নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» কিছু স্নিগ্ধতা দিলাম উপহার (ছB Bloগ)

১৪ ই জুন, ২০২১ রাত ১০:২৩

১।


©কাজী ফাতেমা ছবি
= ঘ্রাণ মাখানো বেলা=
স্নিগ্ধতার রেশ মনের অলিগলি, হাওয়ার উড়ে চুল
এক গোছা চুল এসে ঠোঁট ছুঁয়ে যায়
বুক ফুলে উঠে স্বস্তির নি:শ্বাসে, মনোরম আবহাওয়া আর
বৃষ্টি ধুয়া ফুল পাতা, মুগ্ধতার সুখ সমুদ্দুর বুকে ঢেউ তুলে
উথাল পাথাল।
===============
ক্যানন ক্যামেরায় তোলা বিভিন্ন সময়ের তোলা ফুলের ছবি আশা করি ভালো লাগবে। অগ্রিম জাজাকাল্লাহ/জাজাকিল্লাহ খাইরান। সবাই সুস্থ নিরাপদ ও সুন্দর ও ভালো থাকুন। ফি আমানিল্লাহ।

০২। ©কাজী ফাতেমা ছবি
=রঙ বসন্ত লাগলো মনে=
ফাগুন বনে রঙ লেগেছে, রঙধনু রঙ বাহার
বসন্ত রঙ জ্বলছে পাতায়, জ্বলছে সবুজ পাহাড়।
পাতায় বসে ধূলোবালি, ভ্রমর বসা ফুলে
মৌমাছিরা তুলছে মধু, উড়ছে বেভোল ভুলে।



০৩। ©কাজী ফাতেমা ছবি
= মনভুমি হোক পবিত্র সাদা কাঠগোলাপের পাপড়ির মত=
মনে ফিরে আসুক সাদা কাঠগোলাপ মাদকতা,
মুছে যাক জরা ক্লান্তি যত ব্যথা
শুভ্র আবেশে মন হোক পবিত্র, ঘ্রাণ জড়িয়ে থাকুক আমায়,
নিজেকে জড়াবো স্বস্তিতে শুদ্ধতার রঙ জামায়।
বন্ধ চোখে করে যাবো প্রভুর শোকর গুজার,
যত ভক্তি, যত উচ্ছ্বাস,মনের যত আবেগ আলহামদুলিল্লাহ,
প্রভুর প্রার্থনায় নত, অন্তর করে উজার।



০৪। ক্লান্তি ধুয়ে যাবে, যদি এসো সকালের বুকে....
ভিজে গেছে হলুদ, ভিজে গেছে খয়েরী পিঁপড়েটা
ভিজে গেছে ধূলো বালি আর লতা পাতা;
শিশিররা দল বেঁধে রাতভর ঘুরে বেড়ায় এখানে,
পিলপিল হেঁটে চলে পাতায় পাতায়......
ওরা রোদ্দুর আসলেই চুপিচুপি চলে যায়
রেখে যায় স্নিগ্ধতার আবেশ,
রেখে যায় বিন্দু বিন্দু মুগ্ধতা।



০৫। ©কাজী ফাতেমা ছবি
=চলো না যাই দূরে কোথাও=
চলো না আজ শহর জুড়ে ঘুরে বেড়াই
কাজ কর্ম আর অফিস বসের দৃষ্টি এড়াই,
চলো না আজ হারাই আমরা ফুলোবনে
গল্প কথায় কাঁপি সুখের শিহরণে!
চলো পালাই এখান থেকে, ব্যস্ততাকে দিয়ে ছুটি
ফুলবাগানে ভ্রমর হয়ে মজা লুটি।



০৬। ©কাজী ফাতেমা ছবি
=নিমন্তন্ন রইলো বন্ধু=
আমার বাড়ি আইসো বন্ধু, রইলো নিমন্তন্ন
বসন্ত রঙ শাড়ি কিনে, এনো আমার জন্য!
তোমার জন্য হরেক রান্না, রাখবো ঘরে তৈরী
না এসে দিয়ো না করে, হাওয়া তুমি বৈরী।
ছোট মাছের চচ্ছরি আর, কুমড়ো ফুলের বড়া
পুটি মাছের ঝুলের সাথে, ঝালও দেবো কড়া।
লাউয়ের পাতায় শিমের বীচি, ডিমের সাথে কুমড়া
খেয়ে কিন্তু করবে না মুখ, বিতৃষ্ণাতে গুমরা!



০৭। জীবনের রঙ করো না আর ফিকে,
মন কি তোমার কেবল বিষাদের দামে বিকে!
নিতে চাই না এমন মন, চাই মন তোমার হোক গোলাপী ফুল
আরে, অল্প আয়ূর জীবনে পুষে কী লাভ দ্বিধাদ্বন্দ্ব ভুল!



০৮। ©কাজী ফাতেমা ছবি
=ফুলের মৌসুম=
শীতের মৌসুম ফুলের মৌসুম, ফুলের ঘ্রাণে মাতাল
রঙবাহারী হাজার ফুলে, ভরা মনের চাতাল!
পাপড়িজুড়ে রঙের বাহার, মুগ্ধ হয়ে দেখি
ফুলের ঘ্রাণে হয়ে মাতাল, হাজার কাব্য লিখি।
পাতায় জমা ধূলোবালি, শিশিরে যায় ধুয়ে
মন যে আমার মুগ্ধতায় ছায়, ফুলের পাপড়ি ছুঁয়ে।



০৯। তুমি তুলে দিলে হাতে একটি স্নিগ্ধতা৷ আমি নিলাম,
একটি গোলাপের বিনিময়ে আমি তোমায় মন দিলাম,
মনের সাথে মন মিলাও,
অল্প মুগ্ধতা বিলাও,
বসুক বুকের বসত ভিটেতে ভালোবাসার মেলা,
গোলাপী গোলাপ রঙে ভরে উঠুক আমাদের বেলা।



১০। ©কাজী ফাতেমা ছবি
=রূপের রাণী ডালিয়া
ঘোমটা ফেলে আছিস কন্যা, ঘোমটা খুলে দে-না
ডালিয়া তোর নামটা জানি, তোকে আমার চেনা।
রোদ পোহাচ্ছিস ঠাঁয় দাঁড়িয়ে, মাথার ঘোমটা ফেলে
রঙ দুনিয়ায় উড়্ না কন্যা, পাপড়ির ডানা মেলে!
তোর গায়ের রঙ মনোহরা, দেখতে কী যে সুন্দর
দেখলে তোরে মুগ্ধতা খুব, শান্তি মনের বন্দর।



১১। ©কাজী ফাতেমা ছবি
=সবুজ পাতার শিশির স্নান=
পাতায় পাতায় শিশির দানা, ধরতে তাদের নেইতো মানা
সকাল হলেই ডালে ডালে, আদর লাগায় গালে গালে!
মিষ্টি আবেশ স্নিগ্ধ বেলা, ঘাসে পাতায় শিশির মেলা।
হিমেল হাওয়া শিরশিরে শীত, ঠোঁটে ঠোঁটে সুখেরই গীত।



১২। ©কাজী ফাতেমা ছবি
=দেবে আমায় একটি প্রহর=
নাকের নোলক ধূলায় লুটায়, স্বপ্নগুলো মাটি
এই বিছাও না মন জমিনে, তোমার প্রেমের পাটি!
ফুল বিছিয়ে দাও না ধূলায়, বসি আসন পেতে
দাও না তুমি বুনোফুলে, প্রেমের মালা গেঁথে।



১৩। ©কাজী ফাতেমা ছবি
=নেবে সাদা গোলাপ?
সাদা গোলাপ দেবো তোমায়, শুদ্ধতারই প্রতীক
সঙ্গে আমার হবে একদিন, গাছের ছায়ায় পথিক?
ঘ্রাণ মাখানো একটি বেলা, দেবো তোমায় তুলে
তুমি দেবে ফুল পরিয়ে, চুলের খোঁপা খুলে!
রাখতে পারো সাদা গোলাপ, তোমার মুঠোয় পুরে
গাইতে পারো সুখোচ্ছ্বাসে, গুনগুনানো সুরে।
সুরের সাথে সুর মিলাবো, ভাসবে সে সুর দূরে!



১৪। ©কাজী ফাতেমা ছবি
=কসমস=
তুমি আমি ছুঁয়ে আছি, পাপড়ির ডানা মেলে
সবুজ পাটি সুখ বিছানা, মৌমাছিরা খেলে!
হাওয়ায় দুলে যাচ্ছি আহা, প্রেমের খেয়ায় বসে
ফড়িং যাচ্ছে ঐ যে দেখো, সুখের অঙ্ক কষে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে, আমরা সাদা কসমস
ফুটে থাকি পাপড়ি মেলে, হাওয়ায় নড়ি হঁসফস।



১৫। ©কাজী ফাতেমা ছবি
=যাবে তোমরা ফুলের বনে?
রঙ বেরঙের ফুলের ভেতর, একটি ছোট কলি
ঘুরছে কলির চারিপাশে, গুনগুনিয়ে অলি,
ফুটবে বলে অপেক্ষায় সে, পাপড়ির ডানা মেলে,
মৌমাছিরা কলির উপর, যাচ্ছে সুখে খেলে।
সুখের প্রহর ফুলের কলির, বাতাস এলে দুলছে
গাইছে কলি হেলেদুলে, ধীরে পাপড়ি খুলছে।



১৬। একটি হলুদাভ প্রহর, আমি নাক টেনে নেই সুখের ঘ্রাণ
কী স্নিগ্ধতায় ভরা সময়, জীবন সুন্দর
অনুভবে সুখ নিয়ে বেঁচে থাকার বেড়ে যায় টান!



১৭। ©কাজী ফাতেমা ছবি
=উড়ুক সত্যের ফানুস=
ফুটবে কুঁড়ি নিউ ইয়ারের, মেলবে পাপড়ির ডানা
কাটবে ভালো আগামী দিন, ঠিক সকলের জানা!
ফুটা ফুলের মত জীবন, হোক সকলের সুন্দর
শুদ্ধতাতে থাকুক মানুষ, মুগ্ধতায় হৃদ বন্দর।
পুরান দিনের ভ্রান্তি সকল, আঠারোতে রেখে
এই ঊনিশে শুদ্ধ রঙে, যেয়ো স্বপ্ন এঁকে।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:২৮

ঈশান মাহমুদ বলেছেন: ভালো তুলছেন। সুন্দর সব ছবি। আমার ক্যানন ৬০০ডি নষ্ট হৈয়া গেছে। :((

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙ্কিউ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ। আরেকটা কিনেন

২| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ২, ৩, ৫, ১৪ বেশী ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:০৫

কামাল১৮ বলেছেন: কবিতা ও ছবিতে অপূর্ব।মনোমুগ্ধকর

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙ্কিউ সো মাচ। অনেক ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৪| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:১৬

জটিল ভাই বলেছেন:
আমায় এতো রাতে কেনে ডাক দিলাইন?
ও গো আভীজান........... =p~
জটিল পোস্ট হইছে :)

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন:

৫| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:৩১

জটিল ভাই বলেছেন:
আভী আমাকে কি উত্তর দিয়াছেন, কেউ এক্টু বলিয়া দেবেন? আমিতো কিছুই দেখিতে পারিতেছি না :(

১৪ ই জুন, ২০২১ রাত ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুল কতলা কথা লিইখা মন্তব্য করছি। বুঝছি মশায় খাইয়ালছে, ধন্যবাদ দিছলাম মনে লয়☹️

৬| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:৩৩

ঢুকিচেপা বলেছেন: সব ছবিই ঝকঝকা, দারুণস
৬ নম্বর ফটো লিঙ্কের শেষে ] (ব্রাকেট) দেন, তাহলে ছবি আসবে।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ঠিক করে ফেলছি
ভালো থাকুন

৭| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:৩৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সুন্দর সুন্দর!

১৫ ই জুন, ২০২১ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ থ্যাঙকিউ
ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন

আপনার গল্প পড়বো পড়বো করে পড়ার টাইম পাচ্ছি না সরি

৮| ১৫ ই জুন, ২০২১ ভোর ৫:১৩

স্প্যানকড বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকুন

৯| ১৫ ই জুন, ২০২১ সকাল ১০:৪১

কল্পদ্রুম বলেছেন: 'ছবির দেশে, কবিতার দেশে' এর মতো 'ছবির ব্লগ, কবিতার ব্লগ'। ছবিগুলো সুন্দর। সাথে কিছু ফুল চেনা হলো।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কল্প
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি
ফি আমানিল্লাহ

১০| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর সব ছবি।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । অনেক দিন পর দেখলাম কেমন আছেন ভাইয়া
ভালো থাকুন

১১| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!!

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১২| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়াও। অনবদ্য। ছবি, কবিতা। ++++++

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

প্লাস পড়ে নাই :(

১৩| ১৫ ই জুন, ২০২১ রাত ১১:১০

মোঃ আলামিন ইসলাম বলেছেন: সুন্দর ছবি। দেখে মন ভালো হয়ে গেলো।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৪| ১৬ ই জুন, ২০২১ রাত ১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন সুন্দর হয়েছে ফুলের ছবি ও কবিতা ।
দেখে ও পাঠে মুগ্ধ ।

নীচে আমার দেখা কিছু ফুলের গুন গান গেয়ে গেলাম ।
দেখতে স্নিগ্ধ ও সুন্দর হলেও এদের কিছু বদগুণের কারনে
এরা কেমন জানি থাকে অবহেলায়। যদি পারেন এদেরকে নিয়ে
লেখেন মধুমাখা কাব্যকথা,এরা তাহলে দুহাত তুলে আর্শিবাদ
করবে আপনার লেখনি আর কুর্ণিশ জানাবে কানন ক্যমেরায়।
রেড জেসমিন বা রক্ত কবরি, এর সকল অঙ্গই বিষেভরা
খেলে মৃত্যুর কারণ হয়, স্থানিক প্রয়োগে গর্ভপাত ঘটে।

টগর, ফুল ফল বীজ মারাত্মক বিষাক্ত, বীজ মাদক ও প্রলাপসৃজক

কলকে ফুল বা হলদে করবী,এর বাকল ,ফুল ফল বা কষ সবই বিষাক্ত ,
ফল মারাত্মক অবসাদক, পঙ্গুত্ব আরোপক ও ঘাতক।

ধুতুরা , ফুল ফল সহ সমস্ত উদ্ভিদটিই বিষাক্ত চেতনানাশক ও প্রলাপসৃজক

ছবি ও তথ্যসুত্র : https://bn.wikipedia.org/wiki /বিষাক্ত_উদ্ভিদ

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বলেন কী। এতসব বিষ উদ্ভিদ এত সুন্দর করে আমাদের মাঝে ফুটে থাকে।

এতগুলো বিষয় জানানোর জন্য জাজাকাল্লাহখাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.