নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অই মিঠু... খাড়া (ফান পোস্ট)

১৪ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫২

অই মিঠু
-কিতা?

তুই আমার গার্লফ্রেন্ডের লগে টাংকি মারছ, তুই জানস না হেতেরে আই বিয়া করমু?
-ইশ কইলেই হইলো মিনুরে গিয়া জিগা হেতে কারে ভালা পায়!

অই মিঠু বেশি বাড়ছস কইলাম, তুই এই গুন্ডা হাত কাটা বিল্লুরে এখনো চিনস নাই, ঘাড় ভাইঙ্গে দিয়াম বে,
-আ হা হা সাহস থাকলে মিনুর সামনে গিয়া ক দিনি!



মিঠু মাথা গরম করিস না, এক্কেরে খাইয়ালবাম কইলাম
-হ্যহ হ্যহ, তরে এই ঘাসের মাইঝে গাইড়ায়ালবাম, মাইরা হুতাইয়ালবাম। এক হাত নাই তারপরও তর সাহস দেইখ্যা বাঁচি না!

খাড়া তোর একদিন কি আমার একদিন, অই মিঠু পালাস কা, খাড়া কইলাম।
-তুই গুন্ডা হাত কাটা কালা বিল্লু, তর মান সম্মান নাইক্কা, এই বিলাই সমাজে আমারও একটা ইজ্জত আছে বেটা। তর লগে ধস্তাধস্তি কইরা ইজ্জতের ফালুদা বানাইতাম না, তা ছাড়া পোষাক নষ্ট হই যাইবো। যাইতাছি মিনুর লগে ইটিশ পিটিশ কইতে, যাই...

খাড়া তর পিরিতি বার করতাছি,
-তোর হাত নাই, আমার লগে দোঁড়াইয়া পারবি না, টা টা বাব্বাই

কাব্যও লিখে ফেল্লুম হ্যহ হ্যহ হ্য

ও মিঠুরে একটু খাড়া
শুন্ না আমার কথা,
মিনুর সাথে পিরিত করে
দিলি মনে ব্যথা!

-শুন্ রে বিল্লু মিনু আমার
প্রিয় প্রাণের চেয়ে,
তারে নিয়ে যাচ্ছে যে দিন,
আনন্দে গান গেয়ে!

মিথ্যে বলে ফাঁসিয়েছিস,
দেখাস টাকার গরম
প্রিয়া নিয়া টানাটানি
নাই কীরে তোর শরম?

- প্রেমে পড়ে শরম আমার
জলে গেলো ভেসে,
টাকার গরম দেখে মিনু
গেলো প্রেমে ফেঁসে!

আমি বিল্লু গুন্ডা একটা
বুঝাবো আজ মজা,
উষ্টা দিয়া ভাঙ্গলে এ পা
হয়ে যাবি সোজা!

-কচু করবি বিল্লু মাস্তান
হাত নাই যে তোর একটা,
আইলে কাছে মেরে মেরে
করে দেবো ল্যাংটা!

তবে রে মিঠু দেখাচ্ছি
যাস্ না চলে খাড়া,
ভয়ে যে পালাচ্ছিস ওরে,
কীসের এত তাড়া?

-তুই হলি এক গুন্ডা বিল্লু,
মান সম্মান আছে তোর?
আমার মিনু, সে তোর নয় কেউ,
প্রেমে কাটে না জোর!

মেজাজ গরম করে মিঠু
পালাচ্ছিস যে বড়?
মাইরের চোটে এবার ভয়ে
কাঁপবি থরোথরো!

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হিহিহি, আপু আজ কবিতা ছেড়ে এসব....

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ মাঝে মাঝে ইতাও করতে হয় আনন্দের লাগি

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

২| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: একি একটু অন্যস্বাদ মনে হলো ছবি আপু

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন

৩| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: ভালই করছ । ব্লগ ঝিমায়া পোতায়া গ্যাছেগা ।



জাগো বাহে ---------------------------

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই তাই দেখতেছি মনটা খারাপ হয়ে গেলো ।

৪| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: মজার ছিলো।

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৫| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: মজা লাগছে পড়তে B-)

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৬| ১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
তবে এই ঝগড়ার মানে ভিন্ন!!

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ হাসান ভাইয়া
অইতারে.... এরার ভাষা বুজি না যে

৭| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




তেপায়া বিড়ালের সাহসিকতা দেখে ভালো লেগেছে। খুব সম্ভব এলাকা দখল নিয়ে মাস্তানি চলছে। আপনার তথ্যও হতে পারে বলাতো যায় না।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হইতারে....। কে কার কাটাকুটা হাড্ডি খাইয়া ফেলছে তার লাইগ্ঘাও হইতারে । হাহাহ

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকো

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

কালো যাদুকর বলেছেন: বেশ মজার ঝগড়া।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৭

রামিসা রোজা বলেছেন:
অনেক মজার কবিতা ছবি আপা ।
হাত কাটা বিল্লুর প্রেম সলিড ,সত্যিই মজা পেলাম।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন।

ভালোবাসা নিরন্তর

১০| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ফয়সাল রকি বলেছেন: ভালো, বিনোদন।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু থ্যাংকু
ভালো থাকুন

১১| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ছোটবেলায় বিড়ালে এরকম ঝগড়া দেখলে লুকিয়ে লুকিয়ে সিরিঞ্জ দিয়ে একটার গায়ে পানি ছিটিয়ে দিতাম যেন আরেকটা টের না পায় !! আর ঝগড়াটাও বেড়ে যেত - তখন মজা লাগতো। তবে রাতের বেলায় ওদের গলার সুর কেমন যেন ছোট বা্চ্চার কান্নার আওয়াজের মতো মনে হয়! -

--ধন্যবাদ- এ বিষয়টি নিয়ে এমন চমৎকার উপস্থাপনার জন্য।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও এমন করতাম। পানি ঢাললে এদের ঝগড়া বেড়ে যায় । কত দুষ্টুমি ছোটবেলা করছি। এখনকার বাচ্চারা এসব উপভোগ করে না।

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১২| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

আমি সাজিদ বলেছেন: বেশ মজা পেলাম। দারুন।

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.