নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নৈঃশব্দের রাত আসে, বালিশে মগজ গুঁজে
কত ভাবনা মনের আকাশে মেলে ডানা,
অথচ দুটো সুখ পাখি এসে বুকের উপর পড়ে ঝাঁপিয়ে
সময়গুলো উচ্ছ্বল,মন কিছুতেই উঠে না আর ক্লান্তিতে হাঁপিয়ে,
হাড়গোড় মড়মড় শব্দে ভালোবাসার জানান দেয়,
এপিঠ ওপিঠ বড় পাখি কখনো ছোট পাখি।
পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ জীবন
তবুও খেয়ালী মন
মেনে নিতে চায় না অবহেলা;
আবেগীয় ভাবনা বড্ড জ্বালাময়,
হাঁসফাঁস দীর্ঘক্ষণ এপাশ ওপাশ
ভাবনায় ছেদ ঘটায় ফের পাখি দুটি
কখনো কপালে কখনো গালে
টপাটপ পড়তে থাকে ভালোবাসার গাঢ় চুম্বন।
বুকের বাড়ি আবেগের বাগান,
ভুলে বেভোল সকল কষ্ট, মুগ্ধতার শেষ প্রান্তে শুয়ে,
জড়িয়ে আছি বুকের মধ্যিখানে মমতা।
আমার সুখ পাখি'রা গভীর নিদ্রায় আচ্ছন্ন-
আর আমি সুখের দীর্ঘ এক শ্বাস ছেড়ে
বিশ্বাসে আশ্বস্ত হই আরেকটি ভোর দেখবো বলে।
(১১ মে ২০১৭)
১১ ই মে, ২০২১ বিকাল ৫:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬
স্প্যানকড বলেছেন: পাখি দুটি মেলা বড় হোক। মেলা দেশ ঘুরে মায়ের জন্য নতুন ভোর নিয়ে আনুক এই কামনা করছি। সাবধানে থাকবেন।
১৭ ই মে, ২০২১ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। এত সুন্দর মন্তব্য দেখেই মন ভালো হয়ে যায়। জাজাকাল্লাহ খাইরান। সবাইকে নিয়ে ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ১২ ই মে, ২০২১ রাত ১১:১৫
সোহানী বলেছেন: আশা ছাড়া আর কি বা করার আছে!!!
১৭ ই মে, ২০২১ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। অসহ্য আশাগুলো নিরাশ হয়েই থাকে। সেই দীর্ঘশ্বাস পথই দিতে হয় পাড়ি
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন আপি
৪| ১৪ ই মে, ২০২১ রাত ১:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
রাত পোহালেই ঈদ
রইল
১৭ ই মে, ২০২১ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক ভাইয়া জি। কেমন কাটলো ঈদ
আমি এবারের ঈদ আব্বা আম্মার সাথে করেছি
জাজাকাল্লাহ খাইরান
৫| ১৪ ই মে, ২০২১ রাত ২:৩২
ঢুকিচেপা বলেছেন: প্রতিক্ষার ভোর আসুক ঈদের আনন্দ বার্তা নিয়ে।
১৭ ই মে, ২০২১ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক ভাইয়া জি
ভালো থাকুন, সুন্দর থাকুন স্বপরিবারে
এই কামনা ও দোয়া করি
ফি আমানিল্লাহ।
৬| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:১৮
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার বন্ধন সবচেয়ে শক্ত বন্ধন। বিনিসূতোর এ বন্ধন আমাদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে, আমাদেরকে শক্তি যোগায় দিন যাপনে, এগিয়ে যেতে সাহায্য করে।
প্রতিটি ভোর আসুক ভালবাসার আশা ও আশ্বাস নিয়ে!
"আবেগীয় ভাবনা বড্ডো জালাময়" - কবিদের এ থেকে মুক্তি নেই!
"বুকের বাড়ি আবেগের বাগান" - খুব সুন্দর বলেছেন এ কথাটা।
চমৎকার এ কবিতাটিতে পঞ্চম ভাল লাগা রেখে গেলাম। + +
২৪ শে মে, ২০২১ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান একদম খাঁটি কথা বলেছেন। আপনার মন্তব্য পেলে ভালো লাগে খুব
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনি এবঙ স্বপরিবারকে সুস্থও নিরাপদ রাখুন। ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:১৭
জটিল ভাই বলেছেন: এই বিশ্বাস দীর্ঘজীবী হোক।