নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। বুড়িগঙ্গা নদীটি সন্ধ্যায় কৃত্রিম আলোয় সেজে থাকে
ফেব্রুয়ারীতে গিয়েছিলাম সদরঘাট, যেখানে লঞ্চ জাহাজ ফেরী চলাচল করে। আমি আসলে আগে এত বড় লঞ্চ জাহাজ দেখিনি। কেবল ছবিতে বা ভিডিও, টিভিতে দেখেছি। সত্যিই অবাক হইছি এত্ত বড় বড় যানবাহন পানির উপরে বাপরে, তাও দুই তিন চার পাঁচ তলা, আর এত লম্বা ভিতরে গেলে মনে হয় কূল কিনারা নাই। যে লঞ্চগুলোতে উঠেছিলা সেগুলো রাত সাড়ে আট, নয়টায় ছাড়ার কথা । আমরা সেই লঞ্চগুলো একে একে সব তলায় ঘুরেছি আর দেখেছি কী সুন্দর ব্যবস্থা পানির উপর। ছোটো ছোট রুম, রুমে কী সুন্দর বিছানা পাতা।
ডাইনিং রুমও আছে, আবার দোকানপাঠও আছে। কিছু জায়গা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। মনে একটাই দুঃখ ছিলো বুড়িগঙ্গার পানি নিয়ে। কালো পানি আর দুর্গন্ধ উফ্ ।
জাহাজের ভিতর, ফ্লোরে মানুষগুলো সারি সারি বিছানা পেতে আন্ডা বাচ্চা নিয়ে অপেক্ষা করছে কখন জাহাজ ছাড়বে। আমরা লঞ্চের ছাদে গিয়ে দাঁড়ালাম তখন সন্ধ্যা। সন্ধ্যায় নদীঘাট যে কী সুন্দর যে দেখেছে সে বলতে পারবে। যদিও বেশীক্ষণ থাকা হয়নি। আরেকটু রাত গভীর হলে মনে হয় আরও সুন্দর ফটো তুলে আনতে পারতাম।
লঞ্চের ভিতরে রংবাহারী বাতি, সে বাতির আলোয় মানুষের আনাগোনা, আহারে কত মানুষ হন্তদন্ত ছুটতে। কার মনে যে কী। কার মনে যে আনন্দ আর কার মনে দুঃখ জানা গেলে ভালো লাগতো। লঞ্চের ভিতরে সোফা পাতানো কোথাও, আর বারান্দায় চেয়ার পাতা। ইশ কখনো যদি লঞ্চে করে কোথাও যাওয়া যেত ভালোই লাগতো।
কিছুক্ষণ পর পর জাহাগুলো ছাড়ছে আবার কিছু জাহাজ ঘাটে এসে ভিড়ছে। মানুষের ব্যস্ততা। আমার ব্যস্ততার পাঠ চুকিয়ে দেখতে গিয়েছিলাম মানুষের ব্যস্ততা। আমার নীড়ে ফেরার কথা ভুলে সেদিন দেখেছিলাম মানুষের নীড়ে ফেরার দৃশ্য। যে যার মত হেঁটে যাচ্ছে। হাসছে, গল্প করছে। এসব দেখতে কী যে ভালো লাগে উফ্।
যদি কেউ বলতো ছইব্বানি তোর চাকুরী করা লাগতো না বা তোর সংসারী হওয়ার দরকার নেই। ক্যামেরা হাতে নিয়ে ছুটে যা নদী পাহাড় ঝর্না অথবা সমুদ্রে। তোর রান্না বান্নায় কাজ নাই, খাতা কলম নিয়া লিখতে বইয়া যা হাহাহা। আর যদি তখন এক সমুদ্র টাকা কড়ি থাকতো মনে হয় আমি দুনিয়াটাই ঘুইরা লাইতাম।
সন্ধ্যায় যখন সূর্যটা ডুবে যায় কালো পানিও হলুদ হয়ে যায়। ভালোই লাগে কালো পানি হলুদ দেখতে। হয়তো শরত কালে সন্ধ্যার নদীঘাট আরও ভালো লাগে। কারণ তখন আকাশে সাদা মেঘগুলোর উড়াউড়ি থাকে। এত্ত বড় বড় লঞ্চও ভরে যায় মানুষে। আমরার দেশে মানুষের অভাব নাই।
যতই বড় ভাবি না কেন লঞ্চগুলোকে। যে লঞ্চগুলো ছেড়ে যায় ঘাট, দূরে দেখি নদীর বুকে পিপড়ার মতন। হুম সেও নদীর চেয়েও ছোট। নদীর কাছে এত এত লঞ্চ যেন কিছুই না। যখনই মানুষ নদীটাকে নিজের মনে করে পানি দূষিত করে। পাড় দখল করে তখনই বৈরী হাওয়া এসে বুঝিয়ে দেয় লঞ্চ ডুবিয়ে sad মানুষ হুড়োহুড়ি করে মাত্রার চেয়ে বেশী ওজন দিয়ে লঞ্চটাকে নদীর বুকে তলিয়ে দেয় যেন।
০২। ছেড়ে যাচ্ছে লঞ্চ
০৩। বুড়িগঙ্গার পানি হলুদাভ
০৪। নদীঘাট যেখানে ফেরী, লঞ্চ নৌকা ভীড়ে
০৫। কত শত নৌকা ছুটে চলে নিরবে..... দেখলে ভয়ও লাগে যদি ডুবে যায়
০৬। ঘাটে এসে ভিড়ছে নৌকাগুলো
০৭। স্পিডবোড
০৮। সন্ধ্যার বুড়িগঙ্গা
০৯। আহা আকাশটা
১০। ধোয়া ছেড়ে যাচ্ছে নৌকা
১১। সন্ধ্যার বুড়িগঙ্গা
১২।
১৩।
১৪।
১৫।
১৬। কত্ত বড় লঞ্চ
১৭। ডাইনিং হল
১৮।
১৯।
২০। কালো পানি আরো কালো হয়ে গেছে
২১।
২২।
২৩। সিড়িঁর লাইটিং
২৪।
২৫।
২৬। যে মোটা দড়ি
২৭। বারান্দা লঞ্চের
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া জি। ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৪
করুণাধারা বলেছেন: অতি চমৎকার সব ছবি!! আমি একবার খালি লঞ্চে বরিশাল গেছিলাম। তারপর থেকে লঞ্চ ডোবার খবর ছাড়াতো আর লঞ্চ নিয়ে কোন খবর দেখি নাই... আজকে তাই লঞ্চ নিয়ে আপনার এই পোস্ট খুব ভালো লাগলো।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি গিয়েছিলাম একবার তাড়াহুড়ো করে উঠেছিলাম সেই ১৫ বছর আগে মনে হয়। যশোর গেছিলাম অল্প জায়গা। ভালো করে দেখিনি তখন। এবার ভালো করে দেখে আসলাম। খুবই ভালা লেগেছে।
জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন
৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৪
ওমেরা বলেছেন: এগুলো সদরঘাটের লঞ্চ । খুব সুন্দর তো । আমার ছোটবেলাটা এই এলাকাতেই কেটেছে কিন্ত কখনো দেখা হয়নি ।
খুব খুব ভালো লাগলো দেখে ,ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপু । অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ছবি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও দেখা হয়নি এবার দেখলাম
সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২২
স্থিতধী বলেছেন: ছবিগুলা বেশ! দড়ির ছবিটা প্রথম দেখায় মনে হয়েছে একটা মস্ত অজগর।
২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরাসরি দেখেও ভয় পেয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: নেট স্লো ছবি গুলো দেখতে পারছি না।
কালো পানি আরো কালো হয়েছে। গন্ধ কি কিছুটা কমেছে?
২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা নেট স্লো সবারই
না গন্ধ দূর হয়নি।
ভালো থাকুন ধন্যবাদ
৬| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
ফেরেশতারা এগুলোকে ভাসিয়ে রেখেছে, না'হয় লোহা কি করে ভাসে?
২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথা সইত্য আপনার
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৭| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮
ভুয়া মফিজ বলেছেন: যাক....শেষ পর্যন্ত ফুল-লতা-পাতা থিকা বাইর হইতে পারছেন, সেই জন্য মোবারকবাদ। ফুডু সৌন্দর্য হইছে!! আপনে জাহাজ পাইলেন কই? এগুলান সবই লঞ্চ। রিকশাওয়ালারা রিকশারেও গাড়ি কয়, তাই বইলা কি ওগুলা গাড়ি??
করুণাধারা বলেছেন: আমি একবার খালি লঞ্চে বরিশাল গেছিলাম। আপা, আমি তিনবার ভরা লঞ্চে বরিশাল গেছিলাম।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাইর হওয়া এত সহজ না । আমার আশে পাশে ফুল লতা পাখি এসবই আছে, আর এসবের মাঝেই সুখ খুঁজি কি আর করা। জাহাজ কী আরও বড় নি, জাহাজ দেখি নাই এখনো। লঞ্চ দেইখ্যাই অবাক হইছি হাহাহা ডানা থাকলে তো তেলাপোকারেও মাইনষে পাখি কয়
অনেক ধন্যবাদ ভালো থাকুন।
৮| ২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন,ছবিগুলা ব্যাপোক সৌন্দর্য হইছে +++ ,তয় আপনের লাহান আমারো মন খারাপ এই ভেবে যে,"নদীর পানি এত কালো এবং খারাপ গন্ধ কেরে" ।
আমি ও জীবনে একবার লঞ্চে উঠেছিনু।ভালই লাগছিল তয় এ মন চাইছিল মোর (কপাল ফাটা কিছু মিলে নাই) তয় মানুষের ঘাম এবং চিপাচাপি ভালই মিলেছিল।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বুড়িগঙ্গার কাছে গেলে মন খারাপ হয় নদীর পানি দেখে।
লঞ্চে একবার উঠার ইচ্ছা। দেখা যাক আল্লাহ ইচ্ছে যদি পূরণ করেন
জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন
৯| ২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪০
কলাবাগান১ বলেছেন: চোখ ধাধানো ছবি। বিশেষ করে ১৬ নং ছবির এংগেল টা চমৎকার।
"নেট স্লো"; সমুদ্র বানান- এসব নিয়ে যখন কমেন্ট পাবেন, ধরে নিবেন যে আপনার পোস্ট এতই সুন্দর হয়েছে যে, সেই সুন্দর কে সহ্য করার ক্ষমতা উনার নাই
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন স্বপরিবারে
আপনার কথাটাই ঠিক, খেয়াল করে দেখলাম রাজীব ভাই কখনো আমার ছবিপোস্টগুলোতে পজেটিভ মন্তব্য করেননি। ভালো হয়নি/আরেকটু ভালো হতে পারতো/এখন ঠিকই লিখেছেন মোটামুটি অথচ সবারই ছবিগুলো ভালো লেগেছে।
মানুষ কেন যে এমন বুঝি না যাই হোক ভালো থাকুক সবাই ।
১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:১৭
ইসিয়াক বলেছেন: প্রতিটি ছবিই খুব সুন্দর। আপনার ছবি তোলার হাত মারাত্মক ভালো।তবে দড়ি দেখে ভাবলাম কোন সাপ বুঝি। সাপে আমার খুব ভয়। দুই দুই বার সাপের হাত থেকে বেঁচে ফিরেছি। সেই ঘটনা মনে হলে এখনও গা ছমছম করে।
শুভ কামনা রইলো।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ। সাপ আমিও ভয় পাই। আল্লাহ এসব বিপদ থেকে আমাদের হেফাজত করুন।
১১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৮
সাজিদ উল হক আবির বলেছেন: আপা, আমার জন্ম, বড় হওয়া পুরনো ঢাকার বাংলাদেশ ব্যাংক কলোনিতে। আপনার জায়গাটার নাম শোনার কথা। বাসা থেকে পাঁচমিনিটের দূরত্ব ছিল মিলব্যারাক লঞ্চঘাট, আর বুড়িগঙ্গা নদী। সাধারণত, আমার পছন্দের যেকোনো বই শেষ করতাম এই লঞ্চঘাটে বসে। বর্ষায় বুড়িগঙ্গায় অনেক পানি থাকে। গন্ধও তেমন থাকে না, শীতকাল ছাড়া সাধারণত। ফেব্রুয়ারিতে তাই দুর্গন্ধ থাকাটা অনুমেয়। আপনার সুন্দর ছবিগুলো আর একবার আমার ফেলে আসা শৈশবকে স্মরণ করায়ে দিলো। শুকরিয়া।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বলো কী ভাইয়া! ফরিদাবাদ ব্যাংক কলোনীতে ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত থেকেছি। আর বুড়িগঙ্গার ব্রীজে কত বেড়িয়েছি। হ্যা বর্ষায় তেমন গন্ধ থাকে না। ইকো পার্ক এ গিয়েছিলাম একবার বর্ষায়, তখন পানি সাদা ছিলো।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকো ভাইয়া
ফি আমানিল্লাহ।
১২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৯
স্প্যানকড বলেছেন: প্রথম ছবিটা খুব সুন্দর হইছে বাকী গুলার চেয়ে। সব গুলা ভালো তবে আমার ভালো লাগছে প্রথম টা। কোথাও যাচ্ছেন বুঝি? ভালো থাকবেন।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কড
ভালো থাকুন, কোথাও যাচ্ছি না। একদিন বিকেলে সবাই বেড়াতে গিয়েছিলাম তখন এই ছবিগুলো মোবাইলে তুলেছিলাম
১৩| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: ছবিগুলি এতই প্রাণাবন্ত নেট স্লো হয়ে গেল( কলাবাগান ১ ভাইয়া)
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কলাবাগান ভাইয়ার কথাই ঠিক। আমার ছবিব্লগে রাজীব ভাই এমন কমেন্টই করে আসছেন। সবাই বলে ভালো কিন্তু বলেন মন্দ
জাজাকাল্লাহ খাইরান ভাালো থাকুন অনেক অনেক
১৪| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: হ্যা ছবি গুলো দেখলাম।
মোটামোটি হয়েছে।
ছবি তোলা অব্যহত রাখুন।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা হাহাহা আচ্ছা অব্যাহত রাখমু
আর আপনি আইয়া বলবেন মোটামুটি
ভালো হয় নাই/ আরও ভালো হতে পারতো শুভেচ্ছা রইলো
১৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:২৭
ঢুকিচেপা বলেছেন: ছবি দেখেই বোঝা যাচ্ছে আপনার এক দিনের যাত্রা সফল হয়েছে।
সব ছবিই চমৎকার হয়েছে।
জাহাজের গায়ে আপনার নাম না দেখলে বুঝতেই পারতাম না যে আপনার এতগুলো জাহাজ আছে।
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো। যদিও তাড়াহুড়া সব সময় । শান্তিমত বেড়ানোও যায় না । ছেলে হইলে ভালা হইতো
হাহাহাহা এগুলো আমার জাহাজ। ভাড়া নিতে চাইলে বইলেন কিন্তু।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৬| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
নয়া পাঠক বলেছেন: ছবি শুধু ছবি নয়! ছবি আবার কথাও কয়!!
ছবির ছবি সাধারণ নয়!!!
সকল ছবিই অ-সা-ম হয়!!!!
২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বাহ কী সুন্দর কবিতা। মুগ্ধ আমি
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১৭| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪১
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এখানে আমার মন্তব্য নেই দেখে আমি তো অবাক হয়ে
গেলাম অথচ প্রথম মন্তব্যটাই আমি করেছিলাম ।
মনে হয় সেটা যায় নাই আর আমিও তাড়াহুড়া করে লগ
আউট হওয়াতে খেয়াল করি নাই । অসম্ভব সুন্দর মায়াবী
ছবিসহ মনমুগ্ধকর একটি পোস্ট । আর দুলাভাইকে ধন্যবাদ
দিবেন আপনাকে নিয়ে বেড়ানোর জন্য ।
২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক মন্তব্য পেলাম আপি কৃতজ্ঞতা রইলো
জাজাকিল্লাহ খাইরান
দুলাভাই নিয়ে যায় না কোথাও সহজে। তারে ফাঁকি মেরে বড় বোন ছোট বোন সহ গিয়েছিলাম একদিন আর দুলাভাই সাথেগেলে ছবি তোলা যায় না।
ভালো থাকুন আপি অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৮| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার ফটোগ্রাফি!!!
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
১৯| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০২
মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর সব লঞ্চ !!
ছবিগুলো সুন্দর ছবিপু
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ।
একদিন সন্ধ্যায় নদীঘাটে যাবেন । ভালো লাগবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৯
আমি সাজিদ বলেছেন: চমৎকার আসছে ফটোগুলো।