নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভাবনাগুলো এলোমেলো=

১৮ ই মে, ২০২১ বিকাল ৩:০১



মেঘবালিকা হয়ে আছি এখনো
মনে রঙধনু রঙের ছড়াছড়ি
এখনো গোধূলীয়ায় হারিয়ে যাই
এখনো সন্ধ্যার আলো ছায়ার পথে হেঁটে যেতে যেতে
ভাবি জীবনের কথা,জীবন সে ফুরিয়ে যায়নি,
মনের উচ্ছ্বাসগুলো নেভে না কখনো
ভর সন্ধ্যায় দেহে আমার প্রজাপতির অলস দুপুর
মন ক্যানভাসে আঁকি উচ্ছ্বাস রঙ তুলিতে টুনটুনি জীবন।

জীবন জ্যামিতির খেলাঘরে অসংখ্য কাটাকুটি
কি আর হবে ভুল অঙ্ক কষে, চিন্তার ব্যাকরণ অশুদ্ধ
সেদিকে আর ভাবি না
কেবল মুগ্ধতায় থাকতে চাই,
ভুলে সব জীবনের ভুল হিসেব নিকেষ।

২।



সভ্যতার পিঠে চড়ে রাষ্ট্র হেঁটে যায় ভবিতব্য পথে
অথচ অন্যায়ের কোলে বসে, ক্ষমতার বুকে পা রেখে
দেশ যে মুমুর্ষ, ফিরে দেখে না রাষ্ট্র!

এখানে ন্যায়ের পথ অন্ধকার
অন্যায়ের আলোয় পথ হাঁটি মুখে তালা মেরে,
দেখে যেতে যেতে পার হয়ে যায় বছর অথবা যুগ।

আদর্শের বজ্র নিনাদ কানে লাগলেই মুষড়ে পড়ে মন
কত অন্যায়ের ছবি সেঁটে আছে পত্রিকার পাতায় পাতায়,
বিচারে প্রহসন, ক্ষমতার মুখে মিঠে বোল
রাষ্ট্রের পিছনে ছোরা বসিয়ে আগায় অন্যায়
সভ্যতার এমন ইতিহাস একদিন পড়ে নিবে আগামী প্রজন্ম
তারা অন্যায়ের প্রতিবাদ করবে সে আশায় আগাই আগামীতে।

(১৭-০৫-২০১৮)

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫১

জটিল ভাই বলেছেন: আগামী প্রজন্মের আশা প্রতিটি প্রজন্ম করে আসছে। এই আগামী প্রজন্ম কবে আসবে কিংবা আদৌ আসবে কি? :(
গভীর ভাবপূর্ণ লিখাটা ভীষণ ভালো লাগলো :)
লিখে যান আগামীর তরে......

১৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ জানেন। দিন দিন অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

২| ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: এলোমেলোমেলো ভাবনা গুলো লিখে রেখে ভালো করেছেন।

১৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি
ধন্যবাদ

৩| ১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১১

স্প্যানকড বলেছেন: নানান সময় বন্দি করেছেন। ভালো থাকবেন।

১৯ শে মে, ২০২১ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন আপনিও
ফি আমানিল্লাহ

৪| ১৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



জীবন জীবনের মতোই। আমরাই একে জটিল করি আবার হয়তো কখনো করি সহজ। আপনি কেমন আছেন? ঈদের শুভেচ্ছা নিবেন।

২০ শে মে, ২০২১ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম যাচ্ছে জীবন জীবনের মতই। জটিল করেই জীবনের শান্তির বারোটা বাজিয়ে মানুষ নিজেও মন্দ থাকে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মুবারক। ভালো থাকুন
জাজাকাল্লাহ খাইরান

৫| ১৯ শে মে, ২০২১ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: ভাবনাগুলো এলোমেলো হতে পারে, কিন্তু লিখেছেন বেশ গুছিয়েই। দুটো কবিতারই শেষের স্তবকটি বেশি ভাল হয়েছে।

কবিতায় ভাল লাগা + +।

২০ শে মে, ২০২১ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ

৬| ১৯ শে মে, ২০২১ রাত ১০:১৩

ঢুকিচেপা বলেছেন: মেঘবালিকাদের মন সব সময় ভালো থাকে তাই ভুল অঙ্ক আর অশুদ্ধ ব্যাকরণে কিছুই যায় আসে না।

“রাষ্ট্রের পিছনে ছোরা বসিয়ে আগায় অন্যায়”
এই ধারা এখনো চলছে যা লিখেছিলেন ২০১৮ তে। আমরা ভালো কিছু রাখলে না ভবিষ্যৎ প্রজন্ম সেখান থেকে শুরু করবে। আমরা তাদের জন্য রেখে যাচ্ছি ব্যর্থতা।

২০ শে মে, ২০২১ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই তাই, মন কষ্টে ভরা তারপরও আলহামদুলিল্লাহ সেসব ভুলে গিয়ে আনন্দ নিয়ে বাঁচি।

এই ধারা কত প্রজন্ম পর্যন্ত যে যায় কে জানে। যায় দিন ভালো আসে দিন মন্দ। তাইই দেখতেছি এখন। এখন নিদোর্ষকেই দোষী ভাবা হয়। আর দোষীকে নিদোর্ষ :(

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৭| ২৩ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগলো এলোমেলো ভাবনা গুলো দেখে।
আমি স্কুলে থাকতে এমন এলোমেলো জিনিস লেখার চেষ্টা করতাম। এখন এই লেখার অভ্যাস টা একদম চলে গিয়েছে।

২৪ শে মে, ২০২১ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি।
আবার শুরু করুন। লিখে রাখুন মনের অব্যক্ত কথাগুলো

ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.