নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আলোকচিত্র » বাংলাদেশের ল্যাভেন্ডার ফুল

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

০১।


এবার শ্বশুর বাড়ীতে এই বেগুনি বুনোফুলের দেখা পেলাম। নাম দিয়েছি বাংলাদেশের ল্যাভেন্ডার। ফসলের ক্ষেতজুড়ে এই ফুল ফুটে আছে। এখানে সেখানে থোকা থোকা বেগুনি ফুল দেখে মনটাই আনন্দে ভরে উঠেছিলো।

একটি ক্ষেত তো পুরাই এই ল্যাভেন্ডারের দখলে। শ্বশুরবাড়িতে এবার মাত্র চার দিন ছিলাম। তাই কোনো ছবিই সুন্দর করে সময় নিয়ে তুলতে পারিনি। ক্যামেরা আর মোবাইলও আমার কথা শুনেনি। সকালে শিশির ভেজা ঘাসে বসতে ভয় লাগছিলো । কোথা দিয়ে আবার জোঁক এসে যায়। আবার দুপুর বেলা গিয়ে দেখি এলাহি কান্ড, এত মৌমাছি আর ভোলতা প্রজাপতি সর্বনাশ। আওয়াজে মাতোয়ারা আমি । ভয়ের চোটে বেশী কাছে গিয়ে বসে ছবি তুলতে পারিনি। ভোলতাদের ভয় বেশী লাগছিলো। তাছাড়া ক্ষেতটা বাড়ী থেকে একটু দূর হওয়াতে আরও সমস্যা। কে কী মনে করে আবার। ক্যামেরা নিয়ে একাই বের হইছি। আশে পাশে কেউ নেই। মানুষজন কেমনে চাইয়া থাকে । লজ্জাও লাগছিলো।

এত সুন্দর একটা ফুল অবহেলায় রয়েছে ইশ এগুলো চাষ করতে পারলে ভালোই হইতো। আবার গেলে এই ফুলের গাছ ঢাকায় নিয়ে আসবো যদি পাই। গ্রামের মানুষ এসবের ধার ধারে না। এসব তাদের মনকে মুগ্ধতা দেয় না। তারা জানে কেবল কাজ করতে। আমি হলে এগুলো বাড়িতে এনে লাগাতাম। যেহেতু শ্বশুর বাড়ীতে থাকি না তাই আর ফুলগাছও লাগানো হয় না।

ক্যানন ক্যামেরায় তুলেছিলাম ছবিগুলো। অনেক ছবি আছে ........ আবার মোবাইলেও তুলেছি। সেখানে এই ফুলের পাশেই একটা ক্ষেতে শুকনোর মধ্যে কচুরী পানা ফুল ফুটেছিলো। সেগুলোর ছবি অন্য দিন দেবো। যদি দেখতে আগ্রহী হন আপনারা।

০২।


০৩।


০৪।


আমি তুলে আনি মনের ঝুড়িতে কিছু মুগ্ধতা। মুগ্ধ হতে জানি বলেই, পথে প্রান্তরে ছুটে বেড়াই। কেউ কিছু বলুক, কেউ তাকিয়ে থাকুক এগুলো এড়িয়ে যাই বলেই সময়গুলো শুধু আমার হয়ে থাকে। এই যে বেগুনি রঙ ফুলে মৌমাছিদের গুঞ্জন, কেউ কী কান পেতে শুনেছিলো, কেউ দেখেছিলো প্রজাপতিরা মধু নিতে হামলে পড়েছে ফুলেদের উপর।ৱ

০৫।


০৬।


০৭।


০৮।


এখানে কারো সাথে কারো নেই প্রতিদ্বন্দ্বিতা। নেই হেরে যাওয়ার ভয়। ভিন্ন প্রজাতি অথচ এক সঙ্গেই ওদের বাস, স্বার্থ নিয়ে কেউ জড়িয়ে পড়ে না তুমুল সংঘর্ষে। এখানে যে যার মত খাদ্য আহরণে ব্যস্ত। একের খোরাক অন্যে নিয়ে নিলেও এরা ক্রোধে পড়ে না ফেটে।

০৯।


১০।


১১।


ওদের বসন ভূষন, গায়ে রঙবাহারী রঙ, কেউ কারো চেয়ে নয় কম সুন্দর। এখানে সাদা কালো ভেদাভেদ নেই। এখানে রূপের অহংকারে কেউ কারো প্রতি ঈর্ষা করে না পোষন। এদের বসবাস মিলেমিশে ভালোবেসে। এখানে সবার ডানা আছে তবুও দম্ভ নেই একফোঁটা।

১২।


১৩।


১৪।


১৫।


আর পার্পল বুনোফুল নিজেকে উজার করে দিয়ে ফুটে আছে পাপড়ির ডানা মেলে। সে নিজেকে সুখী করে অন্যেকে সুখে আচ্ছন্ন করে। কিছু মুহুর্ত কেবল আমার হয়েই আসে। আমি অনুভব করি স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য। মহান আল্লাহ তাআলা এত শত নেয়ামত ঢেলে দিয়েছেন আমাদের জন্য। অথচ আমরাই তার নিয়ামত ঠেলে অহংকারী হই, পাপে হই লিপ্ত।

১৬।


১৭।


১৮।


এই যে মৌমাছিরা মধু নিয়ে যাচ্ছে, যতটুকু সঞ্চয় সে কার জন্য। আমাদের জন্য। আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন কোথা হতে কার হবে অথৈ উপকার। মানব জাতীর কলাণ্যে মহান আল্লাহ তাআলা গাছ পালা বৃক্ষ তরুতে করেছেন তার আহারের জোগাড়।

১৯।


২০।


২১।


২২।


©কাজী ফা‌তেমা ছ‌বি
=আমা হতে মুগ্ধ হতে শিখো বন্ধু=
চোখ বন্ধ করে হাঁটো বন্ধু, কখনো বলোনি এই দেখো দেখো প্রজাপতি,
তুমি সোজা পথে হেঁটে যাও, কী চিন্তা বুকের ভিতর, বুঝিনা মতিগতি;
তুমি হাঁটো আর আমি মুগ্ধ হই চলার পথে চলতে চলতে,
আমারও তো ইচ্ছে হয় ফুল পাখিদের সাথে কথা বলতে!

দূরে বহুদূরে হেঁটে চলে যাও,
আমি ভোঁ দৌঁড় দেই তোমায় ধরতে পারি না তাও,
দূর্বাঘাসে রাখো না চোখ, দেখো না পথে পথে স্নিগ্ধতা ছড়ানো ,
প্রকৃতির মায়ায় তোমাকে গেলো না আর জড়ানো।

ছোটো ঘাসের পাতায় বসে থাকে যে প্রজাপতি,
তার পানে মুগ্ধতার দৃষ্টি তাক করলে কীই বা হবে ক্ষতি?
দাঁড়াও বন্ধু
দিয়ো না মনে ব্যথা এক সিন্ধু।
কিছু মুগ্ধতা স্মৃতি করে রাখবো, শাটারে করতে দাও ক্লিক,
এক মিনিট অপেক্ষায় রও, আমি জানি জিতে যাবে তুমি তার্কিক!

বন্ধু আমায় এনে দাও প্রজাপতি প্রহর,
প্রজাপতির ডানায় যত রঙ, ছড়িয়ে দাও মন শহর,
মুগ্ধতা দাও, হও অল্প সহনশীল,
আকাশের মত প্রশস্ত করো তোমার দিল।
মুগ্ধ হতে শিখো, মুগ্ধ হও, এসো শিখাই, শিখবে,
প্রজাপতি ফড়িঙ নিয়ে ছন্দে দু'কলম লিখবে?

চোখ তুলো দেখো, উড়ছে প্রজাপতি ডানা মেলে,
দেখো পিঁপড়েরা ধুলোর সাথে গড়াগড়ি খেলে,
স্রষ্টার সৃষ্টি কত অপরূপ, দেখো তাকিয়ে মুগ্ধ হও,
প্রকৃতির ঘ্রাণ নিতে এবেলা সুখে উতলা রও।

২৩।


২৪।


২৫।


২৬।


এত সুন্দর মুহুর্তগুলো বন্দি করে রাখি স্মৃতি ঘরে। কখনো বিষাদ মনে উঁকি দিলে। খুলে বসি অতীত স্মৃতির ঝাঁপি। আমার দীর্ঘম্বাসগুলো উড়িয়ে নেয় স্মৃতির হাওয়ায়। আমার মহানুভবের সৃষ্টির সৌন্দর্য আমি উপভোগ করি একাগ্রচিত্তে। তাঁর প্রতি কৃতজ্ঞতায় পড়ি নুয়ে। তাঁর দেয়া এত সুন্দর মন, যে মনে মুগ্ধতারা করে খেলা অনবরত। তাঁর তরেই সঁপে দেই প্রাণ। তাঁর রহমত নিয়ে বেঁচে আছি এই ধরায়। ভালোবাসি তোমায় ও করুণাময়। পাপগুলো আমার করো মার্জনা।

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ছবি আপু

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: পোস্টে শুধুই মুগ্ধতা।

উপস্থাপনার গুণে ছোট খাট জিনিষও অনেক ব্ড় ,অনেক ভাল কিছু হয়ে যায়।আপনার ছবি ব্লগ (আলোকচিত্র) ই তার প্রমাণ।
আল্লাহ আমাদের চারপাশে এসব ফুল-ফল-গাছ-পাখি-পোকামাকড় সবকিছুর মাঝেই আমাদের জন্য তার সৃষ্টির জন্য কল্যাণ নিহিত রেখেছেন।আর এসব কিছু উপভোগ করার জন্য একটি ভাল মনের তথা ভাল মানুষ জরুরী যে স্রষ্টার এসব দয়া উপলব্ধি করতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভালো করা মন্তব্য মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে তার উত্তম প্রতিদান দিন।

জাজাকাল্লাহ খাইরান।

আল্লাহর কোন নিয়ামতকেই আমরা অস্বীকার করতে পারি না। । ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ ছবি তো দেখতে একই রকম।

২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একই বাগান থেকে তুলছি । তো একই রকমই হবে। দেখেন প্রজাপতি মৌমাছিও আছে

৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৬

জুন বলেছেন: আপনার ছবি আর কবিতাই দুটো সুন্দর ।
ল্যাভেন্ডারের রংটাই আমার অনেক প্রিয় ।
আমিও গতবার এই ল্যাভেন্ডারের রেপ্লিকা কিনেছি দেখেন ছবি :)

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মাশাআল্লাহ।
জারুল রঙটা খুব প্রিয় ছিলো এখনো আছে

এই রঙের ফুল খুব ভালো লাগে

জাজাকিল্লাহ খাইরান আপি

৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

পদ্মপুকুর বলেছেন: এগুলোকে কি হাতিশুর বলে?
আপনি এবং বিএম বরকতউল্লাহ মিলে ছবি ও কবিতার নতুন একটা ধারা তৈরী করে ফেলেছেন। অবশ্য ছড়াকার বিএম বরকতউল্লাহকে দেখছিনা অনেকদিন।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না হাতিরশুঁর সাদা ফুল হয়।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

৬| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর। মৌমাছি, প্রজাপতি আর অন্যান্য কীটপতঙ্গগুলি ছবিগুলিকে অন্য মাত্রা দিয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহখাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

করুণাধারা বলেছেন: খুব সুন্দর ফুল, ছবিগুলো সুন্দর হয়েছে। ভালো লেগেছে ১,৬,১৮ এসব।

কচুরিপানার ফুলও আমার প্রিয়, যে ছবি তুলেছেন দিয়ে দেন।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ইনশাআল্লাহ একদিন দিয়ে দেব
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ

৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ছবির ফুলগুলি আমাদের এলাকায় আছে । কিন্তু নাম জানা নাই। ছবিতে খুব সুন্দর লাগতেছে

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই। আমিও এই ফুলের নাম জানি না। তবে খুব সুন্দর লাগে

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৯| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮

ঢুকিচেপা বলেছেন: ফুলগুলো খুবই সুন্দর হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

১০| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: বেগুনী রঙ টাই সব সময় মন কাড়ে।
সুন্দর লেখা আপু।

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও পছন্দের কালার
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪০

রামিসা রোজা বলেছেন:
অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো । ওইখানে এই ফুলের
নাম কি ? ল্যাভেন্ডার এর চেয়ে আমাদের দেশীয় বনজ
ফুলের সৌন্দর্য কোন অংশে কম নয় ।
অনেক ভালো লাগলো আজকের ছবি ব্লগ ।

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ফুলের নাম জানি না আপু। গ্রামেরও কেউ জানে না। তবে খুবই সুন্দর

সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:০২

ডঃ এম এ আলী বলেছেন:


বাংলাদেশী ল্যভেন্ডার , ফুলটির ভাল নাম দিয়েছেন । তবে
নামটিকে ব্যালেন্ডার নামে সংক্ষেপিত করা যায় ।
এই ফুলে বেশ গন্ধ থাকে যার কারণে মশা দূরে থাকে।
এজন্য বাড়ির দেয়ালের কাছ ঘেঁসে লাগানো যায় ।
ফুল শুকিয়ে চায়ে দিয়ে খায় অনেকে।
এছাড়া এর ফুল সস, ডেজারট ইত্যাদিতে
ব্যবহার করে থাকে অনেকে । টবেও লাগানো যায়
তেমন যত্ন করতে হয়না , সহজেই গাছ বড়
হয়ে অগনিত ফুল ফুটে ।

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমি যেগুলো দিলাম সেগুলো ল্যাভেন্ডার ফুল না । আগাছার মতই ক্ষেতে ফুটেছে । খুবই সুন্দর। আসল ল্যাভেন্ডারও খুব সুন্দর। নেটে দেখেছি ল্যাভেন্ডারের ছবি দিগন্ত জুড়ে বেগুনি আর বেগুনী কী যে সুন্দর আল্লাহর এই অপরূপ সৃষ্টি।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন হয়েছে আপনার ছবি গুলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

রানার ব্লগ বলেছেন: এই বাগানটা কোথায় ??

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মনসিংহের তারাকান্দা থানার ঢাকুয়া গ্রামে। এই ফুল কেউ রোপন করেনি। আগাছার মতই হয়েছে। দেখতে অনেক সুন্দর । ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জনও শোনা যায়। ধন্যবাদ আপনাকে

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ এবং ৪ সবচেয়ে ভালো হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাইয়া

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ভাল হয়নি তাই এই সুন্দর! ভাল হলে কি হত আল্লাহই জানেন।
কবিতা ভাল লেগেছে আপু।+++

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে অনেক দিন পর পর দেখি। আগের মত আসেন না ব্লগে কেনো/

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:

এটি কালিজিরা ফুল।



২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কালিজিরা ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর

আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

১৮| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আপনিতো ভালো ফটোগ্রাফারও দেখা যায়...

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৯| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



চমৎকার সব ফুলের ছবি। +

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
ফি আমানিল্লাহ

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ছবি তুলেছেন। লিখেছেনও ভাল। আর কবিতাও ভাল লেগেছে, বিশেষ করে শেষের স্তবকটা।
তাই ভাল লাগার প্রতীক হিসেবে কবিতায় দশম প্লাসটি রেখে গেলাম। + +
কচুরিপানার ফুলগুলোও দিয়ে দেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । সুস্থ ও নিরাপদ থাকুন এই দোয়া করি আল্লাহর কাছে
ফি আমানিল্লাহ

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৩

ফয়সাল রকি বলেছেন: বাহ, বেশ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাইয়া ভালো থাকুন

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: প্রথম ছবিটা, ফুলের ওপর প্রজাপতি বসেছে যেটায়, দেখে মন ভালো হয়ে গেলো :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার নাম দেখে ডরাইছি। হাহাহা প্রবলেমো

অনেক ধন্যবাদ ভালো থাকুন

সুন্দর ও সুস্থ থাকুন

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভালো থাকি, মাঝেমধ্যে এক্টু গেশটিকের প্রবলেম হয় আর কী!

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নামটাও তো তাই। খুবই সুন্দর পছন্দ হইছে । ধন্যবাদ আবার আসার জন্য

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫২

ফয়সাল রকি বলেছেন: আমার এক সহকর্মীকে দেখালাম ছবিগুলো, সে বললো- এগুলোর নাম সম্ভবত "বুনো পালং"! পালং-এর একটা ভ্যারাইটি!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ হতে পারে... এগুলো এমনিতেই পড়ে থাকা জমিতে হয়েছে

ধন্যবাদ ভাইয়া আবার আসার জন্য
ভালো থাকুন

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

ফয়সাল রকি বলেছেন: হুম, সে অবশ্য বলেছে- আগাছা ধরনের গাছ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগাছাই, কারণ ক্ষেতে এসব কেউ ফলায়নি। তবে অসহ্য সুন্দর যখন ফুল ফুটেছে মৌমাছি ভ্রমর ভোলতা প্রজাপতি ঘুরঘুর করছিলো

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

মলাসইলমুইনা বলেছেন: সত্যি বাংলা দেশের ল্যাভেন্ডার খুঁজে পেয়েছে আপনার ক্যামেরা ! এখানকার ল্যাভেন্ডারের মতোই সুন্দর লাগছে । কবিতাতেও ল্যাভেন্ডারের সুগন্ধ ! চমৎকার ফটো আর কবিতায় ভালোলাগা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.