নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি আমায় কিছু শব্দ দিয়ো=

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮



©কাজী ফাতেমা ছবি
=তোমার জন্য কবিতা=
না, তুমি আমাকে পৃথিবী দিয়ো না,দিয়ো না আকাশের নীল
তার চেয়ে তুমি আমাকে কিছু শব্দ দাও,
যে শব্দের ঢেউয়ে সুখে ডুবে ভেসে অনায়াসে
লিখে দিতে পারি শুধু তোমার জন্য একটি কবিতা।

যে শব্দের পিঠে চড়ে যেতে পারি
কোনো এক অচীন কবিতাপুরী,
যেখানে নৈ:শব্দের বুননে এঁকে দিতে পারি একটি কবিতা,
যে কবিতার সুর অনুরণন বুকে বাজবে তোমার।

না, তুমি আমাকে শুষ্ক ধুঁধু মরুভুমি দিয়ো না
দিয়ো না মরিচিকা প্রেম, যেখানে হাত বাড়ালেই বিভ্রম;
তবে তুমি আমাকে একটা সমুদ্দুর দিতে পারো,
সমুদ্দুরের ফেনিল জলরাশির উপছানো জোয়ারে
পা ছুঁলেই আমি পেয়ে যাবো মুগ্ধতার হাজার শব্দ
যে শব্দ দিয়ে আমি বুনে দিতে পারবো
কেবল তোমার জন্য একশত দুই কবিতা।

নদী দিতে পারো, তবে নির্ঘুম রাত দিয়ো না আমায়
দিয়ো না একলা থাকার কষ্ট;
যে রাত কেবল হাঁসফাঁস, ঘড়ির টিকটিক
নষ্ট কলের টিপটিপ, ইঁদুর বিড়ালের লুকোচুরি খেলা
এসব ভয়ানক রাতে কী আর কবিতা লিখা যায়....
তুমি আমায় দিয়ো, স্বপ্নঘোর একটি রাত্রি
যে রাত্রির বুকে মাথা রেখে স্বপ্নপুরীতে নিশ্চুপ বসে
লিখে যেতে পারি তোমার নামে প্রেমের হাজার কবিতা।

স্বর্গ নয় নরকও নয়, আবার পাতালও নয়
তুমি আমায় একটি শুভ্র মেঘভর্তি আকাশ দিয়ো
দিতে পারো ঝরা পালক অথবা একটি রূপালী শশি;
মেঘের ভেলায় তোমায় নিয়ে উড়বো ইচ্ছে ডানায়
বন্ধ চোখে তোমার জন্য বুকের বামে লিখে রাখবো
ভালোবাসার শত ছন্দময় কবিতা।

অথবা তুমি পাখি হয়ো আমার জন্য,
তোমার নরম পালক স্পর্শে আমি সুখ শিহরণে কেঁপে
তোমার ঠোঁটে লিখে দিতে পারি আঙ্গুল ছোঁয়ায়
একশত লক্ষ কবিতা।

তার চেয়ে ঢের তুমি দোয়েল অনুনয় দাও আমায়
দাও স্নিগ্ধ অনুভব, এক রতি ভালোবাসা আর
নাটাই ছেঁড়া ঘুড়ি স্বাধীনতা, তুমি সু কামনাও দিতে পারো;
দিতে পারো একশত এক চিঠি আমার নামে.....
উত্তর চিঠির উত্তরে আমি লিখে দেবো অন্ত্যমিল,
তাললয়হীন কেবল ভালোবাসার অনুভূতির আঁচরে
তুমি শিরোনামে মাত্র একান্নটি কবিতা।
(মে ২২, ২০১৯)

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভূতি কবি আপু

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

জুন বলেছেন: প্রথম ভালোলাগা ফাতেমা । অনিন্দ্য সুন্দর অনুনয়ময় কবিতায় মুগ্ধতা রেখে গেলাম ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। প্লাস ও সুন্দর মন্তব্য অনুপ্রেরণা মূলক
ভালোবাসা রইলো
ভালো থাকুন

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



৬০ লাখ বিবাহিত বাংগালী প্রবাসে থাকেন, দেশে তাদের স্ত্রীদের রজনী কাটে একেলা, সেলফোনটাই সাথী; তারা মনে হয়, আপনার কবিতাটা পছন্দ করতেন; কেহ একলা থাকতে চাহে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একলা থাকা আসলেই কষ্টকর। আমি এক রুমে একা বিছানায় কখনো শুতে পারি না। কেন জানি অনেক ভয় লাগে। পুরো রাত আর ঘুম হয় না। একা থাকা ভয়ংকর আমার জন্য।

কিন্তু ছেলেরা একলা থাকে কেমনে কে জানে।

অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাইয়া
ভালো ও সুস্থ থাকুন দোয়া করি।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ, সুখপাঠ্য কবিতা..
ভালো থাকবেন...

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আমার ছোট ভাইয়ের নামও নয়ন। অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: কষ্ট গুলো কষ্টতেই মিশে যায় অবিরত

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্টগুলো কষ্টতেই মিশে যায় , ইহাই সত্য :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬

নেওয়াজ আলি বলেছেন: তুমি আমাকে শব্দ দাও যে শব্দে জগত বিখ্যাত সাহিত্য সৃষ্টি হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮

রাবেয়া রাহীম বলেছেন:
ও ছবি আমিও তোমার মতন একলা ঘরে ঘুমাইতে পারিনা । ভয় লাগে । এটা নিয়ে সবাই খুব মজা পায় ।

কবিতার কথা পছন্দ হইসে । আহারে ! যদি চাওয়ার গুলোর সাথে পাওয়ার মিল থাকত তাহলে সবার জীবনে আনন্দ ভরে উঠত ।

কষ্ট নামটাই দুনিয়াতে থাকত না ।

ভালবাসা ছবি ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা বুবু কী যে সমস্যা । চাকুরীর শুরুতে বড় বোনের বাসায় ছিলাম প্রায় দেড় বছর । একটা রাতও ঘুমাইনি ভালো মত :(

অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক বুবু

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮

মা.হাসান বলেছেন: আমি ব্যাংকে চাকরি করলে টাকা লইয়া আসতাম, রাতে ঘুম না হলে টাকা গুনতাম। মন ভাল হয়ে যায়। কি সব শব্দ টব্দ খুঁজতাছেন। একটা ঢোল কেনেন, অনেক শব্দ পাবেন।

আমার ফেচবুক নাই। খুলতে গেছিলাম, ফটো চায়। ফটো দেয়ার পর মেসেজ আসছে- এই ফেস লইয়া ফেসবুকিং করিতে চাস? শখ তো কম না। :-< আমি আর দ্বিতীয় চেষ্টা করি নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরান টাকা না নতুন টাকা? পুরান টা গুনলে খবর আছে। হাহাহাহা দফ কিনমু, ঢোল চলবে না।

আমার আন্ডা বাচ্চা পোলাপান মোবাইল নাম্বার দিয়া ফিসবুক খুইলা লাইছে আর আপনি ইতা কিতা কন...। হইতো নো। মানি না মানবো না। ইহা কঠিন কাজ না কিন্তু।

দ্বিতীয় চেষ্টায় সফল হবেন ইনশাআল্লাহ

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইচ্ছেগুলো ভালো।সুন্দর গুছিয়ে লিখেছেন।ভাবনাগুলো কবিদের কাছেই ধরা দেয়,অন্যরা হাজার চেষ্টা করলেও পারবেনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। ভালো থাকুন । স্বপরিবারে সুস্থ ও নিরাপদ থাকুন
ধন্যবাদ অনেক অনেক

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর হয়েছে কবিতা , পাঠে মুগ্ধ ।
এই কবিতার শেষ লাইনটির সাথে
ছন্দময়ীর বিচিত্র ভুবন নামে ২০১৬
সনে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থে
থাকা কবিতা সংখ্যার একটি
কাকতালীয় মিল দেখা যায় ।
সে গ্রন্থে মোট ৫১টি কবিতা আছে।
নীচের স্ক্রীন শটে দেখতে পারেন,
সুচীপত্রে থাকা শেষ কবিতাটির নম্বর ৫১।



ভাল থাকার শুভ কামনা রইল

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বাহ্, আপনার কবিতার বই একটা পেতে চাই । কিন্তু কিভাবে?

খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান।

আমার আগেই আপনি একান্নটি কবিতা লিখে ফেলেছেন

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

ঢুকিচেপা বলেছেন: দারুণ হয়েছে আপু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ভাষা অতি মিষ্টি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৯

সোহানী বলেছেন: ভালোলাগা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৪

স্প্যানকড বলেছেন: কেউ কথা রাখে না ! ভালো হইছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৬

কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা
ভালো থাকুন
পাশেই থাকুন
ফি আমানিল্লাহ

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০০

নতুন নকিব বলেছেন:



কবিতা না পড়লেও শুধু তুমি আমায় কিছু শব্দ দিয়ো নামটা পড়লেও ভাল লাগে। শ্রুতিমধুর এই নামটা থেকেই কাব্যময় একটা দ্যোতনা ছড়িয়ে পড়ে। কবিতা খুব একটা লেখা হয় না ইদানিং। বলা চলে ছেড়েই দিয়েছি।

শুভকামনা জানবেন। +

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য, অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান নকিব ভাইয়া
আল্লাহ তাআলা আপনাকে আর আপনার পরিবারকে ভালো সুস্থ ও নিরাপদ রাখুন
ফি আমানিল্লাহ।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: সুন্দর!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ জুলভার্ণ
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় আপা।
শুভ সকাল। আশা করি ভালো আছেন।
মাশায়াল্লাহ। মুগ্ধতা নিয়ে পাঠ করলাম।
লাইক। ভালো থাকবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনি কেমন আছেন
আল্লাহ ভালো রাখুন স্বপরিবারে

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

নাটাই ছেঁড়া ঘুড়ি যার নাই কোনো পূর্ণতা
এখানে সেখানে পড়ে খায় শুধু গুঁতা!

শুভেচ্ছা জানাই অবিরাম, ভাল থাকবেন আপু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা, আসলেই, গাছের উচু ডালে আটকা পড়লে তো কথাই নেই বিপদ আর বিপদ

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

মিরোরডডল বলেছেন:




মন ছুঁয়ে যাওয়া কবিতা ছবিপু ।

আমি কিন্তু তোমার উল্টোটা ।
একা থাকতে আমি এতোটাই স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি বেশীক্ষণ মানুষের মধ্যে থাকতে পারিনা ।
এটা আসলে যার যেমন অভ্যাস ।
বন্ধুদের সাথে আড্ডা, ঘুরে বেড়ানো সবই চলছে কিন্তু এন্ড অভ দ্যা নাইট আই লাভ টু বি অল অ্যালোন ।
নিজের শেলের ভেতর এসে ঢুঁকে যাই । বেশীক্ষণ কোম্পানি লাইক করিনা ।
ছবিপু আমি মানুষ ভালোবাসি , তাই মানুষ থেকে দূরে থাকি :|




২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: একলা থাকাও মন্দ না। অযথাই মানুষের সাথে বন্ধুতা করে গীবন ছড়ানো বদনাম। হিংসা ঈষার্র চেয়ে একলা থাকাই ভালো নিজের মত করে। মাজে মাঝে একলা থাকতে চাইলেও তাসীন তামীমের জ্বালায় পারি না। দুই বেটা এমন ভাবে ঝাপটে ধরে থাকে। নিজের মত বা নিজের কষ্ট নিয়ে ভাববারও সময় থাকে না।

মানুষ থেকে দূরে থাকা ভালো না আবার খারাপও না। আপনজনদের সান্নিধ্যে থাকলে অনেক কষ্ট কমে যায়।

অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.