নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ফিরে আসতে বললেই কি আর যায় ফেরা?
ফিরে আসতে বললেই আর ফিরে আসি না
আমি এক সমুদ্দুর নীলে ডুবে আছি
ঢেউয়ে ঢেউয়ে রূপালী নীল জল ছলাৎ ছলাৎ
ভালো থাকার মন্ত্র, কে আমায় শেখায়?
তুমি না সমুদ্দুর?
সমুদ্দুর দেখিনি তাই আক্ষেপ;
অথচ বুকের ভিতর ছলকে উঠে সাতটি সমুদ্দুর।
পঁচা ঝিনুকে মন কাটি,পায়ে আমার রূপার নুপুর
রিনরিনে সুর, মৃদু বাতাসে ভাসাই কেয়া পাতার নৌকা
ভেসে যাই কূল ছেড়ে অকূলে, তাতেই আমি সুখ খুঁজে পাই।
বালিচরের ছায়া নিয়ে যে ছাতাগুলো জলের বাতাসে নড়ে যায়
আমিও কেঁপে যাই জল এসে পা ছুঁলে,
বালুচরে পায়ের ছাপ,আমি হেঁটে যাই গহীন হতে গহীনে
সমুদ্দুর বুকে টেনে নেয়,
আমি আর ফিরে আসি না, ডুবে থাকি এক সমুদ্দুর লোনা জলে।
তুমি চাইলেও আর ফিরে আসি না...
যে পথ গেছে সীমান্তে, পথের শেষে আর পথ নেই
আমি খুব আছি আমায় নিয়ে,
মেঘের আরশ মাথার উপর, মনে এক সমুদ্দুর জল সম ছন্দ
এত ছন্দ অনায়াসে হারাবো? তাই আসি না,
দেহ ছোঁয়ে যে শিহরণ মিশে যায় নীল চাদরে
খানিক বাদেই বেঘোর ঘুম, ক্লান্ত দেহ-
আমি তাতে আর সুখ খুঁজি না।
তোমার আমার পথ আলাদা! কিভাবে ফিরবো আর?
যে পথের সীমানায় ফুল পাখিদের গল্পকথন
শুনতে শুনতে পার করে দেই না হয় অজস্র প্রহর;
ফিরে আসতে বললেই কি! আর ফিরা যায়
আমি হারিয়ে গেছি এক সমুদ্দুর লোনা নীল জলে
আর ডেকো না আমায়
পিছুটানে আমি ফিরে আসি না, আসবো না।
(২৩-০৩-২০১৮)
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি.... চলে যাবো বললেও যে যায় না যাওয়া
পিছুটান আগে যেতে দেয় না । এই তো জীবন.... অথৈ দুঃখ আর এক বিন্দু সুখ নিয়ে বেঁচে থাকা
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক।
২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো , ফিরে এসে ঝামেলা মিটিয়ে ফেলুন.....
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে পারলে না ফিরে আসবো ..... যাওয়ার সাহসইতো হয় না
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৪
মনির হোসেন মমি বলেছেন: আহা যদি তাই হতো!ভাল লাগল।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: যায় না যাওয়া, বিষাদ হয় তাই পাওয়া
হয় না এমন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
৪| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৭
জুল ভার্ন বলেছেন: অভিমান ঝরে পরে ছন্দে ছন্দে!
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট নিবারণের উপায়ই এই অকবিতা লিখালিখি.... দুঃখ সুখের সঙ্গীই আমার এই
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৫| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৮
ইসিয়াক বলেছেন: অভিমানী কবিতা।
ভালো লিখেছেন। কেটে যাক সব অভিমান।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
ভালো থাকুন অনেক ধন্যবাদ ফি আমানিল্লাহ
৬| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২
সোহানাজোহা বলেছেন: মানুষের জীবন ওয়ান ওয়ে জার্নি। ইউ টার্ন নিতে গেলে অনেক ত্যাগ করতে হবে।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক.... অনেক ভেবে চিন্তে এপথ ছেড়ে ওপথে যেতে হয় যদিও সহজে পারা যায় না .... আর নারীরা তো পারেই না।
ধন্যবাদ সোহানা আপা
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
আমি সাজিদ বলেছেন: ভালো হয়েছে কবিতা।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৮| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৮
নেওয়াজ আলি বলেছেন: যে পথে কাটা নাই আছে ফুল সেই পথে ফিরলে ভালো কারণ শেষে আলো
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাঁটাহীন পথেও তো ফিরে যাওয়া যায় না....। পিছুটান আঠা লাগানো যে , মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে করে। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
৯| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৯
করুণাধারা বলেছেন: কেমন বিষন্ন করে দেয়া কবিতা! খুব ভালো লাগলো।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৮ এর লেখা আপি....। ঐ যেমন বিষণ্ণ মন নিয়ে চলছি, এখনো তেমন, কোনো পরিবর্তন নাই তবুও ভালো আছি আলহামদুলিল্লাহ
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন স্বপরিবারে
১০| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৪
সাজিদ উল হক আবির বলেছেন: কুশলী শব্দচয়নে দারুণ এক কবিতা, আপা!
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । অনেক দিন পর ব্লগে আসলেন।
ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
১১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৮
সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লাগা লেখার পীঠেই মন্তব্য করি আপা। এ কারনেই সব পোস্টে মন্তব্য করা হয়ে ওঠে না। : )
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বুঝতে পারছি। ভালো থাকুন।
১২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কবিতা ভালো বুঝি না। তবে কেয়া পাতা দিয়ে নৌকা হয় না।
যদিও রবীন্দ্রনাথ লিখেছেন -
কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দেব ফুলে ফুলে
তালদীঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে ।।
তবে কেয়া খুলের যে মঞ্জুরিতে পাতার মতো যে পাটিশন থাকে তা দিয়ে নৌকা হতে পারে।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য । কবিতার জন্য এসব রূপক হিসেবে ব্যবহৃত হয়
১৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ৩০/৩১ লাইনের কবিতা এর মধ্যে ''সমুদ্দুর'' শব্দটা এসেছে সাত/আট বার।
সমুদ্দুর শব্দের চেয়ে 'সমুদ্র' শব্দটা বেশি সুন্দর এবং শ্রুতি মধুর। শব্দ চয়নে মনোযোগি হন।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা পরের বার লিখমু নে। আমার কেন যেন সমুদ্দুরই ভালো লাগে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৪| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
ওমেরা বলেছেন: তোমার আমার পথ আলাদা! কিভাবে ফিরবো আর?
যে পথের সীমানায় ফুল পাখিদের গল্পকথন
শুনতে শুনতে পার করে দেই না হয় অজস্র প্রহর;
ফিরে আসতে বললেই কি! আর ফিরা যায়
আমি হারিয়ে গেছি এক সমুদ্দুর লোনা নীল জলে
আর ডেকো না আমায়
পিছুটানে আমি ফিরে আসি না, আসবো না।
আমিও আর কখনো ফিরবো না ।
মন খারাপ কবিতা তবু অনেক ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আমাকে ফিরতেই হয় দীর্ঘশ্বাস গিলে গিলে বেঁচে থাকা
জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনন্তকাল
আমি মনে হয় ফেসবুকে খুঁজে পেয়েছি আপনাকে
রিকো পাঠিয়েছি
১৫| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
স্প্যানকড বলেছেন: ফিরতে চাইলে হয়না ফেরা
যে পথ ফুরিয়েছে
সে পথ বহুবার চেনা
ফিরতে চাইলে কি হয়
তাড়া করে পুরনো সব ভয়।
ফিরবার দরকার নাই। যেভাবে আছেন অমন থাকুন। প্রাণ খুলে হাসুন ঃ)
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতেই পারি না
ফেরার কথা তো পরে ।
অনেক সুন্দর মন্তব্য ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
১৬| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:০৪
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ফিরে আসতে বললেই যেমন ফেরা যায় না তেমনি ফিরে আসতে চাইলেও আসা হয়ে ওঠেনা। বুকের ভেতর সাত সমুদ্দুরের টানটা যে ভীষন !
সুন্দর কবিতা।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক।
১৭| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে খুব ভালো লাগলো। চমৎকার লিখেছেন।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান কবি
ভালো থাকুন
শুভকামনা সতত
১৮| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৮
পাজী-পোলা বলেছেন: পড়ে ভালো লাগলো, শুভ কামনা আপনার জন্য ।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৯| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৮:৫১
মনিরা সুলতানা বলেছেন: অভিমান শব্দে উঠে আসুক।
লেখায় ভালোলাগা।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন আপি
ফি আমানিল্লাহ
২০| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে আপু। +
শুভেচ্ছা জানবেন।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত
জাজাকাল্লাহ খাইরান
ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
২১| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্যক্তিগত অনুভুতির প্রকাশ সাথে আছে অভিমান।সুন্দর কবিতা
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নুরুল ভাইয়া
ভালো থাকুন স্বপরিবারে
শুভেচ্ছা সতত
২২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। সবার মন্তব্য গুলো দেখতে।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ রাজীব ভাইয়া
ভালো থাকুন
২৩| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৩:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফিরে আসতে বললেই আর ফিরে আসি না আমি
এক সমুদ্দুর নীলে ডুবে আছি
...........................................................................
তারপরও পাখীরা নীড়ে ফেরে
যেমনটা শঙ্খনীল
ফিরে আসে বারবার আমার কবিতায় ।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা কথা একেবারে ঠিক। সাংসারিক জীবনে হারিয়ে যাওয়াটাও মুশকিল
ফিরে আসতেই হয়
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ
২৪| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা পরের বার লিখমু নে। আমার কেন যেন সমুদ্দুরই ভালো লাগে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
শুধু আপনার ভালো লাগাটাই দেখবেন? পাঠকের ভালো লাগা দেখবেন না?
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই দেখমু, বললাম তো পরেরবার সমুদ্র লিখুম... ইনশাআল্লাহ
থ্যাঙকিউ পরীর বাপ
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৮
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা
ওহ্ এতো পুরাই অভিমানী কবিতা তারপরেও কিন্তু অনেক
ভালো লাগলো । পিছুটান এই শব্দটার অনেক ওজন মা,
ভাঙতে শেখায় আবার সৃষ্টির নতুন পথ দেখায় ।
সব সময় শুভ কামনা আপনার জন্য ।