নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। এই ছবিটি ঝরে যাওয়া ফুলের। অন্য মোবাইলে রেখে ছবি তুলেছি।
মন ভালো করার জন্য ফুল অন্যতম। ছাদে গেলে মন ভালো হয়ে যায়। এক আঙ্কেল মসজিদের চারপাশে ফুল গাছ লাগিয়ে রেখেছেন। সব গাছেই সারা বছর ফুল ফুটে থাকে। কখনো ছাদে গেলে মোবাইলবন্দী করে নিয়ে আসি। আজকের ফুলগুলো বেশীর ভাগ ছাদ থেকে তোলা। ক্যাপশন ছাড়া ছবি । ভালো লাগবে আশা করি।
মন এমনিতেই খারাপ হয়ে আছে। এক কলিগ গতকাল এক্সিডেন্টে মারা গেছেন। ইফতারের আগে ঘরের পর্দা টেইলারের নিকট হতে আনতে যাওয়ার পথে হুন্ডা এক্সিডেন্ট হয়। স্পট ডেড। দুইটা বাচ্চা ছোট, শুধু জীবন দেখা শুরু ছেলেটার। ভাল্লাগে না । এমনিতেই সময় ভালো যাচ্ছে না মানুষের ।
অফিস টাইম আড়াইটা পর্যন্ত, তাই পোস্ট দেয়ার সময হয়ে উঠে না। রমজানে কাজ অনেক বেশী। সময় কেমন করে চলে যায় হুটহাট করে। আল্লাহ ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ্। দুই ছেলেও রোজা রাখে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত আমাদের উপর আছে বলেই নামাজ রোজা করে যেতে পারছি আলহামদুলিল্লাহ।
০২। গত মার্চ মাসে আব্বা আম্মাকে নিয়ে ঘুরতে গেছিলাম বিমান বন্দর যাদুঘরে । সেখান থেকে পলাশ ফুলের ছবি তুলেছি।
০৩। এই ছবিটি আমাদের নানাবাড়ীর ছবি। অক্টোবলে বাড়ীতে গেলে এই ছবিটি তুলি। নানাবাড়ী শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ।
০৪। এই ব্যাঙের ছাতা ছবি তুলেছিলাম মনে হয় গত২০১৯ এর এপ্রিলে। আম্মাকে ইসলামিয়া চক্ষু হাসপাতারে ছানি অপারেশন করিয়েছিলাম তখন।
০৫। এটা ঐতিহাসিক ছবি, ১৫-০২-২০২১ এ টিকা নিতে গেছিলাম পিজি হাসপাতালে। অফিস থেকে গেলাম সিএনজি করে। আসার সময় কিছুই পাচ্ছিলাম না। আমরা তিনকলিগ হাঁটতে হাঁটতে একেবারের বেইলী রোড, হাঁটার পথে ফুটপাত থেকে তুলেছিলাম এই ছবিটি
০৬। এটা আমাদের ছাদ থেকে তুলছি। হাতে করে স্প্রের বোতল নিয়ে গিয়েছিলাম। স্প্রে করে ফটো তুলছি।
০৭। ইহাও ঝরা ফুলের ছবি, বারান্দায় রেখে ফটো তুলছি।
০৮। ১৪-০৮-২০১৯ এ শশুরবাড়ী থেকে তোলা ছবি। বৃষ্টির পর তুলেছিলাম।
০৯। ইহা আমাদের ছাদ বাগানের ফটো
১০। ইহা বিমান বন্দর থেকে তোলা গত মার্চ মাসে। ঘাসফুল অথবা বুনোফুল
১১। ইহা আমাদের ব্যাংক কলোনী স্কুল, মতিঝিল থেকে তোলা, বকুল ফুল কুঁড়িয়ে নিয়ে ফুলবাগানের গ্রিলে রেখে তুলেছিলাম
১২। ইহা আমাদের ছাদ বাগান থেকে তোলা। কোনো এক সকালে।
০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ছেলেটা কী তরতাজা যুবক ছিলো। আল্লাহ তার পরিবারকে শোক সইবার ক্ষমতা দিন।
২| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:১৮
মা.হাসান বলেছেন: কেনো কষ্ট? কারণ এই ছবি গুলাতে কোথায় ভুল আছে, কি ভুল আছে বলার কেউ নাই।
মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আপনি এখানে পোস্ট না করে বিশেষজ্ঞদের ব্লগে কমেন্ট আকারে পোস্ট করলে কিছু সাজেশন পেতেন যে কি ভাবে ছবিগুলা ভালো করা যায়।
০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো আপনি এই কারণে কষ্ট বলেছেন। হাহাহাহাহা, কথা ১০০০০০০০০০% ঠিক । বিশেষজ্ঞরা নিজেদেরকেই সব সময় সেলিব্রেটি, সেরা মনে করে। অন্যের বেলা কেবল নেগেটিভ মন্তব্য। একটা নেগেটিভ মন্তব্য একটা পোস্টকেই নষ্ট করে দেয়। মন্তবের বেলা সাজেশন দেয়া যায় কিন্তু এরা এমন মন্তব্য করে মনটাই খারাপ হয়ে যায়
দেখা যাক পূর্ববর্তী অবস্থায় ফেরত আসলে হয়তো এসব মন্তব্য আবার পামু
৩| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:২০
মা.হাসান বলেছেন: তবে আমার কষ্ট আরেকটা- এত সুন্দর সুন্দর ছবি, কিন্তু কোনো কবিতা নাই।
ক্ষমতা থাকলে আমি কিছু কবিতা লিখে যোগ করে দিতাম।
যাকগে। সুন্দর মাসে সুন্দর ছবি দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা অন্য একদিন দিয়াম নে। ব্লগে আসার সময় কম। আড়াইটা পর্যন্ত অফিস । আপনার ক্ষমতা আছে কিছু লিখে দেন আমি এড করে দেবো ।
জাজাকাল্লাহ খাইরান । আল্লাহ নেক হায়াত দান করুন স্বপরিবারে সুস্থ রাখুন দোয়া করি।
৪| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:২৫
জটিল ভাই বলেছেন:
শোক সংবাদের জন্য "ইন্নালিল্লাহ্......."
ছবিগুলো "মাশাল্লাহ"
ফুলগুলোর জন্য "সুবহানআল্লাহ্"
ছবি ভাবীর হবি,
হেব্বি! হেব্বি!
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । শেষ পর্যন্ত ভাবী হই গেলাম
আগে আফা .... ভাবী পরে হুহ
ভালো থাকুন জটিল
৫| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:৪৩
শেহজাদী১৯ বলেছেন: দারুন ফুলোগ্রাফী।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন অনেক অনেক
৬| ০৩ রা মে, ২০২১ বিকাল ৩:৫৭
বিদ্রোহী সিপাহী বলেছেন: মৃত্যু সন্নিকটে।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হেদায়েত দিন। সঠিক পথে চলার তৌফিক দান করুন।
ধন্যবাদ বিদ্রোহী
ভালো থাকুন
৭| ০৩ রা মে, ২০২১ বিকাল ৪:৪৭
অধীতি বলেছেন: বড্ড সৌখিন আপনি। ভাললাগা ভালবাসা।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ
৮| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:০২
কালো যাদুকর বলেছেন: সত্যই সুন্দর ছবি। ১২ নং ফুলের নাম কি?
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ এইডা কী কইলেন। শিউলীর নাম মনে নাই
ইহা শিউলী ফুল
৯| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি ভালো হয়েছে।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
১০| ০৪ ঠা মে, ২০২১ রাত ১:২৮
ঢুকিচেপা বলেছেন: খুব খারাপ লাগলো আপনার কলিগের মৃত্যু খবর শুনে। মানুষটা ফিরে এসে সবার সাথে ইফতার করতো।
এখন প্রতিদিন শুনি মৃত্যুর খবর, কী সময় পার করছি আমরা।
ছবিগুলো সুন্দর হয়েছে।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমনই তো কথা ছিলো। কিন্তু উনি অতর্ক অবস্থায় হুন্ডার পিছনে বসেছিলেন। ড্রাইভার ঠিকই বেঁচে গেছে। উনি পর্দাগুলো জড়িয়ে ধরে পিছনে বসেছিলেন, আলতো ধাক্কা লাগাতেই পড়ে যান মৃত্যু অইখানেই লিখা ছিলো । আল্লাহ আমাদের হেফাজত করুন।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
১১| ০৪ ঠা মে, ২০২১ ভোর ৫:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার কলিগের এমন মৃত্যুতে সমবেদনা প্রকাশ পরবর্তী দু'আ থাকলো, তার পরিবার যেন ধৈর্য্য ধারণ ও এই কঠিন পরিস্থিতি থেকে দ্রুত উঠে আসতে পারে!
আপনি ভালো আছেন জেনে খুশিই হলাম। দিনকাল যাচ্ছে ভালো— প্রিয়জনদের এমন খবরগুলো বিশ্বের এই কঠিন সময়ে অনেক বড় এক-একটি সুখবর। লক্ষ্য করলাম, হবিগঞ্জ আপনার নানুবাড়ির এলাকা! আমার সেখানে কিছুদিন থাকার সুযোগ হয়েছে। আসলে হবিগঞ্জের মানুষগুলো অনেক ভালো।
গ্রামে গেলে প্রত্যহ ভোরে। শীতকালে। কুয়াশার চাদরের দৃশ্য আমায় মুগ্ধ করে। আর সেই কুওয়াশার আচল যদি ফুলের গায়ে বিছানো থাকে, তবে তো কথাই নেই!
এই কঠিন মুহূর্তে এমন সুন্দর ছবিব্লগের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কলিগের এমন মৃত্যুতে সমবেদনা প্রকাশ পরবর্তী দু'আ থাকলো, তার পরিবার যেন ধৈর্য্য ধারণ ও এই কঠিন পরিস্থিতি থেকে দ্রুত উঠে আসতে পারে!
আমিন
আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি।
হবিগঞ্জ আমার বাড়ী, বাপের বাড়ী
নানাবাড়ীও হবিগঞ্জ এ
গ্রামের এই দৃশ্যগুলো আসলেই মন ভালো করে দেয়। মনে আর কোনো ক্লান্তি থাকে না।
এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ।
১২| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১০:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১৩| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৪৬
পদ্মপুকুর বলেছেন: বিমানবন্দর জাদুঘর কোথায়?
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন:
আগার গাঁওয়ে এটা।
১৪| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৪৯
পদ্মপুকুর বলেছেন: মোবাইলে এরকম সুন্দর সুন্দর ছবি তুলতে থাকলে ফটোস্টুডিওগুলোর মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া উপায় থাকবে না....
০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় আল্লাহ কী বলেন। মানুষ আরও কত সুন্দর ছবি তুলে দেখলে অবাক হই। মানুষ ভালো এডিটও পারে যা আমি পারি না। অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ ভালো রাখুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান আবারও
১৫| ০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:৫৬
মনিরা সুলতানা বলেছেন: কাকে যে কখন ওপাড়ের ডাকে সারা দিতে হয় !!
সবগুলি ছবি ই সুন্দর।
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি, এক সেকেন্ডেরও ভরসা নাই। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন ।
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১৬| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:৪৩
জটিল ভাই বলেছেন: আগে আফা .... ভাবী পরে হুহ
আইচ্চা আফা। বুল কইরালচি। মাফ হইরা দেইন
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হয় নাই এটা হবে
মাফ কইরা দেইন যে
আচ্ছা মামলা খতম।
থ্যাংকিউ শশুর বাড়ীর লোক।
১৭| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:৪৩
রানার ব্লগ বলেছেন: ছবি গুলা সুন্দর !!!
০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রানা
ভালো থাকুন সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ
১৮| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৩৩
তারেক ফাহিম বলেছেন: রোড একসিডেন্ট শুনে খারাপ লাগলেও।
ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেল।
আপনার মোবাইলগ্রাফি দেখে অনেক অনেক ভালো লাগছে।
মাশআল্লাহ আপনার ছবি তোলার হাত অনেক পাকা, সেটা যে ডিভাইসই হোক।
০৫ ই মে, ২০২১ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ
১৯| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালোই তুলেছেন।
০৫ ই মে, ২০২১ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ধন্যবাদ
ভালো থাকুন
২০| ০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৫৫
সোহানী বলেছেন: এতো সুন্দর পোস্টে প্রথমেই মনটা খারাপ করে দিলা। ভালো থাকুক ওপারে।
০৫ ই মে, ২০২১ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাত দিন।
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
২১| ০৫ ই মে, ২০২১ রাত ১:২৮
সিগনেচার নসিব বলেছেন: এক্সিডেন্ট কখনই সুখকর নয়।
মোবাইলগ্রাফী সুন্দর হয়েছে।
শত ব্যস্ততার মাঝে এমন পোস্টে ধন্যবাদ।
০৫ ই মে, ২০২১ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । অসময়ে দুনিয়া থেকে চলে যাওয়া পরিবারের জন্য সারাজীবনের কষ্ট।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ
২২| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
সময় ভালো যাচ্ছেনা মানুষের, এমন মন খারাপের দিনগুলোতে একপশলা বৃষ্টির মতে স্বস্তিদায়ক সব ছবি।
০৯ ই মে, ২০২১ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান সময় ভালো যাচ্ছে না
আল্লাহ আমাদের হেফাজত করুন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ
২৩| ০৫ ই মে, ২০২১ রাত ৮:২৭
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার ফটোগ্রাফি বেশ ভালো। ফ্রেমিং নিয়ে আরেকটু ভাবতে পারেন।
০৯ ই মে, ২০২১ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপা । জি
ভালো থাকুন পি আমানিল্লাহ
২৪| ০৬ ই মে, ২০২১ রাত ১২:৩২
আকতার আর হোসাইন বলেছেন: কেমন আছেন প্রিয় ব্লগার,,, অনেক দিন ব্লগে আসা হয় না।।। তবে আপনার ফটোগ্রাফ ফেবুতে নিয়মিতই দেখা হয়।
ফটীগ্রাফ দারুণ হয়েছে। চোখ জুড়িয়ে যাবার মতন।
০৯ ই মে, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া
শুনে খুব খুশি হলাম। জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে ভালো রাখুন
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২১ দুপুর ২:১৬
মা.হাসান বলেছেন: বড় কষ্ট