নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একদিন বেড়াইতে গেছিলাম, গিয়ে দেখি একি কান্ড! (ফান পোস্ট)

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

০১।


দুই দিন আগে সন্ধ্যায় বেড়াতে গিয়েছিলাম তামীমের বন্ধুর বাসায়, দাওয়াত ছিলো। ছেলের বন্ধুর বাসা ছেলে যায় নাই, আমি আর তাসীনের বাপে গেলাম বেড়াতে। গিয়েই দেখি কালো কাঁচের ডাইনিং টেবিলে চাঁদগাজীর ট্রাক। ভয় পাইয়া গেলাম , ও মাগো অই লোক এখানে ক্যামনে আইলো। যাই হোক আগেই শুনছিলাম আপার একটা বারান্দা আছে অনেক বড়। প্রথমে ঢুকেই বারান্দা দেখতে গেছি। দেখি কী সুন্দর ডালিয়া ফুটে আছে। মোবাইলের ফ্লাস অন করে ক্লিক করলাম। কী সুন্দর ডালিয়া মাশাআল্লাহ।

খানিক বাদে তামীমের বন্ধুর মা, মানে রিনি আপাকে কল্পনার জগতে গিয়ে জিগাইলাম ও আফা
-কী আফা
চাঁদগাজী কখন আইলো ট্রাকটর চালাইয়া,
-ওহ্ উনাকে দাওয়াত দিছিলাম। আফনে আইবেন শুইনা উনি না করলো না। ভাবছিলাম বিমানে আইবো, ওমা দেখি সেই ঐতিহাসিক ট্রাকটর চালাইয়া আসছে। কী আর করা! ট্রাকটর তো আর নিচে রাখা যায় না, মাইনষে কী কইবো। তাই ছুঁ মন্তর ছুঁ যাদু মন্তর করে মগে বন্দি কইরা টেবিলে রাখছি।

আচ্ছা আফা, উনি কই লুকাইছে দেখতাছি না।
-আর কইয়েন না, উনার মুখের তিতা কথা শুইনা উনারেও রাইস কুকারে ঢুকাইয়া রাখছি। আফনাদের সাথে গল্প শেষ হোক তারপর বাইর করমু!
আরে আফা বয়স্ক মানুষ শ্বাস কষ্ট হইবো তো!
-সাথে ইনহেলারের ডিব্বা দিয়া দিছি, কিস্যু হইবো না, ভাইবেন না। উনারে আমজনতার সামনে খোলা রাখলে বাধ্য হইয়া ব্যান করতে হইবো, নাইলে জেনারেল বানাইতো হইবো। মুখের ভাষার ঠিক নাই। উনার রসবোধ হক্কলতে বুঝতো না। তাসীনের বাপে না আবার গলা টিইপা ধরে। মেহমান মানুষ থাকুক রাইস কুকারে কিছুক্ষণ। খাওয়েনের সময় বাইর করমু।

না আফা, উনি হইলেন নারিকেলের মতন। উপরটা শক্ত, কিন্তু ভিতরটা টলটলে স্বচ্ছ জল হাহাহাহা!
-হুনেন আফা, সব সময় নারিকেল হওয়া ঠিক না। মাইনসে ভিতর দেখে না এখন, উপরের কুষ্ঠ কাঠিন্যটাই দেখে বেশী। এমন নিরামিষ মানুষ, কথা কইলেই যেন মাইনসের মনে বোম ফুটে।

তো উনারে নরম করতে একটু রাইস কুকারের সুইসটা ছাইড়া দেন আপা, এক্কেরে ভাতের মত নরম, টিপ দিলেই গইলা যাইবো, মুখ দিয়া মধু বাইরইবো কইলাম!
-হাছা কথা কইছেন, এবার একটা শিক্ষা দিয়াই দেই। চলেন পাঁচ সেকেন্ড সুইস ছাইড়া রাখি, দেখি কী অবস্থা হয় হাহাহা।

২। এই সেই ঐতিহাসিক ট্রাকটর :) কী সুন্দর না



কল্পনার জগত থাইকা বাইর হইয়া দেখি আফায় নাস্তা টাস্তা রেডি করছে। কিন্তু দুঃখের বিষয় হইলো। তাসীনের বাপের লাইগা সবতার ফটো তুলতে পারি নাই। আপা যেই নাস্তা আনলো আমি ভাবলাম মোবাইল অন কইরা টিপ মারমু, ওমা বদ মোবাইলের ফ্লাস অন ছিলো। তো আর কী, তাসীনের বাপের বড় বড় চোখ। তারপরও একটু আধটু ক্লিকাইছি। বিশেষ কইরা চাঁদ মামুর ট্রাকটরটা ভালা কইরা তুলছি হাহাহা।

০৩। আপা নাস্তা দেয়ার সময় ক্লিক মারছি আর ফ্লাসের আলোয় তাসীনের বাপের চোখ ছানাবড়া হাহাহা



০৪। আপার বাসার চাদরখানা মাশাআল্লাহ। অনেক সুন্দর। এপ্লিকের কাজ করা ।



০৫। এককোনা চায়ের ছবি কিন্তু চা উঠে নাই কাপ উঠছে। ইতা কিছু হইলো, শান্তিমত ফটো তুলন যায় না হুহ



০৬। সামনেই খানাদানা। কিন্তু তাসীনের বাপ বসা। অবশেষে তার হাতটাই তুইলা আনছি হাহাহা


ইহা একটি টেস্ট পোস্ট। জানি না প্রথম পেইজে আসবে কিনা।

মনে বড় দুঃখ আমার, মনে বড় দুঃখ
জেনারেল বানাইয়া মডুব দুঃখ দিলো সুক্ষ :(

সবার দোয়া কামনা করি। আর ক্যাচাল পোস্টে মন্তব্য করতাম না প্রমিজ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০

জুল ভার্ন বলেছেন: দোয়া করলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন পাশেই থাকুন ফি আমানিল্লাহ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

এম ডি মুসা বলেছেন: সুন্দর পোস্ট

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: বোন এটাকে ট্রাকটর বলে। ট্রাক নয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ জানি তো । কোনো জায়গায় ট্রাকটরও লিখছি ভাইয়া
ধন্যবাদ আপনাকে

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০০

এম. হাবীব বলেছেন: মজা করতাছেন করেন; ভালই লাগছে। কিন্তু পাঁচ মিনিট পরে মনে কইরা চাঁদগাজী ভাইকে রাইচ কুকার থেইক্যা বাহির কইরেন :D
ফান ভালোই হয়েছে, প্রথম দুটো অসাধারণ ক্লিক...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা

আফার বাসা থাইকা আইসা পড়ছি । আফাই জানে কী করছে হাহাহাহৱ
না উনি সহিসালামতেই আছে

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ভালো করে দেখুন মগের গায়েও ট্রাক্টর লেখা আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এটা ট্রাক্টর। আমি জানি ট্রাক ভুলে লিখছি

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২২

সড়কযোদ্ধা বলেছেন: চমৎকার !

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ আউল ভাই ভালো থাকুন

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: রসবোদে আপনিও কম যান না, নতুন এক ছB আপাকে পেলাম আজ

ভাল থাকুন নিরন্তণ

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন স্বপরিবারে

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: পোস্ট তো প্রথম পাতায় এসেই গেছে। সুতরাং, আর 'নো মোর দুঃখ'!
ট্রাক্টরওয়ালা সম্ভবতঃ এখন অবধি ঘুমোচ্ছেন। একটু পরেই উঠে তিনি এ পোস্ট পড়ে খুশি হবেন, নাকি রাগান্বিত হবেন, সেটাই ভাবছি। তবে যেটাই হন, উনি একটা চমৎকার রসাত্মক মন্তব্য দিবেন, এতে কোন সন্দেহ নেই। কারণ উনি রেগে গেলেও ওনার রসবোধে ঘাটতি হয় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর দুঃখ নাই। তবে সাবধানে থাকতে হবে। উনি কখন রাগেন কখন হাসেন সেটাই বুঝার ক্ষমতাও আমার নাই ।

মন্তব্য দিয়েছেন। আসলেই আপনার কথা সহমত


জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা কামের কাম করছেন আপু !!
গাজীসাব কি নরম হইছে নাকি
রাইসকুকারে হিট খাইয়া আরো
বিগড়াইছে!! তিনি তার আজকের
লেখায় সবাইকে যে ভাবে খোঁচা
মারতেছেন তাতে তো আমার
স্ইরকম মনে হইতাছে!

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় নরম হইছে থুড়া

আমাদের সরব ব্লগার । ভালো থাকুক সব সময়।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

আমি সাজিদ বলেছেন: চাঁদগাজীতে মন্তর জন্তর করে রাইস কুকারে রাখার গল্প পড়ে হাসি থামাইতে পারতেসি না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা লিখার সময় আমারও প্রচুর হাসি পাইতেছিলো হাহাহাহা

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: চাঁদগাজী চিটাং পোয়া সুটকি খায় বেশী। দাওয়াত দিলে মনে রাখবেন। 7 :D

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাছা নি।, তাহলে শুটকির ব্যবস্থা রাখতে হবে ভবিষ্যতে

ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


সময় হয়ে গেছে, যেখানে যাবেন সেখানে ট্রাক্টর চোখে পড়বে।
আপনার ছেলের বন্ধুর মায়ের প্রেসার কুকার না থাকায় এ যাত্রায় রক্ষা হলো। অলস গৃহিনীরা রাইস কুকার কেনেন, আমি রাইস কুকার পছন্দ করি না।

মগটার ছবি দেখে ভালো লাগছে, আপনি ভালো ছবি তোলেন। এই মগগুলো আপনার ঘরের টেবিলেও ভালো মানাবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি এখনো কোনো কুকারই কিনি নি :( তবে রাইস কুকার কিনতে খুব ইচ্ছে। এর ভিতর পোলাউ সুন্দর হয় দেখলাম

আপনি রেগে যাননি দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ
সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করুন। সুস্থ ও নিরাপদ থাকুন স্বপরিবারে

মগ আছে কিন্তু ট্রাকটরের ছবি না। আমার নিজের তোলা ফটো দিয়ে একটা মগ গিফট পেয়েছি ফেসবুক হতে

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা বোঝা গেলো উচিত কথা সবারই খারাপ লাগে।পিঠ চুলকাইলে সকলেরই ভাল লাগে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি অয়..... উচিত কথা কইতে নাই
ভালো থাকুন

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

মা.হাসান বলেছেন: আপনারে মডু কি কারণে জেনারেল করসিলো বুজলাম না। তবে এখন গাজী সাবের আম্রিকান ট্রাক্টরকে বাংলাদেশি ট্রাক্টরের সঙ্গে তুলনা করা ভালো হইলো না। আপনি হয়তো আবার জেনারেল হইবেন। তবে দুঃখ কইরেন না, অনেক চেষ্টা কইরাও কেউ কেউ জেনারেল হইতে পারতাসে না।

শুধু কি দাওয়াত খাইয়া বেড়ান? নাকি মাঝে মাঝে দাওয়াত দেন ও? B:-/

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আপনার কী হইছে কন তো দেখি আগে, আজব তো এভাবে কেউ হারায়। মুক্তা আপাকেও পাচ্ছি না অনেক দিন। আপনাদের না দেখলে মন বহুত খারাপ হয় ।

একটা পোস্টে লিখছিলাম ইসলাম বিদ্বেষীরা সব জায়গায় থাকে এই কথার জন্য জেনারেল হইছিলাম। যাই হোক এখন মুক্ত আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশী ট্রাক্টর আম্রিকার চেয়ে অনেক ভালো সেটা চাঁদ গাজী ভাই ভালো জানেন।

ইন্নালিল্লাহ জেনারেল হতি চাই না ভাইা্ দাওয়াত দেই কখনো সখনো। খালি খাই না।

আপনাকে দেখে ভালো লাগলো
ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনাদের ভাত খাওয়াতে পারেনি সেদিন, ঘরে ইলেকট্টিসিটি ছিলো না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিরিয়ানি রান্না করছিলো আপা সেই রাইসকুকারে। অল্প খাইছি। গ্যাসের প্রচুর সমস্যা। হ্যাঁ কারেন্ট ছিলো তো

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপনার সাথে আমিও প্রমিজ করছি। আর ক্যাচাল পোস্টে মন্তব্য করতাম না প্রমিজ। ট্রিপল প্রমিজ


১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা ভাই বোন একতাবদ্ধ হইলাম । আর কখনো হাবি জাবি পোস্টে ঢুকতাম না। লুকাইয়া ঢুইকা পইড়া আসুম

ধন্যবাদ ভাইয়া জি

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে জেনারেল করেছে কি মহা পাপ করলেন!!!!

পোস্ট হিট।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী একটা মন্তব্য করেছিলাম তাই

যাই হোক আমি মুক্ত এখন।

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন: বাহ !চমৎকার পোস্ট। ফিরে আসায় শুভেচ্ছা রইলো।
শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সাথে আমিও প্রমিজ করছি। আর ক্যাচাল পোস্টে মন্তব্য করতাম না প্রমিজ। ট্রিপল প্রমিজ।

এই প্রমিজ রাখতে পারবেন না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ইচ্ছে থাকলে উপায় হয়।

ইনশাআল্লাহ মাহমুদ ভাইও যাবেন না আমার মতন

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: চাঁদ্গাজী দেখি ব্লগ এবং ব্লগের বাইরেওস মান গরম! B-) আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা উনি সব জায়গাতেই হিট

অনেক ধন্যবাদ গ্যাসট্রিকের প্রবলেম ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০০

নীল আকাশ বলেছেন: আফনে জায়গায় মতো টাইম বাড়াইতে পারেন নাই দেইখাই জেনারেল হইছেন মনে হইতাছে।
রাইস কুকারে ভাল মতো সিদ্ধ করতে মিনিমাম আধা ঘন্টা লাগে। এত্ত দিন রান্না বান্না কইরা রিনি আপা এইডাও জানে না।
এই দুস্ক রাখি কই?

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হইতেও পারে। আর ক্যাচাল পোস্টে ঢুকতামই না। বিপদে পড়লে কেউ সাথে থাকে না। বাপরে আধাঘন্টায় তো উনি গলে জল হয়ে যাবেন হাহাহা। রিনি আপা কৃষ্টি ব্যাংকে জব করেন। এসব বিষয় অজানা নয় হয়তো।

অনেক ধন্যবাদ নীল ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২১

মেহেদি_হাসান. বলেছেন: আপনার রসবোধ ও কম না, কল্পনাশক্তিও ভালো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: সামুতে জেনারেল হওন ভালা। একখান যোদ্ধা যোদ্ধা ভাব আহে। একসুমইয় মডুরা আমার সাথে বহুত এই খেলা খেলতো। তহন টুপি পৈরালাইতাম। আপ্নের পুস্ট হাইস্যরসাত্মক হইছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কিন্তু আমি জেনারেলের যোগ্য না। জেনারেল হয়ে অনেক কষ্ট পাইছি। আপনি হয়তো এখন ক্যাচালে থাকেন না বেশী তাই এই সুযোগ হারাইছেন।

অনেক ধন্যবাদ হামা ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ছবিগুলি সুন্দর লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২

পদ্মপুকুর বলেছেন: কার জানি পোস্টে আপনার মন্তব্যে দেখলাম লিখেছেন- 'রসকস দিয়ে লিখতে চান কিন্তু পারেন না' এই টাইপের..... হায় ঈশ্বর! এই যদি রসকসহীন লেখা হয়, তাহলে আপ্নের রসকস দেয়া লেখার দরকার নাই :-B অন্যদিকে যেই লেখাগুলোকে আমি রসালো হয়েছে বলে মনে করি, সেইগুলার মন্তব্যে মাইনষেরে বইক্যা, অনুরোধ কইরা, হাত-পাও ধইরাও বুঝাইতে পারিনা যে এইটা ঐরাম লেখা... সবই কপাল! :(

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: একি শুনাইলেন। সত্যিই রসকসে ভরপুর হইছে। তাহলে সাহস পেলাম । পরের বার এমন গল্পনামা লিখমু আশা করি ইনশাআল্লাহ। হাহাহাহাহাহাহা রসকস লেখাও মানুষ সিরিয়াস ভাইবা নেয় কি আর করার আছে

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন পদ্ম

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট পড়তে ভালো লেগেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদ ভাইয়া। কৃতজ্ঞতা রইলো
সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করি

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহারে পোস্টে রস-কস-সিংগারা-বুলবুলি সবই আছে। আমার বনি কেন-কেমতে জেনারেল অইল। মডারেট ভাইদের কৃপা কামনা করছি বনিরে মিনারেল বানাই দেওনের লাই।

শুধু মজাই মজা।ব্যাপোক মজা :P পাইছি । পেরতম ত আমিও মাথা গুলাইয়া ফেলছি ঐতিহাসিক ট্র্যাক্টর কেমনে গেল ঐখানে ।পরে দেহি আসলে হুদা মজাই মজা।ভালই অইছিল ট্র্যাক্টররে রাইস কুকারে ঢুকানোতে তবে ভাত অইল না ইডাই ব্যাপোক :(( দুঃক্ষ।

আমরা মনে হয় ব্লগার রাজ্যে ট্র্যাক্টর একটা ঐতিহাসিক ব্র্যান্ড (চিহ্ন )।যে কোন ব্লগারই কুতাও ট্র্যাক্টর দেখলেই একজনের কথাই মনের আয়নায় ভাইসা উডে। সাথে সাথে ডরও লাগে দিবনে চাপা দিয়া এই টেনশনে।তার পরেও ট্র্যাক্টর বেচে থাকুক যুগ যুগ ধরে কারন অল্প সময়ে অধিক জমি চাষ করতে এর জুড়ি নাই আর ট্র্যাক্টর জমি চাষের সাথে সাথে আগাছা গুলিও ভালভাবে বিনাশ করে থাকে।

আর তাসিনের বাপের খালি হাতটাই দিলেন ,পুরা মানুষটা নাই করে দিলেন বোন,ইডা কেমন অইল কইনচেন দেহি।তবে তাসিনের বাপের হাতের ছবিটায় একটা জিনিষ খুইজা পাইছি আমি। লকডাউনের আগে আমার ইরকম B-)) ইকটা শার্ট নিখোজ অইছিল তয় ঐডা এডাই সেটা নয় তয় ইরকমই কালার। ইডা নিয়া একটু টেনশনে আছি। কেমনে কি অইল এই ভেবে।

আর সবগুলি ছবি সেইরকম অইছে সাথে সাথে পোস্টে+++।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন সেফ আছি ভাইয়া। যাই হোক আর কিছুতেই কোনো পোস্টে সুন্দর আর ধন্যবাদ ছাড়া কমেন্ট করতাম না।
আমিও অবাক হইছিলাম এই ট্রাক্টর দেখে, ঐতিহাসিক ট্রাকটর সকলেরই চেনা এবঙ চাঁদ গাজী ভাইকেই স্মরণ হইছিলো তখন।

একদম ঠিক, এই ট্রাকটর রাস্তায় চললেও সবাই চাদ ভাইরেই দেখবে হাহাহা।

তাসীনের বাপের যে রাগ, টের পাইলে বকা দিতো। আর বলতো কত আদিকলা হাহাহা।

মনে হয় তাসীনের বাপেই নিয়ে আসছে, আমি জানি না এই বিষয়ে আমারে জড়াইবেন না এসবে :)

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪১

সোহানী বলেছেন: ছবি আপুরে তোমার পোস্ট পইড়া হাসতে হাসতে অজ্ঞান। যাক্ অনেক পরে এ পোস্টে ঢুকে চাঁদগাজি ভাইয়ের মন্তব্য সহ উত্তর পাওয়া গেল। বেশিক্ষন যে সিদ্ধ করেন নাই আপনার আপা বুঝলাম। তাহলে আরো আগেই চাঁদগাজি ভাইরে পাইতা।

কিন্তু তোমারে ব্যান করছে!! কেমনে কি!! একটু বিজি আছি তাই ক্যাচাল ম্যাচাল পোস্ট দেখি নাই।

চমৎকার ফান পোস্টে ++++

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আফা এমন সিদ্ধ হইলে আর পাইতাম না। যাই হোক চাঁদ গাজী ভাই রাগ করেননি। উনার পোস্ট ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।

একটা মন্তব্য করেছিলাম নকীব ভাইয়ের পোস্টে, সেটার জন্য । এখন সেফ আছি
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

কবিতা ক্থ্য বলেছেন: চাঁদগাজী ভাইকে বেশী ঘাটানো কি ঠিক হইলো?
বুলেটের গুল্লি কিন্তু মিস হয়না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডরাই না। গুলিও লাগবে না। অনেক ধন্যবাদ ভালো থাকুন

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

রামিসা রোজা বলেছেন:
অনেক ধন্যবাদ ছবি আপাকে মজার একটি পোষ্ট লেখার
জন্য । আমি যদি কোথাও ট্রাক্টর দেখি তখন আমারও
চাঁদগাজী ভাইয়ের কথা মনে পড়ে ।
সত্যি লেখাতেই সবাই উপভোগ করছে ও চাঁদগাজী ভাইয়া
খুশি হয়েছেন সেটা দেখেই ভাল লাগছে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি আপনাকে খুঁজেছি । ভাবলাম কিরে আপা কই । আমার পোস্টে দেখতেছি না। কেউ কয়েকদিন না এলে চিন্তা লাগে।

মুক্তা আপাতো আসলেনই না :( মা হাসান ভাই এসেছেন আলহামদুলিল্লাহ

সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত। জাজাকিল্লাহ খাইরান আপি

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪০

ঢুকিচেপা বলেছেন: আফা আন্নে তো ভালুই রম্য লিকতি পারেন!!!!!!!!!!!
এরপর থিক্ক্যা তাসীনের বাপের চোখে কালা চশমা লাগাই দিবেন, চোখ বড় বড় করলেও টের ফাইতেন্না

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা এটাকে রম্য বলে মাশাআল্লাহ খুবই খুশি হইলাম

হাহাহা কালো চশমা লাগাইতেই হবে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আহারে!! এই সুন্দর মগটা সবার টেবিলে টেবিলে দেয়া যায় কি না - জাতি জানতে চায়! !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আসলেই । এই মগ এখন ইতিহাসের পাতায় থাকবে

ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.