নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» যারা পিসি/ল্যাপটপ থেকে ইনস্ট্রাগ্রামে ছবি আপলোড করতে চান শুধু তাদের জন্য...

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২০


প্রথমেই ক্রোমে ইনস্ট্রাগ্রাম অন করুন...........

এ বিষয়ে আমিও অনবিজ্ঞ ছিলাম। ইনস্ট্রাগ্রামে ছবি আপলোড করতাম মোবাইলে । কিন্তু অফিস থেকে বাসায় গিয়ে মোবাইলে ছবি আপলোড করা সময়সাপেক্ষ। তাছাড়া আমার ক্যামেরার সব ছবি অফিসের পিসিতেই থাকে। যার কারণে ইনস্ট্রাগ্রামে দিনের বেলা আমি ছবি আপলোড করতে পারতাম না। আজকে সার্চ দিয়ে দেখি ইউটিউবের একটা টিউটরিয়াল। তা দেখে দেখে আমিও শিখেছি। আমি যেহেতু পারতেছি পিসি থেকে ছবি আপলোড করতে তবে আমার আশেপাশের বন্ধু বান্ধবী ভাই বোনেরাও যেন পিসি/ল্যাপটপ থেকে ছবি আপলোডাইতে পারে তার ব্যবস্থা নিলাম এই যে......... যিনি ভিডিও টিউটরিয়াল দিছেন তার কাছে কৃতজ্ঞ আমি।

২। তারপর ক্রোমের ডান কোণায় তিন ফোঁটাওয়ালাতে ক্লিক করুন......... মোর টুলস এ ক্লিক করুন.... পাশে ডেভলপর টুলসে ক্লিক করুন। ইনসট্রাগ্রামের পাশে হিবিজিবি কোডঘর আসবে। নিচের ছবির মতন



৩। অনুরূপ পন্থাটি আপনি ইনস্ট্রাগ্রামের খালি জায়গায় মাউস রেখে ক্লিক করলেও পাবেন। এই যে নিচে ইমপেক্ট অপশন আছে তাতে ক্লিক করলেই হবে অথবা কী বোর্ডে কন্ট্রোল+শিফট+আই এ চাপুন...... এসে যাবে এমন।



৪। ইমপেক্টে ক্লিক করার পর....... ডেভলপর টোলসের উপর দুটো অপশন আছে মার্ক করে দিলাম।....... এখানে টাগল ডেভলপর টুলস এ ক্লিক করুন........ নিচের ছবির মত



৫। মার্ক করার মতন অপশন আসবে । যেকোনো মোবাইল অপশন সিলেক্ট করুন।



৬। এমন আসবে........ ইনস্ট্রাগ্রামের পাশে..... । তখনো কিন্তু এড বাটনটি আসবে না। আপনি ব্রাউজারে ইনস্ট্রাগ্রাম ট্যাব রিফ্রেশ করুন। এসে যাবে এড বাটন......... প্লাস বাটনে ক্লিক করুন



৭। ফটো এড বাটনে ক্লিক করুন..........পিসি/ল্যাপটপের যেখানে ছবিঘর আছে সেখানেই যান....... আর ফটো সিলেক্ট করুন।



৮। এই যে এমনে.......... হাহাহা।



৯। তারপর আর কী........... নেক্সট............ তারপর শেয়াল। ব্যস হয়ে গেলো ছবি থুক্কু আমি না....... ফটো আপলোড।



আমার ইনস্ট্রাগ্রাম লিংক...... লিক কমেন......... আর ফলো দিয়ে আমাকে উদ্ধার কইরা লাইয়ুইন যে......... নাইলে মাইরায়ালবামা, কাইট্টায়ালবাম, কুইট্টায়ালবাম, মাটির তলে গাইড়ায়ালবাম হাহাহা।

কাজী ফাতেমা ছবি'র ইনস্ট্রাগ্রাম

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ইনস্ট্রাগ্রামে আমিও আছি।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা। আইডি নেম কী। ফলো দিয়া রাখবো নে

২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০১

লর্ড ভ্যারিস বলেছেন: আসল সমস্যা হচ্ছে আমি মোবাইল দিয়ে সামুতে পোস্ট করতে পারতেছিনা, আবার ল্যাপটপ দিয়ে ব্লগেই ঢোকা যাচ্ছেনা। কি এক যন্ত্রনায় আছি মাননীয় স্পিকার।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইল অপারেটর যদি টেলিটক হয় তাহলে পারবেন অন্যথায় পারবেন না। এ বিষয়ে কর্তৃপক্ষ কাজ করতেছেন। তবে পিসি ল্যাপটপে তো আমরা ঢুকতে পারছি। ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে।

ধন্যবাদ

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: ইনস্ট্রাগ্রামে আমিও আছি।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাহলে পিসিতে বসে ছবি আপলোড করুন এখন
ধন্যবাদ

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

লর্ড ভ্যারিস বলেছেন: আপনি বললেন টেলিটক ছাড়া হয় না। বাট আমি তো গ্রামীন দিয়েই চালাই। শুধু পোস্ট করা যাচ্ছিলোনা। এখন অবশ্য যাচ্ছে। আর ইন্সটাগ্রামে এতো ঝামেলার বদল আমি পিসিতে app নামায় নিছি। ওটাতেই ফোনের মতো চালানো যায়, মেসেজ অপশনও আসে। B-)

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমাদের জসীম উদ্দিন রোডে গ্রামীন দিয়ে ব্লগ অপেনই হয় না :( খুব ভালো করেছেন
ধন্যবাদ আপনাকে

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনস্টগ্রামে আপু আপনাকে ফলোতে রাখলাম। :) তবে নাম কমু না।আপু দেখেন ধরতে পারেন কিনা । ;)

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিনছি কিন্তু ....। নামও জেনে ফেলছি হাহাহা

ধন্যবাদ আপনাকে

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনস্টগ্রামে আমি আসছি।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসেন.... পাইনা কেনো কোথায় কী আইডি তে আছেন

ধন্যবাদ

৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: ট্রাই করবো

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৮| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪

রামিসা রোজা বলেছেন:

এত সুন্দর একটি পোস্ট প্রয়োজনীয় এবং উপভোগ্য।
সত্যিই আপনার ছবি তোলার হাত প্রশংসনীয় । আপনার
ইনস্টাগ্রাম এর ছবি অসাধারণ বললেও ভুল হবে ,
আমি রীতিমত মুগ্ধ ।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য সব সময় অনুপ্রেরণা মূলক। কৃতজ্ঞতা আপি। আপনি আমার ইনস্ট্রাগ্রাম একাউন্টও দেখেছেন। জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনন্তকাল
ফি আমানিল্লাহ

৯| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ। কখনও ট্রাই করিনি।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ট্রাই করে দেখবেন আপা। ধন্যবাদ ভালো থাকুন

১০| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৫

নিয়াজ সুমন বলেছেন: এই মাত্র একটিভ করলাম আর আপনাকে ফলো দিলাম। ধন্যবাদ টিপসএর জন্য।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

১১| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: Rajib Noor Khan

১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুঁজে বের করবো ইনশাআল্লাহ

১২| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

ওমেরা বলেছেন: খুব সুন্দর পোষ্ট। ধন্যবাদ আপু ।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকো ফি আমানিল্লাহ

১৩| ১৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

পদ্মপুকুর বলেছেন: কেমন আছেন আপনি?

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ পদ্ম ভালো আছি।

নেট স্লো অফিসে এসে কোনো পোস্টই দিতে পারি না। আর কাজের ঝামেলা তো আছেই আর হইলো গিয়া আপনি কেমন আছেন।
ভালো থাকুন দোয়া করি

১৪| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

আমি সাজিদ বলেছেন: আপি আপি সাজেকের পাহাড়ে যাওয়ার কবিতা লিখেছিলেন লক ডাউনের মাঝে, সাজেক গিয়ে কবে ফটো ব্লগ দিবেন?

ইনস্ট্রা ছিল। ফেসবুক ছিল। বন্ধ রাখতেসি অনেক মাস হয়ে গেল। চালু করলে এই পোস্টটা কাজে দিবে।

২৬ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাআলা যদি কখনো রিযিক রাখেন সেখানের তখনই যাওয়া হবে ইনশাআল্লাহ । মন খারাপ হয়ে যায় সমুদ্র র কথা মনে হলে। :( ইনশাআল্লাহ একবার না একবার যাবো।

ধন্যবাদ ভাইয়া জি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.