নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যা পাখি ওড়ে যা= (জীবন গদ্য)

১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২৯



#যা_পাখি_ওড়ে_যা

সেই এক বিকেলের গোধূলিয়ার রক্তিম আভার পথ ধরে পাখিটি আসি বলে ঠিক ওড়ে চলে গেলো। অনিমিখ তাকিয়ে আমি ঠাঁয় দাঁড়িয়ে ছায়াঘেরা হিজলতলায়। কোনো এক ভোরে পাখিটি ওড়ে বসেছিল আমার ভিতরবাড়ির বেলকনির গ্রীলে এসে। আমার চোখে মুগ্ধতা আনার প্রয়াস ছিল তার চোখে পড়ার মত! পাখিটির সুরের অনুরণনে আমি কখনো সখনো না ডুবেও ডুবে যাই। আমি জানি না পাখিটি কি আমার ছিলো বা আমার জন্য সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে এসেছিল আমার দোরে অতিথি পাখি হয়ে। সে রোজ রোজ হররোজ চেষ্টা করতো আমার চোখের পাতায় বসার। তার রঙিন ডানায় যেনো স্বপ্নের পাহাড় বাঁধা। ডানা ঝাপটিয়ে ভালোবাসার আকুতি অবজ্ঞা করার ক্ষমতা আমার ছিলো কি! না ছিলো না! পাখিটিকে ভালোবেসেছি নিজের মত করে। ওকে বুঝতে দেইনি কতটা ভালোবাসতে পারলে তার একটি খসে পড়া পালক অধরে দিতাম ছুঁয়ে। ভালোবাসা বুঝতে দিতে নেই,ভালোবাসা বুঝতে দিলে কেমন যেনো পানসে হয়ে যায়।

আমি জানি না পাখিটি কি বুঝে রোজ তার একটি পালক ছেড়ে যেত বেলকনিতে। কখনো লাল, কখনো গোলাপী, কখনো নীল পালক। হাজার রঙের স্বপ্ন চুয়ে চুয়ে পড়তো সেই খসে পড়া পালক হতে। বিনিদ্র রজনিতে পালকের ছোঁয়ায় বেঘোর ঘুম নেমে আসতো চোখের পাতায়। অজানতেই মনের শাখে বাসা বেঁধেছিল পাখি। আমি বারণ করিনি,কারণ তখন বিনিময় চায়নি পাখি। আমি বিশ্বাসে খেতাম হাবুডুবু, ভালোবাসার তো বিনিময় হয় না। বিশ্বাসে দিলাম ঠাঁই পাখিরে তোকে। যা না চাইতেই পেলাম সে ভালোবাসা ছিল ঠুনকো,বুঝতেই পারিনি।

অবশেষে কোনো এক রোদ্দুর জ্বলা দুপুরে পাখি ভালোবাসার বিনিময় চেয়ে বসল, আমি অবাক চোখে পাখিটিকে আড় চোখে দেখি শুধু!! তিক্ততার তৃষ্ণা আকণ্ঠ। বিমর্ষ আমি নিথর বসে সেই বেলকনিতে! বিনিময় না পেয়ে পাখি ফিরে যেতে চাইলো.. আমি নির্দ্বিধায় তাকে যেতে দেই, স্বার্থপর ভালোবাসা আমার চাই না!! অতঃপর পাখি গোধূলীর আভায় আবছা নীলে মিশে গেলো আঁধারকে সাথী করে। আর আমার দৃষ্টি ছুঁয় পাখি চলে যাওয়ার তীব্র গতির দিকে। যা পাখি ওড়ে যা ভালো থাকিস!
(লিখার তারিখঃ ১৬-০৬-২০১৬)

মন্তব্য ২৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর পাখির প্রেমময় বন্দনা ছবি আপু

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুখ পাঠ্য

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৭

জটিল ভাই বলেছেন:
যা পাখি যা রে উড়ে........
আভী ভুলে গেছে তোরে........
ফিরিস না আর আভীর ঘরে.......

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আভীর ঘরে কোনো পাখিরে আর চাই না। হাহাহা এসব কল্পনাপ্রসূত

থ্যাংকিউ ভাইয়া জি ভালো থাকুন

৪| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: " যার যা উড়ে যা,পাখিটি উড়ে যা ' - শুধু এ আকুতি উড়ে যা ঠিক আছে তবে ভুলিস না আমারে।

এ সুখ পাখি, না ময়না পাখি ,না চাতক পাখি ??? - তবে যে পাখিই হউক এটা সত্যি যে, বেশীরভাগ পাখিই কথা দিয়ে কথা রাখেনা।আসবে বলে কথা দিয়েও ফিরে আসেনা চিরপরিচিত নীড়ে।হয়ত পাখি পেয়ে যায় নতুন নীড়ের সন্ধান।

আর সুখ পাখি ত এই ধরা দেয়-দিচছি করেও ধরা দেয়না ।বাড়ায় শুধু বিরহ জ্বালা যা প্রতিনিয়ত দগ্ধ করে হৃদয় নামক বস্তুুকে অদৃশ্য আগুনে।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাখি যেটাই হোক, সে পাখিদের জাত একটাই, ভালোবাসার বিনিময় চায় । হুম ভাইয়া পাখিরা কথা দিয়ে কথা রাখে না।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৩

স্প্যানকড বলেছেন: পাখি কে পোষ মানানোর চেষ্টা করুন তাহলে উড়া যাবে না আবার যেতে পারে গ্যারান্টি দিতে পারি না। জীবন অদ্ভুত আবার সুন্দর। তাই উপভোগ করার চেষ্টা করুন দেখবেন পাখির কষ্ট লাঘব। একটা গান মনে পড়ল " পিঞ্জর খুলে দিয়েছি... " ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। খুব সুন্দর লেখা :)

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর পোষ মানানো হাহাহাহা, এসব কল্প কাহিনী।

আমি বুড়া মানুষ, কোনো পাখিরেই আর পোষ মানানোর সময় নাই

থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন।

৬| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় পৃথিবীতে কোন কিছুই ফ্রি না। ভালবাসার মূল্য অনুরুপ ভালবাসা। পাখি মনে হয় বুঝতে পারে নাই যে আপনি ভালবাসা দিয়ে ভালোবাসার প্রতিদানে বিশ্বাসী। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান আপনি ঠিক বলেছেন। মোহ জিনিসটাই খারাপ।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৪৮

হাবিব বলেছেন: আপনার গদ্যের মধ্যেও এক ধরনের ছন্দ বিদ্যমান। সুখপাঠ্য।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ১৭ ই জুন, ২০২১ রাত ১২:০০

কামাল১৮ বলেছেন: অনেক আগের স্মৃতি।পুরনো স্মৃতি সবারই ভালো লাগে।অনেক মজার স্মৃতি ।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ পুরাতন স্মৃতি ইয়াদ করলে সুখ লাগ
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৯| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হচ্ছে গল্পটি জীবন থেকে নেয়া রূপক অর্থে পাখিটি ব্যবহৃত হয়েছে ; সে যাইহোক লেখাটি অনেক চমৎকার হয়েছে।







ভালো থাকুন নিরন্তর।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কল্প কাহিনি ভাইয়া। মানুষের জীবন থেকে নিছি।
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১০| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: ওড়ে না বলে উড়ে বলুন।
সখনো বলে কি কিছু আছে?
এটা কি গল্প লেখার চেষ্টা না মনোলগ?

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভাওয়া ঠিক করে নেব ইনশা আল্লাহ


গল্প পারি না লিখতে, এমনিই লিখেছ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৫২

ভুয়া মফিজ বলেছেন: জীবন গদ্যের সংজ্ঞা উদাহরনসহ বর্ণনা করেন। আগেই কই, এই পোষ্টের উদাহরন দিলে হইবো না কিন্তু!! :P

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ জীবন গদ্যের উদাহরণ কেম্নে দিমু। উদাহরণও দেওয়া যাইবো না। পরে খুইল্লা কমুনে অকে থ্যাঙ্কিউ সো মাচ ভালো থাকুন আল্লাহ ভরসা

১২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু ছবিটা সামুর
ফটো প্রতিযোগীতায়
পাঠিয়ে দিন। ১ম
পুরস্কার আপনার
হাতে আসবে
ইনসা্আল্লাহ!

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া এটা নেটের ছবি

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১৩| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৫

নজসু বলেছেন:

আস সালামু আলাইকুম প্রিয় আপা।
আশা করি ভালো আছেন।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৪| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৬

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় আপা।
আশা করি ভালো আছেন।
মাশায়াল্লাহ। লাইক।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.