নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ সেই ভয়াল ২৫ ফেব্রুয়ারি=

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৪



©কাজী ফাতেমা ছবি
=আজ সেই পিলখানা হত্যা দিবস=
ঘটে যায় ঘটনা আকষ্মিক, প্রস্তত ছিলো না কেউ
নির্দয় বিদ্রোহীরা ঝাপিয়ে পড়েছিলো সহসা, রক্ত খাবে শুষে,
মুর্হুমুহু গুলি বিডিআর সদর দপ্তরে, সেই ২০০৯
মেঝেতে রক্তের বন্যা, আহাজারি কান্নার ঢেউ;
ভাবেনি কেউ মৃত্যুদূত দুয়ারে খাড়া,
আহা সেই পিলখানা ভাবলেই উঠে গা শিউরে,
কী জানি কী কারণে বিদ্রোহীরা বুকে ষড়যন্ত্র রেখেছিলো পুষে।

জওয়ান বিদ্রোহীরা অস্ত্রসাজে সজ্জিত,একেকজন মৃত্যুদূত হয়ে উঠে
কেড়ে নেবে প্রাণ, বুকের বামে পাথর পুষে এগিয়ে যায় সম্মুখ,
নির্বিচারে ছোঁড়া গুলি ভেদ করে বুকের পর বুক,কত স্বপ্ন যায় নিমেষে টুটে
চিরতরে ঘুমায় সম্মানের মুকুট পড়া একেকজন কর্মকর্তা;বাহিরে স্বজনরা
খবর জানতে হয়ে রয় উন্মুখ।

মাটি খুঁড়ে লাশ পুঁতে রেখে বিদ্রোহীদের উল্লাস,আজও ভাবলে বুক উঠে কেঁপে
এত রক্ত ঝরিয়েও হয়নি ক্ষান্ত ওরা,হয় লুটপাট ভাংচুরে লিপ্ত,
নিজ ভবিষ্যত, কী হবে পরিণতি, কোন পথে যাবে শেষে,নেয়নি সে পথ মেপে;
গণকবরে শায়িত স্বপ্নহীন চোখ নিয়ে আজও কর্মকর্তারা তাকিয়ে যেন বলছে ওরা,
কী কারণে জোয়ানরা হয়েছিলো এতটাই ক্ষিপ্ত,
কোন্ সে হেতুতে স্বপ্নগুলো নিমেষেই করে দিলো গুঁড়া!

ভুলিনি সেই মর্মান্তিক হত্যা কাহিনী,আজও মনে জাগে ভয় শিহরণ
রক্তে ভেজা ঘাস শুকিয়েছে, নতুন গজিয়েছে, যায় নি সে দাগ অন্তর থেকে
আজ সেই ভয়াল ২৫ ফেব্রুয়ারি, আজ সেই বিভৎস ক্ষণ
সেই হত্যাযজ্ঞ সেই কু ক্ষণে যারা নিজেদের অজান্তেই করেছিলেন মৃত্যুবরণ;
যারা দিয়েছিলেন নির্বিচারে প্রাণ,জান্নাত হোক নসীব,
শ্রদ্ধাভরে আজ তাদের করছি স্মরণ।
(২৫-০২-২০২০)



মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: কত বিচার হচ্ছে অথচ সাগর আয় রুনি হত্যা এবং ৫৭জন সেনাবাহিনী হত্যার বিচার আজও হলো না। বিচার তুমি কাঁদো আকাশপানে চাহিয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুধু কী সাগর রুনি, তনু রাজন সহ আরো কত হত্যাকান্ড ঘটলো কোনটারই বিচার হলো না আফসোস

একটা দৃষ্টান্তমূলক বিচার হলে আর এমনটি হতো না

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

নীল আকাশ বলেছেন: বিনম্র চিত্তের এদের স্মরণ করছি। দেশে একদিন ঠিকই এই নৃশংস হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হবে। শেষ বিচারের মালিক আল্লাহ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিচারের মালিক আল্লাহ। এই দুনিয়ায় আর বিচারের আশা করা যায় না :(

জাজাকাল্লাহ খাইরান

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: গা শিউরে উঠছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ভয়ঙ্কর সময় ছিলো তখন।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


@নীল আকাশ ও @কাজী ফাতেমা ছবি,

আপনরা বলছেন, শেষ বিচারের মালিক আল্লাহ; আল্লাহের ইচ্ছার বাহিরে কি এই ঘটনা ঘটেছিলো? আল্লাহের কন্ট্রোলের বাহিরে কি কিছু ঘটে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আল্লাহর ইচ্ছাতেই দুনিয়া চলে। আল্লাহর পরীক্ষায় কেউ ফেইল কেউ পাশ।

ধন্যবাদ ভালো থাকুন

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " না আল্লাহর ইচ্ছাতেই দুনিয়া চলে। আল্লাহর পরীক্ষায় কেউ ফেইল কেউ পাশ। "

-এই ভয়ংকর হত্যাকান্ডও "একটা পরীক্ষা"? আপনাদের ভাবনাশক্তি খুবই নীচু মানের হয়তো; এই ধরণের পরীক্ষা তো একটা সামান্য মানুষও করতে চাইবে না; সেটা আপনি ও নীল আকাশ আল্লাহের উপর চাপিয়ে দিচ্ছেন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি যা মনে করেন তাহাই ।
ভালো থাকুন

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

করুণাধারা বলেছেন: এতবড় অন্যায়ের বিচার হবেই।

সকল শহীদদের জন্য মাগফিরাত কামনা, তাদের প্রিয়জনদের জন্য সমবেদনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যায়ের শাস্তি আল্লাহ কোনো না কোনো সময় দেবেন ইনশাআল্লাহ

জাজাকিল্লাহখাইরান আপি

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

অক্পটে বলেছেন: নানক তাপস ও শেখ সেলিমকে এখন প্যাদানী দেয়া হোক। এখনই বাপ বাপ করে সব নাম উগরে বের করবে। কিন্তু কে প্যাদানী দেবে। সেনাবাহিনীর সদস্যরা এখন গুম খুন ও চাকুরী হারাচ্ছে। কেন? এই বাহিনীর ভেতর যাকেই রিস্ক মনে হচ্ছে তাকেই সরিয়ে দেয়া হচ্ছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কথা আমরা বলতে পারবো না বললেই বিপদ

ধন্যবাদ ভালো থাকুন

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: এরকম সময় যেন আর না আসে এই বাংলায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর যেন না আসে সেই প্রত্যাশাই করি

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

ওমেরা বলেছেন: অন্যায়ের বিচার হবেই একদিন না । রাজাকারদের বিচার , মজিব হত্যার বিচার হল । এগুলোর বিচারও একদিন হবেই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ইনশাআল্লাহ বিচার একদিন হবে। আজ না হোক কাল
ভালো থাকুন

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


কর্ণেল জাহিদ আমার স্নেহাস্পদ কাজিন (খালাতো ভাই), তার মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১

মেহেদি_হাসান. বলেছেন: সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এখানে বিচার না হলে পরপারে ঠিকই বিচার হবে। আল্লাহ সকল শহীদদের জান্নাতে নসীব করুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাদের জান্নাত দিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১০

নজসু বলেছেন:


বেদনাদায়ক ঘটনা চলে যায়।
বেদনা রয়ে যায় আজীবন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক, কিছু কিছু ঘটনা দেশের মানুষ ভুলতেপারে না। তাও শান্তি লাগতো যদি অপরাধীদের বিচার হতো

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: কি যে কষ্টকর এক দিন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন কষ্টকর দিন যেন আর না আসে ফিরে

ধন্যবাদ আপি

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘটনার অনেক ব্যাখ্যা শুনলাম, জানলাম
কিন্ত এখনো আমার কাছে পরিস্কার নয় ।

..................................................................................
মূল রহস্য আর আর ঘটনার সত্যতা কবে জানা যাবে জানি না ।
কিছু কিছু ঘটনার পিছনে এমন সব ভয়ংকর শক্তি থাকে যে,
বিচার তখন প্রহসনে পরিনত হয় ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ঘটনার পিছনে আরেক ঘটনা থাকে যা আমরা কেউ জানি না

জানি না কী হবে এর এই বিচারের পরিণতি

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বিনম্র শ্রদ্ধা। কবিতায় বিষণ্ণ ভালোলাগা আপু।
দশ নম্বর কমেন্টে নুরু ভাই ওনার খালাতো ভাই কর্ণেল জাহিদ সাহেবের ছবি দিয়েছেন। ওনার সহ সকলকে মাগফিরাত কামনা করছি।

শুভেচ্ছা জানবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা রইলো শহীদদের প্রতি। সকলের মাগফিরাত কামনা করি

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১২

সোহানী বলেছেন: আমি কিছুতেই মনে করতে চাই না ওই দিন। ওপারে ভালো থাকুক দেশের বীরসেনারা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট লাগে ভাবলেই, খবরে, টিভির সামনে কত অপেক্ষা কখন শত্রু মুক্ত হবে পিলখানা সেই আতঙ্ক মনে গেথে আছে এখনো

ধন্যবাদ আপি
ভালো থাকুন

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

মা.হাসান বলেছেন: কবিতার কুসুমিত সৌন্দর্য বড্ড ধাক্কা দিয়ে গেলো। এখন আত্মহত্যা করিতে ইচ্ছা করিতেছে। কিন্তু এখন সময় নাই, ২০৪৬ এর পরে দেখা যাইবে।

ভালো কবিতা লেখেন বলিয়া এই রূপ অহংকার করিবেন , মেইলের জবাবও দিবেন না - ইহাতে বড্ড কষ্ট পাই। একদিন আমরাও কবিতা লিখিবো। তখন আমরাও এরকম অহংকার করিবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০৭১ এর পর যদি আশা করা যায়। আম জনতার আশা গুড়েবালি।

সরি ভাইয়া! অহংকার করতাম ক্যারে, মেইল খুলি নাই এই কদিন। আমার ঠান্ডাও লাগছে । বেত্তমিজ ঠান্ডায় আর কোনো কাজে মন বসে না।

আপনার কবিতার বই কী বেরোইবো নি? সামনে তো বই মেলা।

কবিতা লিখিয়া যদি অহংকার করেন সেটা মানিয়া লইবো। খুশিও হইবো। ভুয়া ভাইরে একটা কবিতা উপহার দিয়োইন যে :)

জাজাকাল্লাহ খাইরান

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




নিহতদের মাগফিরাত কামনা করছি।

০১ লা মার্চ, ২০২১ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.