নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো......

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৭

বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো। ক্যামেরা ছিলো ক্যানন । ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। করোনার কারণে মনটাই খারাপ লাগে। এক অদৃশ্য পোকা, কিনা মানুষের জীবন নাস্তানাবুদ করে ছাড়ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

০১।



দূর্বাঘাসের ডগায় জমে আছে শিশিরের জল
রোদ্দুর ছুঁয়েছে পাতা,
এই তুমি কী ছুঁবে আমার মন, না করে কোনো ছল?
হারাবে কী আমার হৃদয় অতল?

০২। =মোহ যেনো মাকড়শার জাল=
মোহগুলো মাকড়শার জালের মত জড়িয়ে রাখে
জীবনের বাঁকে বাঁকে।
মোহের আষ্টেপৃষ্টে আঁকড়ে থাকা মন ছটপট করে
মোহ তবু ছাড়ে না, মোহ যে সাজানো থরে থরে।



০৩। =ও পাখিরে গাস্ না তুই মন ভাঙ্গানী সুরে=
একলা পাখি বসে আছিস, আঁকড়ে ধরে ডালে
দুলছিস পাখি নিরিবিলি, হাওয়ার তালে তালে।
কার লাগি তোর মন পুড়ে রে, উদাসীন কার লাগি
বন্ধু কী তোর আবোল তাবোল, হিংসুটে আর রাগি?



০৪। =ওরা হাসলে আমরাও হেসে উঠি সুখে=
হীম কুয়াশা ভেদ করে জেগে উঠে পাড়া
এখানে পরিশ্রমের বুকে পা রেখে মানুষ নেমে পড়ে ফসলের জমিতে,
কাক ডাকা ভোর, ফযরের আযানের সুরে জাগে মানুষ
ওযুতে সকল ক্লান্তি ঝেড়ে, জায়নামাজ ছুঁয়ে মাথা ঠেকায় প্রভুর দরবারে
মোনাজাতে কেবল সুস্থ আর অল্প সুখে থাকার প্রার্থনা ওদের
ফসলের ক্ষেতে উড়াবে স্বপ্ন সুখের ফানুস।



০৫। =মিথ্যের মুখোশে ঢাকা মুখ=
মুখোশ পরে ভাব ধরো, যেনো হাবা
তলে তলে বসাও কারো বুকে ভয়ঙ্কর থাবা!
মুখোশের আড়ালে নিজেকে ঢেকে
যাও অন্যের ধন কেঁড়ে নেওয়ার ছক এঁকে!
রক্ত চক্ষু মানুষ
ওড়াও রঙ আকাশে হিংস্রতার ফানুস!
ক্ষমতা যখন থাকে হাতের মুঠায়
টাকাকড়ি পায়ে লুটায়।



০৬। =ভালোবাসি মাকে=
সুখ নিরাপদ জীবন এমন, আর কোথায় পাই বলো
মায়ের বুকে রাখলে মাথা, সুখে চোখ ছলোচ্ছলো।
শান্তি বুকে অথৈ লাগে, মায়ের আঁচল তলে
মায়ের কথা ভাবলে আহা, চোখ ভরে যায় জলে!
সব সন্তানের সুখের আশ্রয়, শুধু মায়ের বুকে
বিপদ আপদ হলে শিশুর, মা'ই দাঁড়ায় রুখে।



০৭। =সুখকাব্য=
সজীব ফুলের পাপড়িতে যে, মনটা আমার রাখা
চোখের আয়নায় রঙ মুগ্ধতা, ফুল তুলিতে আঁকা!
এমন প্রহর তোমার আমার, হোক না সুখের তরে
এই চলো না ফুলের বাগে, থাকবো না আর ঘরে।
রঙ গোলাপী ফুলের বাগে, যাবো হেঁটে পায়ে
এই চলো না উঠি গিয়ে, কল্প ইচ্ছের নায়ে!



০৮। ©কাজী ফাতেমা ছবি
=ক্ষমতার দাপট নিয়ে কেউ টিকে থাকেনি এখানে=
সভ্যতারা এভাবেই গালে হাত দিয়ে বসে থাকে কোনো এক দুপুরের গা ছুঁয়ে
জীর্ণশীর্ণ দেহ, বয়সের ভারে খসে পড়েছে বুকের দেয়াল, বুকের হাড় ক'খান উঁকি দিয়ে দেখে দিনালো
এখানেও একদিন উচ্ছ্বলতা ছিলো, ছিলো কলরব, হাসি তামশায় ভরা বুকের জমিন।
একদিন এখানেও সুর ছিলো, ছিল ক্ষমতার দাপট, টুংটাং বাজনা ছিলো চায়ের কাপে,
এখানেও ধোঁয়া উড়া উষ্ণতার প্রহর ছিলো, ছিলো প্রেম ভালোবাসার মিশেলে এক অদ্ভুত সংসার।



০৯। ©কাজী ফাতেমা ছবি
=প্রজাপতি প্রেম, খঞ্জন পাখি এই মন=
রঙিন ডানা মেলে দেখো, প্রজাপতি ফুলে
রোদ পোহাচ্ছে বেখেয়ালী, আছে বেভোল ভুলে!
দাঁড়াও পাশে চুপটি করে, নড়ো না ঠিক অল্প
শুনবো দু'জন ঠাঁয় দাঁড়িয়ে, প্রজাপতির গল্প!
গাঁদা ফুল রঙ শাড়ি পরে, হাঁটছি ফুলের বাগে
প্রজাপতি হতে আমার, ইচ্ছে মনে জাগে!



১০। =নদী’রা মরে যায়=
এখানেও একদিন তুমুল ঢেউ ছিলো, পাড়ি ভাঙ্গার খেলা ছিলো,
এখানেও নৌকা ছিলো, নৌকায় বসা মাঝি ছিলো।
শুকনো মৌসুমে জেগে উঠা চর ছিলো, ছিলো চর দখলের খেলা
এখানেও মানুষ ফসলী জমিতে শ্রম দিতে-কাটাতো বেলা।
নদীর উথাল ঢেউয়ে বাস করতো টেংরা পুটি,
রুই, বোয়াল, কাতল, আইড়-জলের তলে খেতো লুটোপুটি।



১১। =ভালো আছি আলহামদুলিল্লাহ্=
একটি স্নিগ্ধ সকালের গা ছুঁয়ে আছি
রোদ্দুর কুয়াশা খেলছে কানামাছি;
শিশির স্নানে মত্ত সবুজ পাতারা দুলছে এলো হাওয়ায়
চড়ুইয়ের কিচির মিচির আমার দখিন দাওয়ায়।
ফুরফুরে মন আমার মুগ্ধতার অপার মহিমায় উচ্ছ্বসিত,
ঠোঁটে চলে আসে স্বয়ংক্রিয় হাসি স্মিত।



১২। = ও মাঝি ভাই লইয়া যাও =
ও মাঝি ভাই লইয়া যাও, ঘাটে ভিড়াও তরী
ওই পাড়েতে বন্ধু আমার, দেখছে হাতের ঘড়ি,
সময় যদি যায় চলে যায়,ফিরে যাবে বাড়ি
ওই পাড়ে না নিলে-নদী, কেমনে দেবো পাড়ি ?



১৩। ফুল কলিরা আধা ফুটা, হাসছে রোদের আলোয়
দুলছে হাওয়ায় নিরিবিলি, যাচ্ছে সময় ভালোয়!
ছিঁড়বে বলে ফুল কলিদের, হাতটা বাড়ায় খোকা,
ফুল ছিঁড়তে নেই জানে নাতো, খোকা বড় বোকা।



বেশ কয়েকদিন যাবত রামিশা রোজা আপাকে দেখছি না । রোজা আপা মিস করছি আপনাকে। সুস্থ ও সুন্দর থাকুন স্বপরিবারে। আজকের পোস্ট আপনার জন্য উৎসর্গীকৃত। ভালোবাসি আপু খুব।

অটঃ ০১। নেট স্লো এর কারণে ছবিগুলো দেখতে পাচ্ছি না
০২। তেমন ভালো আসে নাই
০৩। আরও ভালো হতে পারতো,
০৪। মোটামুটি হয়েছে । ছবি তোলা অব্যাহত রাখবেন। হাহাহাহ
এগুলা কার বাণী.... এমন মন্তব্য পাবো ইনশাআল্লাহ..... অগ্রিম কইয়া দিলাম

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



জীর্ণ অট্টালিকা ছবি:

এগুলো কি কারোবাড়ী ছিলো, কোথায়?

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা পানাম সিটি থেকে তোলা ছবি। জমিদারদের বাড়ী ছিলো । নারায়নগঞ্জ

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২২

আমি সাজিদ বলেছেন: ৪, ৮,১০,১২ ফটোগুলো কোথায় তোলা আপি?

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ৪ নং ছবি ট্রেন থেকে তুলছি, জায়গার নাম জানি না
৮ নং ছবি নারায়নগঞ্জের পানাম সিটি
১০ নং ছবি ময়মনসিংহের ঢাকুয়া গ্রামের ধলাই নদী
১২ নং হলো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী।

অনেক ধন্যবাদ

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে আপু :)
প্রথম টা তো মন ভালো করে দ্যায়।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার ছবির মতো সুন্দর ছবিগুলোর জন্য
ছবি আপুকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ্য থাকুন
করোনার এই নিদান কালে । আমর জন্য দোয়া করবেন।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি । ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৮:১৮

পাঁচ-মিশালি বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
আপনি একজন মুসলমান মহিলা হয়ে ছবি তুলে ইসলামের অবমাননা করেছেন। ইসলামে ছবি অঙ্কন এবং ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
ধর্মের প্রতি অবহেলা ও উদাসীনতার দরুন মুসলিমদের মাঝে ইয়াহুদী, খ্রিস্টান, মুশরিক ও বিভিন্ন অমুসলিমদের সীমাহীন অপসংস্কৃতি ও অসভ্যতা অনুপ্রবেশ করেছে, যার অন্যতম হলো প্রাণীর ছবি আঁকা ও তোলা এবং ভাষ্কর্য ও মূর্তি প্রস্তুত করা। তাই এই বিষয়ে ইসলামী শরী‘আতের দৃষ্টিতে সংক্ষেপে কিছু বিধি নিষেধ উল্লেখ করা হলো।

প্রাণীর ছবি আঁকা বিনা ঠেকায় ছবি তোলা সংরক্ষণ করা ও প্রদর্শন করার বিধান

হাদীস শরীফে বর্ণিত আছে যে, কিয়ামতের দিন প্রাণীর ছবি অংকনকারীরা সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হবে (সহীহ বুখারী হাদীস নং৫৯৫০,সহীহ মুসলিম হাদীস নং ২১০৯) তেমনি হযরত আবু তালহা রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর কিংবা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। (সহীহ বুখারী শরীফ হা. নং ৫৯৪৯,সহীহ মুসলীম শরীফ হা. নং ২১০৬) অন্য হাদীসে আছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করবে তাকে কিয়ামতের দিন বাধ্য করা হবে যেন সে তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবেনা। (সহীহ বুখারী হা. নং ৫৯৬৩,সহীহ মুসলিম হা. নং২১১০) ঠিক তেমনি হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে অঙ্কিত কিছু দেখলে তা বিনষ্ট করে দিতেন। (বুখারী হা. নং৫৯৬২)

এছাড়া আরো অনেক হাদীস, সাহাবায়ে কেরামের আছার, তাবেঈন, তাবে তাবেঈন ও ফুকাহা কেরামের কথা দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, কোন প্রাণীর ছবি আঁকা বিনা ঠেকায় ছবি তোলা ও সংরক্ষণ করা বা প্রদর্শন করা সম্পূর্ণভাবে হারাম। ঠিক তেমনি কোন ব্যক্তির ছবি চাই সেটা কোন আলিম বা বুযুর্গের ছবি হোক না কেন নিজের সাথে বা ঘরে বরকত বা সৌন্দর্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সংরক্ষণ করা বা ঝুলিয়ে রাখা শরী‘আতের দৃষ্টিতে নাজায়িয তথা হারাম বরং শাস্তি ও অভিশাপযোগ্য কাজ। (সহীহ বুখারী হা. নং ৫৯৫১, ৫৯৫৩, ৫৯৫৪, ৫৯৫৫, ৫৯৬০, ৫৯৬২, ৫৯৬৪, ২২২৫, ১৩৪১ সহীহ মুসলিম হা.নং ৯৬৯, ৫২৮, ২১১১, ২১১২, ২১০৭, নাসাঈ হা.নং ৫৩৬৫, সহীহ ইবনে হিব্বান হা.নং ৫৮৫৩ মুসান্নাফে আবদুররাজ্জাক্ব হা.নং ১৯৪৯২, ১৯৪৮৬, মুসান্নাফে ইবনে আবি শায়বা হা.নং ২৫৭০৬, ৩৪৫৩৮ শরহুননববী খ.২,পৃঃ ১৯৯ ফাতহুল বারী খ. ১০ পৃঃ৪৭০ উমদাতুল ক্বারী খ. ১৫ পৃ. ১২৪ ফাতাওয়ায়ে আলমগীরী-৫/৩৫৯ ইমদাদুল মুফতীন পৃঃ ৮২৯)

ক্যামেরায় ছবি বা ফটোগ্রাফির হুকুম

পূর্বোক্ত আলোচনার দ্বারা বুঝা গেল যে, ছবি তোলা ও সংরক্ষণ করা বা প্রদর্শন করা সম্পূর্ণ হারাম, আর ক্যামেরায় ছবি যাকে আজকাল ফটোগ্রাফিও বলা হয়। এ ব্যাপারে উলামায়ে কেরামের ফাতাওয়া এই যে, যন্ত্রের পরিবর্তনের কারণে ফটোগ্রাফি এবং হাতে অংকিত ছবির হুকুমে কোন পার্থক্য ধরা হবেনা। বরং ক্যামেরার ছবি, ফটোগ্রাফিও প্রকৃত ছবির প্রকারসমূহের মধ্যে এক প্রকারের অন্তর্ভুক্ত হবে এবং হাতের দ্বারা ছবি অংকনের ন্যায় সম্পূর্ণ হারাম হবে। (তাসবীর কী শরয়ী আহকাম পৃ.৬০, তাকমিলাতু ফাতহিল মুলহিম খ.৪ পৃ.১৬৩)

ফটোগ্রাফির ছবি এবং ডিজিটাল ক্যামেরায় বা মোবাইলের ছবির মধ্যে কোন পার্থক্য নাই

বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতির কারণে ছবি উঠানোর যে এক অত্যাধুনিক পদ্ধতি তথা ডিজিটাল ক্যামেরা আবিষ্কৃত হয়েছে তাতে যে ছবি তোলা হয় যদি তা স্ক্রিনে ধারণ করে সংরক্ষণ করা হয় চাই কাগজে বা অন্য কিছুর উপর তার প্রিন্ট দেয়া হোক বা না হোক সেটা মূলত ছবিই এবং এতে ছবির সকল উদ্দেশ্য পূর্ণমাত্রায় পুরা হয় সুতরাং আধুনিকতার ছোঁয়া পেয়ে ডিজিটাল ক্যামেরা বা মোবাইলের ছবির পদ্ধতি যেমনই হোক না কেন তা প্রকৃত ছবি বলেই গণ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বর্ণনা অনুযায়ী হারাম হবে । কোনো কোনো আলেম এটাকে জায়িয বলতে চেয়েছেন কারণ বাহ্যিকভাবে এটা ছবি মনে হয় না । কিন্তু লক্ষ্য উদ্দেশ্যের দিক দিয়ে এটা ছবিই, কাজেই একে জায়িয বলার কোন অবকাশ নেই। (বুখারী হা.নং ৫৯৫০, উমদাতুল ক্বারী ১৫/১২৪, জাদীদ ফিকহী মাসাইল ১/৩৫০, আহাম মাসাইল জিনমে ইবতেলায়ে আম খ.১পৃ. ২০৩,২০১,২/২৬২

আপনি সহিহ ইসলামিক তরিকায় জীবন যাপন করার এবং ছবি তোলার মত হারাম কাজ না করার তাওফিক প্রাপ্ত হউন।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি জনাব । আপনার কথাগুলো মনে থাকবে

:) আমিন

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ২, ৭ ভালো হয়েছে। ১০ আরো ভালো হতে পারতো।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
ধন্যবাদ

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: ১১ নম্বর ছবিটা ছাড়া বাকি ছবি গুলোর ফ্রেমিং আরো সুন্দর হতে পারতো।

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
আমার ছবির ফ্রেমিং এমনই করতে ভালো লাগে

আপনারগুলা ভালো করেন

ধন্যবাদ

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৩

স্প্যানকড বলেছেন: আপনার ছবির বিষয়বস্তু খুব সুন্দর হয়। ভালো থাকবেন।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ স্প্যানকড
ভালো থাকুন নিরন্তর

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা
আমার ছবির ফ্রেমিং এমনই করতে ভালো লাগে আপনারগুলা ভালো করেন
ধন্যবাদ

ছবি গুলো তো শুধু আপনি একা দেখেন না। অন্যরাও দেখে। অন্যদের ভালো লাগার কোনো দাম নেই?

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, আপনার মত পাঠককে কখনো তুষ্ট করা যাবে না :( আফসোস । অবশ্যই দাম আছে । কিন্তু আপনি নেগেটিভ মন্তব্যই যে বেশী করেন কিত্তাম :(

১০| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

শাহ আজিজ বলেছেন: ওয়াও , ইয়াম্মি

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে কমেন্ট কইরালাইছুইন নি ভাইজান

থ্যাংকিউ

১১| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

ওমেরা বলেছেন: আপু ,সবগুলো ছবি সুন্দর তবে প্রথম ছবিটা অতুলনীয় সুন্দর ।
ছড়াগুলোও ভালো লেগেছে।
রামিসা রোজা আপুটাকে আমি মিস করছি।
আশা করি আপু তাড়াতাড়ি ফিরবে আমাদের মাঝে ।
অনেক ধন্যবাদ আপু।

০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। স্বপরিবারে ভালো থাকুন দোয়া করি

রামিসা আপু সুস্থ থাকুন আল্লাহর কাছে প্রার্থনা
ফি আমানিল্লাহ

১২| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ভাইরাস পোকা হইলো কবে? নর্ম্যালী আপনের এক টাইপের ছবি দেখতে দেখতে ঘুম চইলা আসে। তয় এইবারের ছবিগুলা ভিন্নস্বাদের হইছে, ঘুম আসে নাই। =p~

আমার পোষ্টে একটা লাইক দিয়াই দায়িত্ব শ্যাষ? পোষ্ট নিয়া ভালো-মন্দ কইবো কে? পাশের বাড়ির মার্টিন? :(

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিস দুইটা পর্যন্ত যে , পোস্ট পইরা মন্তব্য দেয়ার আগেই দেখি সময় যায় যায় :( বাসায় গেলে তো আর এই বাড়ীতে আসা হয় না । সরি।

জাজাকাল্লাহ খাইরান মফিজ ভাই
ভালো থাকুন স্বপরিবারে। আপনাদের এখানে করোনার অবস্থা কেমন :(

১৩| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবি।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভার্ন ভাইয়া
ভালো থাকুন

১৪| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: আপনাদের এখানে করোনার অবস্থা কেমন :( খুব ভালো। করোনা ভাই (রাস) খুব একটা শান্তিতে নাই এখন!! :-B

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: করোনা ভাই রাস হলো কেন বইন রাস হইতো যদি চুলাচুলি লাইগা মাইরা ফেলতাম :)

কাল ৬৬ জন মারা গেছে :(

১৫| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১

পুলক ঢালী বলেছেন: ছবি ম্যাডাম যেমন আপনার ছবি তোলার হাত তেমন আপনার কাব্যিক মন, সোনায় সোহাগা।
আমি ক্যানন ই,ও,এস ৭৫০ডি দিয়ে ভাল ছবি তুলতে পারিনা। ছবি তুললে ২৪ এম,বি হয়ে যায় পোষ্ট দেওয়া যায়না। :D

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পুলক ভাইয়া। ছবিগুলো আগে অন্য ওয়েবসাইটে আপলোড করবেন। যেমন আমি ইমগোর এ ৮০০/৬০০ সাইজে আপলোড করে এখানে পেস্ট করি।

১৬| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবি লেখায় মন ভরে গেলো।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৭| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ শুভকামনা

১৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
আপনার ছবি'র হ্যাক অসাধারণ যা আর নতুন করে প্রশংসা করছি না । গ্রামের মরা নদী টার ছবি দেখে মন খারাপ
লাগছে । কতদিন হয় বৃষ্টির মাঝে মুরগির বাচ্চার এ দৃশ্য
দেখা হয়না । আপা প্রতিটি অর্থবহ ছবি খুব খুব ভালো
লাগলো ।
করোনাতো আবার বেড়ে গেল সাবধানে থাকবেন পরিবারের
সকলকে নিয়ে , আল্লাহ ভরসা ।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। গ্রামে গেলে এসব দৃশ্য দেখতে পাওয়া যায় অসাধারণ কাটে সময়

করোনা উলট পালট করে দিচ্ছে দুনিয়া আল ভাল্লাগে না। টিকা দিয়েছিলাম প্রথম ডোজ দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছি। আল্লাহ ভরসা
আপনারাও সাবধানে থাকবেন আপা আল্লাহ সবাইকে হেফাজত করুন।

১৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

ঢুকিচেপা বলেছেন: সবগুলো ছবিই দারুণ হয়েছে, তবে ১০ নম্বরটা দারুণ প্লাস।

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

শায়মা বলেছেন: তোমরা এত সুন্দর ছবি তুলতে পারো!!!!!!!!!

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তুমিও তো পারো বিজিরাণী..... এখন কি নিয়া বিজি আছো। গোল্লা গোল্লা চোখ আকা বন্ধ নি আপুন

২১| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: আঁকাআঁকি তো কদিন আগে বিরতি নিলাম। বিশাল বিশাল দেওয়াল জোড়া এঁকেছি। এখন আপাতত স্টোরী টেলিং সেশন রোজ বিকালে আর পহেলা বৈশাখে ভারচুয়াল পাপেট শো্ব রেকর্ডিং, ভয়েস ডাবিং পাপেট নিয়ে বিজি বিজি বিজি........ ইজি মনে হলেও নহে ইজি ...... তবুও আমি ইজি কাজে বিজি .......

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কিছু সামলাও কি কইরা। আবার সংসারও করন লাগে। আল্লাহ তোমাকে যেমন মেধা দিয়েছেন তেমন পরিশ্রমীও বানিয়েছেন। উত্তরত্তর সাফল্য কামনা করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.