নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

রঙে রঙিন মতিঝিল ও একটি সুন্দর দৃশ্য

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯

০১।



০১।
মাঝে মাঝে কিছু সিনারী খুব ভালো লেগে যায়। হাঁটতে যাই রোজ আমাদের ব্যাংক কলোনী মতিঝিলে। হাঁটতে যাওয়ার সময় দেখলাম এই আপু পর্দার সাথে গাড়ী চালাচ্ছেন। দু'জন যাত্রী নিয়ে কলোনীতে ঢুকার সময় ছবি তুললাম। মন ভালো করা এসব কিছু মুহুর্ত। কোন কাজই ছোট না। আর মেয়েদের বেলা পর্দা/শালীনতার ভিতর যে কোনো কাজ করে আয় রোজগার করা আমার কাছে দোষের কিছু লাগে না বরং ভালো লাগে কর্মজীবী মানুষ দেখতে।

ঢাকা শহরে অনেক অসহায় মানুষ আছেন, যারা ভিক্ষার পথই বেছে নেন। ইচ্ছে করলে যেকোনো ব্যবসা নিয়ে বসতে পারতেন ফুটপাতে। ঢাকায় ছোটো ছোটো ব্যবসায়ী আয় রোজগার অনেক। সেদিন দেখলাম আমার ছোটো ছেলের বয়সী একটা ছেলে পান বিক্রি করছে। দেখেই ভালো লাগলো । অন্তত গায়ে গতরে খেটে হালাল উপায়ে রোজগার করছে। আর তার বয়সী অনেক ছেলে ফুটপাতে সারাদিন ঘুমায়। রাতে হয়তো মদ গাঞ্জা খায়। ওরা কুকুরের পাশে ঘুমাতে রাজী, ডাস্টবিন থেকে খুজে খাবার খেতে রাজী কিন্তু কষ্ট করে পরিশ্রম করে রোজগার করতে চায় না।

০২


০২। বিশেষ দিনগুলায় মতিঝিল খুব সুন্দর করে সাজায়। শীত সিজনে অফিস সন্ধ্যায় ছুটি হওয়াতে কিছু ছবি তোলা যায় সেই সুন্দর মুহুর্তগুলোর। এই ছবিগুলো ৩১/১২/২০২০ সালের। শেষ দিন বাসায় ফিরার সময় তুলছিলাম। কীযে সুন্দর লাগে তখন মতিঝিল। প্রতিদিন ছয়তলায় লিফ্টে উঠলেও নামি সিঁড়ি দিয়ে। তখন দুই মিনিট ব্যাংকের বারান্দায় দাঁড়িয়ে মতিঝিল দেখি। মানুষের আনাগোনা দেখি। ব্যস্ততা দেখি। ভালো লাগে দেখতে।

০৩।



০৩। এই বছর ভাবছিলাম ব্লগে প্রতিদিন পোস্ট দিমু। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। অফিসের নেট এত স্লো বলার বাইরে। আমার কত সময় যে নেট কিল করে তার ইয়ত্তা নেই। লোড হয় না লোড হয় না লোড হয় না। চাতক পাখির মত তাকায়া থাকি। আজও অনেক সময় অপেক্ষা করলাম ছবিগুলো আপলোডের জন্য কিন্তু আপলোড হতে হতে ছুটির সময় হয়ে গেলো । পঁচা নেট বদের হাড্ডি নেট তোর চউক্কে গুতা, কানে মোচড় ।

০৪।



মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:




আপনি নিজের দেশকে ঠিক মতো বুঝেন বলে মনে হয় না।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: না বুঝি না । আপনার মত জ্ঞান নাই আমার
ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার নেটও স্লো মৌসুমে কাজ করছে।ব্লগিং করতে কষ্ট হচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই নেট স্লো হলে সময়ই বরবাদ
ধন্যবাদ মামা
ভালো থাকুন

৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৩

ওমেরা বলেছেন: ঝিলমিল ঝিলমিল ছবিগুলো ভালই সুন্দর লেগেছে আপু।
অপরের কাছে হাত পাতার চেয়ে যে কোন কাজ করা উত্তম । তবে ছোট বাচ্চাদের স্কুলে না গিয়ে কাজ করা ভালো লাগে না ।
আপু এখন থেকে উপরে উঠার সময় সিড়ি দিয়ে উঠবেন নামার সময় লিফটে যাবেন । এটা ভালো হবে বেশী শরীরের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু শ্রমের বদলে দুবেলা খাওয়া অনেক শান্তি। অনেকেই বুঝে না।

আর এই বাচ্চারা স্কুলে দূরে থাক কোনো কার্জকর্মই তো করত দেখি না। এদের পুনর্বাসন করা দরকার। এবং স্কুলেও ভর্তি করা প্রয়োজন কিন্তু কে করবে। প্রশাসন এসব দেখে না।

আপুরে বয়স হইছে না । এখন উঠলে কষ্ট লাগে হাঁটুর সমস্যা হয়। আর নামতে কষ্ট লাগে না তাই সিড়ি দিয়ে নামি

জাজাকিল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৬

আতিকুররহমান আতিক বলেছেন: পর্দা রক্ষা করে চলতে পারলে যেকোনো কাজই ভাল। আর ভিক্ষাবৃত্তি করার চেয়ে খেটে খাওয়া হাজারগুনে উত্তম।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আতিক ভাইয়া ঠিক বলেছেন। এদের প্রতি সম্মান দিগুন বেড়ে যায়।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক

৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

ঢুকিচেপা বলেছেন: মেয়েদের রিক্সা চালানো দেখেছি ভিডিও।
আজকে যার ছবি দিয়েছেন তাকে স্যালুট। সৎ মানুষ কতটা অসহায় হলে এভাবে অটোরিক্সা চালাতে পারে। জীবন সংগ্রামের ছবি।
সব ছবিই ভালো লেগেছে।

“ পঁচা নেট বদের হাড্ডি নেট তোর চউক্কে গুতা, কানে মোচড় ।”
আপনি নেটের ঘাড়ে পা রাইখা আকাশরে চিডি দেন, দুই একটা তো নেটরেও লিখতে পারেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ রিক্সা চালাতে দেখেছি। হুম কিছু অসহায় মানুষ ভিক্ষা করে না গায়ে গতরে খেটে খায়।

জাজাকাল্লাহ খাইরান।

কথা একশত দুইবার ঠিক, পঁচা নেটের ঘাড়ে পা রাইখা চিডি দিমু

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

কলাবাগান১ বলেছেন: অফিসে বসে সামুতে ব্লগিং!!! বা বেশ....দেশপ্রেমিক। সাধে কি আর বাংলাদেশ ব্যাংক এর নেট হ্যাক হয়ে মুদ্রা পাচার হয়????

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পোস্ট দেয়ার সময় আপনার কথা মনে হইছে। ধারণাই ছিলো আপনি এইসব কইবেন। যাউগ্গা আর বুঝাইতে পারমু না।

ভালো থাকুন

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:২১

কলাবাগান১ বলেছেন: তবে ছবিগুলো অনেক সুন্দর....যদি একটু শেয়ার করতেন (কমেন্টের ঘরে, মুল লিখা থেকে ডাউনলোড করা যায় না) তাহলে বাসার লিভিং রুমের ডিজিটাল ফটো ফ্রেমে রাখতাম ঘুরে ঘুরে দেখা যেত সারাদিন।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দিবো ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান







৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৫

রাজীব নুর বলেছেন: ঢাকা শহর টা শুধু মতিঝিল নিয়ে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সেটাই

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। আপনি কোথায় থাকেন?

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: পরিশ্রম করতে কষ্ট লাগে। মহিলাটি ভিক্ষা না করে কর্ম করে ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এই দৃশ্য খুবই ভালো লেগেছে

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৩:১২

কবিতা ক্থ্য বলেছেন: আপনি কি মতিঝিল থাকেন?
তাহলে তো রাজীব ভাইয়ের প্রতিবেশী।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী কবিতা মতিঝিলের কাছেই থাকি, জসীম উদ্দিন রোড

রাজীব ভাই কই থাকেন আসলেই জানি না।
ভালো থাকনু ফি আমানিল্লাহ

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৭

রামিসা রোজা বলেছেন:

গ্রেট লেখা !!
এই সুন্দর একটা লেখা পড়ে কোথায় যেনো আটকে
গেলাম । আপা , এই সবকিছু নিয়েই আমাদের জীবন।
অনেক ভালো লাগলো লেখাটা ।
ভালো থাকুন সবসময় এবং শুভকামনা ।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো আমাদের জীবন আপা। জাজাকিল্লাহ খাইরান । আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন।

ফি আমানিল্লাহ

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩২

বলেছেন: দেশপ্রেমিক। সাধে কি আর বাংলাদেশ ব্যাংক এর নেট হ্যাক হয়ে মুদ্রা পাচার হয়????-????????????????


Nation deserve to know the answer??

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি এমন মন্তব্য আরো করেছেন আমার পোস্টে, কী ধারণা পুষেন আজব ।

ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক দিন পর দেখে ভালো লাগলো

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাতের রূপসী শাপলা চত্ত্বর।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কে টাকার পাহারাদার আর কে-ই বা তার চাকলাদার
জনম জনম পার হলো- পাইলো না তো কোন খোঁজ তার??

একের দোষ অন্যের ঘাড়ে-এই না হলে কি স্বভাব বাড়ে!
বড় বড় বুলি আউড়ে - চিলের ডানায় পাড় হয় তেপান্তরে
দূর থেকে অনেক কিছুই বলা সহজ কওয়া সহজ
থাকেন না কেন দেশেতে - অংশীদার হতে উন্নয়নের স্রোতে!

সুন্দর-কে সুন্দর বলায় কেন এত অবজ্ঞা
হিংসে যদি এতই লাগে নেন না কেটে দেশটা।

আমরা এই দেশেই থাকি-খাটি সকাল-সন্ধ্যা বেলা
আমাদের নিয়ে তোমাদের এত হয় কেন ঝামেলা।

দেশ গড়ার অবদানে আমারও শ্রম-ঘাম টানে
তোমার ঐ অংহকারী নাক-টাকে ঘষো এনে এই মাটির কাছে
তৃপ্তি পাবে প্রাণভরে যদিও বা থাকো অন্য প্রান্তরে।


০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লিখেছেন ভাইয়া

নিজ দেশ ছেড়ে অন্য দেশে যারা পড়ে আছেন। নিজের দেশের প্রতি কতটুকু মায়া আছে কে জানে!

যাই হোক উনার সাথে কথা বাড়াইনি। উনি আগেও আমাকে এমন কথা বলেছেন।

এত সুন্দর লেখাটি পোস্ট আকারে দিন ভাইয়া । জাজাকাল্লাহ খাইরান

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি ভালো হয়েছে

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

আমি সাজিদ বলেছেন: ছবিগুলো চমৎকার হইসে ছবিপু

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: নতুন করে নতুন আলোয় শাপলা চত্বর দেখলাম !!!

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রানা
ভালো থাকুন

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম সেটাই। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। আপনি কোথায় থাকেন?

আমি মতিঝিলের পাশের এলাকাতেই থাকি।
আসবেন আমার বাসায়? মতিঝিল শাপলা চত্ত্বর থেকে ৪০ টাকা রিকশা ভাড়া নেবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জায়গার নাম কিতা। জায়গার নাম না বললে আইমু ক্যামনে। :(

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

আখেনাটেন বলেছেন: অসাধারণ ছবি তুলেছেন আপা। যদিও আপনি বরাবরই ভালো ছবি তোলেন। :D

চমৎকার ছবিগুলো ব্লগে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

নয়া বছরের শুভেচ্ছা। :D

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া, শুভ নতুন বছ
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি ব্লগ।

পর্দা করে কর্ম করছেন দেখে ছবি ব্লগ আরো আকর্ষনীয় লাগছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কমলাপুরের নৌকা পারাপার এখনও আছে? শাপলার নীচের পানিতে পর্যন্ত আপনার নাম লেখা!!! আপনার বাড়তি দাঁতগুলির কি অবস্থা?

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাংকের পিছনে এখনো নৌকা চলে।


বাড়তি একটা ফেলে দিতে হইছে৷ এখন ৩৩ টা আছে আলহামদুলিল্লাহ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো।
নুতন বছরের শুভেচ্ছা নেবেন আপু।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

২৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৫

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। বাড়ীর টিভিতে ব্যাকগ্রাউন্ড ছবি (লুপিং)

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখে অনেক ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে স্বপরিবারে ভালো থাকুন

২৪| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪

নিয়াজ সুমন বলেছেন: সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে। :)

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

২৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

জুন বলেছেন: অসাধারণ ছবি কাজী ফাতেমা ছবি :)

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি । ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
অনেক অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

এম. হাবীব বলেছেন: কোন কর্মই ছোট নয়; তাতে আছে আত্মতৃপ্তি এবং সম্মান।
বরাবরের মতই সুন্দর প্রত্যেকটা ছবি;

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন হাবীব ভাইয়া

অনেক ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান

২৭| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

ভুয়া মফিজ বলেছেন: গাড়ীতে আপনের ফোন নাম্বার আর নীচে দেখলাম আপনের নাম দেয়া আছে!! চাকুরীর পাশাপাশি আপনে যে গাড়ীর ব্যবসাও করেন, এইটা জানতাম না। :P
ভালো ভালো। পর্দার মইদ্দে থাইকা বাড়তি আয়-রোজগার করতে পারলে মন্দ কি? =p~

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখ কত জায়গায় গিয়ে পড়ে মাইনসের হুহ...।
ব্যবসা শুরু করমু ভাবতাছি।

হ কথা ঠিক

ভালো থাকুন
ফি আমনিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.