নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ভুল শুদ্ধতার সিঁড়ি বেয়ে জীবন বহমান,
এত সুখ হৃদয় ছুঁয়ে
তবুও অচেনা এক দীর্ঘশ্বাসের উঁকি
বুকের বাম অলিন্দে।
স্মৃতির পরতে পরতে মউ মউ ঘ্রাণ,
অথচ বর্তমান অতীত হয় বিষ স্মৃতির অন্তরালে,
কত সুখ ছুঁয়ে আছি তবুও কিছু তিক্ত অনুভূতি
বুক জুড়ে তোলে হাহাকার।
পথ পেরোতে পেরোতে কত শত সুখ জড়িয়ে মন
বলবো না ভালো নেই,
তবুও কিছু আকাঙ্খা মন পুড়িয়ে করে ছারখার,
এ মিথ্যে নয়!
মৃদু তুফানে উড়ে যাই নি, ধৈর্য্যের হাতলে শক্ত হাত
কখনো আসেনি প্রলয়ংকরী ঘুর্নিঝড়,
আসেনি ধেয়ে জীবন ভাঙার সুনামি,
তবুও কী যেনো হয় নি পাওয়া,
অতৃপ্ত মন খোঁজে কিছু অমৃত কথার সুর ঝংকার।
ক্ষণিক সুখের ধুম্রজালে বন্দি হতে হতে
জাল কেটে মুক্ত হয়ে ফিরে এসেছি একাকিত্বের অন্ধকারে
হেরে যাইনি মোহের কাছে,
বিতৃষ্ণা ছিলো, তবুও সামলে নিয়েছি নিজেকে,
তবে কেনো কিছু আবেগি কথা শুনতে
প্রাণ করে আনচান।
ভালোবাসার লোভে নিজেকে সঁপে দেইনি ধ্বংসযজ্ঞে
সেজে থাকিনি কৃত্রিম আবরণে,
ধরিনি আধুনিকতার ঢং, সত্য যা সব মনের দখলে,
শুদ্ধতার বুকে মুখ লুকিয়ে তবুও কেনো খুঁজি
মন ভুলানো কিছু আহ্লাদি বোল।
এতটুকুন ছোট মন কখনো কষ্টে হয়েছিলো জ্বলন্ত লাভা
পুড়েছি, তবুও হিম কথায় ভাঙায়নি কেউ অভিমান,
কী নিষ্ঠুর মানুষের মন, চোখের জলও হয় মূল্যহীন;
তুবুও ডুবে যাইনি হতাশার জলে,
স্বপ্নগুলো যায়নি সহসা উবে।
বন্দি হয়ে আছি সম্পর্কের স্রোতে,
একূল ওকূল দুকূলই আমার,
আমার কোথাও যাওয়ার পথ নেই,
আপন ঠিকানায় বেঁচে আছি সমুদ্দুর সম সুখ ছুঁয়ে
অথচ কেনো জানি মনে হয় একটা কিছু পাওয়া হয়নি!
সেকি ভালোবাসা!
এখানে এক নিমেষে কিছু দীর্ঘশ্বাস বুক ফুঁড়ে আসে
এখানেই আমার বর্তমান ছুটছে ভবিষ্যৎ পানে,
আমার গতিবিধি সব সময়ের নিয়ন্ত্রণে,
অথচ আবেগ কেবল আমার নিয়ন্ত্রণে,
আবেগ ফলাতে পারিনি কারো উপর,
আবেগের স্রোতে ভেসেও যেতে পারি না,
আমি কেবল আমাতেই বন্দি,
তবুও অজস্র সুখ আছি ছুঁয়ে,
এ মিথ্যে নয়।
মে ১৫, ২০২
০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বানান ঠিক করেছি ভাইয়া জি
ধন্যবাদ
২| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫
আমি সাজিদ বলেছেন: বাহ। চমৎকার আপি।
০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন
৪| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪২
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: জীবনের অতৃপ্ত আকাঙ্ক্ষার বয়ান। সেই সাথে আপোষহীনতারও। কবি একইসাথে ভালোবাসার আকাঙ্ক্ষী কিন্তু তার জন্য নতজানু নন। ভালো লেগেছে কবিতা।
কিছু বানান ভুল আছে।
৮ম লাইনে- তোলে হবে, তুলে নয়।
একাদশ লাইনে- আকাঙ্ক্ষা।
পঞ্চদশ লাইনে- ভাঙার হবে। ভাঙ্গার নয়।
সপ্তদশ লাইনে- খোঁজে।
অষ্টাদশ লাইনে- ক্ষণিক।
ত্রিংশ লাইনে- হিম কথায় ভাঙায়নি।
৪১ তম লাইনে- ভবিষ্যৎ পানে অথবা ভবিষ্যতের পানে।
৪৭ তম লাইনে অজস্র।
ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। কৃতজ্ঞতা স্বীকার করলাম। ভুলগুলো কেন যে ধরতে পারি না।
বানানগুলো ঠিক করে নিয়েছি। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:৪৩
অধীতি বলেছেন: নিজের শোকগাঁথা লিখলেন বোধয়। আধুনিকতা কি অর্থে ব্যবহৃত হয়েছে ধরতে পারিনি।
আপন ঠিকানায় সমুদ্দুর সম সুখ নিয়ে বেঁচে থাকার থেকে আর কিছু উত্তম নয়।
আপন ঠিকানায় পূর্ণ সুখের মাঝে ভালবাসার অপূর্ণতা অনুভব করা মানে "সুখে থাকতে ভূতে কিলানো ।"
০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আধুনিক জগতের রঙ ঢং, পাপকে পাপ মনে না করা্ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি বুঝে নেন
কিছু কষ্ট আছে হাজার সুখ ম্লান করে দেয় মুহুর্তে। তবুও আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
৬| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:৫৩
ওমেরা বলেছেন: কবিতার মাঝে আমি আমাকেই খুঁজে পেলাম আপু। অনেক ভালোলাগা কবিতায় ।
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের জীবন এমনই আপি। জাজাকিল্লাহ খাইরান ভালো থাকো অনেক অনেক
৭| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৩৪
নেওয়াজ আলি বলেছেন: বেশ চমৎকার লিখেছেন
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া জি
৮| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: ৫ নং মন্তব্যটি দেখুন।
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ঠিক করেছি
৯| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: আবেগকে সব সময় কন্ট্রোলে রাখতে হয় আপুনি!!!!
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি যেমন তুমি এমন আমি
থ্যাংকু থ্যাংকু ভালোবাসা নিয়ো
১০| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:০৯
রামিসা রোজা বলেছেন:
খাঁটি ভালোবাসা গুলো সব সময় অপাত্রে পড়ে ।
অবুঝ আবেগাপ্লুত ভালোবাসায় একদিকে ভালোই অমানুষ/
মানুষ চেনা যায় ।
সুন্দর কবিতা লিখেছেন ছবি আপা ।
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য কথা আপি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নাই যেন জীবনে
জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকো আপুনি
১১| ০৫ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪
রানার ব্লগ বলেছেন: এতো নির্মম কেন হতে চাচ্ছেন, আবেগ যদি এসেই যায় তাকে গ্রহন করুন। আপনি মানুষ রোবট না
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবেগ কন্ট্রোলে না রাখলে বিপদ রে ভাই।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রানা ভাইয়া ভালো থাকুন
১২| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৫২
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন অনেক শুভেচ্ছা সতত
১৩| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৩
ঢুকিচেপা বলেছেন: বাহ্ কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর।
০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৪| ০৭ ই মার্চ, ২০২১ রাত ৯:২০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ছবি আপু কবিতাটা খুব ভালো হয়েছে, আবেগ আসলেই যন্ত্রণা বাড়িয়ে দেয়।
০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ঝিঁঝি
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: দুইটা বানান ভুল আছে। এডিট করে ঠিক করে নেবেন।