাইরে গিয়ে ঘুরে আসি। আমার কষ্ট লাগলেও বাচ্চারা বলে তাদের খুব ভালো লাগছে। গ্রীণ মডেল টাউনে একদিন হয়তো আমাদের বাড়ী হবে ইনশাআল্লাহ। এখন বাড়ী ঘর হচ্ছে , এক এক করে বাড়ছেই দিন দিন। বেশী মানুষের বসবাস নাই বলে , বাইরের মানুষের জন্য এ জায়গা খুলে রাখা হয়েছে। তাই রাস্তাঘাটে কেবল হুন্ডা আর কার। এই হুন্ডা কারের জন্য খুবই বিরক্তি লেগেছে। মাঝ রাস্তা বরাবর হাঁটতে পারিনি। হয়তো শুক্রবার ছিলো বলে। গ্রীণ মডেল টাউনে তখন কাশবন সবুজ কয়েকদিন পরেই কাশফুল ফুটবে । তখন হয়তো অন্য রকম সৌন্দর্যে ভরা ছিলো। আর যাওয়া হয়নি। যদিও আমরা সবাই বলি, কয়েকদিন পর আবার বেড়াবো কিন্তু সে আশায় গুঁড়েবালি। পরিকল্পনা মাফিক কিছুই করা যায় না। হুটহাট ভ্রমন হয় মাঝে মাঝে।

২। দুই ভাই গল্প করে আমাদের আগে হাঁটছে (তাসীন তামীম)



৩। এমন অনেক পথ আছে, আছে অলিগলি, বৃষ্টি ভেজা মৌসুমে সবুজ আর সবুজ। চোখ জুড়ানো সবুজ।



৪। রোদের উত্তাপ বুঝাতে এই ছবিটা



৫। নতুন বিল্ডিং উঠতেছে....... এমন করেই



৬। একটি একলা বাড়ীর উপর আকাশটা


৭। গোধূলী বেলা গ্রীণ মডেল টাউন।
ক্যামেরাও নিয়েছিলাম কিন্তু এত দ্রুত সবাই হাঁটছে । আমি ছবি তুলতে গেলেই ধমক। তাড়াতাড়ি করে সবাই । কেমন লাগে। তাই স্যামসাং ক্যামেরা দিয়েই হুটহাট ক্লিক। তাসীনের বাপের লাগি আমি সুন্দর মত ছবি তুলতে পারি না। কারণ ছবি তুলতে গেলে একটু থেমে ক্যামেরা পজিশনে নিয়ে ছবি উঠাতে হয়। সেদিন ক্যামেরায় একটা ছবিও ভালো আসেনি। আফসোস।



৮। ওপারে ময়লার ভাগাড়, প্রচুর পাখি থাকে এখানে, সবই কাউয়া দেখছি।



৯। দুজন প্রেমিক প্রেমিকা রোদ্দুর মাথায় নিয়েও প্রেম করে যাচ্ছে হাহাহ


১২। আমাদের জায়গাসহ সবার জায়গাতেই এমন সবজি লাগায় মানুষ, যে যার ইচ্ছে মত। তাই জায়গা আরও ভালো লাগে । অসাধারণ সবুজের মেলা।



১৩। একটি সবজি ক্ষেত ও একটি জ্বলন্ত আকাশ রাজা



১৪। দুই ভাই সামনে এগুচ্ছে রোদ মাথায় নিয়ে। তাদের গল্প আর ফুরায় না। আমার কলিজাগুলো তাসীন তামীম



১৫। বুনোফুল পেয়েছিলাম পথের ধারে। ছবি তুলেই দেই ভো দৌড়, গিয়ে সবার সাথে মিলিত হই হাহাহা। এত বুড়া বয়সেও দৌড়ান লাগে আমার খালি ছবি তোলার জন্য । এর জন্য তাসীনের বাপ দায়ী।



১৬। স্বচ্ছ জলের আয়না আকাশটা নুয়ে পড়েছে। এ এক অপূর্ব দৃশ্য।



১৭। একই ক্যামেরায় দু রকম ছবি আসছে



১৮। ঐ যে সূর্যটা ডুবে যাচ্ছে আমাদের রেখে সে চলে যাবে অন্য দেশে। আধারে ছেয়ে যাবে গ্রীণ মডেল টাউন।



১৯। একটি মাটির পথ, আর চারিদিকে সবুজের আস্ফালন



২০। সবুজের মাঝে একটু বসারও জো ছিলো না গরমের জন্য। উফ



২১। একটি ঝিল, নিরব বসে থাকা যায় ঘন্টার পর ঘন্টা ।



২২। একটি গোধূলী বেলা



২৩। নীল আকাশে কিছু সাদা মেঘের টুকরো



২৪। সবুজ আর সবুজ।



২৫। মডেল টাউনের কোণে পাহারা বসানো হয়েছে।



২৬। অবশেষে লাচ্ছি আর আইসক্রিম পেলাম উফ কী যে শান্তি। আমি দুইটাই খাইছি। প্রথমে লাচ্ছি তারপর আইসক্রিম। লাচ্ছি খেয়ে আইসক্রিম হাতে নিয়ে ঔই জায়গা ছেড়েছিলাম ছবি তুলতে পারিনি। এটাও তাসীনের বাপের দোষ । খালি তাড়াহুড়া অসহ্য উফ



২৮। আবার পথ খুঁজে নেই নীড়ে ফেরার জন্য।......... আবারও কিছু সবুজ চোখের সম্মুখ



২৯। সূর্য ডুবে যাচ্ছে আর আমরা নীড়ে ফিরছি।



৩০। রাস্তায় এসে এটাকে পেয়েছিলাম। হাওয়াই মিঠাই



মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন

২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: কোন মন্তব্য নয় ।

চমৎকার সব ছবি :P শুধুই ভাললাগা।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

অনেক ভালো থাকুন

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

রামিসা রোজা বলেছেন:
১৭ নং ছবির ক্যাপশন দেখে আমি অবাক হলাম
আসছি একটু পরেই +++

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ্মাই ব্যাড লাক।
নেট স্লো ছবি গুলো দেখতে পারছি না।
অসুবিধা নাই, পোষ্টে আবার আসবো।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: গতকাল নেট খুবই স্লো ছিলো
যার ফলাফল আমার এই কষ্টের পোস্ট ফ্লপ :(

অনেক ধন্যবাদ ভালো থাকুন

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:০৩

রামিসা রোজা বলেছেন:

পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দই অন্যরকম।
ছেলেদুটো মাশাল্লাহ,আসলেই আপা সন্তানরা কলিজার টুকরো। প্রতিটি ছবির বর্ণনা ও জায়গাগুলো সুন্দর করে বুঝিয়ে
দিয়েছেন । দোয়া করি সুন্দর করে বাড়ি বানানোর তৌফিক
দান করুন আল্লাহ । খালি প্লটে সবজি গুলো বেশ লোভনীয়
হবে মনে হচ্ছে।
আজকের পোস্টটিতে অন্যরকম ভাললাগা রইলো ।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই.. সন্তান হলো আল্লাহ তাআলার অপূর্ব নেয়ামত। সুখ বিনোদন। আল্লাহ ওদের নেক হায়াত দিন।

আমিন
জাজাকিল্লাহ খাইরান আপি

পোস্টটি অনেকেই পড়েননি আপি :(

ভালো থাকুন

৬| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। মন্দ নয়।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন

৭| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: এতোদিন জানতাম ''ঘেমে নেয়ে একাকার'', আজ থেকে জানলাম ''নেয়ে ঘেমে একাকার''। আপনের সবকিছুই উল্টা ধরনের। আরো কিছু উল্টা বিষয় আছে, কইলাম না। কারন, বউ কইছে আমি নাকি বেশী কথা কই; তাই কথা কমায়া দিছি। :(

আপনের দেবরের ছোট মেয়ে বুদ্ধিমতি। সে জানে, কোল থেকে নামলেই আপনে আগে গোসল করাবেন, তারপরে ঘামাবেন.......তাই নামে নাই। :P

যাই হোক, ফুটু ভালো হইছে। আর ফুটু তুইলা কাম নাই, বহুত তুলছেন। এখন থিকা পুরান ফুটু ঘুরায়া ফিরায়া দেখাইবেন। একবার কবিতা দিয়া, আরেকবার কবিতা ছাড়া।

জনাব মাহা'কে দেখতাছি না যে! কবিতা লেখতে গিয়া মনোজগতে কোন সমস্যা হইলো নাকি!! খোজ-খবর করেন!!! =p~

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আমি উল্টা পাল্টা
একদিন তাসীন তামীমকে বলতেছি তোর বাবারে কইছি একটা ওভেন কিনে দিতে । দেখিস কত আইসক্রিম বানামু হাহাহা। সকাল গিয়ে বিকেলে মনে হইছে আরে ওভেনে আইসক্রিম বানায় কেমনে আবার তখন নিজেই হাসতে হাসতে মরি।

অই একই হইলো ঘেমে নেয়ে
নেয়ে ঘেমে একাকার । আর কিতা উল্টা আমি খোঁজ পাইলাম না। কইয়া দিয়েন কোনো একদিন। বউয়ের দায়িত্বে আছেন শুনে খুশি হইলাম। আমিও এমন হতি চাই ভাবীর মত। কিন্তু আমি হয়তো ভাবীর মত বুদ্ধিমতি না। তাসীনের বাপে আমারে সব সময় বলে আমি কিছু বুঝি না :( যাউগ্গা না বোঝার মাঝে অনেক শান্তি। হাহাহা আমি কোলে নেই নাই তাসীনের বাপের কোলে ছিলো বেশীর ভাগ। আমার হাতে ক্যামেরা আবার মোবাইলও।

ফটো তোলা আর লেখা ছাড়া আমি বাঁচি না । এই কথা না কইরেন না কখনো হুশিয়ার সাবধান। পুরাতন ফটোর সাথে নয়াও যোগ করুম। আর পোস্ট দিমু।

আসলেই উনাকে দেখছি না। বইমেলার প্রস্তুতি চলছে মনে হয়। উনার জন্য শুভকামনা

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন স্বপরিবারে

৮| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

আমি সাজিদ বলেছেন: খুব চমৎকার উঠেছে ছবিগুলো, ছবি আপি।

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । অনেক ভালো থাকুন
সুন্দর থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ

৯| ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

তারেক ফাহিম বলেছেন: দেবরের ছোট মেয়েটাকে তাসীনের বাপের নিকট দিয়ে রিলেক্স-এ ছবি তুলতে পারতেন।

আপার ছবি ব্লগ মানেই মন কাড়া।
এটাও কম ছিলো না।

ছবির সাথে সাথে কাব্যিক ছন্দগুলো আজকের ব্লগে মিস করলাম।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাসীনের বাপের কোলেই ছিলো বদ মেয়ে টা হাহাহা

জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য
সামনের বার কাব্যিকতাও থাকবে ইনশাআল্লাহ

১০| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০২

দীপঙ্কর বেরা বলেছেন: আপনার তোলা ছবিগুলো দারুণ। সাধারণ কিন্ত অসাধারণ হয়ে উঠছে।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভালো থাকুন

১১| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১০

সোহানী বলেছেন: এ্ই তাসিনের বাপগুলার যত দোষ খালি তাড়াহুড়ায় থাকে............হাহাহাহাহাহা

ভালো লাগলো বরাবরের মতই। তোমার ছবি আমারো এখন একটা ছবিপোস্ট দিতে ইচ্ছে হচ্ছে।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আমি এসেছি। আপনার পোস্টে যাবো এখন। জাজাকিল্লাহ খাইরান

আসলেই তাসীনের বাপের লাইগ্গা ফটো তুলতে পারি না
বদ লোক একটা

১২| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রিন মডেল টাউনের নাম সার্থক হয়েছে। সবুজের সমারোহ। এই সবুজ যেন চিরদিন থাকে। জাযাকাল্লাহ খাইরান।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান

ভালো থাকুন অনবরত
ফি আমানিল্লাহ

১৩| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮

আমি তুমি আমরা বলেছেন: নগরাইয়নের থাবায় এই সবুজ হয়ত একদিন বিলীন হয়ে যাবে।

ছবিব্লগে ভাললাগা রইল।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। বসত শুরু হইলে কী যে হয় কে জানে। জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন

১৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

কালো যাদুকর বলেছেন: এটা কোন জায়গায়? ১৬ আর ১৭ ছবিদুটো অসাধারন।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা মুগদা মান্ডার কাছে গ্রীণ মডেল টাউন। আমিন মোহাম্মদ গ্রপের একটি প্রতিষ্ঠান

ধন্যবাদ আপনাকে

১৫| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৯

করুণাধারা বলেছেন: গরমে কষ্ট হলেও রোদ ঝলমল দিনে ছবিগুলো খুব সুন্দর লাগছে। দুয়া করি এই সবুজের মাঝে আপনার সুন্দর একটা নীড় হোক।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন

আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.