নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবন গদ্য-২

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫



২। শব্দ চয়নে আমি অজ্ঞ। মাথায় ভিতরে অপ্রাপ্তির জঞ্জাল। যেটুকু দিচ্ছি, দিয়ে যাচ্ছি সন্তুষ্ট চিত্তে গ্রহন করো তুমি। ভালোবাসাই গুছাতে পারলাম না আর তুমি ভাবছো আমার শব্দ চয়ন নিয়ে। এত নির্ভেজাল শব্দ আমি কোথায় পাবো শুনি। আমার কাছে ব্যথার চেয়ে সুন্দর শব্দ আর নেই। কষ্ট, বেদনা, ক্লেষ, বিরহ, বিতৃষ্ণা, অসন্তুষ, বিস্বাদ, বিষ, তিতে এসবই আমার শব্দ। আমি ভালোবাসি এমন শব্দ।

শব্দ চয়নে তবে কিভাবে সাহসী হবো কিংবা সাবধান হবো সে বুঝি নে বাপু। অপরিণত শব্দে সাজাই আমার কাব্য ভুবন। এতো কবিতা নয়কো-এ আমার হৃদয় নিংড়ানো ব্যথা ভালোবাসা আর প্রেম-এখানে আমি শব্দ কেটে কুটে -বাঁচতে পারবো নে। আমাকে লেখক বা কবি ভেবো নে তুমি। আমি এমনই-সহজ কথার মানুষ-সহজ শব্দ সেঁটে দেই অকবিতার গায়ে। আমার মন তোমার মন কি তবে এক? আমি যা পছন্দ করি তুমি তা ভালোবাসো? আমি ভালোবাসি তোমাকে, তুমি বাসো আমায়?

আমি যদি বলি দুপুরের ঝাঁঝাঁ রোদ্দুর আমার খুব প্রিয়। তুমি উত্তরে বলবে ধ্যত-দুপুরের রোদ্দুর বড্ড জ্বালায় চোখ পুড়ায় আমার। আমি যদি বলি জোনাকির আলোয় চলো খুঁজি পথ। তুমি বলবে চলো চার্জ লাইটের আলোয় আগাই সম্মুখে। আমি যদি বলি-এই চলো ছাদে যাই চাঁদের আলো গোসল সেড়ে নেই,তুমি বলবে তুমি যাও আমি লেপের নিচে শীত উপভোগ করি। কেউ কি হয় কারো মতো বলো?

কারো মন কি অন্য মনের মতোই ফুটে উঠে মুগ্ধতা কিংবা উচ্ছ্বলতা? আরে বাদ দেও তো-আমি না হয় আমার মতই থাকি আমার বস্তা পঁচা শব্দ নিয়ে। আমি ব্যাকরণে অজ্ঞ বাপু। আর তুমি তো বিশ্ব ব্যাকরণবিধ। ব্যাকরণের ভাষায় ভালোবাসাকে কি বলে জানি? উত্তর দিয়ে যেয়ো সময় করে? বুঝলে।



৩। কাজ সেড়ে সীটে বসে থাকি। পিসিতে দাপিয়ে বেড়াই। কী বোর্ডে তুলি শব্দের ঝড়। কিন্তু এসব কেনো তোমাদের সহ্য হয় না, বুঝি না। বসে থাকলেও বলো, সারাদিন কি করি বসে বসে! আবার যদি সীট ছেড়ে যাই রোদ্দুর খেতে। তখনও তোমরা বলবে, আরে তুমি তো সারাদিন সীটেই থাকো না!

তোমাদের মতিগতি বুঝার মতো জ্ঞান নেই আমার। তোমাদের মতো সমালোচনা করে বেড়াই না বলেই হয়তো আমাকে নিজস্ব সীট টেনে বসিয়ে রাখে। কারো ক্ষতি তো আর করছি না । তোমরা কি জানো, সীটে বসে থাকাও একটা দায়িত্ব। দায়িত্বে অবহেলা তোমাদের দ্বারাই সাজে। এই চোখ দিয়েই তো দেখছি-কত সীট খালি পড়ে থাকে অবলীলায়। তোমরা তো তাদের সমালোচনাও করে বেড়াও অনায়াসে। আচ্ছা তোমরা কোন দলে শুনি?

(জানুয়ারী ১৯, ২০১৭)

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শব্দ চয়নে তবে কিভাবে সাহসী হবো কিংবা সাবধান হবো সে বুঝি নে বাপু। অপরিণত শব্দে সাজাই আমার কাব্য ভুবন।


---অসাধারণ উক্তি!

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম । ভালো থাকুন

২| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫

রামিসা রোজা বলেছেন:

ভালোই তো কঠিন করে লিখেছেন জীবন গদ্য আপা ,
এবার অনেকদিন পর পোষ্ট দিলেন ।
ভালো আছেন ?

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিসে নেট না থাকার দরুণ ব্লগে আসতে পারি না। অনির্দিষ্টকালের জন্য সব নেট সুবিধা বন্ধ রাখা হয়েছে। বাসায় গিয়ে সময় পাই না ব্লগে আসার।
ভালো থাকুন
জাজাকিল্লাহ খাইরান

৩| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট তো?

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ সন্তুষ্ট

ভালো থাকুন ভাইয়া
ধন্যবাদ

৪| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

সামিয়া বলেছেন: উফ্ এত অভিমান অভিযোগ!!

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিমান কেউ দেখে না আর অভিযোগেরও শেষ নাই আপি

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকো অনেক অনেক

৫| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

অজানা তীর্থ বলেছেন: পুরোটা পড়ে অনেক মুগ্ধ হয়েছি, আর শেষের অনুচ্ছেদটি পড়ে একটি শান্তির পড়া শেষ করলাম আর একদম সত্যি বলেছেন। সর্বদা শুভকামনা আপনার জন্য।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন

শুভকামনা আর দোয়া রইলো আপনার ও আপনার পরিবারের জন্য
ফি আমানিল্লাহ

৬| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আবার মন খারাপ কেনো? ভাঙ্গাভুঙ্গা ক্যামেরা থাকলে দিয়ে দেন না। একটি ক্যামেরা দিয়ে সান পাপড়ি খেতে চাইছলাম।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন খারাপের প্রথম কারণ হলো আাগেরমত ব্লগে আসতে পারতেছি না :(

আর যে ক্যামরা আছে মনে হচ্ছে এটা আর বেশীদিন চলবে না। সানপাপড়ি খাইতেই হবে। ভাইবোন মিইলাই খাইমুনে

জাজাকাল্লাহ খাইরান

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

এম. হাবীব বলেছেন: সবকিছুতে দু’জনের মনের মিল/ পছন্দ সাধারণত এক হয়না;
আর সমালোচনা? সেতো কিছু লোকের জেনেটিক অভ্যাস, আপনি দাড়িয়ে/ বসে যেভাবেই থাকুন সমালোচনা সে করবেই...

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য । সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান হাবীব ভাইয়া
ভালো থাকুন সর্বদা
শুভেচ্ছা সতত

৮| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: প্রচুর বই পড়লে শব্দ চয়ন নিয়ে চিন্তা করতে হবে না। অটোমেটিক একটার পর একটা শব্দ আপনার মাথায় খেলা করবে।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন আর আগের মত বই পড়ার টাইম নাই। যা পড়ি নেটেই পড়ি গল্প কবিতা উপন্যাস

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৯| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: মোহনীয় শব্দ চয়ন হয়েছে। রেল রাস্তার পাশে অসংখ্য জোনাকির আলোয় লজ্জাবতী গাছ ঘোমটা দিতো । ছোটকালে সেই লজ্জাবতী উপর বসা জোনাকি ধরতে চাইতাম।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য সব সময় অনুপ্রেরণা যোগায় লিখতে। জাজাকাল্লাহ খাইরান

ভালো থাকুন ভাইয়া

১০| ২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩১

সোহানী বলেছেন: কে কি বললো বা ভাবলো তা নিয়ে দু:শ্চিন্তা কেন কবি! নেজের মতই চলো...........

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
শুভেচ্ছা আর ভালোবাসা রইলেঅ

১১| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০

ইসিয়াক বলেছেন: কেমন আছেন আপু? নিশ্চয় ভালো আছেন?
পোস্টে ভালো লাগা।
ভালো থাকুন সবসময়।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

আগের মত আসতে পারছি না মন খারাপ তাই

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১২| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: শব্দহীন ভাষা সবচেয়ে শক্তিশালী।
চাকরিজীবীরা জানে সিটে বসে থাকাও একটা দায়িত্ব।

জাযাকাল্লাহ খাইরান।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী ভাইয়া শব্দহীন শব্দই শক্তিশালী

জাজাকাল্লাহ খাাইরান ভালো থাকুন অনেক অনেক

১৩| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

রানার ব্লগ বলেছেন: ১ কোই !!! ???

অপূর্নতাই জীবনের প্রাপ্তি।

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ এক আগে দিয়ে দিয়েছিলাম । মনে ছিলো না । তিনটা লিখা একসাথে লিখেছিলাম। প্রথম দেয়ার পর সার্চ দিয়ে দেখি দিয়ে দিয়েছি আগেই। ধন্যবাদ ভাইয়া চোখের পড়ার জন্য

হ্যা সেটাই

ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

১৪| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

আমি সাজিদ বলেছেন: অফিসে সমস্যা হচ্ছে আপি?

২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিসের কাজে সমস্যা নাই। তবে অফিসে নেট নাই এটাই সমস্যা হাহাহা।,....। অকাজ করতে পারি না। যেমন ব্লগে আসা। কারো পোস্ট পড়া হচ্ছে না। নিরামিষ সময় কাটতেছে অফিসে। অনির্দিস্টকালের জন্য ইন্টারনেট বন্ধ করে দিছে।

তাছাড়া গ্রামীন নেটে মোবাইলে ব্লগ আসে না :(

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

খায়রুল আহসান বলেছেন: সমালোচনাকে ইগনোর করার কৌশলটাও শিখে রাখা জীবনে জরুরি। আর সমালোচনাকে কখনো সেভাবে তাড়া করতে নেই।
সুন্দর লিখেছেন। + +
"রেল রাস্তার পাশে অসংখ্য জোনাকির আলোয় লজ্জাবতী গাছ ঘোমটা দিতো । ছোটকালে সেই লজ্জাবতী উপর বসা জোনাকি ধরতে চাইতাম" - @নেওয়াজ আলি এর এ কথাটা বড় ভাল লাগলো, কারণ ছোটবেলায় আমিও তাই করতাম।
পোস্টে ভাল লাগা + +।

২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য মাশাআল্লাহ।

কিছু কৌশল কিছুতেই রপ্ত করতে পারি না। অনেকেই হাসতে হাসতে কঠিন কথা বলে ফেলে। আমি এর ধারে কাছেও না। বাসায় আমারে কয় বেয়াক্কেল। আর বুদ্ধিও কম :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

এইমাত্র ব্যাংকের এক কলিগ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। খুব মন খারাপ

সাবধানে থাকবেন শ্রদ্ধেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.