নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আহা আমার ভাঁটফুল দিনগুলো=

১০ ই জুন, ২০২১ দুপুর ২:৪৭



©কাজী ফাতেমা ছবি
মিহি ঘ্রাণে নাক রেখে, আমি জোনাক খুঁজি এবেলা,
ভাঁটফুলের পাতাগুলো ফুটো ফুটো,
দূর্বাঘাসে পা ফেলে স্মৃতি কুঁড়াই... ভাসাই অতীত ভেলা,
শৈশবে যাবো ফেরত, যা ভেসে যা হাওয়ার রথ উল্টো।

সফেদ বোতলে জোনাক'রা কাঁদে মুক্তির আশায়,
আর উলঙ্গ আনন্দে মাতোয়ারা আমি
মেতে উঠেছিলাম এ কোন সর্বনাশায়;
অতীত মানেই ভীষণ পাগলামী!



আমার ভাটফুল দিন, ফড়িংয়ের লেজে বাঁধা সুতা,
অনুভূতির দুয়ারে রিনিঝিনি সুখ ঝংকার,
ফেলে এসেছি অতীত খাতায় কত গান কত কবিতা,
আহা ধুলোয় মিশে গেলো যেন ডানা মেলা দিন
বেঁচে থাকার অহংকার।

চুলে ক্লিপে জড়িয়ে ভাঁটফুল চুপসে যেতো বেলাশেষে,
খসে পড়তো পায়ের পাতায়,
সুখ দর্পনে মুখশ্রী... আহা কতই না যেতাম সুখে ভেসে,
ধুলো জমে গেছে সেই সুখ অতীত খাতায়।



এখানে সহসা গজে উঠে না শুভ্র ভাঁটফুল চারা,
ঝুপঝাড় পেরিয়ে এসে পেয়েছি ইট পাথরের জঞ্জাল,
ফুটে না মন জমিনে কাশফুল, নরম তুলতুলে মেঘ যেমন হয় না মন;
এখানে হই না সুখে আর আত্মহারা,
সব নিঁখুত আনন্দ হলো ধীরে মনের অন্তরাল।

আহা আমার ভাঁটফুল দিন, আহা আমার প্রজাপতি প্রহর
আহা আমার জলে ব্যাঙের থৈ থৈ নাচন
সব ছেড়ে ছুঁড়ে এখানে কান পেতে শুনি বিষণ্ণ সুর লহর
কোথায় হারালো আমার সেই রূপালী চাঁদ রোদ্দুর কাঞ্চন।
(০৯-০৬-২০২০)

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

জুন বলেছেন: গ্রামের মাটির রাস্তার দুপাশে ফুটে থাকে ভাটফুল কবিরা কাব্য করে যার নাম রেখেছে বন জুই। অপরূপ ভাটফুলে মাখা মায়াবী কবিতায় প্লাস ছবি :)

১৩ ই জুন, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বনজুঁই নামটাও কত সুন্দর। মায়াবী নাম।

জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৫৫

হাবিব বলেছেন: দারুণ সব ছবির সাথে দারুণ সব কবিতা।

১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া অনেক দিন পর। ভালো লাগলো
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৩| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৫৬

জটিল ভাই বলেছেন:
তারা কেউ বদলাতে চায়নি, তাদের বদলে দিয়েছে,
সুখের নামে ঐ মানুষেরা সব অসুখ কিনে এনেছে!

কবিতা সুন্দর হয়েছে।

১৩ ই জুন, ২০২১ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আমিও অসুখ কিনছি :( ময়মনসিংগা অসুখ

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৪| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । :)

ভাটফুল কন্যা হে!!!!

১৩ ই জুন, ২০২১ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৫| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাটফুলের ঘ্রানটা কেন যেন হেনোলাক্স স্নোর মতো মনে হয়। অতুলীয় ঘ্রাণ আজও ভুলতে পারিনি। কবিতা ও ছবি সুন্দর হইছে ভাটফুল কন্যা।

১৩ ই জুন, ২০২১ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:২১

আখেনাটেন বলেছেন: স্মৃতির পাতায় লুকানো উচ্ছ্বাস উঁকি দেয় ক্ষণে ক্ষণে........ বহমান জীবনের অলিতে গলিতে।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৭| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের এলাকায় কখনো ভাঁট ফুল দেখিনি। ছোট বেলায় কখনো কখনো জোনাক পোঁকা পথ ভুল করেই হয়তো এসে পরতো। বিশেষ করে জতীবাবু চলে গেলে যখন তাদের দেখা মিলতো তখন তাদের ধরার জন্য এক প্রতিযোগীতা শুরু হতো।

ভাটের ঘ্রাণ নাকি রাতে ছড়ায়, এখনো রাতে তার সুবাস নেয়ার সুযোগ হয়নি।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের গ্রামে দাওয়াত রইলো মরু ভাইয়া

জোনাক পোকা অনেক ধরেছি। রাতে পিছন পিছন দৌড়ে যেতাম চাঁদনি রাত হলে

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৮| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৫১

ফেনা বলেছেন: অতীত আসলেই মধুময়।
কথায় আছে- যায় দিন ভালই যায় আসে দিন .....

কেমন আছেন আপনি???

ভাল থাকবেন সতত।

১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মধুময়।

আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন।
আল্লাহ স্বপরিবারে সুস্থ ও নিরাপদ রাখুন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৯| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



ভাটফুল এখনো ফুটছে, সাঁঝের বেলায় জোনাকীরা উড়ে; শুধু মানবীরা ব্যস্ত অন্য কাজে।

১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ফুটে তো । গ্রামের বাড়ী। শহরে ভাটফুল দেখি না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১০| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ফুলের ছবির সাথে
নান্দনিক কাব্য লেখাটিকে
অসাধারণ করে তুলেছে।
ধন্যবাদ আপনাকে।

১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১১| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:২৭

স্প্যানকড বলেছেন: ও মাগো ! কি সুন্দর ফুল =p~ ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন
ফি আমানিল্লাহ

১২| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে।

১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৩| ১০ ই জুন, ২০২১ বিকাল ৫:০৯

জগতারন বলেছেন:
একটু আলো,
একটু আধার!
বাতাস গুলো নদীর বুকে
দিচ্ছে সাতার!!
কিছু দুঃখ,
কিছু সুখ,
সবচেয়ে সুন্দর
আমার বাংলাদেশ
মা'এর স্নেহ ভরা মুখ!!!

প্রিয় ভাষিনী কাজী ফাতেমা,ছবি'এর প্রতি অভিন্দন র'ল৷
কাজী ফাতেমা,ছবি'র
এমন মনোভাব চির অম্লান৷

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর মন্তব্য। মন ভরে গেলো

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৪| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

কবীর হুমায়ূন বলেছেন: যখন উদাস হয় মন, চলে যায় সে দূর অতীতের ছেলেবেলাকার কালে। ফরিঙের পিছে ছুটোছুটি করা, জোনাকি ধরা বিষণ আগ্রহ নিয়ে। তারপর, বোতলে ভরা। যখন তখন পুকুরের জলে সাঁতার কাটা। এই ছবিগুলো যেন কবির মনে দোলা দিয়ে যায়। খুব সুন্দর হয়েছে কবিতা। শুভকামনা কবি।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ১০ ই জুন, ২০২১ রাত ৯:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা উপভোগ করলাম। জাযাকাল্লাহ খাইরান।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৬| ১৩ ই জুন, ২০২১ রাত ১:৪৬

ঢুকিচেপা বলেছেন: কচুপাতার ছবিটা দারুণ হয়েছে।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া

১৭| ১৩ ই জুন, ২০২১ দুপুর ২:১৫

রানার ব্লগ বলেছেন: ভাটফুল ঠিকি ফোটে নিয়ম করে
প্রতীক্ষায় থাকে কোন এক মানষির ছোঁয়ার
মানষি বন্দি, ইট কাঠের দেয়ালের ছায়ায়
কে করবে তারে মুক্ত, সোনার কাঠি রুপার কাঠির ছোঁয়ায়।

১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য। ফুটে ঠিকই কিন্তু দেখা হয় না

অনেক ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৮| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫২

মেহবুবা বলেছেন: অতি প্রিয় ভাটফুলে কেউ ভাগ বসালো
ছিল আড়াল সেই তো ভীষন ভাল ছিল
ছবি যদি কথা বলে তখন কি আর লাগে ভালো
ভাটফুল সব উজাড় হোল হিংসা বাণে
চৈত্রদিনে, তবে এবার প্রান জুড়োল !

এই বছরও হোল না, আমার বিশেষ ইচ্ছে আছে ভাট ফুল লাগাবো।
ব্লগে খেয়াল করে আপনি আজ্ঞে করা হয় না, তাই গুরুজনে নতি ভক্তি থাকলেও তুমি হয়ে যায় অজান্তেই!

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর মন্তব্য। ভাটফুল কী আর লাগাতে হয় । এগুলো তো এমনিতেই হয় পথে ঘাটে বনে বাদারে। আপনি বলতে হবে না । জি আজ্ঞেও লাগে না। শুধু ভালোবাসা আপুনি। জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৯| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩

মেহবুবা বলেছেন: প্রিয়তে রাখতেই হচ্ছে!

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন আপু

২০| ১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৭

মেহবুবা বলেছেন: Click This Link

মহলাদারের তোলা ছবিতে ভাটফুল পরিষ্কার । লেখাটাও মন কেমন করা ।
ভাটফুল না লাগালে দেখতে পাই না, তাই লাগাবো ।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট আপি। ভালো থাকুন

২১| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৮

মেহবুবা বলেছেন: Click This Link
আমার প্রিয় পোষ্ট থেকে পেলাম।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনার ভাঁটফুল এত পছন্দ। ভাটফুলের ছবি অসংখ্য আছে। যখনই বাড়িত যাই তুলে আনি ফটো। একদিন ভাটফুল এর ফটো পোস্ট করে আপনাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.