নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (৯৩-১০২)

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৯



৯৩।
ভালোবাসা অথবা ফাগুন বসন্ত সে তো একদিনের নয়,
ভালোবাসা মানে একে অন্যের প্রতি রইতে হয় বিনয়,
ভালোবাসা পেতে, দিতে তবে কেন করতে হবে অনুনয়;
মনের সাথে মিললে মন, তবেই বাড়ে ভালোবাসা, প্রণয়।

৯৪।
আত্মীয় স্বজন, বাড়ীতে কী সংসারে, একসঙ্গে থাকতে গেলে,
ঝগড়া বিবাদ, কথা কাঁটা, খোঁচাখুঁচি থাকেই, সংসার কখনো এলেবেলে;
তবুও বিপদ এলে, অথবা অসুখ ছুঁয়ে দিলে কারো,
সেবাযত্ন আদর, তার জন্য দোয়া, ভালোবাসার রঙ হয় গাঢ়।

কেউ অভিমান পুষে, কেউ নেয় মুখ ফিরিয়ে,
তবুও এক সঙ্গে সবার মিলেমিশে বসবাস, সুখের হাওয়া বয় সংসারে থিরথিরিয়ে।
একসঙ্গে বসবাস, নিয়ে কাঁটা কথা, ঝগড়া বিবাদ, যেমন কাঁটামুকুট ফুল,
একই সঙ্গে ফুটে থাকে, একই সঙ্গে সুখে ডানা মেলে, মাড়িয়ে সব বিতৃষ্ণা ভুল।

৯৫।
শিউলী ফুলের মতই জীবন, জীবন যেন দিনের মতই,
একদিন ঝরেই যেতে হয়, মনে বেঁচে থাকার অহংকার পুষি যতই;
একদিন শুভ্র ফুলের মতই, শুভ্র বসনে সেজে চলে যেতে হয় অচীনপুরি;
সময়... ফুলের আয়ূ আর মানুষের বয়স চুপিচুপি করে নেয় চুরি।

ধুলো মাটিতে মিশে যায় যেমন শুভ্র শিউলী ফুল,
মানুষের দেহও তেমন কাঁদা হয়, মাটি হয়, অন্ধকারে তলিয়ে যায়
মানুষের সত্য মিথ্যা শুদ্ধতা আর ভুল।

৯৬।
সুতোয় বাঁধা যদি থাকতো মেয়েবেলার দিনগুলো,
নিয়ে আসতাম টেনে কাছে
ফড়িংয়ের পিছন ছুটতাম ফের উড়িয়ে পথের ধুলো,
দোলনাটা টানাতাম গিয়ে উঁচু গাছে
যদি আসতো ফিরে আমার দিনগুলো সেই
পেরেশানী ঠেলে সময় কেটে যেতো আনন্দেই।

৯৭।
জারুল ফুল প্রহর পেরিয়ে শিমফুল প্রহরে এসে গেঁড়েছি জীবন ঘাঁটি,
একদা খালি পায়ে স্নিগ্ধতার আবেশ পেতে মাড়িয়েছি শিশির ভেজা মাটি,
জারুল প্রিয় তাই, এই রঙ ফুল দেখে আপ্লুত হই আবেগে,
সুখগুলো কী কেবল কৈশোরেই রাখা, তারুণ্যে অথবা প্রৌঢ় বেলা
ঢাকা পড়ে গেলো কালো মেঘে,
জীবনের সিঁড়িতে হোঁচট খেয়েও মনে ফিরিয়ে আনি জারুল রঙ,
এখন প্রেম খুঁজি না, কেউ ফুল দিক চাই না,
মনটারে উচ্ছল, কুঁড়িতে রাখতে চাই বরং।

৯৮।
তোমার মন সমুদ্দুরে কেবল গুয়ার্তুমির ঝড়,
তোমাতে মন রাখলে আমার মনে
বিতৃষ্ণা ঝরে অঝোর,
কী করে দেবো পাড়ি তোমার মন সমুদ্দুর,
আমি বৃষ্টি চাই আর তুমি হও গ্রীষ্ম রোদ্দুর!

খুব ইচ্ছে ঝড় ঝাপ্টা ঠেলে সে সমুদ্দুর দেবো পাড়ি,
মন বানিয়েছি তাই রঙধনু রঙ জাহাজ,
একশত দুই রঙের পাল টানিয়েছি মন বাড়ী,
উপেক্ষায় রোদ্দুর ঝাঁঝ
প্রেম হাওয়ার তোড়ে রঙবাহারী জাহাজ যাবে ভেসে,
ভিড়বে মন ঘাটে তোমার, বরণ করো ভালোবেসে।

৯৯।
নারীর জন্য এনে দাও নি বকুল বেলী শেফালী কিংবা হাসনাহেনা,
অথচ নারী তোমার জন্য কী না করেছে সেটুকুও যে বলবেনা;
নারীকে দাও নি ফুরসুত, সংসারের জালে রেখেছো বন্দি;
কখনো নারীকে করতে হেয় আঁটো মনে কত ফন্দি!

কেউ নারীকে ভালোবাসে, রাখে তার মনের খোঁজ,
কেউ নারীর জন্য আনে বেলীর মালা অথবা বকুল রোজ;
কেউ নারীকে দিয়ে সম্মান রাখে বুকের বামে,
আর কেউ নারীকে ব্যবহার করে ফেলে দেয় ডাস্টবিনে চামে।

১০০।
যদি রাখো মন বিষণ্ণ, তবে বিষাদই রবে তোমার জন্য
যদি ভাবো অসুখী তুমি, শুকনো খরায় যাবে ছেয়ে
তোমার মনোভূমি;
যদি ভাবো আমার নেই কেউ,
বুকে ভাঙ্গবে নিরন্তর ব্যথার ঢেউ।
যদি ভাবো আমি দুঃখী, কিছুই আমার হয়ে নেই,
তুমি আর নেই তোমাতে, রইবে না আর আনন্দেই।

যদি ভাবো ভালোবাসা, যদি ভাবো সুখী,
দেখতে পাবে সুখ ঝরে হলেই উর্ধ্বমুখী।
যদি ভাবো বিষাদ ঠুনকো, বিষাদের চেয়ে বড় আমি,
সময়গুলো তোমার হবে হীরের চেয়ে দামী।
যদি ভাবো ভালোবাসা, খুলে বসো সুখের খাতা,
দেখবে চারিদিকে সুখী হৃদয়,কী সুন্দর তাদের
জীবনের একেকটি পাতা।

১০১। শ্রমজীবীর জন্য........
কারো শ্রমের ঘাম ঝরে ঠিক দুপুর বেলা,
লোভের মূল্য কেউ কিনে খায় লোভনীয় ফল,
হিসেব করে জমানো পয়সায় কেউ তুলে সংসারের ঘানি
আর আহ্লাদ ছুঁয়ে বাপের পকেট হতে আগত ইনকাম
দিয়ে কেউ কিনে স্বাদ,
দাঁতে দাঁত পিষে কেউ করে সংসারে স্বাচ্ছন্দ্য আনার কর্ম,
কী রোদ কী তুফান.... কী ঠান্ডা তবুও ঝরে তার দেহে শ্রমের ঘর্ম;

১০২।
মন কেন হবে শুকনো পাতার মতন
কেউ ছুঁয়ে দিলেই মর্মর ধ্বনিতে বুকে উঠবে ব্যথার রিনরিন সুর;
মন কেন হবে বিবর্ণ রঙ আকাশ
ছাই রঙা মনে কেন ভেঙ্গে পড়বে সহসা ব্যথার পাহাড়,
মন কেন অন্যের দেয়া ব্যথায় রবে কুঁকড়ে?

মন হবে ফুটা ফুল যেমন, স্বাধীনতায় পাপড়ি মেলা মন
যত ব্যথা যত বিষাদ সব ছুঁড়ে ফেলে মন থাকবে খঞ্জনা
মন হবে নাটাই ছেঁড়া ঘুড়ি,
মন হবে ডানা মেলা পাখি;
মনকে রাখতে হবে ফুরফুরে,
একটাই তো জীবন মন থাকবে সুখী হরদম নিজের মতন
মানুষের দেয়া কষ্টে মন কেন থাকবে অযথা বিমর্ষ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

স্প্যানকড বলেছেন: কেউ কষ্ট দিবে কেউ হাসি। তাই জীবন এত সুন্দর। খুব ভালো লাগলো। আপনি মনে হয় নিয়মিত আসেন না ব্লগে অনুমান করছি। ভালো থাকবেন।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো কয়েকদিন ছিলাম না। আব্বা অসুস্থ ছিলেন... চুনারুঘাট গিয়েছিলাম । গতকাল আব্বারে ঢাকা নিয়ে আসছি। দোয়া করবেন আব্বার জন্য। মাইল্ড স্ট্রোক করেছেন।

ধন্যবাদ মনে রাখার জন্য ভালো থাকুন

২| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১১

ওমেরা বলেছেন: কোনটা রেখে কোনটা বলি, সবগুলোই ভালো লাগলো আপু।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন ফি আমানিল্লাহ।

৩| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ৯৯ নম্বরটা ভালো হয় নি।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা

ধন্যবাদ রাজীব ভাইয়া

৪| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: আপনার বাবার সুস্বাস্থ্য কামনা করছি।

১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। অনেক ধন্যবাদ রানা ভাই
ভালো থাকুন সদা
শুভেচ্ছা সতত

৫| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না। ভালো থাকবেন।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন স্বপরিবারে

৬| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৭| ১৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৪০

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম প্রিয় আপা।
আশা করি ভালো আছেন।
মাশায়াল্লাহ। ভালো লেগেছে ।
পছন্দ করে দিলাম।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ

৮| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিশাল কবিতা। বিশাল ভালোলাগা রইলো।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৯| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: জিনিসপত্রের খুব দাম শ্রমজীবী কষ্টে আছে

২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১০| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১১| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ ভালো থাকুন

১২| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২

আমি সাজিদ বলেছেন: আপনার কবিতায় আপনার জীবনদর্শন পড়ে মুগ্ধ হই।

২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৩| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২

আমি সাজিদ বলেছেন: আপনার বাবার কি অবস্থা এখন?

২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আব্বার অবস্থা আগের চেয়ে ভালো। ফিজিও থ্যারাপি কাল থেকে শুরু করেছি। কিন্তু আব্বা বাড়ী যাওয়ার জন্য অস্থির, হয়তো দু একদিনের ভিতরে চলে যাবেন গ্রামে। দোয়া করবেন। আল্লাহ ভরসা

১৪| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৫

Subdeb ghosh বলেছেন: হৃদয় ছুঁ‘য়ে যাওয়া অদ্ভুত- সুন্দর কবিতা!

২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কাল মন্তব্যের উত্তর দিলাম আজ দেখি নাই

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.