নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
বসন্ত মানেই যেন বুকের ভিতর ফুরফুরে সুখের হাওয়া। ফাগুন মানেই লাল কমলা সবুজ পাতা। বসন্ত মানেই ঝরা পাতাদের মেলা রাস্তার উপর । ফাগুন মানেই ধুলো উড়ার প্রহর। বসন্ত মানেই দমকা হাওয়া বয়ে যাওয়া দেহমনের উপর। বসন্ত ফাগুন এ নিয়ে হাজার খানেক কবিতা লিখা যায়। লিখা যায় একশত দুই গল্প। ফুল ফুটা দিন, হাজারো রঙের পাপড়ি মেলা প্রহর আমার। শুধু ভালো লাগার দিন। ভালোবাসার দিন। সময়ের অভাবে বেশী কুস্তা লিখলাম না বন্ধুরা । আসলেই সময় বের করতে পারি না ব্লগ কিংবা নিজস্ব হাবিজাবি কাজের জন্য। কেমন করে যে বেলা বয়ে যায় টেরই পাই না। যাই হোক বসন্ত বয়ে যাক সবার মনের উপর। সুখী হও বন্ধুরা থুক্কু মানবকুল।
=আবোল তাবোল=
নিত্যদিনই ভালোবাসি
আকাশ মাটি চন্দ্র তারা
পাহাড় পর্বত পানি বায়ূ
ঐ যে দূরে পর্বত খাড়া।
ভালোবাসি মানুষগুলো
ফুল পাখিদের বাসি ভালো
প্রজাপতি ফড়িং ভ্রমর
জোনাকপোকার মৃদু আলো।
কৃষ্ণচুড়া পলাশ শিমুল
রঙ বসন্ত ভালোবাসি
শিশির ঝরা দূর্বাঘাসের
শিশু বুড়োর মুখের হাসি।
কাশের বনের সাদা ফুল'রা
ভালবাসার বিছায় চাদর
পাপড়ি ছুঁয়ে চোখে গালে
বুলায় যেনো নরম আদর।
সকাল দুপুর সন্ধ্যা দুপুর
ভালোবাসি তপ্ত রোদ্দুর
চুপটি পরে পায়ে নুপুর
ভালবাসি জীবন যদ্দুর।
ভালোবাসি ভালোবাসি
প্রতিদিনই ভালবাসি
স্বপ্নে ভাসি মোহে ডুবি
রঙিন ধরার রঙ্গে ভাসি।
(১৪-০২-২০১৭)
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
১২।
১৩। বসন্ত এসে গেছে বন্ধু, বসন্ত তো এসেই গেলো,
দেখো পাতায় পাতায় বইছে হাওয়া এলোমেলো,
মন বাগানে ফুটুক তোমার প্রেম ফুল,
ভালোবাসি দিয়ে বলে, করো নাকো ভুল।
১৪। হিমুদের বসন্ত কী আর ফাগুন কী, কেটে যায় একলা একা,
হিমুরা ঝরে পড়ে নিরবে, প্রেমের সাথে করে না দেখা,
হিমুরা স্বাধীন, হলুদ পাঞ্জাবী গায়ে,
ঘুরে বেড়ায় পথ হতে পথে বনারণ্যের ছায়ে।
১৫। ভালোবাসা অথবা ফাগুন বসন্ত সে তো একদিনের নয়,
ভালোবাসা মানে একে অন্যের প্রতি রইতে হয় বিনয়,
ভালোবাসা পেতে, দিতে তবে কেন করতে হবে অনুনয়;
মনের সাথে মিললে মন, তবেই বাড়ে ভালোবাসা, প্রণয়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৪, ৬, ১০ ও ১৫ বেশী ভালো লেগেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: সবগুলোই কি আপনার ক্যমেরায় তোলা ? দারুন হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। মোবাইল ক্যামেরা দিয়ে তোলা
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা এবং ছবি দুটিই ভাল লেগেছে।তবে আমি যেমন সেকেলে কবিতাটাও হয়েগেছে অনেকটা আমার মতো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নুরুল ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক
আমিও সেকেলে, তাই আমার সব লেখাই সেকেলেই হবে। করার কিছু নাই। একেলের টা আমার প্রজন্মরা পূর্ণ করবে নে
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২
ওমেরা বলেছেন: ফটো গুলো চমৎকার কবিতাটাও সুন্দর হয়েছে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: ছবি তলার পর কি ছবি এডিট করেন?
প্রতিটা ছবিতে 'লাইট' ব্যবহার চোখে লাগছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না তেমন এডিট করি না। ফুলের কালারই এমন। ধন্যবাদ
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬
কালো যাদুকর বলেছেন: এত ফুল বসন্তে হয়। এর মধ্যে শুধু জবাকেই চিনি।
১৪ নং টি অনেক ভাল হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন সব ব্যস্ততা ফেলে, শহর জুড়ে হেটে বেড়াবেন। দেখতে পাবেন কত ফুল যে ফুটে থাকে এই বসন্তে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৭
রামিসা রোজা বলেছেন:
ভালোবাসা অথবা ফাগুন বসন্ত সে তো একদিনের নয়,
ভালোবাসা মানে একে অন্যের প্রতি রইতে হয় বিনয়,
ভালোবাসা পেতে, দিতে তবে কেন করতে হবে অনুনয়;
মনের সাথে মিললে মন, তবেই বাড়ে ভালোবাসা, প্রণয়।
---- চমৎকার কিছু কথা ।
বাসন্তীক শুভেচ্ছা রইলো ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭
ঢুকিচেপা বলেছেন: সব সুন্দর ছবির মধ্যে 10 নম্বরটা দারুণ..........
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪
ফয়সাল রকি বলেছেন: ফার্স্ট হইছি