নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মায়ের ঋণ কী করা যায় শোধ কখনো=

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৫



©কাজী ফাতেমা ছবি
=মায়ের ঋণ কী করা যায় শোধ কখনো=
কত কষ্টের পাহাড় বুকে তুলে নিয়ে মা দাঁড়িয়ে থাকে
হয়ে সংসারের খুঁটি,
কত সুখ, কত আবেগী আহ্লাদি ইচ্ছে, দূরে সরে যায় আঙ্গুলের ফাঁকে;
যখন কাক ডাকে ভোরের আলোয়, মা সেঁকে তখন আগুনে রুটি!

ইচ্ছে স্বাধীন সময়গুলো থাকে মায়ের আঁচলে বাঁধা,
চড়ুই এর মত জীবনের কত সহস্র সময় হয়ে যায় ফুড়ুৎ,
পেট হয় গিরি মায়ের, ওজনে হাঁটা দায়, জীবন এক অলীক ধাঁধা;
তবু্ও মা সাংসারিক কাজে ব্যস্ত, কপালে বয়ে যায় ঘ্রামের স্রোত।

কতটুকু আর সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুরুষ
একবার সাহায্যতে, হাজারবার খোঁটা দিয়ে পুরুষ বুক ফুলিয়ে হাঁটে
কথায় কথায় মায়ের বুকে বসায় যেনো ব্যথার কুরুষ;
একজন মা সর্বদা ব্যতিব্যস্ত সংসার খুশি করার পাঠে।

পেটে কত কাঁটাছিঁড়া, নিম্নাঙ্গে কত সেলাই, দগদগে ঘা
ব্যথা সয়েও মা হেসে উঠে স্বস্তিতে আনন্দে, সন্তান নিয়ে কোলে;
ব্যথায় কাতর মা, আহা চোখে জল গড়ায়, কুঁকড়ে যায় হাত পা;
পাশে পুরুষ হাসে বাবা হবে, স্বপ্ন সুখে তার মন দোলে।

সাত পাহাড় কষ্ট ঠেলে বারবার মা হয়েও ভুলে যায় মা অতীত কষ্ট,
কতটি বছর পেরিয়ে যায় সন্তানের নিবিড় পরিচর্যায়,
ইচ্ছে সব জলাঞ্জলি দিয়ে জীবনের বেশীরভাগ সময়ই হয় সংসারে তাঁর নষ্ট,
কে রাখে মায়ের মনের খবর, একই ভাবে তাঁর দিন আসে দিন যায়।

আঙ্গুলের ডগা কেটেও মা'কে বসতে হয় বটি নিয়ে,
হাতের চামড়া পুড়লেও জ্বালাতে হয় চুলায় আগুন,
মা তাঁর কষ্ট অন্যের ঘাড়ে দেয় না চাপিয়ে ইনিয়ে বিনিয়ে;
মায়ের জীবন থেকে হারিয়ে যায় বৈশাখ হেমন্ত বর্ষা অথবা ফাগুন।

মায়ের ঋণ কী আর করা যায় শোধ কখনো, না ভাবা যায়,
তবুও পুরুষের মনে আক্ষেপ পাইনি বলে অথৈ সেবা,
কত শত বদনাম, কত তিক্ত কথা মায়ের বুকে ব্যথার বাজনা বাজায়
তর্কে লিপ্ত না হয়ে মা সংসারে সেজে থাকে বোবা।
(20-05-2020)

(সব পুরুষের জন্য প্রযোজ্য নহে)

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২২

ওমেরা বলেছেন: মা নেই যার কিছুই নেই তার। মাঝে মাঝে এত খারাপ লাগে মনে হয় দুনিয়াতে আমার কেউ নেই ।
মায়ের অবদান বলে শেষ করা যাবে না । অনেক অনেক ভালো লাগা কবিতায় আপু।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। মা না থাকলে মনে হয় দুনিয়া অন্ধকার হয়ে যাবে ।আল্লাহ সকল মাকে ভালো রাখুন । ফি আমানিল্লাহ
ভালো থাকুন আপি

২| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব মা ভালো থাকুক এটাই।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন । সব মা ভালো থাকুন

৩| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪২

আমি সাজিদ বলেছেন: কখনও যায় না। পৃথিবীর সব মা ভালো থাকুক।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। সব মাকে আল্লাহ ভালো রাখুন আমিন
ফি আমানিল্লাহ

৪| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৬

সামিয়া বলেছেন: বাস্তব কথাগুলো কবিতায় উঠে এসেছে, ভালোলাগা, প্রিয়তে নিলাম।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝতে পারার জন্য জাজাকিল্লাহ খাইরান আপি। আল্লাহ সব মাকে ভালো রাখুন
ফি আমানিল্লাহ

৫| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



মোটামুটি সব বাংগালীই মায়ের দিক থেকে ঋণ-খেলাপি; আপনার অবস্হা কি রকম?

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও সেইম অবস্থা। ধন্যবাদ গাজী ভাই
ভালো থাকুন

৬| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই বলো মা
মায়ের দাম কি হয়? না
পৃথিবীতে মায়ের নেই তুলনা।
মাগো তোমার নেই তুলনা।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর গান ছিলো

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

৭| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে সব পুরুষের জন্য প্রযোজ্য নয় তাদের কথা আপনার কবিতার কোথাও পেলাম না। মায়েদের গুণগান করতে গিয়ে বাবাদের অবহেলা করেছেন। তবে কবিতার মধ্যে ছন্দ আছে এটা বলা যায় নিঃসন্দেহে। ইসলামেও সন্তানের জন্য মায়ের ত্যাগ ও মর্যাদার ব্যাপারে বলা হয়েছে যে পিতার চেয়ে তিন গুণ বেশী। কবিতা সাম্প্রদায়িক হওয়া ঠিক না।

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন সব পুরুষ আমার চোখে পড়ে নাই এখনো । না দেখলে না বুঝলে লিখতাম ক্যামনে :( বাবারা নিজেরাই অবহেলিত হচ্ছেন অজান্তে। যদিও তারা তাদের সংসারের রাজা ভাবেন কিন্তু বউকে অনেই রাণী ভাবতে পারেন না। আমার আশেপাশে এমনই দেখছি। যেসব পুরুষদের কথা লিখিনি সে সংখ্যা নিতান্তই কম । তাই হয়তো চোখে পড়ে না।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমনিল্লাহ

৮| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোন মা কি আজ পর্যন্ত বলেছেন তাঁর ঋণ শোধ করতে পারে?!
পরিশোধ আর শোধের কথা আসবেই বা কেন?

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কখনো না

ধন্যবাদ ভালো থাকুন

৯| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মনিরা চৌধুরী বলেছেন: যেমন আমার মা

০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার মা সহ পৃথিবীর সব মাকে ভালো রাখুন
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১০| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,





ঈশ্বর হয়তো সবখানে থাকেন না কিন্তু মা থাকেন সবখানে............

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সব মায়েদের নিরাপদে রাখুন ।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

১১| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

মা.হাসান বলেছেন: সব মায়ের জন্যেও প্রযোজ্য না মনে হয়।

বেশ কয় বছর আগে পড়েছিলাম, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়া এক মহিলার ছোট বাচ্চার কারণে দ্বিতীয় বিয়ে হচ্ছিলো না বলে তিনি বটি দিয়ে বাচ্চাটাকে জবাই করেছিলেন।

মায়েদের কষ্ট মায়েরাই বেশি বুঝে বলেই মনে হয় ছেলেদের বিয়ের পর প্রথম জীবনে ছেলেদের বউদের শাশুড়ির কাছ থেকে প্রথম জীবনে এত সোহাগ পেতে হয়, আর শেষ জীবনে এটা ছেলেদের বউদের কাছ থেকে ফেরৎ পায়।

কথা সেইটা না। কয়দিন নাকি ফেসবুক বন্ধ ছিলো, নিশ্বাস নিচ্ছিলেন কি দিয়ে? :-&

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ঘটনা কতই আছে। ক্রাইম পেট্রোল দেখে অবাক হই । এমন কলিজাও মায়েদের আছে :( হুম কথা ঠিক। আমার ছেলের বউদের আদর করবো, কিন্তু এখন যে চালাকের যুগ, আমি তো ফুঁ দিলেই নাই। কী হবে কে জানে।

ফেসবুক বন্ধ কিডা কইছে। ভিপিএন আছিলো তো হাহাহাাহ ফেসবুক ছাড়া একদিনও চলে না।

থ্যাঙকিউ, আপনি মাঝে মাঝে কোথায় হারিয়ে যান।

১২| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৭

নেওয়াজ আলি বলেছেন: মায়ের মত এমন দরদী ভবে আর কেউ হবে না মা আমার মা।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মায়ের মতআপন কেহ নাই রে মায়ের মতন আপন কেহ নাই

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

১৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৬

সিগনেচার নসিব বলেছেন: সবচেয়ে পবিত্র ও মধুর শব্দ মা। সকল মায়ের প্রতি অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসা।

০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সকল মা ভালো থাকুন

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন নসিব

ফি আমানিল্লাহ

১৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৪১

স্প্যানকড বলেছেন: মা, বাবা কারো ঋণ শোধ করবার মতো ক্ষমতা কেউ রাখে না। সেসব পুরুষদের নিয়া লেখেন। ভালো থাকবেন।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সেইসব পুরুষদের আশে পাশে দেখলে কোনো একদিন লিখা হয়ে যাবে।

১৫| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পুরুষ তো সে যে নারীতে নিজেকে খোঁজে। নারীর কাজে নিজেকে সহায়ক হিসেবে উপস্থাপন করতে পারে। আর বোকা তো সে, যে নিজ কর্ম সম্পাদন পরবর্তী নিজের প্রশংসা করে বেরায়। যে নারীতে তার বসত তাকেই সে খোটা দেয় নিজ মুর্খতার জালে ফেঁসে।


আমার ব্যক্তিমত,
মায়েদের উচিত, পুত্র সন্তানদেরকে দেখাশোনার পাশাপাশি নিজদের কাজে তাদের সহায়ক হিসেবে গড়ে তুলা। তাহলে সে তার আগত বধুর জন্য সাহায্যকারী হিসেবে তৈরি হবে। আর এতে সে উপভোগ করতে পারবে স্বর্গীয় পরবারের স্বাদ। আর এভাবেই তৈরি হবে মায়েদের সত্যিকারের সহযোগী। অবশ্যই এমন স্বর্গীয় পরিবারের স্বাদ উপভোগ করতে প্রত্যেক সন্তানকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলায় পিতারও যথেষ্ট ভূমিকা রয়েছে।



কবিতায় ভালোলাগা ও প্লাস +++

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। কয় জন পুরুষ বুঝে এসব। স্ত্রী তিনদিনের বেশী অসুস্থ হলে দেখেছি সেবা পাওয়াটাও তার জন্য দুষ্কর। আর পুরুষরা অসুস্থ হলে নারীরা কত সেবা করে সংসার চালিয়ে যায়।

একদম উচিত পুত্র সন্তানদের সহায়ক হিসেবে গড়ে তোলা । আল্লাহ যেন আমার দুইছেলের অনুভূতিতে নারীদের প্রতি সব সময় সম্মান থাকে।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: পৃথিবীর সব মায়েদের জন্য শুভ কামনা।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব মায়েরা ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান ভাালো থাকুন

১৭| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মায়েদের প্রকৃত জীবন চিত্র তুলে ধরেছেন ।+++++++

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন

১৮| ১১ ই মে, ২০২১ সকাল ১০:৫৩

নির্জন অঙ্কন বলেছেন: কখনোই মায়ের ঋণ সোধ করতে পারব না
বুবুই আপনার লেখা এটাই আমার প্রথম পড়া কবিতা।
দারুণ লাগল।

১১ ই মে, ২০২১ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.