নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নারী তুমি প্রেম সমুদ্দুর, ভালোবাসার ঠিকানা=

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭



©কাজী ফাতেমা ছবি
=নারী তুমি প্রেম সমুদ্দুর, ভালোবাসার ঠিকানা=

নারী তুমি ফোঁটা ফুল আঁধার রাতের জোছনা
নারী তুমি নীল আকাশের তারা
নারী তুমি আল্লাহ্ তাআলার নেয়ামত, তুমি সুখ সুর মুর্চ্ছনা
নারী তুমি আবেগী, অল্প আনন্দে খুশিতে হও আত্মহারা।

নারী তুমি মা হও, সন্তান রাখো মমতায় আঁচল তলে,
নারী তুমি নীল আকাশ, সন্তানের জন্য হও নির্ভরতার ছাতা
নারী তুমি চাঁদ, আলো হয়ে পড়ো সন্তানের জীবনে গলে,
নারী তুমি উপন্যাস, মায়া মমতা আর আবেগ ভরা জীবন পাতা।

নারী তুমি ফুটফুটে জোছনায় একঝাঁক জোনাকির আলো
নারী তুমি ধৈর্য্যশীলা
নারী তুমি কষ্ট সহ্য করে অন্যকে রাখো ভালো,
নারী তুমি নীলাঞ্জনা নীলা।

নারী তুমি ব্যথার পাহাড় ডিঙিয়ে পূর্ণতার রূপ পাও,
নারী তুমি দেহের রক্ত করে জল, সন্তানরে করো বড় তিল তিল
নারী তুমি যেনো ভাঙ্গা বৈঠা হাতে পুরুষের জীবন নাও
নারী তুমি শরতের জোছনা জলের ঝিলমিল।

নারী তুমি স্নেহময়ী, ইসলাম দিয়েছে তোমায় সম্মান শত
নারী তোমার ভিতর লুকায়িত সাত সমুদ্দর প্রেম
নারী তোমার মন কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ ঢেলে দেয় বিষাদ অবিরত;
নারী তুমি অল্পতেই হও খুশি, সুখী, ভাবো সুখের চেয়ে বড় নয়, হীরে, হেম।

নারী তুমি বটবৃক্ষ যেমন, মমতার ছায়া দিয়ে সংসার রাখো ঘিরে
নারী তোমার মন না বুঝেই কেউ দেয় কষ্ট,
নারী তুমি সয়ে নাও সব অপবাদ, সংসারই বাসো ভালো, থেকে যাও
আবেগে আহ্লাদে সংসার নীড়ে;
নারী তোমার সম্মান অনেকেই করে হরণ, তোমাকে নির্দ্বিধায় করে নষ্ট।

নারী তুমি শালীন থাকো যদি, ক্ষমতা নেই কারো সম্মান নেয় ছিনিয়ে,
নারী তুমি কপালে সেঁটে দিয়ো না টিপ,
নারী তুমি হয়ো না চরিত্রহীনা, প্রেম বিলিয়ো না ইনিয়ে বিনিয়ে,
নারী তুমি হয়ে থেকো আলো জ্বলা পবিত্র দীপ।

নারী তুমি নামাজে হও নত, শোকর গুজার করো তাঁরই
যিনি ধরার মাঝে সম্মান দিয়েছেন তোমায়,
যিনি দিয়েছেন সন্তানের মত অশেষ নেয়ামত ধারণের ক্ষমতা
যে কারণে তুমি হয়ে উঠো পূর্ণবতী নারী,
নারী চরিত্র বিকিয়ে অশালীন পোষাকে সেজে থেকো না
আর পাপের কোমায়।
০৮ মার্চ, ২০২০

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৬

মিরোরডডল বলেছেন:




ছবিপু, প্রথম লাইনে ওটা ফোটা হবে, ফুটা না ।

যে কারনে তুমি হয়ে উঠো পূর্ণবতী নারী

যার বাচ্চা নেই তার কি হবে আপু
সে কি একজন পূর্ণ নারী নাহ !!!

নারী তুমি প্রেম সমুদ্দুর

পুরুষ না থাকলে নারীর প্রেম কার সাথে হবে
শুধুই প্রকৃতি প্রেম
পুরুষকেও পাশে রেখো আপু
নারী পুরুষ মিলেই না হয় আমরা পূর্ণ হই ।



১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি সে কথা মিন করিনি। যার সন্তান নাই সেও কোনো বাবার রাজকুমারী আদরের দুলালী সেও পুর্ণবতী নারী।

আর নারী পুরুষ মিলেই তো সংসার, সন্তান ভালোবাসা, পুরুষ পাশে না থাকলে নারীর মূল্য নাই যেমন পুরুষের পাশে নারী না থাকলে পুরুষেরও মূল্য নাই। প্রাকৃতিক নিয়মেই তো গড়া হয়েছে এই সংসার খেলা। কাউকে বাদ দিয়ে ভাবিনি

অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

২| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১

অক্পটে বলেছেন: দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন কবিতায়। শুভকামনা আপনাকে। ছবিটিও সুন্দর। কবিতার পরিপূরক পিক।

১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন
ফি আমানিল্লাহ :)

৩| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা। মুগ্ধতা...

১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

ওমেরা বলেছেন: অনেক ভালো কথায় সাজিয়েছেন কবিতার মালা।
আমাদের নারীদের সন্মান আমরা নিজেরাই নষ্ট করেছি ।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা সুন্দর কবিতার জন্য।

১০ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। একদম ঠিক বলেছেন। এসব বললে মানুষ হামলে পড়ে। ইসলাম নিজেরাও মানবে না । অন্যদের মানতে দেবে না।
ভালো থাকুন আপি
ফি আমানিল্লাহ

৫| ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পাঠ করে মনে হলো_ নারীই নারী শত্রু।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ উচিত কথা কইলেই নারী নারীর শত্রু

ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকুন

৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: পুরুষ যেমন মানুষ নারীও তেমন মানুষ, প্রাকৃতিক কারণেই শুধু শারীরিক গঠন আলাদা।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। আমরা সবাই মানুষ । আমাদের নিয়েই সংসার জীবন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৭| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪১

জুল ভার্ন বলেছেন: চমতকার!

প্রসংগত বলছি, কারোর পোস্টে কেউ মন্তব্য করলে তার জবাব না দেওয়া পাঠককের প্রতি অবজ্ঞারই শামিল!

১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল বিকেলে পোস্ট দিয়েছিলাম অফিসের কাজের ফাঁকে। বাসায় গেলে আর ব্লগে বসা হয় না। অফিসে আসলাম মাত্র। অবশ্যই জবাব দেবো। অফিসের কাজে বিজি থাকি তো।

৮| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১১:১০

স্প্যানকড বলেছেন: ভালো হইছে। তয় পুরুষদের নিয়াও আপনার ভাবনা কি পরিষ্কার হওয়া দরকার। নইলে এক পক্ষ সাপোর্ট করা হয় না? ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কড

এখানে নারীকে নিয়ে শুধু লিখেছি। পুরুষ ছাড়া নারী যেমন অপূর্ণ
নারী ছাড়াও পুরুষ অপূর্ণ
পুরুষ তো বাবা, পুরুষ ভাই, পুরুষই স্বামী
পুরুষকে বাদ দিয়ে নারীকে ভাবা যায় না
নারীকে ছাড়া পুরুষকে ভাবা যায় না

৯| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ উচিত কথা কইলেই নারী নারীর শত্রু
ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকুন

আসলে বোন, ধর্ম নারীদের এমন কোনঠাসা করেছে তারা আর বেড়িয়ে আসতে পারছে না। কিছু জ্ঞান লোক তাদের কোনঠাসা অবস্থার উন্নয়নে এসিয়ে আসতে চাচ্ছে অথচ তারা কোনঠাসা অবস্থায় থাকতেই পছন্দ করছে। আজিব!!!

১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধর্ম কোনঠাসা করে রাখেনি। ইসলাম ধর্ম নারীকে সম্মান দিয়েছে ।

আপনি না মানলে নাই কিন্তু ইসলামে নারীদের বিধি বিধান মিথ্যে নয়

১০| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৫

নীল আকাশ বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুনা ফি আমানিল্লাহ

১১| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




একা নারীকে শালীন হলে হবে না। নারী পুরুষ উভয়কে শালীন হতে হবে। ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.