নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
গতবার লকডাউনে লিখা এপ্রি/২০২০
০১।
মোবাইলে পোস্ট করা আসলেই কষ্টকর। লিখে এন্টার দিলে ডাবল হয়ে যায় লিখা।
আবার সম্পুর্ণ পাতাও দেখা যায় না। কি একটা বিতিকিচ্ছিরি অবস্থা।
শুনছিলা সামুর মোবাইল এপ বের কথা রা হবে। আজ পর্যন্ত হলো না। এপ হলে মনে হলে মোবাইলে ব্লগ চালাতে সুবিধা হত।
পুরো পাতা জুড়ে ছবি (থুক্কু আমি না) আইসা পড়তাছে। আই অন কিত্তন
হুহ
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: যেনে না জেনে কত পাপই না হয়ে যায়। আল্লাহর কাছে ক্ষমা চাই তাই
ধন্যবাদ
২| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পাপ কাজ না করলেই কি নয়?
০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, করতে না চাইলেও অজান্তে যদি হয়ে যায়
৩| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু।
০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ
৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪০
নান্দনিক নন্দিনী বলেছেন: সুন্দর পোস্ট
০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৩
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো পড়ে
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৬| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪
করুণাধারা বলেছেন: প্রার্থনা ও ছবি- দুটোই চমৎকার।
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর বাণী। সেই সাথে ছবিগুলির সুন্দর সমন্বয়।
জাযাকাল্লাহ খাইরান।
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো ও নিরাপদ থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
৮| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ধর্মীয় কিছু পাপ দুটা করেছি। যেমন নামাজ পড়ি না। রোজা রাখি না।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: লজ্জা লাগে না এসব বলতে একজন মুসলিম হয়ে। ছি । একদিন এমন বিপদে পড়বেন তখন আল্লাহ আল্লাহ ছাড়া মুখ দিয়া কিছুই বাইরইতো না
৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫
ঢুকিচেপা বলেছেন: গতবার লকডাউনে লেখা প্রকাশ করছেন এই লকডাউনে ? তারমানে আপনি চাইছেন এখন যেগুলো লিখছেন সেগুলো পোস্ট করার জন্য আবার আগামী বছর করোনা আসুক ?
তা হচ্ছে না, যা পোস্ট করার এখনই পোস্ট করে নেন, এবার ডাবল টিকা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হবে করোনা।
চার লাইন করে প্রতিটা প্রার্থনা চমৎকার হয়েছে এবং পাঠ করার পর আমীন বললাম।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে সময় করে উঠতে পারি না । যা লিখি সব ফেসবুকের ওয়ালেই রেখে দেই। মোবাইলে ব্লগ চালাতে ভালো লাগে না তাই আর কত কিছু পোস্ট দেয়া হয় না
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:২১
মা.হাসান বলেছেন: সামুর অ্যাপ তো একটা আছে, কিন্তু এইটা নাকি সামুর নোটিফিকেশন আর সহযোগিতা- এর মতোই কার্যকর।
ফজর ডিয়া দিন শুরু করলে হইবো ক্যামনে? তাহাজ্জুদ না পড়িলে চলে? সামনের ভোট আসার আগেই তাহাজ্জুদ ধরেন।
দোয়া নিজের জন্য না কইরা আর সকলকেও সামিল রাইখেন, দাবি জানাইয়া গেলাম।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশীরাত করে ঘুমানোর ফলে তাহাজ্জুদ পড়তে পারি না আল্লাহ সে তৌফিক দান করুন
দোয়া সবার জন্যই করি। আল্লাহ আমাদের দেশ থেকে করোনা উঠিয়ে নিন
জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন
দুইটা বাইজা গেছে আরসময় নাই যাইগা ফি আমানিল্লাহ
১১| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: করুণাধারা বলেছেন: প্রার্থনা ও ছবি- দুটোই চমৎকার - আমিও তাই বলি।
আপনার সব প্রার্থনার সাথে একাত্ম হয়ে কন্ঠ মেলাচ্ছি।
২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের প্রার্থনা পূরণ করুন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
জেনেশুনে অনেক পাপ করছেন নাকি?