নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এখনো পাপের নায়ে ভেসে মানুষ,যেতে চায় মোহপুরে=

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৪



©কাজী ফাতেমা ছবি

নিশ্চুপ নিরবতায় কেটে যায় সময়,
ঝাঁঝাল স্ক্রীণে চোখ রেখে আর কত ভালো থাকা যায়,
বিতৃষ্ণার আড়ালে দীর্ঘশ্বাস বেরিয়ে যায় এক নিমেষে,
বন্ধ চোখ খুলেই দেখি...
মুক্তির দেয়ালে আঁকা পিঞ্জিরার ছবি,
এ দেয়াল কাটবো কী করে, পথ নেই আর জানা!

নেই দিন নেই রাত, সমান্তরাল পথ ধরে ছুটে চলেছি
কোথায় গিয়ে থামবো শেষে,নেই জানা গন্তব্যের ঠিকানা,
আলোকিত ধরা কখন যে হয়ে গেলো অন্ধকার,
ছুটে চলা পথে কখন পড়লো অদৃশ্য ব্যারিকেড,
কখন যে পায়ে অস্পৃশ্য এক বেড়ী পড়ে নিলাম
কে ভেবেছিলো এমন দিনও আসতে পারে জীবনে!

মানুষ এগিয়ে যাবে সাফল্যের হাত ধরে,
নিত্য নৈমিত্তিক জীবন আরো সহজ করার মানসে
আবিস্কারের গায়ে ঠুকবে মাথা,
আলোচনায় উঠে আসবে বিজ্ঞানীদের নানা আবিস্কার!
সেই সাফল্যের সন্ধিক্ষণে করোনা আলোচনা
মোড় ঘুরিয়ে আবিস্কারের বুকে মারলো পাথুরে আঘাত,
মুখ থুবড়ে বিজ্ঞান ধুলায় শুয়ে এখনো।

গত রমজানেও কী কেউ ভেবেছিলো এমন
নিরবতার কোলে বসে অনাড়ম্বর ইফতার হবে আয়োজন,
কে ভেবেছিলো এবার ঈদের পোষাকও হবে না কেনা,
কেউ কি জানতো ইফতার পার্টি সেহরি পার্টি হবে না এবার,
দল বেঁধে গলা ছেড়ে হবে না পার্টির উৎসব,
নেচে গেয়ে উঠবে না মেতে এ বছর আর ঈদ পূনর্মিলনীতে।

পাপের সমুদ্দুরে ডুবে কেউ ভাবেনি আসবে এমন দুঃসময়,
খাদ্যে ভেজাল মিশিয়ে এবার চড়া মূল্যে হবে না পণ্য বিক্রয়,
ভাবেনি সেই ঠিকাদার এবার পাবে না টেন্ডার
নকল জিনিসে রাস্তার মেরামত, নকল উপকরণে প্রাসাদ তৈরী হবে না,
হবে না অন্যায়ের বুকে বসে অতিরিক্ত অর্থ কামানো,
অফিসের অধঃস্তনও ভাবেনি তৈল মর্দন করে
হাতানো যাবে না এবারের প্রমোশনটাও!

চারিদিকে শত কোটি অন্যায় মাথাচাড়া দিয়ে উঠার ক্ষণে
ভাবেনি কেউ আসবে না এমন ক্রান্তিকাল।
মহান আল্লাহ কেবল দেখে, শুনে, জেনে গিয়েছেন
মানুষ হয়নি সতর্ক, বেলাল্লাপনায় মেতে মানুষ
উঠে গিয়েছিলো অন্যায়ের শীর্ষ শিখরে,

পাপের পর পাপ, মানুষ যেনো দুনিয়ার বাদশা,
বুক ফুলিয়ে এখনো মানুষ হেঁটে যায় পাপের পথেই,
এখনো মানুষ দুর্নীতিতে নেয় অংশগ্রহণ,
এখনো মিথ্যের নায়ে ভেসে, যেতে চায় মোহপুরে।
চারিদিকের মৃত্যুর সুরাসুর শুনেও মানুষের বুকে নেই
একফোঁটা মৃত্যু ভয়, তবে আর কবে শুধরাবে মানুষ?
(২৬/০৪/২০২০)

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৮

অরণি বলেছেন: কবিতা ভালো হয়নি। হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতা।

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অরণি। সবার যে সব কিছু ভালো লাগবে তাতো নয়। হয়তো আমারও জ্ঞানের সীমাবদ্ধতা
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: নিজের নফসের সাথে যুদ্ধ করায় সবচেয়ে কঠিন।
এজন্যই হয়তো নিজের নফসের সাথে যুদ্ধ করা সব চেয়ে বড় জিহাদ।

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই একবার জীবন ঠিক করে চলার শপথ নিলে পরবর্তীতে ভুলে যাই :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামে ভাললাগা।

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০

স্প্যানকড বলেছেন: খুব ভালো লাগলো। মানুষ শোধবোধ হারিয়ে ফেলেছে। এইবার যদি হুশ ফিরে ! ভালো থাকবেন।

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৬| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৬

আমি সাজিদ বলেছেন: যারা কোটি টাকার মালিক ওরাও এই করোনায় ভালো নেই? কি মনে হয়?
চমৎকার বিষয়বস্তু আপি।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্জি ভাইয়া । আল্লাহ আমাদের হেয়ায়েত আর হেফাজত করুন
জাজাকাল্লাহ খাইরান
ফি আমানিল্লাহ ভালো থাকুন স্বপরিবারে

৭| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: হায়রে মানুষ রঙ্গিন ফানুস! :(

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দম ফুরাইলে যে টুস সেটাই ভুলে গেছে আপুনি। ধন্যবাদ
আল্লাহ সবাইকে হেফাজত করুন

৮| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৯

কামাল১৮ বলেছেন: গরিবই ভালো আছে, কোন চিন্তা নাই।

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য তবে , নামাজ আদায় করতে হবে তা না হলে উপায় নাই

ধন্যবাদ

আপনি জানি কে? আগে কোথাও দেখেছি নাকি

৯| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর উপস্থাপন,

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১০| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

মা.হাসান বলেছেন: করোনা একি করিলো?! অ্যাঞ্জেলের মুখেও মাস্ক পরাইয়া দিলো? B:-) :|| #:-S #:-S

ব্লগের বিজ্ঞানিরা যত লাফালাফি করে আমি তো ভাবছিলাম বিলাত-জাপান ফেল, এনারাই সবার আগে ভ্যাকসিন বাইর করবে। এখন কেমন কোয়ারেন্টাইনে বসে আছে:(

যা হোক নাও লইয়া খারাপ কথা বলবেন না X(( । নাও সব সময়ে সত্যের। মিথ্যার জাহাজ হইতে পারে।
সাবধানে থাকবেন। টিকা ২য় ডোজ হইসে?

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরী টরী কেউ বাদ যাবে না। , মাস্ক পরতেই হবে। আমার মনে হয় এই নাক মুখ বন্দিদশা থেকে আর মুক্তি পাওয়া যাবে না। আল্লাহই জানেন।

হ্যা তাদের আলোচনায় দেখছিলাম, আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই। বিজ্ঞানীরাই সব পারবে। কোরআনের আলোয় আলোকিত হয় না পৃথিবী সবই প্রাকৃতিক। যত্তসব বুর্ভকের দল।

নাও লইয়া কিছু বলার সাহস নাই :(

হ্যা দ্বিতীয় ডোজ নিছিলাম। সেদিন ফটোও তুলছি রাস্তার। ফাঁকা রাস্তা, আমি আর আমার কলিগ গত ১৭ এপ্রিল, টিকা নিতে গিয়েছিলাম পিজি হাসপাতালে। কিন্তু রাস্তাঘাটে কেউ কিছুই জিগায় নাই। কী আরামে গেছি আর আইছি। কিন্তু আমরা ভাবছিলাম আরেকটু যদি ঘুরতে পারতাম। সময়টা ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ।

থ্যাংকস এ লট ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৪

সোহানী বলেছেন: শুধরাবে না রে আপু শুধরাবে না। আমি আপনি শুধু প্যান প্যান করেই যাবো..........

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুধরাবে না ,,,, নিজেরা মরবে অন্যদের নিয়া মরবে ভাব নিয়া চলে । কী সুন্দর মাস্ক ফেলে রাস্তায় দাড়াইয়া মানুষ আড্ডা দেয়। দেখলেই রাগ লাগে

জাজাকাল্লাহ খাইরান আপি
ভালো থাকুন স্বপরিবারে

১২| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২০

নীল আকাশ বলেছেন: কিছু মানুষের শোধবোধ কোনদিন হবে না। নফসের ঢোকায় এদের জীবন শেষ। কবিতা ভাল লেগেছে। বাস্তবচিত্র।

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান দিন। হেফাজত করুন। ইমানের ভিত শক্ত রাখুন , চাইতে হবে নিজের জন্যই ।
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভাইয়া

১৩| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১

রানার ব্লগ বলেছেন: করনা মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটিয়েছে, আস্তে আস্তে আমাদের করনার সাথে খাপ খাইয়ে নিতে হবে। কিসে পাপ কিসে পুন্য এই ব্যাপার নিয়ে ভাবছি কিছুদিন।

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খাপ খাইয়ে নিতে নিতেই তো অনেক আপনজন রা হারিয়ে যাচ্ছেন। পাপ পুন্যি নিয়া ভাবতে হবে। রবের কাছে ক্ষমা চাইতে হবে।

ধন্যবাদ ভালো থাকুন

১৪| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: আমার মালিক আছেন এ বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগ খুবই কঠিন। প্রত্যেক অতৃপ্ত নফস নিজেই নিজের রব বনে বসে আছে। নিজেকে ধিক্কার খুব কমসংখ্যকই দেয়।

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ ভুলেই যাই :( আফসোস। আল্লাহ আমাদের হেফাজত করুন। নিজের হেদায়েতের জন্য নিজেকেই দোয়া চাইতে হবে।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ০২ রা মে, ২০২১ রাত ১১:১১

ডঃ এম এ আলী বলেছেন:



ঝাঁঝাল স্ক্রীণ দেখার জন্য মানুষের কত যে সাধনা,
ঘরে ডিস এন্টিনা, আর ফাইবার অপটিকের শিকলে
বাধা টিপাটিপি যন্ত্র যথা লেপটপ আর স্মার্ট ফোনের
নাড়িভুরি । ফেবুও কম যায়না ঝাঁঝাল স্ক্রীণের
দর্শন দেয়ার সাধনায় ।

আঁকাবাঁকা আর সামান্তরাল যে পথেই হোক না চলা ,
শেষ গন্তব্য কিন্ত সকলের জানা , জন্মিলে মরিতে হবে
এ কথা বলেছেন সব জনা। মোহপুর দুর নয়, ক্ষনিকেই
সেখানে যেতে পারে যে কেও, জানেনা সে কখন এসে যাবে
জীবনের শেষ পরোয়ানা , তবু হয়না হুস পাপের তরে
হয় বেহুস , এটা্ইতো অনেকের জীবনের বিরম্বনা ।

করোনা মনে হয় বিজ্ঞানকে আরো অনেকটা নিয়েছে
এগিয়ে , মানুষ জানতে পেরেছে বিধাতার হেকমত
কাকে বলে , বিধাতার নাম নিয়ে বিজ্ঞানীরা নিরলস
সাধনা করে অতি অল্প সময়ে পেরেছে বিধাতার দান
প্রকৃতি আর ধরা হতে আহরিত উপাদার একসাথে
পরিমিত আকারে জড়ো করে করোনা নামক
মরন ব্যধির টিকা উদ্ভাবনে সফল হয়েছে
কিছুটা । তাইতো বিধাতা বলেছেন
ফাবি আইয়ে আলা ই রাব্বি কু মা তু কাজ্জিবান
তারপর তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ।
বিধাতা মানুষকে জ্ঞান বিজ্ঞান দিয়েছেন ও বুদ্ধিমত্তা দিয়েছেন
তারা যেন বিধাতার অপার মহিমায় সে জ্ঞানকে
আরো বৃদ্ধি করে বিধাতার নিয়ামকের অর্থ ও গুণাবলী
বুঝে নিয়ে নীজ কল্যানের কাজে লাগাতে পারে ।
বিধাতা বলেছেন যে বা যারা ভাল কাজে চেষ্টা
করে তিনি তাদেরকে সাহায্য করেন । তাই
এসব নব উদ্ভাবিত নিয়ামকের সবি যে
পরম করুনাময় বিধাতারী দান । তাঁর
শুকর গোজার করা প্রয়োজন সকলের ।

কি প্রয়োজন ঈদের কাপরের বাহারে ।
উদোম গায়ে এসেছে ধরাধামে, যেতে
হবে সেলাই বিহীন একখন্ড বস্ত্র
গায়ে দিয়ে । যাহোক, সকল দুর্গতি
নাশ হয়ে পৃথিবী ভরে উঠোক নির্মল
আনন্দ বিনোদনে এ কামনা করি।

পাপে যে থাকে সে সদাই ভাবে এই বুঝি এলো দু:সময়
বাহিরে তাদের সুখের প্রকাশ, ভিতরে নিরন্তর বয়ে চলে
পাপে হবে তার বিনাস, শুধু সময়ের ব্যপার মাত্র । ইতিহাস
দেশে বিদেশে ঘরে বাইরে সে কথাই বলে । প্রমোশন কি
আসলেই বন্ধ, পত্রিকার পাতা খুললেই দেখি বড় বড়
পদে হচ্ছে প্রমোশন বেসুমার ভাবে , অনেকের নামদাম
থাকে ছবি থাকে পত্রিকার প্রথম পাতা জোড়ে । যাহোক
ভাবনার সুন্দর প্রকাশ ঘটিয়েছেন কবিতার পাতা ভরে ।

ভালইতো হলো টেন্ডার ছাড়াই বড় বড় কিছু কাজ হয়ে
যাবে বিশেষ আয়োজনে , টেন্ডার শুধু নির্মাণে নয়,
আন্তর্জাতিক প্রকিউরমেন্ট এর জন্য প্রয়োজন হয় ,
কিন্তু সেগুলি কিভাবে হচ্ছে তার খবর কে রাখবে
এখন করোনার নিয়ন্ত্রনের বিবিধ বিধি বিধানের
অলোকে। শান্তনার বাণী এখানেও মুখ থুবরে
কাঁদবে নিরবে । যাদের যা পাবার পেয়ে যাবে
বিবিধ প্রকারে ।

পাপ করতে দুর জগত কেবলি হচ্ছে পাপে
ভরপুর । পাপ বিনাসে যত বিধি বিধান তারই
ফাক গলে দেখা যায় পাপের বহুমূখী সম্প্রসারন
প্রতিটি বাঁকে , মানুষ শুধু চেয়ে চেয়ে দেখে
আর বলে আমি চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার ক্ষমতা কিছু ছিলনা ।
মরনের ভয় সাধারণ মানুষের নাই,
যার ভয় বেশী থাকার কথা সে ভাবে
তার তরে আছে এয়ারবাস আর মাউন্ট
এলিজাবেথ , নির্ভয়েসেখানে যায় ,
ফলাফল বলার অপেক্ষারাখেনা ,
বেশীর ভাগই ফিরেনা আর
জীবন নিয়ে । মানুষ শুধরাবার নয়
ট্রায়াল এন্ড এরর মেথঢ চালিয়ে
যাবে জীবনভর । ভুল যখন ভাঙ্গবে
তখন চিত্ত ব্যাকুল হবে দ্বিতীয়
ভ্রান্তিপাশে পতিত হওয়ার জন্য
এটাই মানুষের নিয়তি ।

যাহোক, মুল্যবান কিছু কথা মালা নিয়ে রচা
কবিতাখানি পাঠে ভাল লাগল । আমার মন্তব্যের
কথার সাথে হয়ত মিলবেনা তব ভাবনা তা
আমার জানা। মিলুক বা না মিলুক যা বলার
তা বলে গেলাম । যারা ভাবার তারা ভাবুক ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৩ রা মে, ২০২১ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। এই লিখাটা যখন লিখেছিলাম তখন টিকা বের হয়নি। আল্লাহর ইচ্ছায় টিকা বের হইছে আমিও দ্বিতীয় ডোজও নিয়ে নিছি আলহাদুলিল্লাহ। গত বছর প্রমোশন বন্ধই ছিলো। এ বছর মানুষ লকডাউনও ডরায় না। মৃত্যুও ডরায় না। সব কিছু চলছে নরমাল।

আপনার মন্তব্যের সাথে মিলেছে আমার মত থ্যাংকিউ

ভালো থাকুন স্বপরিবারে আল্লাহ ভরসা

১৬| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:০২

জটিল ভাই বলেছেন:
অসাধারণ লিখনী!
এই লিখনী অবিরত চলুক,
জীবন আর মানবের কথা বলুক।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৭| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৪০

কালো যাদুকর বলেছেন: সবই নাফস ৷ মানুষ তার নিজ ইভিলে বন্দী ৷ মানুষ তার অন্তঃ শত্রু থেকেই মুক্ত নয়। তাই রমজানেও মানুষ করে ক্রমাগত ভূল নিজের পুরোনো বদঅভ্যাসবত প্রতিনত ৷
মানুষের উপলদ্ধি আসুক ৷
ধন্যবাদ।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথা বলেছেন । মানুষের উপলব্দি আসুক । আল্লাহ মানুষে সঠিক বুঝদান দিন

জাজাকাল্লাহ খাইরান।
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

১৮| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৬

জটিল ভাই বলেছেন: আরেকটা তথ্য জানতে চেয়েছিলাম আমার পোস্টে।
আপনি কি বৃহত্তর ময়মনসিংহের?

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহতো সরি, দেখি না্ই মন্তব্যটি

আমি হবিগঞ্জের মানুষ। ভাগ্যক্রমে ময়মনসিংহের জামাই পাইছি,
উনারা ময়মনসিংহের তারাকান্দা থানার ঢাকুয়া গ্রামের বাসিন্দা।

ধন্যবাদ

১৯| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩১

জটিল ভাই বলেছেন: আইচ্ছা। এই তাইলে গডনা। আফনে আঙ্গোর মমিসিঙ্গা বৌ! আমিওতো কই, কইত্তে আফনে আইছুইন, গেছুইন এইতা হিকছুইন :D :P

০৩ রা মে, ২০২১ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশী কথা কইবেন না কুইট্টায়ালবাম :D আর কত কথা হিকছি

আইয়েন যে, খাইয়েন যে, খাইবাম, আইবাম :)

২০| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: এই যে চোখের সামনে এতকিছু তবুও মুহূর্তের মাঝে ফিরে আসি নিজেদের চরিত্রে।
শোধরানো জন্য নিজেদের মুক্তির জন্য দোয়া করা ছাড়া উপায় নেই।

শুভ কামনা আপু।

০৩ রা মে, ২০২১ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম আপি, অফিস আদালতে চলা ফেরায় কত কিছু দেখি। আর ভাবি মানুষ আর মানুষ হলো না :( আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। হ্যাঁ নিজেদের জন্যই আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে।

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক ।

২১| ০৫ ই মে, ২০২১ রাত ২:২২

রাজীব নুর বলেছেন: পাপে আজ পৃথিবী নিমজ্জিত।

০৫ ই মে, ২০২১ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আর পাপমুক্ত রাখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.