নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একটি ভোরের হলুদ আলো ছুঁয়ে তুমি এসো=

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০



©কাজী ফাতেমা ছবি
#এসো_এখানটাতে
একটি ভোরের হলুদ আলো ছুঁয়ে তুমি এসো,
সহসা অসুস্থ সময় আঁকড়ে ধরেছে আমায়
আমার ভালো লাগে না কিছু, মন বড় উচাটন।
চারিদিকে জ্বালা ধরা সময়, তপ্ত বিতৃষ্ণার বেড়া
একটি চৈত্রের শেষ প্রহরের রাত্রিরে তুমি এসো।

কেমন জানি অসুখী ক্ষণ ঘোর লাগা দিন চোখে
সেঁটে আছে মনে বিষণ্ণতা, তলিয়ে যাচ্ছি ধীরে
বুকের গহীনে বাজে বিষাদের নিষাদ....খসখসে সুর।
একটি বৈশাখী ভোরের পেয়ালায় মুগ্ধতা নিয়ে এসো
আমি তৃষ্ণা গিলি ডকডক করে, বড্ড কষ্ট এবেলা,
আকণ্ঠ ডুবে আছি চৈত্রের নদীতে, মাথা ডুবাতে চাই টলমল জলে।

একটি বর্ষার অঝোর বৃষ্টি হয়ে এসো, মন শুকনো কাঠ,
মাথায় শীতল জল হয়ে ঝরে পড়ো, নিউরনগুলো পাগল,
এলোমেলো চুলের ফাঁকে ঘর্মাক্ত চৈত্র, খাঁ খাঁ বিরানভুমি।
একটি হেমন্তের গা বেয়ে শিশিরের স্পর্শ নিয়ে এসো...
পায়ের তলা পুড়ে ছাই,চৈত্রের রোদ্দুরে ফেটে চৌচির মাঠ।
হাত ধরে টেনে নিয়ে চলো নগ্ন পায়ে হাঁটা দূর্বা প্রহরে,
শিশির স্পর্শ শিহরণে কাঁপিয়ে দাও, শক্ত মুঠোয় নাও হাত।

চাপা কান্নাগুলো ভোরের ঘুম হয়ে গেলো,
যায় না খোলা চোখ, জ্বলে পুড়ে অঙ্গার চৈত্রের ডোবা
ছটপট প্রহরগুলো বুকের ভিতর জলহীন ডোবায় সাঁতার কাটা হাঁস
নাক ডুবানো ঘোলা জলে ডুবে হাঁপিয়ে গেছি, দাঁতে কিরকির বালি
একটি ফাগুনের মিষ্টি হাওয়া নিয়ে এসো, ধুয়ে দাও ক্লান্তি ক্ষণ।

রন্ধ্রে রন্ধ্রে বিষজল, ছলাৎ ছলাৎ উপছে পড়া ঢেউ;
যে ঢেউয়ে হাবুডুবু খেয়ে কূল হারা নীল তিমি আমি,
নিঃশ্বাসে আর নেই অক্সিজেন, তলিয়ে যাচ্ছি ফের অসুস্থ ক্ষণে;
নিথর দেহ টেনে তুলার সাধ্যি হারাই, অবশ মন ক্ষয়ে যাচ্ছি,
একটি শরতের পেঁজাতুলো মেঘ হয়ে এসো কাছে...
উড়িয়ে নিয়ে যাও আকাশ সীমায়, মেঘের ভেলায়;
বেঁধে নাও বাহুবন্ধনে, ভালোবাসার উষ্ণতা দাও দেহে,
একটি ফুলেল প্রহর দাও আমায় একটু, মুগ্ধ হবো!

নয়তো শীতের হাওয়া হয়ে এসো, বুকের বিছানায় শুই,
শুধু তুমি গ্রীষ্ম হয়ো না, না হয়ো চৈত্রের খরা....
এত জ্বালাপুড়ার ভার আমি নিতে পারবো নে আর...
আমি নিঃশেষ, যেনো নিকোটিনের শেষ টান....
ছুঁড়ে ফেলো নে মর্ত্যে, ঠোঁটের স্পর্শে রেখে দাও আজীবন
তোমার প্রশস্ত বুকে না হয় থেকে যাই, শুভ্র মেঘ আঁকড়ে ধরে।
(১৩ এপ্রিল ২০১৭)

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪

কবীর হুমায়ূন বলেছেন: কবিতায় ভালোবাসা আর বারমাসির বৈচিত্রতা শব্দের তুলিতে সুন্দর করে এঁকেছেন কবি কাজী ফাতেমা ছবি। সার্থক চিত্রকল্পের মাধ্যমে কবিতাকে নান্দ্যনিক করে তুলেছেন। ভালো লাগার ভালোবাসা রেখে যাই। শুভ কামনা নিরন্তর।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা রইলো

জাজাকাল্লাহ খাইরান । ভালো আছেন তো ভাইয়া?
ভালো ও নিরাপদ থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ।

২| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ঝুল ভার্ন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

৩| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: আপনি নীল তিমি, ও রে বাপস!!


এতো প্রেম রাখেন কোথায়।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম,
রাখবো আর কোথায়, জায়গা নাই তাই লিইখ্যা সবাইরে দিয়া দেই।

ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো কবিতা।
আপনার চেয়ে আমি কবিতা ভালো লিখি।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা। লিখেন আরও লিখেন। সমস্যা নাই

৫| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮

স্প্যানকড বলেছেন: ভাবনা গুলি পেয়ে যাক রঙ
যেমনটা উড়ে চলে বক
বাইরে আজও
হেসেখেলে আসে রোদ !
ওতেই চলে আমার
ওতেই তাজা করি সখ!

ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন ।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো বড় কবিতা
পড়ে উঠতে পারি না।

একটি বৈশাখী ভোরের পেয়ালায় মুগ্ধতা নিয়ে এসো
এই লাইনটা পছন্দ হইছে।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , ভালো লাগলো

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

মা.হাসান বলেছেন: চার বছর আগে তাও হয়তো আসা সম্ভব ছিলো, এখন আসতে একটা পাশ লাগে, যাইতে আরেকটা পাশ; করোনাতো যাওয়া আসা বন্ধ করে দিলো।

নূরু ভাই একটা পোস্ট দিছিলেন, মহিলারা নাকি আজকাল বিডি সিগ্রেট বেশি খাচ্ছে। আমনা কবতের শেষ তিন লাইন পড়ে এখন তো বিশ্বাস করতেই হচ্ছে। কি আর বলবো, শুধু বলি এসব খাওয়া কিন্তু ভালো না। X((

রমজানে দোয়ায় স্মরণ রাখবেন এই দরখাস্ত থাকলো।

২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: করোনা যে কী করলো উফ দুনিয়াটারের উলট পালট করে দিলো। আল্লাহ জানেন কবে আমরা এ বন্দিদশা হতে মুক্তি পাবো। গ্রামের মহিলারা আগে খাইতো এখন আর খায় না ......। এসবে আসক্ত হওয়া ভালা না :)

আল্লাহ আপনার স্বপরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন ফি আমানিল্লাহ।

১০| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০

জুন বলেছেন: কাজী ফাতেমা ছবি এই কথাটি হয়তো আপনার লেখায় অনেকবারই বলা হয়েছে তাও বলি
যেমন কবিতা লিখায় অসাধারন তেমনি ছবি তোলায় । আমি নিজে কবিতা লিখতে পারিনা তবে ব্লগের কিছু কিছু কবিদের কবিতায় মুগ্ধ হই তাঁর মাঝে আপনি একজন ।
অনেক অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য অনুপ্রেরণা যোগায় আপি। জাজাকিল্লাহ খাইরান
অনেক অনেক ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ

১১| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর চয়ন... :)

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

১২| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

শেহজাদী১৯ বলেছেন: দারুন চাওয়া।

২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান শেহজাদী আপা
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৩| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামটা তেমন ভালো লাগেনি আপু তবে কবিতা সুন্দর হয়েছে। শব্দচয়ন চমৎকার। ++

শুভেচ্ছা জানবেন।

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিরোনাম বদলে দিলাম। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.