নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সেই ঐতিহাসিক সাত\'ই মার্চ=

০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪



©কাজী ফাতেমা ছবি
=সেই ঐতিহাসিক সাত'ই মার্চ=

একাত্তরের সাত মার্চ, ঝরেছিলো কথার তুফান মাইকের হাওয়ায়
গর্জে উঠেছিলেন বাংলার বন্ধু শেষ মুজিবুর রহমান,
আর পাক সেনারা নিরবে পুড়েছিলো রোষানলের তাওয়ায়;
সেই ঐতিহাসিক ভাষণ আজও বাংলার আকাশে বহমান।

কয়েক দফা দাবী ছুঁড়ে দিয়েছিলেন হায়েনাদের সম্মুখ
উত্তাল জনতা স্বাধীনতার ঘোষণা শুনতে
হয়ে ছিলো অপেক্ষায় উন্মুখ,
শুরু করেছিলো বাংলার মানুষ দিন গুনতে।

তিনি বলেছিলেন ঝাঁঝালো কণ্ঠে, তোমরা ঘরে ঘরে তৈরী করো দূর্গ
মোকাবেলা করতে হও প্রস্তুত, তোমাদের যা আছে তাই দিয়ে
ছেড়ো না হাল, অবিশ্বাসের দুয়ারে মারো তালা, ছেড়ো না বাংলার মাঠি এক বর্গ
ইনশাআল্লাহ তোমরা বাংলার জয় আনবে নিশ্চিত ছিনিয়ে।

আঙ্গুল তুলে বলেছিলেন হায়েনাদের, বুকের উপর গুলি চালাতে করো না চেষ্টা
ভালো হবে না, সাত কোটি মানুষ দাবায়ে রাখবে কি করে?
রক্ত গরম করা ভাষণ শুনে, বাঙালীর পেয়েছিলো স্বাধীনতার তুমুল তেষ্টা
নেমে পড়েছিলো কৃষক বৃদ্ধ যুবা যুদ্ধের ময়দানে, না, কেউ বসে থাকে নি ঘরে।

আরও বলেছিলেন বাংলার বন্ধু, "রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্"
মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়া বাঙালীর কথা একটাই, এবার প্রতিশোধ নেবো
খুন ধর্ষন বিভৎস বাংলার পথ প্রান্তর,পাক সেনারা ভারী করেছিলো পাপের পাল্লা।

বেতারে প্রচারিত ভাষণ, ছড়িয়ে পড়েছিলো বাংলার ঘরে ঘরে, পথে প্রান্তরে
আহা! স্বাধীনতা, পতাকা উড়বে, বাঙলার আকাশে পতপত উড়বে,
কত স্বপ্ন লালিত বাঙালীর বুকে, চোখে মুখে অন্তরে
স্বাধীনতার ইচ্ছে ঘুড়ি বাংলার আকাশে নাটাইবিহীন ঘুরবে।

স্বপ্ন সত্যি হয়, স্বাধীনতার ঘোষণায় যুদ্ধ হয়, নয় মাস ধরে যুদ্ধ
বিজয়ের সুর ভেসে আসে সেই একাত্তরের মধ্য ডিসেম্বরে,
শত চেষ্টাতেও পারেনি পাক সেনারা স্বাধীনতার পথ করতে রুদ্ধ
এখনো নীল ছুঁয়ে স্বাধীনতার পতাকা উড়ে পতপত,
সাত'ই মার্চ এখনো বাজে হাওয়ায় হাওয়ায় মুগ্ধতার আড়ম্বরে।
০৭ মার্চ ২০১৯

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



৬ দফা ও বাকশাল বিশ্বাস করেন?

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, তখন আমি জন্ম নেই নাই।

২| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০০

ঢুকিচেপা বলেছেন: বাঙালী জাতির একটা ইতিহাস দারুণভাবে কবিতায় তুলে এনেছেন।

“শত চেষ্টাতেও পারিনি পাক সেনারা”
এখানে মনে হয় “পারেনি” হবে। 

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তাই হবে। ভুল হয়েছে ঠিক করে নিচ্ছি

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৩| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

৪| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আপনি নারীকে অনেক সম্মান করেন। ভাবীর প্রতি আপনার আবেগ দেখেই বুঝা যায়। আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে নেক হায়াত দান করুন

৬| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

অক্পটে বলেছেন: শেখ মুজিবের আমলে জাতির মধ্যে কোন বিভেদ ছিলনা। তখন আমাদের সবার লক্ষ্য ছিল অটুট, স্বাধীনতা!

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই সত্য। এজন্য আপামর জনতা একসাথে লড়েছিলো স্বপ্ন একটাই ছিলো দেশ স্বাধীন। এখন স্বপ্ন একটাই কার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে টুইটুম্বুর হবে , কে হবে ক্ষমতার অধিকারী :(

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আপনি নারীকে অনেক সম্মান করেন। ভাবীর প্রতি আপনার আবেগ দেখেই বুঝা যায়। আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে নেক হায়াত দান করুন

আমি শুধু সুরভিকে না, সমস্ত নারীকেই সম্মান করি। আমার ঘরে সুরভিকে যে মেয়েটা ঘরের কাজে সহযোগিতা করে তাকেও সম্মান করি।

০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি । ভালো থাকুন সবাইকে নিয়ে।

৮| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা

০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.